নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাইবার অভিযাত্রী

যাদের হাতে দলীল প্রমাণ কম তারা গালি দেয় বেশি

সাইবার অভিযত্রী

সাইবার অভিযত্রী › বিস্তারিত পোস্টঃ

আব্রাহাম লিংকনের একটি চিঠি : বাংলাদেশের এভারেষ্ট যাত্রী ভার্সন

২৩ শে মার্চ, ২০১৩ রাত ৮:০১

যুক্তরাস্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন তাঁর পুত্রের স্কুলের প্রধান শিক্ষকের কাছে একটি চিঠি লিখেছিলেন যা পরবর্তীতে ঐতিহাসিক মর্যাদা লাভ করে। চিঠিটি অনেকেরই পড়া। তবুও আজ কস্ট করে না হয় আরেকবার পরলেন, যদি নতুন কিছু অনুধাবন করা যায়-

(নতুন কিছু অনুধাবন বোল্ড করা )



মাননীয় মহোদয়,



আমার পুত্রকে (পর্বতারোহণের) জ্ঞানার্জনের জন্য আপনার কাছে প্রেরণ করলাম। তাকে আদর্শ মানুষ ( এবং পর্বতারোহী) হিসেবে গড়ে তুলবেন-এটাই আপনার কাছে আমার প্রত্যাশা।



আমার পুত্রকে অবশ্যই শেখাবেন-সব মানুষই( পর্বতারোহী) ন্যায়পরায়ন নয়, সব মানুষই( পর্বতারোহী) সত্যনিষ্ঠ নয়।তাকে এও শিখাবেন-প্রত্যেক বদমায়েশের মাঝেও একজন বীর থাকতে পারে, প্রত্যেক স্বার্থপর রাজনীতিকের মাঝেও একজন নিঃস্বার্থ নেতা থাকেন। তাকে শেখাবেন-পাঁচটি ডলার (সামিট) কুড়িয়ে পাওয়ার চাইতে একটি উপার্জিত ডলার (সামিট) অধিক মুল্যবান। এও তাকে শিখাবেন-কিভাবে (অভিজানের) পরাজয়কে মেনে নিতে হয় এবং কিভাবে বিজয়োল্লাস উপভোগ করতে হয়। হিংসা থেকে দূরে থাকার শিক্ষাও তাকে দিবেন। যদি পারেন নীরব হাসির গোপন সৌন্দর্য তাকে শেখাবেন। সে যেন আগেভাগেই একথা বুঝতে শেখে-যারা পীড়নকারী তাদেরকে সহজেই কাবু করা যায়। বইয়ের মাঝে কী রহস্য লুকিয়ে আছে, তাও তাকে শেখাবেন।



আমার পুত্রকে শেখাবেন, বিদ্যালয়ে নকল করে পাশ করার চেয়ে অকৃতকার্য হওয়া অনেক বেশী সম্মানজনক। ( মিথ্যা বলে পাহাড় জয়ের সার্টিফিকেট পাওয়ার চেয়ে, সার্টিফিকেট না পাওয়া অনেক বেশী সম্মানজনক। ) নিজের উপড় তার যেন সুমহান আস্থা থাকে-এমনকি সবাই (মিডিয়া যেমন টিভি/পত্রিকা/সামু) যদি সেটাকে ভুলও মনে করে।

তাকে শেখাবেন, ভদ্রলোকের প্রতি ভদ্র আচরণ করতে, কঠোরদের ( মিথ্যা সার্টিফিকেট- ওয়ালাদের ) প্রতি কঠোর হতে। আমার পুত্র যেন এ শক্তি পায়-হুজুগে মাতাল জনতার পদাঙ্ক অনুসরন নাকরার। (পাহাড় জয়ের খবরে) সে যেন সবার কথা শোনে এবং সত্যের পর্দায় ছেঁকে যেন শুধু ভালটাই ( সঠিক অভিজানের খবরই ) শুধু গ্রহন করে-এ শিক্ষাও তাকে দেবেন।



সে যেন শেখে দূঃখের মাঝে কীভাবে হাসতে হয়। আবার কান্নার মাঝে লজ্জা নেই-সেকথা তাকে বুঝতে শেখাবেন। যারা নির্দয়, নির্মম তাদেরকে সে যেন ঘৃনা করতে শেখে আর অতিরিক্ত আরাম-আয়েশ থেকে সাবধান থাকে।



আমার পূত্রের (আমাদের পর্বতারোহীদের )) প্রতি সদয় আচরণ করবেন কিন্তু সোহাগ করবেননা, (মিথ্যা প্রশ্রয় দিবেন না!) কেননা আগুনে পুড়েই ইস্পাত খাঁটি হয়। আমার সন্তানের যেন অধৈর্য হওয়ার সাহস নাথাকে, থাকে যেন তার সাহসী হবার ধৈর্য। তাকে এ শিক্ষাও দেবেন-নিজের প্রতি তার যেন সুমহান আস্থা থাকে আর তখনই তার সুমহান আস্থা থাকবে মানব জাতির প্রতি।



ইতি

আপনার বিশ্বস্ত;

আব্রাহাম লিংকন



সুত্র: Click This Link

মন্তব্য ৩ টি রেটিং +২/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৩ শে মার্চ, ২০১৩ রাত ৮:০৬

সাইবার অভিযত্রী বলেছেন: প্রশ্ন হচ্ছে এভারেষ্ট জয়ের মতএকটি অনন্য বিষয় কেন বারবার প্রশ্নবিদ্ধ হচ্ছে? এর কারণ খতিয়ে দেখলে যা পাওয়া যায় তা হল:

১। পাহাড়ে উঠার মিথ্যা সার্টিফিকেট মুসা-মুহিত দু’জনেরই আছে!

২। মুহিতের সামিটের ছবিগুলোতে আশে পাশের কারো কোন চেহারাই আসেনি!

৩। মুহিতের কিছু ছবিতে রয়েছে ফটো-এডিট করার জোড়াল অভিযোগ





৪। মজার বিষয় একটি ছবিতে :এভারেষ্ট চুড়ায় মুহিতকে চকলেট দেওয়া হচ্ছে মাস্ক পরা অবস্হায় !




৫। তাই স্বাভাবিক ভাবেই প্রশ্ন জাগে : মুহিতের এভারেষ্ট জয়ের ছবিগুলো কি এডিট করা? ফটোশপড ??

৬। মুহিতের বক্তব্য মিলছে না সংবাদ মাধ্যমগুলোর সাথে! প্রায় ডজন খানেক ব্লগের সাথে !

৭। আর এতগুলো সংবাদ মাধ্যমের কথা ঠিক হলে মুহিত নিশাত ২০১২ সালের ছবি -ভিডিও নিয়ে নিশ্চিত ভাবেই মিথ্যা বলেছেন !

৮। মুসা ইব্রাহীমের এভারেষ্ট সামিটের ছবি সার্টিফিকেট থাকার পরও মুহিতের ভক্তকুলের দাবী : মুহিতই প্রথম!!

৯। আরো দু:খজনক : মুসা-মুহিত মুখোমুখি আদালতে – কে প্রথম এভারেস্ট জয়ী?

১০।অন্যদিকে প্রথম এভারেষ্ট বিজয়ী দাবী করা মুসার বিরুদ্ধে রয়েছে আরো বেশী প্রতারণার অভিযোগ ! zemon : পাহাড় থেকে সাগরে প্রতারাণা সবখানে !

11. মুসা - মুহিতের ভিডিও ক্যামেরার ব্যবহার !
Click This Link


২| ২৩ শে মার্চ, ২০১৩ রাত ৯:৪৭

সাজিদনজরুল বলেছেন: এই দেশে সবই সম্ভব, যে দেশের সরকারী আর বিরোধীদলীয় নেত্রী উভয়ই মিথ্যার আশ্রয় নেন; সেই দেশে কি না সম্ভব।
আমরা মিথ্যার উপর ভর করেই যেন এগিয়ে চলছি।
আমাদের উত্তরসূরীদের জন্য কি রেখে যাচ্ছি, একবারও ভাবছি না।
এই জাতির অধপতন কে ঠেকাবে?
চাঁদের বুকে সাইদীর ছবি, মুজিবের পরিবার ইসলাম প্রচারের জন্য বাংলায় এসেছেন, জিয়া... এরশাদ... কত কি?
এখন তো চাদর বাবার উপদেশ..
নেংটা বাবারা কবে যে রাজনীতিতে ঝাপিয়ে পড়ে সেই আশায় দিন গুনছি..

২৪ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৫৩

সাইবার অভিযত্রী বলেছেন: চাঁদের বুকে সাইদীর ছবি, মুজিবের পরিবার ইসলাম প্রচারের জন্য বাংলায় এসেছেন, জিয়া... এরশাদ... কত কি?

+++++++++++++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.