![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেশকে আমরা ভালবাসি । দেশের অর্জনে খুশী হই, উল্লসিত হই, দেশের সমস্যায় আপ্লুত হই। কষ্ট পাই । দেশের জন্য যারা কিছু করতে পারে তাদের সন্মান জানাই ।
সাম্প্রতিক কালে পর্বতারোহনে বাংলাদেশ প্রভুত উন্ণতি সাধন করেছে । কিন্তু তারপরও থেকে যাচ্ছে কিছু প্রশ্ন, কিছু জিগাসা ।
প্রশ্ন হচ্ছে এভারেষ্ট জয়ের মতএকটি অনন্য বিষয় কেন বারবার প্রশ্নবিদ্ধ হচ্ছে? এর কারণ খতিয়ে দেখলে যা পাওয়া যায় তা হল:
১। পাহাড়ে উঠার মিথ্যা সার্টিফিকেট মুসা-মুহিত দু’জনেরই আছে!
২। মুহিতের সামিটের ছবিগুলোতে আশে পাশের কারো কোন চেহারাই আসেনি!
৩। মুহিতের কিছু ছবিতে রয়েছে ফটো-এডিট করার জোড়াল অভিযোগ
৪। মজার বিষয় একটি ছবিতে :এভারেষ্ট চুড়ায় মুহিতকে চকলেট দেওয়া হচ্ছে মাস্ক পরা অবস্হায় !
৫। তাই স্বাভাবিক ভাবেই প্রশ্ন জাগে : মুহিতের এভারেষ্ট জয়ের ছবিগুলো কি এডিট করা? ফটোশপড ??
৬। মুহিতের বক্তব্য মিলছে না সংবাদ মাধ্যমগুলোর সাথে! প্রায় ডজন খানেক ব্লগের সাথে !
৭। আর এতগুলো সংবাদ মাধ্যমের কথা ঠিক হলে মুহিত নিশাত ২০১২ সালের ছবি -ভিডিও নিয়ে নিশ্চিত ভাবেই মিথ্যা বলেছেন !
৮। মুসা ইব্রাহীমের এভারেষ্ট সামিটের ছবি সার্টিফিকেট থাকার পরও মুহিতের ভক্তকুলের দাবী : মুহিতই প্রথম!!
৯। আরো দু:খজনক : মুসা-মুহিত মুখোমুখি আদালতে – কে প্রথম এভারেস্ট জয়ী?
১০।অন্যদিকে প্রথম এভারেষ্ট বিজয়ী দাবী করা মুসার বিরুদ্ধে রয়েছে আরো বেশী প্রতারণার অভিযোগ ! যেমন : পাহাড় থেকে সাগরে প্রতারাণা সবখানে !
11. মুসা - মুহিতের ভিডিও ক্যামেরার ব্যবহার !
Click This Link
২৪ শে মার্চ, ২০১৩ সকাল ১১:০৮
সাইবার অভিযত্রী বলেছেন: প্রশন ও অনুসন্ধান চলছে, চলবে ।
আপনি আজ আবার ? কিছু উত্তর নিয়ে এলেন নাকি ?
--------------------------------------------------
টাইম থাকতে পিওর হন, জংনের সাপোর্ট নেন - জনস্বার্থে ফ্রুটিকা ।
২| ২৪ শে মার্চ, ২০১৩ সকাল ১১:১২
সাইবার অভিযত্রী বলেছেন: যুক্তরাস্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন তাঁর পুত্রের স্কুলের প্রধান শিক্ষকের কাছে একটি চিঠি লিখেছিলেন যা পরবর্তীতে ঐতিহাসিক মর্যাদা লাভ করে। চিঠিটি অনেকেরই পড়া। তবুও আজ কস্ট করে না হয় আরেকবার পরলেন, যদি নতুন কিছু অনুধাবন করা যায়-
(নতুন কিছু অনুধাবন বোল্ড করা )
মাননীয় মহোদয়,
আমার পুত্রকে (পর্বতারোহণের) জ্ঞানার্জনের জন্য আপনার কাছে প্রেরণ করলাম। তাকে আদর্শ মানুষ ( এবং পর্বতারোহী) হিসেবে গড়ে তুলবেন-এটাই আপনার কাছে আমার প্রত্যাশা।
আমার পুত্রকে অবশ্যই শেখাবেন-সব মানুষই( পর্বতারোহী) ন্যায়পরায়ন নয়, সব মানুষই( পর্বতারোহী) সত্যনিষ্ঠ নয়।তাকে এও শিখাবেন-প্রত্যেক বদমায়েশের মাঝেও একজন বীর থাকতে পারে, প্রত্যেক স্বার্থপর রাজনীতিকের মাঝেও একজন নিঃস্বার্থ নেতা থাকেন। তাকে শেখাবেন-পাঁচটি ডলার (সামিট) কুড়িয়ে পাওয়ার চাইতে একটি উপার্জিত ডলার (সামিট) অধিক মুল্যবান। এও তাকে শিখাবেন-কিভাবে (অভিজানের) পরাজয়কে মেনে নিতে হয় এবং কিভাবে বিজয়োল্লাস উপভোগ করতে হয়। হিংসা থেকে দূরে থাকার শিক্ষাও তাকে দিবেন। যদি পারেন নীরব হাসির গোপন সৌন্দর্য তাকে শেখাবেন। সে যেন আগেভাগেই একথা বুঝতে শেখে-যারা পীড়নকারী তাদেরকে সহজেই কাবু করা যায়। বইয়ের মাঝে কী রহস্য লুকিয়ে আছে, তাও তাকে শেখাবেন।
আমার পুত্রকে শেখাবেন, বিদ্যালয়ে নকল করে পাশ করার চেয়ে অকৃতকার্য হওয়া অনেক বেশী সম্মানজনক। ( মিথ্যা বলে পাহাড় জয়ের সার্টিফিকেট পাওয়ার চেয়ে, সার্টিফিকেট না পাওয়া অনেক বেশী সম্মানজনক। ) নিজের উপড় তার যেন সুমহান আস্থা থাকে-এমনকি সবাই (মিডিয়া যেমন টিভি/পত্রিকা/সামু) যদি সেটাকে ভুলও মনে করে।
তাকে শেখাবেন, ভদ্রলোকের প্রতি ভদ্র আচরণ করতে, কঠোরদের ( মিথ্যা সার্টিফিকেট- ওয়ালাদের ) প্রতি কঠোর হতে। আমার পুত্র যেন এ শক্তি পায়-হুজুগে মাতাল জনতার পদাঙ্ক অনুসরন নাকরার। (পাহাড় জয়ের খবরে) সে যেন সবার কথা শোনে এবং সত্যের পর্দায় ছেঁকে যেন শুধু ভালটাই ( সঠিক অভিজানের খবরই ) শুধু গ্রহন করে-এ শিক্ষাও তাকে দেবেন।
সে যেন শেখে দূঃখের মাঝে কীভাবে হাসতে হয়। আবার কান্নার মাঝে লজ্জা নেই-সেকথা তাকে বুঝতে শেখাবেন। যারা নির্দয়, নির্মম তাদেরকে সে যেন ঘৃনা করতে শেখে আর অতিরিক্ত আরাম-আয়েশ থেকে সাবধান থাকে।
আমার পূত্রের (আমাদের পর্বতারোহীদের )) প্রতি সদয় আচরণ করবেন কিন্তু সোহাগ করবেননা, (মিথ্যা প্রশ্রয় দিবেন না!) কেননা আগুনে পুড়েই ইস্পাত খাঁটি হয়। আমার সন্তানের যেন অধৈর্য হওয়ার সাহস নাথাকে, থাকে যেন তার সাহসী হবার ধৈর্য। তাকে এ শিক্ষাও দেবেন-নিজের প্রতি তার যেন সুমহান আস্থা থাকে আর তখনই তার সুমহান আস্থা থাকবে মানব জাতির প্রতি।
ইতি
আপনার বিশ্বস্ত;
আব্রাহাম লিংকন
৩| ২৪ শে মার্চ, ২০১৩ সকাল ১১:১৫
লিঙ্কনহুসাইন বলেছেন: হাইকোর্ড থেকে রায় দিয়ে দেওয়া হোক তারা কেউ এভারেষ্ট জয় করতে পারেনি :প তাহলেই সমস্যার সমাধান হবে
২৪ শে মার্চ, ২০১৩ সকাল ১১:১৮
সাইবার অভিযত্রী বলেছেন: কোর্টের রায় -এর পরও তো আপীল হতে পারে!
৪| ২৪ শে মার্চ, ২০১৩ সকাল ১১:২৫
নতুন বলেছেন: May 19 – Nishat Majumder, 31, became the first Bangladeshi woman to climb Mount Everest >> উইকি
নিশাত মজুমদারের ব্যপারে আপনার মত কি ভাই? উনিও কি উঠেনাই?
২৪ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৩৭
সাইবার অভিযত্রী বলেছেন: মুহিতের এই ছবিগুলোর ব্যাপারে আপনার কি অভিমত ? একটু শুনার আগ্রহ ছিল !
৫| ২৪ শে মার্চ, ২০১৩ সকাল ১১:২৬
অচিন.... বলেছেন: রাতুলবিডি, থামেন, এই বালছাল আর কতো পোস্টাইবেন?
২৪ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৩৫
সাইবার অভিযত্রী বলেছেন: যাদের হাতে দলীল প্রমান কম তারা গালি দেয় বেশী । এই পোষ্টে সাইবার অভিযাত্রীকে কিছু বলতে পারেন, রাতুলবিডির সাথে বকেন অন্য জায়গায় ।
৬| ২৪ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৩৪
নতুন বলেছেন: নিশাত মজুমদারের ভিডিও.. এভারেস্টের চুড়া থেকে..
২৪ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৩৯
সাইবার অভিযত্রী বলেছেন: ওনারা সমিট করেছেন কয়টায়? কতক্ষন ছিলেন? দয়া করে জানাবেন ।
৭| ২৪ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৩৭
আিম এক যাযাবর বলেছেন: এক কুমিরের বাচ্চাকে আর কতবার দেখব
....
২৪ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৩৮
সাইবার অভিযত্রী বলেছেন: যত বার মন চায় দেখেন, আপত্তি করব না !
৮| ২৪ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৩৭
সালটু বলেছেন: প্যাঁচ করা আর খোঁজা আমাদের স্বভাব, সব ক্ষত্রেই আমরা তা করছি।
২৪ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৪৯
সাইবার অভিযত্রী বলেছেন: নারে ভাই, আমরা খোজ করার থেকে হুজুগে মাতাল হই বেশী । বলেন তো কতজন সাংবাদিক এভারেষ্ট বিজয়ের ছবি খবর নিয়ে খোজ করেছেন ? অন্যদের কথা না হয় বাদই দিলাম।
আর হুজুগ-গুজবের বাইরে খোজ খবর নিটে আগ্রহী কতজন? ভিটামিন - এ খাওয়ানোর কথাই দেখেন না!
৯| ২৪ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৩৮
নতুন বলেছেন: ২৪ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৩৭
লেখক বলেছেন: মুহিতের এই ছবিগুলোর ব্যাপারে আপনার কি অভিমত ? একটু শুনার আগ্রহ ছিল
আগে আমার প্রশ্নের উত্তটা দেন... আমিও মুহিতের ব্যপারে মতামত দেবো...
২৪ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৪২
সাইবার অভিযত্রী বলেছেন: ৭ নম্বর পোষ্ট টা পড়েছেন ?
এতগুলো সংবাদ মাধ্যমের কথা ঠিক হলে মুহিত নিশাত ২০১২ সালের ছবি -ভিডিও নিয়ে নিশ্চিত ভাবেই মিথ্যা বলেছেন !
আপনি একটু দয়া করে জানান না ওনার কয়টায় ২০১২তে উঠেছেন? আমি তো অনেক খোজ করেও নিশ্চত হতে পারছি না!
১০| ২৪ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৪৬
সাইবার অভিযত্রী বলেছেন: আপনি বোধহয় ইউটিউবের লিন্ক দিয়েছেন, আসছে না। আপনি কি শামসুল আলম বাবুর ভিডিওটির কথা বলছেন? নীচে ক্লীপ দিলাম । ওনারা কি ৮:২৭ - এ সামিট করেছে?
১১| ২৪ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৫০
নতুন বলেছেন: সরি আমি ইউটিউবের লিংক দিয়েছি...
উপরের এই ভিডিওটা আমি টিম মেসোডেনি কে পাঠিয়েছিলাম... তিনি এভারেস্ট জয়ী
>>> এখন পোস্টের কারন হইলো...গতকাল সকালে আমি Tim Mosedale Click This Link কে তার ওয়েব সাইটে দেওয়া ইমেইলে মেইল করে ছিলাম... তিনি যেই উত্তর দিলে তা নিচে দিলাম>>
উনি বলেছেন উনি কয়েকবার দেখেছে এবং উনার কাছে এইটা হিমালয়ের চুড়ার ভিডিওই মনে হয়েছে..( "I would be happy to say that it certainly looks to me like the summit of Everest."" ) ( আর গুগুল আথ` বিশেষঙ্গরা বলতেছে ঐটা ভুয়া! )
Dear $$$$,( আমার আসল নাম তাই দিলাম না)
Many thanks for your e mail about your team mates and their ascent of Everest.
I’ve watched the clip a few times and I would be happy to say that it certainly looks to me like the summit of Everest. I know that it isn’t a long video, it is a little bit wobbly and taken at an angle but when you are that high it is sometimes difficult for people to be able to use their cameras with a steady hand especially if it is windy. Anyway, for me the key indicators are at 2 to 3 seconds there is a view looking to the North approach of the summit showing the top of the Kangchung face with the summit in the foreground, at 9 onwards seconds there is a good view of Makalu in the background (it is very distinctive), and then at 26 to 29 there is a shot across to Lhotse and across to Nuptse (again very distinctive looking terrain). It all certainly looks to me like the summit. The only thing I can’t vouch for, of course, is the identities of the people in the video.
I hope that this helps.
My congratulations to them.
Yours sincerely,
Tim Mosedale >>
২৪ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৫৮
সাইবার অভিযত্রী বলেছেন: অনেক ধন্যবাদ ভাই। কিন্তু প্রশ্ন হচ্ছে ছবি -ভিডিও এডিটেড হলেও তো সামিটেরই মনে হবে!
আপনি যদি আমার নিশাত মুহিতের সাথে যোগাযোগ করে কনফার্ম করতেন, তাহলে আশা করি প্রমাণ দিতে পারব সমস্যা গুলো কি কি।
আর মুহিতের ছবি দেখে কি বুঝা যাচ্ছে বলবেন কি ?
১২| ২৪ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৫০
নতুন বলেছেন: Click This Link
টিমের সাথে ইমেল নিয়া আমার পোস্ট...
২৪ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৫৯
সাইবার অভিযত্রী বলেছেন: The only thing I can’t vouch for, of course, is the identities of the people in the video. - বলেছেন টিম!
২৪ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:০৭
সাইবার অভিযত্রী বলেছেন: আমার পোষ্টগুলোর যৌক্তিক উত্তর দেন, অবশ্যি মেনে নিব। নিজের মতের বিরুদ্ধে যৌক্তিক বিষয় মেনে নেওয়ার মত মাণষিক শক্তি ও সুস্হতা আছে বলেই বিশ্বাস করি।
১৩| ২৪ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৫৯
কামরুল ইসলাম (সুমন) বলেছেন:
২৪ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:০৩
সাইবার অভিযত্রী বলেছেন: ধন্যবাদ । আমার প্রশ্ন গুলোর যৌক্তিক উত্তর দেন, এমনিতেই থেমে যাব । ওনাদের অর্জনকে আরো সুন্দর ভাবে উপস্হাপন করে আরো ভাল ভাল পোষ্ট দিব ।
আশা করি মাউন্টেনিয়ারিং এক্সপেডিশনের উপর বেশ হৃদয়গ্রাহী পোষ্ট দিতে পারব ।
১৪| ২৪ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:০৯
নতুন বলেছেন: লেখক বলেছেন: The only thing I can’t vouch for, of course, is the identities of the people in the video. - বলেছেন টিম
টিমের নিশাত কে চেনার প্রশ্নও উঠেনা... নিশাত এতো বড়মাপের কেউনা যে টিম মনে রাখবে...
২৪ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:১৪
সাইবার অভিযত্রী বলেছেন: আচ্চা বুঝলাম, এখন বলেন ছবি ভিডিও টা এডিট করা হলেো তো এরকম- ই ছবি আসত, নাকি অন্য রকম? আর প্রশ্নই তো হচ্ছে এগুলো এডিটেড কিনা ? সেটা তো প্রমান হবে টাইমিং, আলো ছায়া এসবেরই উপর । চলুন সেগুলো নিয়ে একটু অনুসন্ধান করি !
১৫| ২৪ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:১২
আল ইফরান বলেছেন: এইটাই আমাদের জাতীয় চরিত্র, হতাশ হইলাম
২৪ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:১৬
সাইবার অভিযত্রী বলেছেন: মুসা-মুহিত মুখোমুখি আদালতে – কে প্রথম এভারেস্ট জয়ী? জী এটাই তো জাতীয় চরিত্র!
১৬| ২৪ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:২৭
নতুন বলেছেন: ভিডিওটা এডিটেট বইলা মনে হইলো????
আর আপনি ঐখানে নি গিয়াই আলো ছায়া বুঝবেন কিভাবে?
টিমের মতন লোকের সমস্যা নাই এই ভিডিও মাইনা নিতে... আপনার এতো অবিশ্বাস কেন?
আর আমি আর আমার বিবি যখন নেপাল গিয়েছিলাম... তখন হাজার খানেক ছবি তুলেছিলাম... কিন্তু আমাদের দুইজনের একসাথে ছবি মাত্র কয়েক খানা... কারন মানুষকে রিকোয়েস্ট করে তুলতে হয়েছে...
তেমন তারা যখন হিমালয়ে উঠতেছিলো... তখন নিশ্চয় ফোটো সুটিং করতে করতে উঠেনাই....
আর পরে যখন ছবি দেইখা বণণা দেবে তখন তা পুরাপুরি একুরেট হবারও কোন কারন নাই... সব মানুষের মনে থাকে না...
তাই ছবি দিয়া আপনি যদি ঘরে বইসা বইসা গবেষনা করেন তবে তা ঠিক হবে না...
আর আপনাদের কি কোন পারসোনাল ঝামেলা আছে?????
২৪ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৩১
সাইবার অভিযত্রী বলেছেন: পারসোনাল কোনই সমস্যা নাই ।
আর আপনি ঐখানে নি গিয়াই আলো ছায়া বুঝবেন কিভাবে?
৭ নম্বর পোষ্টে কি পড়েছেন :
এখন দেখা যাক কেন ছবির-ভিডিওর বিষয়ে মুহিত-নিশাতের দাবী মিথ্যা ।
উপরের ছবিটা কি সাড়ে নয়টার ? না । কখনই না !
১৯শে মে , এভারেষ্ট - এ (27° 59′ 17″ N, 86° 55′ 31″ E 27.988056, 86.925278 ) তে সোলার নুন ১২:০৮ - এ । মানে সূর্য মাথার উপর আসে ১২টা ৮ - এ।
২৪ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৩৩
সাইবার অভিযত্রী বলেছেন: আমি বার বার অনুরোধ করছি, আপনি তথ্য যুক্তি নিয়ে আসেন, আশা করি প্রমাণ করছে পারব সমস্যা গুলো।
১৭| ২৪ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৪২
নতুন বলেছেন: ৯.৩০ টা কথা টাই তো ভুল হইতে পারে তাইনা?
এই ছবির সাথে ক্যাপসন পরে দেওয়া... একটু গড়মিল হতেই পারে...
৯.৩০ আর ১২টার = ১৫০মিনিটের ফারাক...
যে তথ্যদিছে তার ভুল হইতে পারে...
২বার এভারেস্ট জয়ী টিমের কাছে ঐ ভিডিও এভারেস্টের চুড়ার থেকেই তোলা বলে মনে হইছে...
আমি তার নিরপেক্ষ মতামত কেই মেনে নেবো...
২৪ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৫১
সাইবার অভিযত্রী বলেছেন: আমি বুঝাতে পারছি না, নাকি আপনি বুঝতে চাচ্ছেন না, সেটা বুঝতে পারছি না। একটা ছবিকে যদি এডিট করা হয় তবে তো আসল ছবি নিয়েই এডিট কার হবে, নাকি অন্য বিছু নিয়ে ? আর এরকম একটা ছবি তো অবশ্যই চুড়ার সবকিছুই সুন্দর ভাবে থাকবে । সেক্ষেত্রে টিমের কথা কি পক্ষে বিপক্ষে কিছু প্রমান করে ?
আমার তো অনুরোধ আপনি একটো কনফার্ম করেন ওনারা কখন সামিট করেছেন। কথা দিচ্ছি খুব যৌক্তিক ভাবেই প্রমাণ করে দিব সমস্যাগুলো। ইনশা-আল্লাহ।
১৮| ২৪ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৫৬
সাইবার অভিযত্রী বলেছেন:
আর ১৯শে মে ব্লগে প্রঠম পোষ্ট করেন ১২:১৭ তে ডজ । সেটা নেই । আছে ১২:২০ এর একটি পোষ্ট । মানে নেপাল সময় ১২:০৫! ১১৩০ এ সামিট হলে ঐ দিনের প্রথমআলো, ডেইলীষ্টার এসবে, এবং ১২:১৭তে সামুতে খবর আসত না।
তাি আমি আবারও অনুরোধ করছি, আপনি একটু টাইমটা কনফার্ম করেন। প্লীজ ।
১৯| ২৪ শে মার্চ, ২০১৩ দুপুর ১:০২
সাইবার অভিযত্রী বলেছেন:
২৪ শে মার্চ, ২০১৩ দুপুর ১:০২
সাইবার অভিযত্রী বলেছেন: দেখুন ১২:১৭, ১২:২০ এ পোষ্ট এসেছে এনিয়ে!
©somewhere in net ltd.
১|
২৪ শে মার্চ, ২০১৩ সকাল ১১:০৩
মোস্তফা কামাল পলাশ বলেছেন: আজ আবার ????