নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

১৪৩

সাইবার সোহেল

আমি একজন অতি সাধারন বাংলাদেশী। আমি আমার দেশ ও দেশের মানুষকে খুব ভালবাসী। আগ্রহী যে কেউ আমার সাথে বন্ধুত্ব করতে পারেন।

সাইবার সোহেল › বিস্তারিত পোস্টঃ

ঈদ যখন জন্মদিনে.... B-) :-B

২২ শে এপ্রিল, ২০২৩ দুপুর ১২:২০

আমি অতি সাধারন ও নিরীহ ধরনের মানুষ। কিন্তু মহান সৃষ্টিকর্তার মহিমাতে হঠাৎ হঠাৎ নিজেকে বিশেষ গুরুত্বপূর্ণ ভাবার সুযোগ হয়..। কারণ গত বছর রোজার ঈদ হয়েছিল ৩রা মে.. যেটা ছিল আমার জন্মদিন। আর এবছর আমার একমাত্র ভাগ্নে তার জন্মদিন আর ঈদ হচ্ছে একই দিনে...। সৃষ্টার কৃপায় এমন কাকতালিয় ঘটনায় আমি যারপরনাই পুলকিত ও আনন্দিত। নিজের জন্মদিন বা নিজের ভাগ্নের জন্মদিন উপলক্ষ্যে দেশবাসির আনন্দ উৎযাপনে বা টিভি চ্যানেলগুলোতে বিশেষ অনুষ্ঠান প্রচার হওয়াতে, নিজেকে কেমন যেন কেউকেটা বা ভিআইপি ভিআইপি মনে হচ্ছে। আমি নগন্য মানুষ তাই এই অল্পতেই মহাখুশি, আর তাই আমার এই খুশির খবর আপনাদের মাঝে ছড়িয়ে দিতেই এই পোষ্ট। জানেনইতো যে, আনন্দ ভাগ বা শেয়ার করলে বাড়ে..। আপনারা আমার ও আমার ভাগ্নের জন্য সবাই দোয়া করবেন, যেন এই ধোঁকাবাজির সময়ে সে একজন প্রকৃত মানুষ হিসাবে পরিচিতি পায়। আর পরিশেষে আপনাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা ও “ঈদ মুবারাক”। ভাল থাকবেন সবাই স্বপরিবারে... B-)

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২২ শে এপ্রিল, ২০২৩ দুপুর ২:০২

রাজীব নুর বলেছেন: আপনার ভাগ্নে কে জন্ম দিনের শুভেচ্ছা।
আর আপনাকে জানাই ঈদ মোবারক।

২৩ শে এপ্রিল, ২০২৩ রাত ১:১২

সাইবার সোহেল বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ... আর আপনাকে এবং আপনার পরিবারের সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন... ”ঈদ মুবারাক”

২| ২৩ শে এপ্রিল, ২০২৩ দুপুর ১:১৩

রাজীব নুর বলেছেন: অনেকদিন হয়ে গেছে আমাকে ব্যান করে রাখা হয়েছে। মডারেটরের এরকম আচরন আমার ভালো লাগছে না।

৩| ২৩ শে এপ্রিল, ২০২৩ রাত ৯:৩১

মোহাম্মদ গোফরান বলেছেন: ঈদে কারও জন্মদিন হলে আসলেই ভালো। বাসায় গেস্ট থাকে। সেলিব্রেশন সহজ হয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.