![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলাদেশের সবচেয়ে বড় জলপ্রপাত !
ভারত ষিমান্ত থেকে এয়ার ডিসটেন্স ৪ কিলো আর রুমা বাজার থেকে ১৪ কিলোর মত। পাহাড়িদের ৬ - ৮ ঘন্টা হাটার রাস্তা। আমরা হেটেছিলাম ১২ ঘন্টায়!
মজার ব্যাপার এটা রাংগামাটি জেলার বিলাইছড়িতে হলেও এখানের মানুষের সাথে যোগাযোগ বান্দরবন জেলার রুমা বাজারের সাথে , কারণ বিলাইছড়ি যেতে লাগে প্রায় এক সপ্তাহ, আর রুমা এক দিন!
রোদের আলো চিকমিক করছে দুরন্ত উচ্ছল জলধারা্য!
কর্ণফুলী নদীর যে কয়টা উৎস আছে তার একটি বড় উৎস হচ্ছে রাইখ্যাং নদী । জারা জিরি বা জারুল জিরিতে শুরু হয়ে এতে মিশেছে দুমলং জিরি আরো অনেক ছোট বড় জিরি। এই রাইখ্যাং নদীতেই জলপ্রপাতটির অবস্হান । দুমলং চুড়ার নীচে, আর রাইখ্যাং লেকের পিছে !
ঝরণা দেখতে গিয়ে থাকতে হবে রাইখাং লেকের পারে পকুর পাড়ায় অথবা প্রংজন পাড়ায়, ছবিতে দেখা যাচ্ছে নীচে :
গুগুল আর্থে পকুরপাড়া ঝরনার আশ - পাশে এলাকা ।
১২ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:০১
সাইবার অভিযত্রী বলেছেন: তথ্য সুত্র : Click This Link
২| ১২ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:২১
নায়করাজ বলেছেন: কয় দিনের ট্যুর হবে এটা ?
১২ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:২৩
সাইবার অভিযত্রী বলেছেন: ঢাকা থেকে ঢাকা ৫ দিন ।
একটু আরাম করতে চাইলে ৭ দিন!
৩| ১২ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:১৯
আমি শুধুই পাঠক বলেছেন: আরো ডিটেইলসে লিখলে ভালো হইত।
১২ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৫৪
সাইবার অভিযত্রী বলেছেন: আগ্রহ প্রকাশের জন্য অনেক ধন্যবাদ, খুব তাড়াতাড়ি তাহলে আর একটা লেখ দিব - আশা করি । বিস্তারিত ।
৪| ১২ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:২৩
মাক্স বলেছেন: আমি শুধুই পাঠক বলেছেন: আরো ডিটেইলসে লিখলে ভালো হইত।
১২ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৫৪
সাইবার অভিযত্রী বলেছেন: আগ্রহ প্রকাশের জন্য অনেক ধন্যবাদ, খুব তাড়াতাড়ি তাহলে আর একটা লেখ দিব - আশা করি । বিস্তারিত ।
৫| ১৩ ই মার্চ, ২০১৩ সকাল ১১:১০
খেয়া ঘাট বলেছেন: চমৎকার ,,, ও আমার দেশের মাটি তোমার পরে টেকাই মাথা।
১৩ ই মার্চ, ২০১৩ দুপুর ১:০৬
সাইবার অভিযত্রী বলেছেন: ও আমার দেশের মাটি তোমার পরে টেকাই মাথা।
৬| ১৩ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৫৯
মাথামোটা বাবু বলেছেন: +
১৩ ই মার্চ, ২০১৩ রাত ৯:৩৭
সাইবার অভিযত্রী বলেছেন: cikon comment!
৭| ১৪ ই মার্চ, ২০১৩ রাত ১০:৫০
জীবনকেসি বলেছেন: বগালেক গেছিলাম। এইটার খবর তখন পাই নাই। আবার বাইরমু।
দোয়া রাইখেন।
২৬ শে মার্চ, ২০১৩ সকাল ৯:১২
সাইবার অভিযত্রী বলেছেন: দোয়া রইল, দেখ হবে বন্ধু ...
৮| ১৪ ই মার্চ, ২০১৩ রাত ১১:৪৭
আরজু পনি বলেছেন:
দারুণ কাজ করছেন...আহারে এই পোস্টগুলো কেন আরো বেশ কয়েকবছর আগে পেলাম না....
তবু্ও আশাবাদী, দেখা যাক যদি কখনো সুযোগ পাই যা্ওয়ার মিস হবে না ইনশাহআল্লাহ।
অনেক কৃতজ্ঞতা রইল।।
১৫ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:২৫
সাইবার অভিযত্রী বলেছেন: আপনার প্রতিও অনেক কৃতজ্ঞতা । ভাল থাকবেন।
৯| ১৫ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৩৯
জাওয়াদ তাহমিদ বলেছেন:
যাওয়ার ইচ্ছা আছে।
১৫ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:২৫
সাইবার অভিযত্রী বলেছেন: দেখা হবে তোমার আমার অন্য দিনের ভোরে !
১০| ১৫ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৪০
প্রত্যাবর্তন@ বলেছেন: +
১৫ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৫৬
সাইবার অভিযত্রী বলেছেন: ধন্যবাদ
১১| ১৫ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৫৯
আফজালনবীনগর বলেছেন: দেশে যে কত সুন্দর জায়গা আছে তা অনেকেই জানেনা । জানানোর জন্য ধন্যবাদ ।
১৫ ই মার্চ, ২০১৩ রাত ৮:১১
সাইবার অভিযত্রী বলেছেন: ধন্যবাদ আপনাকেও ।
আমি শুধু সুন্দরের কথা বলি না, অনেক অসুন্দরের কথাও বলি :
পাহাড় থেকে সাগরে প্রতারাণা সবখানে !
এভারেষ্ট! এভারেষ্ট!! এভার রেষ্ট ? নেভারেষ্ট!
১৫ ই মার্চ, ২০১৩ রাত ৮:১২
সাইবার অভিযত্রী বলেছেন: অনেকেই জানেনা । সবই জানা ভাল!
১২| ১৬ ই মার্চ, ২০১৩ রাত ১১:৪৪
কাউসার রুশো বলেছেন: ডিটেইল পোস্ট দেন
১৬ ই মার্চ, ২০১৩ রাত ১১:৫৬
সাইবার অভিযত্রী বলেছেন: আশা করি খুব তাড়াতাড়ি দেব।
ভাল থাকবেন।
১৩| ১৬ ই মার্চ, ২০১৩ রাত ১১:৪৮
শাপতাহিন বলেছেন: যাবোই কোন একদিন।
১৬ ই মার্চ, ২০১৩ রাত ১১:৫৭
সাইবার অভিযত্রী বলেছেন: দেখিস একদিন আমরাও ....
ভাই কি কোন এডভেন্চার ক্লাবের সাথে আছেন ?
১৪| ১৭ ই মার্চ, ২০১৩ রাত ১:২৩
নীল সুমন বলেছেন:
ফিরে আসছি
বগা-খার্মুন পাড়া- নতুন মুরং পাড়া-মাগলুইপাড়া-রূমা ফলস-এনামপাড়া-পুকুরপাড়া-প্রাজংপাড়া-রাইক্ষাংঝরনা-সাইকতপাহাড়-আনন্দপাড়া-মেন্দুপাড়া-বগামুখপাড়া-রুমা।------গাইড: নুরূ ভাই
http://www.somewhereinblog.net/blog/nill_suman
১৭ ই মার্চ, ২০১৩ রাত ১১:১৬
সাইবার অভিযত্রী বলেছেন: কঠিন ট্রপ দিলেন ভাই !
খার্মুন পাড়াটা কি হারম্যান পাড়া ?
১৫| ১৭ ই মার্চ, ২০১৩ রাত ১০:৪৪
উযায়র বলেছেন: কিভাবে যাবেন = প্রথমেই বাসে করে বান্দরবন । তারপর বান্দরবনের রুমা স্ট্যান্ড থেকে রুমার বাস/গাড়ি/জীপ যাই পান, তাটে করে রুমা।
রুমা বাজারে গাইড পাওয়া যায়, বাকী কাজ গাইডের!
রাস্তা কঠিন, ঢাকা থেকে কমপক্ষে চার/পাছ দিন সময় নি্যে বেরুতে হবে। থেকে ২ হাজার ফিটের পাহাড় পেরিয়ে কয়েকবার উঠা নাম করে ১০-১২ ঘন্টা হাটা লাগবে । তাই অনুরোধ করব আগে কমপক্ষে একবার পায়ে হেটে কেওক্রাডং বা তাজিংডং যান, তারপর পুকুরপাড়া লেক/ঝরণার দিকে এগিয়ে যান । পাহাড়ে প্রথম সফর পুকুরপাড়া করলে ভুল হবে।
১৭ ই মার্চ, ২০১৩ রাত ১১:১৪
সাইবার অভিযত্রী বলেছেন: প্রথম সফর পুকুরপাড়া করলে ভুল হবে।
১৬| ২০ শে মার্চ, ২০১৩ সকাল ৯:৩৬
গোলাম দস্তগীর লিসানি বলেছেন: যাব-যাব!
২০ শে মার্চ, ২০১৩ সকাল ১১:১২
সাইবার অভিযত্রী বলেছেন: যেতেই হবে!
১৭| ২০ শে মার্চ, ২০১৩ সকাল ৯:৪১
গোলাম দস্তগীর লিসানি বলেছেন: উযাইর ভাইয়ের কথায় মনে হল এক সফরেই তাজিং-কেওক্রা-রাইখ্যং লেক আর ফল সফর করা যাবে।
আমি কিন্তু আইডিয়া রাখি না দেখে জিগ্যেস করছি, বাস্তবে কি তাই নাকি ভাই?
২০ শে মার্চ, ২০১৩ সকাল ১১:১৪
সাইবার অভিযত্রী বলেছেন: তাই অনুরোধ করব আগে কমপক্ষে একবার পায়ে হেটে কেওক্রাডং বা তাজিংডং যান, তারপর পুকুরপাড়া লেক/ঝরণার দিকে এগিয়ে যান । পাহাড়ে প্রথম সফর পুকুরপাড়া করলে ভুল হবে। - বলেছেন উযাইর ।
এক সফরে? নারে ভাই ! একবার পায়ে হেটে কেওক্রাডং বা তাজিংডং যান, তারপর ....
পোষ্টে পদধুলি দেয়াতে অনেক অনেক ধন্যবাদ ।
১৮| ২০ শে মার্চ, ২০১৩ সকাল ১১:২৭
আমরা তোমাদের ভুলব না বলেছেন: ৮++++
২০ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:০০
সাইবার অভিযত্রী বলেছেন: আমরা তোমাদের ভুলব না
১৯| ২৬ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৪:২৫
মোঃ হাফিজুর রহমান গাজী বলেছেন: অমানবিক কষ্ট। খাবার দাবার সাথে নিতে হবে কারন ১২ ঘণ্টা হাটা লাগে। আবার বেশি বোঝা নিয়ে চলাও মুশকিল। অনেক অনেক কষ্ট। এর মাঝেও ২ জন মেয়ে নিয়ে গিয়েছিলাম ১২ জনের একটি দল। সেনাদল আমাদের দেখে বলেছিল এই প্রথম তারা কোন দেখল কোন মেয়ে মানুষ এখানে পৌঁছাতে পারে পায়ে হেটে।
অমানবিক কষ্ট। অমানবিক। একবার গেলে আর যেতে ইচ্ছা করবে না। তবে অভুত সুন্দর জায়গা।
দিল্লি কা লাড্ডু টাইপ বেপার।
২৭ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:৩৭
সাইবার অভিযত্রী বলেছেন: ভাই আমার তো বার বার যেতে মন চায় !
২০| ২৮ শে মে, ২০১৭ রাত ৮:৫৪
রাখালছেলে বলেছেন: আচ্ছা ভাইয়া, এখনকার কি অবস্থা ? চাইলে কি যাওয়া যাবে । পুকুরপাড়া যাওয়ার খুব ইচ্ছা । কিন্তু এদেশে ঘুরতে যাওয়া একটা পাপ । শুধু সমস্যা আর সমস্যা । সাহায্যপ্রার্থী ।
©somewhere in net ltd.
১|
১২ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৫৯
সাইবার অভিযত্রী বলেছেন: "ঘোরাঘুরি ডট কম" গত বছর ফেব্রুয়ারীতে এখানে গিয়েছিল। ছবি জায়দ বিন রশীদ । আর এ সফরে আরো ছিল একরাম, নওশাড,রাতুলবিডি, মেসবাহ ও ফাহাদ ।