নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাইবার অভিযাত্রী

যাদের হাতে দলীল প্রমাণ কম তারা গালি দেয় বেশি

সাইবার অভিযত্রী

সাইবার অভিযত্রী › বিস্তারিত পোস্টঃ

এভারেষ্ট কেলেংকারীর লিন্ক সমগ্র !

২৩ শে মার্চ, ২০১৩ রাত ৯:৪০









১। মুহিতের কিছু ছবিতে রয়েছে ফটো-এডিট করার জোড়াল অভিযোগ





২। আর পাহাড়ে উঠার মিথ্যা সার্টিফিকেট মুসা-মুহিত দু’জনেরই আছে!



৩। মুহিতের সামিটের ছবিগুলোতে আশে পাশের কারো কোন চেহারাই আসেনি!





৪। মজার বিষয় একটি ছবিতে :এভারেষ্ট চুড়ায় মুহিতকে চকলেট দেওয়া হচ্ছে মাস্ক পরা অবস্হায় !









৫। তাই স্বাভাবিক ভাবেই প্রশ্ন জাগে : মুহিতের এভারেষ্ট জয়ের ছবিগুলো কি এডিট করা? ফটোশপড ??



৬। মুহিতের বক্তব্য মিলছে না সংবাদ মাধ্যমগুলোর সাথে! প্রায় ডজন খানেক ব্লগের সাথে !



৭। তাই এতগুলো সংবাদ মাধ্যমের কথা ঠিক হলে মুহিত নিশাত ২০১২ সালের ছবি -ভিডিও নিয়ে নিশ্চিত ভাবেই মিথ্যা বলেছেন !



৮। মুসা ইব্রাহীমের এভারেষ্ট সামিটের ছবি সার্টিফিকেট থাকার পরও মুহিতের ভক্তকুলের দাবী : মুহিতই প্রথম!!



৯। আরো দু:খজনক : মুসা-মুহিত মুখোমুখি আদালতে – কে প্রথম এভারেস্ট জয়ী?



১০। মুসা - মুহিতের ভিডিও ক্যামেরার ব্যবহার !



১১। অন্যদিকে প্রথম এভারেষ্ট বিজয়ী দাবী করা মুসার বিরুদ্ধে রয়েছে আরো বেশী প্রতারণার অভিযোগ ! যেমন : পাহাড় থেকে সাগরে প্রতারাণা সবখানে !



12 . Fun post : A letter from US President : Click This Link



১৩ । মুসার লেখা পোষ্ট পাবেন এখানে :



BMTC did not summit Chulu West!



সাইট : http://bn.wordpress.com/tag/ovijaatree/



14. মুহিত - নিশাতের এভারেষ্ট বিজয়ে বিশ্বাসী কেউ বলতে শুরু করেছেন, ওনারা সামিট করেছেন ১২ টায়!

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৩ শে মার্চ, ২০১৩ রাত ৯:৪৬

বিডি আইডল বলেছেন: লিংক গুলা আপ্নার পশ্চাতে ইন কইরা বইসা থাকেন

২৪ শে মার্চ, ২০১৩ সকাল ৯:২৭

সাইবার অভিযত্রী বলেছেন: যাদের হাতে দলীল প্রমাণ কম, তারা গালি দেয় বেশী।

২| ২৩ শে মার্চ, ২০১৩ রাত ১০:১০

পাগলাগরু বলেছেন: পশ্চাতে ইন করতে প্রবলেম হইলে (অনেক বড় লিংক) মুখে দিয়া বইসা থাকেন।

২৪ শে মার্চ, ২০১৩ সকাল ৯:২৭

সাইবার অভিযত্রী বলেছেন: যাদের হাতে দলীল প্রমাণ কম, তারা গালি দেয় বেশী।

৩| ২৩ শে মার্চ, ২০১৩ রাত ১০:২৫

রূপস আমীন বলেছেন: prochondo kharap lage jokhon amar desher kono bangladeshi vai tar nij desher vai ke opoman kore, hingsa kore, take heyo protiponno koarar jonno joto rokom kousol obolombon kore... onno kew to uthe pore laglona ey bepare apni tader pichone keno laglen? kono sartho jorito ache?

২৪ শে মার্চ, ২০১৩ সকাল ৯:২৮

সাইবার অভিযত্রী বলেছেন: মুসা-মুহিত মুখোমুখি আদালতে – কে প্রথম এভারেস্ট জয়ী? Click This Link - ওনাদের ব্যাপারে কষ্ট হয় না ?

৪| ২৩ শে মার্চ, ২০১৩ রাত ১০:২৬

ুুপাংশুল বলেছেন: লিঙ্গগুলা নিয়া বইসা থাকেন।

২৪ শে মার্চ, ২০১৩ সকাল ৯:২৯

সাইবার অভিযত্রী বলেছেন: যুক্তরাস্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন তাঁর পুত্রের স্কুলের প্রধান শিক্ষকের কাছে একটি চিঠি লিখেছিলেন যা পরবর্তীতে ঐতিহাসিক মর্যাদা লাভ করে। চিঠিটি অনেকেরই পড়া। তবুও আজ কস্ট করে না হয় আরেকবার পরলেন, যদি নতুন কিছু অনুধাবন করা যায়-
(নতুন কিছু অনুধাবন বোল্ড করা )

মাননীয় মহোদয়,

আমার পুত্রকে (পর্বতারোহণের) জ্ঞানার্জনের জন্য আপনার কাছে প্রেরণ করলাম। তাকে আদর্শ মানুষ ( এবং পর্বতারোহী) হিসেবে গড়ে তুলবেন-এটাই আপনার কাছে আমার প্রত্যাশা।

আমার পুত্রকে অবশ্যই শেখাবেন-সব মানুষই( পর্বতারোহী) ন্যায়পরায়ন নয়, সব মানুষই( পর্বতারোহী) সত্যনিষ্ঠ নয়।তাকে এও শিখাবেন-প্রত্যেক বদমায়েশের মাঝেও একজন বীর থাকতে পারে, প্রত্যেক স্বার্থপর রাজনীতিকের মাঝেও একজন নিঃস্বার্থ নেতা থাকেন। তাকে শেখাবেন-পাঁচটি ডলার (সামিট) কুড়িয়ে পাওয়ার চাইতে একটি উপার্জিত ডলার (সামিট) অধিক মুল্যবান। এও তাকে শিখাবেন-কিভাবে (অভিজানের) পরাজয়কে মেনে নিতে হয় এবং কিভাবে বিজয়োল্লাস উপভোগ করতে হয়। হিংসা থেকে দূরে থাকার শিক্ষাও তাকে দিবেন। যদি পারেন নীরব হাসির গোপন সৌন্দর্য তাকে শেখাবেন। সে যেন আগেভাগেই একথা বুঝতে শেখে-যারা পীড়নকারী তাদেরকে সহজেই কাবু করা যায়। বইয়ের মাঝে কী রহস্য লুকিয়ে আছে, তাও তাকে শেখাবেন।

আমার পুত্রকে শেখাবেন, বিদ্যালয়ে নকল করে পাশ করার চেয়ে অকৃতকার্য হওয়া অনেক বেশী সম্মানজনক। ( মিথ্যা বলে পাহাড় জয়ের সার্টিফিকেট পাওয়ার চেয়ে, সার্টিফিকেট না পাওয়া অনেক বেশী সম্মানজনক। ) নিজের উপড় তার যেন সুমহান আস্থা থাকে-এমনকি সবাই (মিডিয়া যেমন টিভি/পত্রিকা/সামু) যদি সেটাকে ভুলও মনে করে।
তাকে শেখাবেন, ভদ্রলোকের প্রতি ভদ্র আচরণ করতে, কঠোরদের ( মিথ্যা সার্টিফিকেট- ওয়ালাদের ) প্রতি কঠোর হতে। আমার পুত্র যেন এ শক্তি পায়-হুজুগে মাতাল জনতার পদাঙ্ক অনুসরন নাকরার। (পাহাড় জয়ের খবরে) সে যেন সবার কথা শোনে এবং সত্যের পর্দায় ছেঁকে যেন শুধু ভালটাই ( সঠিক অভিজানের খবরই ) শুধু গ্রহন করে-এ শিক্ষাও তাকে দেবেন।

সে যেন শেখে দূঃখের মাঝে কীভাবে হাসতে হয়। আবার কান্নার মাঝে লজ্জা নেই-সেকথা তাকে বুঝতে শেখাবেন। যারা নির্দয়, নির্মম তাদেরকে সে যেন ঘৃনা করতে শেখে আর অতিরিক্ত আরাম-আয়েশ থেকে সাবধান থাকে।

আমার পূত্রের (আমাদের পর্বতারোহীদের )) প্রতি সদয় আচরণ করবেন কিন্তু সোহাগ করবেননা, (মিথ্যা প্রশ্রয় দিবেন না!) কেননা আগুনে পুড়েই ইস্পাত খাঁটি হয়। আমার সন্তানের যেন অধৈর্য হওয়ার সাহস নাথাকে, থাকে যেন তার সাহসী হবার ধৈর্য। তাকে এ শিক্ষাও দেবেন-নিজের প্রতি তার যেন সুমহান আস্থা থাকে আর তখনই তার সুমহান আস্থা থাকবে মানব জাতির প্রতি।

ইতি
আপনার বিশ্বস্ত;
আব্রাহাম লিংকন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.