![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রয়োজনে ছবিকে ইসলামী দৃষ্টিকোন থেকেও বৈধ বলছেন সব গ্রহণযোগ্য ইসলামী পন্ডিত বা স্কলারগন।
তবে কিছু আধুনিক মৌলবী ডিজিটাল ছবিকে ছবি বলেন না! ! কি অপূর্ব যুক্তি! এই মৌলবীর দল ডিজিটাল প্রজুক্তি নিয়ে আদৌ কোন লেখাপড়া করেছে কিনা তা জানা যায় না । তবে ডিজিটাল বুলিয়ান জিরো-ওয়ান আর বিট-বাইটের প্যাচ বুঝানোর পরিবর্তে আপনাকে একটা সহজ কথা বলি : কোন হারাম কাজকে ডিজিটাল বানালে হালাল হয়ে যায় না । তাই যদি হত সিনামার সিডি ভিসিডিও সব ডিজিটাল হয়েই আসে, তাহলে সেখানেও একথা বলা যায়, যে এখানে নারীদেহের প্রদর্ষনী নেই আছে জিরো-ওয়ানের খেলা !
এমপিথ্রী-ফোর গান -ভিডিও -ও তো ডিজিটাল, এখানেও কোন গান বাদ্য বাদ্য যন্ত্র নেই, আছে কিছু যিরো ওয়ান ! তাহলে এগুলোও হালাল । আধুনিক বাদ্যযন্ত্রও তো ডিজিটাল । এগুলো আর ঢোল-তবলা-হারমুনিয়াম নয় । তবে এগুলোও হালাল!
২৪ শে মার্চ, ২০১৩ সকাল ১১:০৬
সাইবার অভিযত্রী বলেছেন: ছবি হালাল না হারাম এি পোষ্টের আলোচ্য বিষয় না, বিষয় হচ্ছে ছবি যদি হারাম হয় তবে ডিজিটাল ছবি হালাল কি না!
পাসপোট -এর বিষয়ে তো সব আলেমরাই বলেন এটা জায়েয প্রয়োজনের কারণে । পোষ্টের শুরুতেই বলেছি :
প্রয়োজনে ছবিকে ইসলামী দৃষ্টিকোন থেকেও বৈধ বলছেন সব গ্রহণযোগ্য ইসলামী পন্ডিত বা স্কলারগন।
আর এই পোষ্টের প্রশ্ন, প্রয়োজনে ছবি যেমন হালাল হয়, ডিজিটালাইজেশনে হালাল হয় কি না।
২| ২৪ শে মার্চ, ২০১৩ সকাল ১১:০৪
হাসান কালবৈশাখী বলেছেন:
একজন লোক মরুভুমির বালুতে লাঠিদিয়া একজন মানুষের মুখ আঁকতেছিল।
তাকে তাৎক্ষনিক গনআদালতে বিচার করে মৃত্যন্দড দেয়া হয়েছিল।
২৪ শে মার্চ, ২০১৩ সকাল ১১:১০
সাইবার অভিযত্রী বলেছেন: মুনাফেক যখন কথা বলে মিথ্যা বলে, যখন ওয়াদা করে ভংগ করে, যখন আমানত রাখে খেয়ানত করে ।
৩| ২৪ শে মার্চ, ২০১৩ সকাল ১১:২৩
সকাল>সন্ধা বলেছেন: প্রয়োজনে ছবি হালাল হয়? প্রমান দিন।
আমি জানি "হালালও বাইয়্যিনুন হারম ও বাইয়্যিনুন"
হালাল হারাম স্পষ্ট। কোন ওজর তাকে হালাল করতে পারবেনা বরং শর্ত সাপেক্ষে মুবাহ হতে পারে.....
২৪ শে মার্চ, ২০১৩ সকাল ১১:২৫
সাইবার অভিযত্রী বলেছেন: প্রয়োজনে ছবিকে ইসলামী দৃষ্টিকোন থেকেও বৈধ বলছেন সব গ্রহণযোগ্য ইসলামী পন্ডিত বা স্কলারগন। - ওনাদের কাছে জানতে চান ।
ছবি হালাল না হারাম এি পোষ্টের আলোচ্য বিষয় না, বিষয় হচ্ছে ছবি যদি হারাম হয় তবে ডিজিটাল ছবি হালাল কি না!
৪| ২৪ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৩৩
নতুন বলেছেন: আপনি রাজারবাগীর ছবি ফতোয়ার অবমাননা করছেন.... আপনাকে তো কাফের ঘোষনা দেওয়া হবে...
এখন ২০১৩ চলতেছে...
এই সব বিষয় নিয়া চিন্তা কইরা মাথার চুল না পাকাইলে হয়না?
পৃথিবির সব দেশের মানুষ সামনে চিন্তা করে... আর আমরা চিন্তা করি পেছনে...
এই জন্যই সাইদী, দেওয়ানবাগীকে মানুষ চাদে দেখে...ব্লগারের ফাসি চায়...
২৪ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৫৫
সাইবার অভিযত্রী বলেছেন: আপনি রাজারবাগীর ছবি ফতোয়ার অবমাননা করছেন.... আপনাকে তো কাফের ঘোষনা দেওয়া হবে...
ইয়ে তো মেরা বহুত খুশ নসীব হ্যায় ! সুবহানাল্লাহ !
রাজারবাগী হুজুরে কেবলা ও উনার মুহতারাম পুত্র মুহতারামা কন্যা স্ত্রী রা জমি জমা ক্রয়-বিক্রয়, হেবা রেজিষ্ট্রেশন করেন ? অধিক্রিত জমিতে নাম জারী করেন বা করাবেন ? দেশে তো আইনত এগুলোতেও ছবি লাগে ।
৫| ২৪ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:২৪
নদীর তীরে বলেছেন: ছবি হারাম তা যা -ই নাম দিকনা কেন ?
ডিজিটাল হোক আর যাই হোক ।
ডিজিটাল মদ কইয়া কেউ যদি বলে খাইতে পারবে তা কি মানা যাবে ?
আর ভাই আমাদের দলিল কোন স্কলার না , কোরান শরিফ, হাদিস শরিফ হইল আমাদের দলিল ।
৬| ২৪ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৫৭
দিশার বলেছেন: রাজার্বাগী মুরিদ গুলা রে এত জিগাইলাম, ওদের পীরের বা পীরের পরিবার এর ব্যাঙ্ক একাউন্ট আসে নাকি, ভোটের কার্ড , পাসপোর্ট আসে নাকি , স্কুল কলেজ য়ে পরসে নাকি , কেও উত্তর দিল না . সরম পাইসে , একটা সামান্য প্রশ্নের উত্তর কখনো দেয় না, দেলেত করে ব্লক করে দেয় . একজাল নবী নগর, নদীর তীরে , মাটির কথা, জানতে এলাম , পরিবেশ বন্ধু, সবাই রে জিগাইসি . কেও রা করে না .
ওরা জানে যে পীরের ফতওয়া , পির রাজার ব্যাগ নিজেও মানে না . এরই বলে মোনাফেকি .
২৪ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:২৪
সাইবার অভিযত্রী বলেছেন: রাজার্বাগী মুরিদ গুলা রে এত জিগাইলাম, ওদের পীরের বা পীরের পরিবার এর ব্যাঙ্ক একাউন্ট আসে নাকি, ভোটের কার্ড , পাসপোর্ট আসে নাকি , স্কুল কলেজ য়ে পরসে নাকি , কেও উত্তর দিল না . সরম পাইসে , একটা সামান্য প্রশ্নের উত্তর কখনো দেয় না, দেলেত করে ব্লক করে দেয় . নদীর তীরে , মাটির কথা, জানতে এলাম , পরিবেশ বন্ধু, সবাই রে জিগাইসি . কেও রা করে না
মুনাফিক যখন কথা বলে মিথ্যা বলে।
©somewhere in net ltd.
১|
২৪ শে মার্চ, ২০১৩ সকাল ১১:০১
গগণজয় বলেছেন: হাস্যকর কথা বারতা ডিজিটাল সম্পরকে। কিন্তু ছবি কে কেন হারাম করা হয়েছে? আই মিন পাসপোট ছবি তে পরদার ক্ষতি হচ্ছে না। কিন্তু হারাম কেন? জানা থাকলে জানাবেন।