নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাইবার অভিযাত্রী

যাদের হাতে দলীল প্রমাণ কম তারা গালি দেয় বেশি

সাইবার অভিযত্রী

সাইবার অভিযত্রী › বিস্তারিত পোস্টঃ

নেপালে কোন বাংলাদেশীর প্রথম কোন পর্বতশৃংগ জয়ের ইতিহাস, প্রথম পরাজয়ের ইতিহাস !

২০ শে মার্চ, ২০১৩ রাত ৯:৫৭



সিংগু চুলি



লিখছিলাম: পাহাড়ে উঠার মিথ্যা সার্টিফিকেট মুসা-মুহিত দু’জনেরই আছে! আজ রাতুলবিডির ব্লগ থেকে আর একটি মজার ইতিহাস :

"... এমন একজনের সার্টিফিকেটের ঘটনা লিখব, যিনি সত্যই আমার কাছে অনেক শ্রদ্ধার পাত্র, তিনিই বাংলাদেশের প্রথম পর্বতারোহী যিনি NMA ( Nepal Mountaineering association) তালিকাভুক্ত কোন পর্বত আরোহনের গৌরব অর্জন করেন। ট্রেকিং, এডভেন্চার আর মাউন্টেনিয়ারিং জগত সম্পর্কে আমি জানা শুনা হয়, বলতে গেলে ওনাকে দিয়েই।উনি হচ্ছেন সাগর ভাই। খুলনা ভার্সিটি আর্কিটেকচারের প্রথম ব্যাচের । যতদুর মনে পরে উনি আর আরিফ ভাই, ভার্সিটিতে পরার সময়ই ৯৬-৯৭ এর দিকে নেপালের অন্নপূর্ণা রিজিয়নে ট্রেকিং করেন! পাহাড়কে ভালবাসতেন তিনি, এখনও বাসেন।ক্যারিয়ার, বিয়ে-শাদী আর সংসারের আগ্রহ কখনই দেখিনি ওনার কাছে পাহাড় এডভেন্চার অথবা ট্রেকিং থেকে বেশী হয়েছে!



যাই হোক আজকের মিডিয়া মুখী কর্পোরেট মাউন্টেনিয়ারদের মত নয়, চাকুরীর পয়সা বাচিয়ে, প্রায় ২১০০০ ফুট সিংগু চুলি টার্গেট করেন। এর আগে নেপালের কুমবু রিজিওনে এভারেষ্ট বেস ক্যাম্প - গোকিও - চোলা পাস একলা ট্রেক করা সাগর ভাই প্রথম NMA পিক অভিজানে বের হন, এবারও একাই! এডভেন্চার পরিমন্ডলে ওনার নাম হয়ে যায় "সলু" । সলো ( একলা ) চলেও লক্ষে যিনি স্হির থাকেন।

কাটমুন্ডুতে অফিসিয়াল ফর্মালিটিস সেরে, ক্লইম্বিং শেরপা নিয়ে পোখরা, সেখান থেকে অন্নপূর্না সার্কিট। ৮০০০ মিটার অন্নপুর্ণার একদম লাগালাগি সিংগু চুলি। আর তার কাছেই থর্পু চুলি ১৮০০০ + ফুট। এটাও NMA পিক। বেস ক্যাম্পে প্রবল তুষার পাতের জন্য অভিযান বিঘ্ন হল, অপেক্ষার পালা। তারপর আব হাওয়া কিছু ভাল হলে গ্লেসিয়ার নেগোশিয়েট করে সিংগু-থর্পু কানেকটিং রীজের পাদদেশে। সেখন থেকে খাড়া ৬০/৭০ ডিগ্রী স্লোপ, উঠতে হবে রীজের মাথায়। বিপজ্জনক এই পথে রোপ ফিক্স করা হল। আইস এক্স - ক্র্যাম্পন ব্যবহার করে রীজ টপ! এখান থেকে ডানে থর্প চুলি আর বামে সিংগু।



কিন্তু এই দীর্ঘ কষ্টকর পথের ধকল সয়ে, এত ছোট টিম আর অল্প রশদ নিয়ে সিংগু আসলেই একটা প্রায় অসম্ভব ব্যাপার। পর্বত বিজয়ের নেশায় মরিয়া সাগর ভাই সিদ্ধান্ত নেন অপেক্ষাকৃত সহজ ও কাছের থর্পু চুলি। একসময় জয় করাগত হয়। কিন্ত কাগজ-পত্রে তার ছিল অন্ন পাহাড়ের পারমিট। তাই অফিসিয়ালি তিনি স্বীকৃতি পান নি থর্প চুলির।

একই সাথে পর্বত জয় আর নৈতিক পরাজয়ের ইতিহাস রচিত হল। এই লাইনটি লিখতে সবচেয় কষ্ট অনুভুত হচ্ছে আমার, আর যার পরিমান আমি বোঝাতে পারব না কখনই। সাগর ভাই থেকে কখনই এমন কিছু আমি পাইনি যাতে করে তার নৈটিকতা প্রশ্নবিদ্ধ হতে পারে। তাকে চিনি ২০ বছর ধরে! আর তিনি দেশে ফিরেও, কখনও এবিষয়ে কোন মিথ্যাচারে জড়ান নি। সবসময় স্পষ্ট আর স্বচ্ছ অবস্হান ধরে রেখেছিলেন তিনি।



সেই সাথে অনেক চতুর তথাকথিত পর্বতপ্রেমীরা জেনে যায় ঠিক পাহাড়ে না উঠেও বা ঠিক মত না উঠেও সার্টিফিকেট পাওয়া যেতে পারে! " - রাতুলবিডি

মন্তব্য ৫ টি রেটিং +২/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২০ শে মার্চ, ২০১৩ রাত ১০:০৩

সাইবার অভিযত্রী বলেছেন: মুসা-মুহিত মুখোমুখি আদালতে – কে প্রথম এভারেস্ট জয়ী?
Click This Link

২০ শে মার্চ, ২০১৩ রাত ১০:০৪

সাইবার অভিযত্রী বলেছেন: মুহিতের সামিটের ছবিগুলোতে আশে পাশের কারো কোন চেহারাই আসেনি! Click This Link

মুহিতের এভারেষ্ট জয়ের ছবিগুলো কি এডিট করা? ফটোশপড Click This Link

মজার বিষয় একটি ছবিতে :এভারেষ্ট চুড়ায় মুহিতকে চকলেট দেওয়া হচ্ছে মাস্ক পরা অবস্হায় ! Click This Link

এতগুলো সংবাদ মাধ্যমের কথা ঠিক হলে মুহিত নিশাত ২০১২ সালের ছবি -ভিডিও নিয়ে নিশ্চিত ভাবেই মিথ্যা বলেছেন !
Click This Link


মুসা - মুহিতের ভিডিও ক্যামেরার ব্যবহার !
Click This Link

মুসা-মুহিত মুখোমুখি আদালতে – কে প্রথম এভারেস্ট জয়ী?
Click This Link

মুসা - মুহিতের ভিডিও ক্যামেরার ব্যবহার !
Click This Link

২| ২০ শে মার্চ, ২০১৩ রাত ১০:১৩

কালোপরী বলেছেন: আসল সত্যটা কি??

২০ শে মার্চ, ২০১৩ রাত ১০:১৭

সাইবার অভিযত্রী বলেছেন: পাহাড়ে উঠার মিথ্যা সার্টিফিকেট মুসা-মুহিত দু’জনেরই আছে! Click This Link

৩| ২৩ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৫০

সাইবার অভিযত্রী বলেছেন: সাগর ভাই ৯৬ - এ অন্নপূর্নার কাছাকাছি এলাকায় ট্রেকিং করেন । দেশের মাঝে পকুরপাড়া, মদক সহ অনেক জায়গা ট্রেকিং করেছেন এমন সময় যখন অনেককেই বগা লেক চিনাটে হত !

এভারেষ্ট - সাগরমাতা নেশনাল পার্ক, গো-কিও এলাকায় সলো ট্রেক করেছেন অনেক বছর আগে। সেটা গতানুগতিক এভারেষ্ট বেজ ক্যাম্প ট্রেকিং ছিল না ।সেবার তিনি অতিক্রম করেন বিখ্যাত চো-লা/সো-লা পাস ।

এছাড়াও গেল বছর যান কেটু বেজ ক্যাম্প - আর দেখে আসেন ব্রড পিক, জি১, জি২, কে২ , নাংগা স হ সব কিংবদন্তীর পর্বতের এলাকা!

উনি বলেন কম, করেন বেশী । তাই ওনার অনেক কাছের লোকরাও জানে না উনিই নেপালে প্রথম কোন পর্বত জয়ী বাংলাদেশী!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.