![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বোচ্চ চুড়া সাকাহাফং বা মদক তং এ :
ইয়াহইয়া খান - সজল খালেদের অভিযান :
নেচার এডভেন্চার ক্লাব :
সন্জীব :
রনি -স্যাম ও বিদেশীর অভিযান :
বাংলার পিথক এর ব্লগে :
জাকিউল দীপ দুমলং অভিযান :
http://www.panoramio.com/photo/75204659 )
২| ২১ শে মার্চ, ২০১৩ রাত ১১:১৮
টিভি পাগলা বলেছেন: আমার এন্ড্রয়েডে যে জিপিএস আছে, তার সাথে আপনার এই জিপিএস এর তফাৎ কি কি?
২১ শে মার্চ, ২০১৩ রাত ১১:২৮
সাইবার অভিযত্রী বলেছেন: ভাই এগুলো একটাও আমার কোন জিপিএস না, বিভিন্ন লোকের বিভিন্ন কোম্পানীর জিনিস । আমি এগুলোর ছবি একত্র করে পোষ্ট দিলাম শুধু। বলতে চাইছি দেশে ২/৫ হাজার টাকার ট্রিপেও জিপিএস ব্যবহার হয়, কিন্তু আমাদের দেশের এভারেষ্ট অভিযাত্রীরা ২০-৫০ লাখ টাকা খরচ করে অভিযান চালালেও এসব কোন প্রমাণের ধার ধারে না ।
৩| ২১ শে মার্চ, ২০১৩ রাত ১১:২৮
সাইবার অভিযত্রী বলেছেন: দেশে ২/৫ হাজার টাকার ট্রিপেও জিপিএস ব্যবহার হয়, কিন্তু আমাদের দেশের এভারেষ্ট অভিযাত্রীরা ২০-৫০ লাখ টাকা খরচ করে অভিযান চালালেও এসব কোন প্রমাণের ধার ধারে না ।
কেন ?
৪| ২১ শে মার্চ, ২০১৩ রাত ১১:৩১
সাইবার অভিযত্রী বলেছেন: যখন এভারেষ্ট নিয়ে এত প্রশ্ন এত বিতর্ক, তখন এর প্রমাঙুলো আরো শক্টিশালী হওয়া উচিত ছিল না??
নীচের লিন্ক গুলো পড়ুন :
পাহাড়ে উঠার মিথ্যা সার্টিফিকেট মুসা-মুহিত দু’জনেরই আছে! Click This Link
মুহিতের সামিটের ছবিগুলোতে আশে পাশের কারো কোন চেহারাই আসেনি! Click This Link
মুহিতের এভারেষ্ট জয়ের ছবিগুলো কি এডিট করা? ফটোশপড Click This Link
মজার বিষয় একটি ছবিতে :এভারেষ্ট চুড়ায় মুহিতকে চকলেট দেওয়া হচ্ছে মাস্ক পরা অবস্হায় ! Click This Link
এতগুলো সংবাদ মাধ্যমের কথা ঠিক হলে মুহিত নিশাত ২০১২ সালের ছবি -ভিডিও নিয়ে নিশ্চিত ভাবেই মিথ্যা বলেছেন !
Click This Link
মুসা - মুহিতের ভিডিও ক্যামেরার ব্যবহার !
Click This Link
মুসা-মুহিত মুখোমুখি আদালতে – কে প্রথম এভারেস্ট জয়ী?
Click This Link
৫| ২১ শে মার্চ, ২০১৩ রাত ১১:৫৩
বজ্জাদ সাজ্জাদ বলেছেন: মোবাইল এর জিপিএস এর সাথে এর পারথক্য হল মোবাইল স্যাটেলাইটে এক্সেস নেয়ার জন্য ইন্টারনেট ইউজ করে, কিন্তু এই জিপিএস ইন্টারনেট ছারাই কাজ করতে পারে।
জাহাজে যে জিপিএস থাকে অইগুলা এইটার মতই।
৬| ২১ শে মার্চ, ২০১৩ রাত ১১:৫৩
বজ্জাদ সাজ্জাদ বলেছেন: মোবাইল এর জিপিএস এর সাথে এর পারথক্য হল মোবাইল স্যাটেলাইটে এক্সেস নেয়ার জন্য ইন্টারনেট ইউজ করে, কিন্তু এই জিপিএস ইন্টারনেট ছারাই কাজ করতে পারে।
জাহাজে যে জিপিএস থাকে অইগুলা এইটার মতই।
৭| ২২ শে মার্চ, ২০১৩ রাত ১২:১৩
টিভি পাগলা বলেছেন: যে এরিয়ায় যাবো কিংবা থাকবো, সেই এরিয়ার ম্যাপ ডাউনলোড হয় আস্তে আস্তে। কিন্তু একবার ডাউনলোড হয়ে গেলে কি পুনয়ার কি নেট দরকার হয়?
৮| ২২ শে মার্চ, ২০১৩ রাত ১:৩৯
ইসপাত কঠিন বলেছেন: এই জিপিএসে আপনি ল্যাটিচিউড-লংগিচিউডের পাশাপাশি ইউজার গ্রীড পদ্ধতিতে মানচিত্রে নিজ অবস্থান সনাক্ত করতে পারবেন । উচ্চতা, অতিক্রান্ত দুরত্ব, গতি মাপতে পারবেন। রুট মার্কিং করতে পারবেন। দিক নির্ণয় করতে পারবেন। বিভিন্ন রেফারেন্স পয়েন্ট থেকে, যা আগে মার্ক করা থাকে, আপনার দুরত্ব নির্ণয় করতে পারবেন এবং সামরিক অপারেশনে টার্গেট নির্ণয় করতে পারবেন, হাই ট্রাজেক্টরী অস্ত্রের ফায়ার সংশোধন করতে পারবেন, ক্লোজ এয়ার সাপোর্টের জন্য জংগী বিমান বা এ্যাটাক হেলিকপ্টারকে টার্গেট দিতে পারবেন ইত্যাদি। ম্যাজেলান জিপিএস ৩১৫ সেনাবাহিনীতে আগে ব্যাবহার করা হতো।
©somewhere in net ltd.
১|
২১ শে মার্চ, ২০১৩ রাত ১১:১৭
সাইবার অভিযত্রী বলেছেন: But in the Everest expeditions BD climbers do not use any!