নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাইবার অভিযাত্রী

যাদের হাতে দলীল প্রমাণ কম তারা গালি দেয় বেশি

সাইবার অভিযত্রী

সাইবার অভিযত্রী › বিস্তারিত পোস্টঃ

বিশ্বের সবচেয়ে উচু ১৪টি পাহাড় ।

২১ শে মার্চ, ২০১৩ রাত ৮:২৪



Eight-thousanders বা আট হাজারী পাহাড় আছে বিশ্ব ১৪টি। মানে কি ? মানে হচ্ছে ৮০০০ মিটারের চেয়ে উচু পর্বত শৃংগ আছে সারা বিশ্বে মোট ১৪ টি। আর এগুলোই বিশ্বে সবচেয় উচু উচু চুড়া বা পর্বত শৃংগ। মাজার বিষয় এর সবগুলোই এশিয়াতে , আর শুধু এশিয়েতেই না, এগুলো বাংলাদেশের উত্তরের খুব কাছে দেয়াল হয়ে দাড়িয়ে থাকা হিমালয়ে বা এর আশেপাশের পর্বতমালাতেই অবস্হিত। আরো মজার বিষয় এই ১৪টি আট হাজার মিটার পর্বতশৃংগের পর আরো যত ৭০০০ মিটার শৃংগ আছে , আর এর সংখাও শত শত, তার সবগুলোও এশিয়াতে !

গ্রেট এশিয়া !



নীচের ম্যাপে ভারত, চীন, নেপাল, পাকিস্তানের দুটি জায়গা চিন্হিত করা আছে, এখানেই আছে বিশ্বের ১৪টি সবচেয়ে উচু পাহাড় ।







List of eight-thousanders:





১. Everest 8848 m (29,029 ft)

China/Nepal



২. K2 8611 m (28,251 ft)

Pakistan/ China



৩. Kangchenjunga 8586 m (28,169 ft)

Nepal/ India



৪. Lhotse 8516 m (27,940 ft)

China/ Nepal



৫. Makalu 8485 m (27,838 ft)

China/ Nepal



৬. Cho Oyu 8201 m (26,906 ft)

China/ Nepal



৭. Dhaulagiri I 8167 m (26,795 ft)

Nepal



৮. Manaslu 8163 m (26,781 ft)

Nepal



৯. Nanga Parbat 8126 m (26,660 ft)

Pakistan



১০. Annapurna I 8091 m (26,545 ft)

Nepal



১১. Gasherbrum I 8080 m (26,444 ft)

(Hidden Peak) China/Pakistan





১২. Broad Peak 8051 m (26,414 ft)

China/Pakistan



১৩. Gasherbrum II 8034 m (26,358 ft)

China/Pakistan



১৪. Shishapangma 8027 m (26,335 ft)

China



মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২১ শে মার্চ, ২০১৩ রাত ৮:৩১

আপনার পাসওয়ার্ড ভুল বলেছেন: খাইসে আমারে B:-) B:-) B:-)

২১ শে মার্চ, ২০১৩ রাত ১০:৩১

সাইবার অভিযত্রী বলেছেন: ভাই পাসওয়ার্ড ভুল হলে সামুতে কমেন্টান ক্যামনে !

২| ২১ শে মার্চ, ২০১৩ রাত ৯:০৭

পেন্সিল চোর বলেছেন: আগে জানা ছিল না। এখন জানলাম। তাই +++++++++

২১ শে মার্চ, ২০১৩ রাত ১০:৩২

সাইবার অভিযত্রী বলেছেন: আপনেরেও +++++++++++++++

৩| ২১ শে মার্চ, ২০১৩ রাত ৯:১৫

কানা ফকীর বলেছেন: এইটা তো মারাত্মক পোষ্ট। আগে জানাই ছিলনা। তবে বেশির ভাগই তো দেখি নেপাল আর চীনে। গ্রেট নেপাল/চীন। :-*

২১ শে মার্চ, ২০১৩ রাত ১০:৩৩

সাইবার অভিযত্রী বলেছেন: বেশির ভাগই তো দেখি নেপাল আর চীনে। আর বাকী কয়টা পাকিস্তান আর ভারতে । সবই এশিয়ায় । গ্রেট এশিয়া !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.