![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলী-বাংলাদেশীদের মাঝে ঐক্য নেই । পারপরিক আস্হা নেই । এই আস্হা আর ঐক্যের শুন্যতায় যুগে যুগে এই মাটিতে তৈরী হয়েছে মীরজাফর আর রাজাকার ।তাই নিপিড়ীত , নির্যাতিত যুগে যুগে ।
১৯৯৯-২০০১ সময়কালে পরিচালিত এক সমীক্ষায় দেখা গেছে বাংলাদেশের মাত্র ২৩.৫ শতাংশ মানুষ একে অপরকে বিশ্বাস করে । অর্থাৎ ৭৬.৫ শতাংশ মানুষের মধ্যে এধরনের আস্হা নেই! বিশ্বের ৮০ টি দেশে এ সমীক্ষা চালানো হয় । বাংলাদেশের পারস্পরিক আস্হার হার ৮০ টি দেশের গড় হারের চেয়ে প্রায় ১৫ হতাংশ কম ( খান, ২০১১, ১১৩ ) ।বিশ্বের অন্যান্য দেশের তুলনায় এখনও বাংলাদেশের মানুষের পারষ্পরিক আস্হা কম।
- বলেছেন ড: আকবর আলি খান : " আজব ও জবর আজব অর্থনীতি। পৃ ২৩৬ "
এই আস্হা হীনতা থেকে তৈরী হয় অবিশ্বাস, আর তাথেকে অনৈক্য । আর এই অনাস্হা -অবিশ্বাস-অনৈক্যই স্বার্থান্বেষী চক্রের জন্য রাজাকার আর মীরজাফর তৈরীর উর্বর ক্ষেত্র । ড: খান বা বিদেশী সমীক্ষার দিকে না তাকিয়ে সম্পড়তিক কিছু ঘটনা দেখলেও এটা বুঝা যাবে । এদেশের মাটিতে এদেশেরই স্বাধীনতা বিরোধী ঘাতক-দালাল জামাতকে নিষিদ্ধ করার দাবী নিয়ে " শহীদ রুমী স্কোয়াড" যখন আমরণ অনশণে নেমেছে, এদের উপর আস্হা রাখতে পারছেন না শাহবাগের ইমরান-পিয়াল । আমি কারো সমালোচনায় এগুবো না, আর এই পোষ্টে এ নিয়ে আলোচনাও সংগত না, শুধু মাত্র পুরা বিষয়টাকে প্রথমিক ভাবে " আস্হার সংকট" বলব ।
ফলাফল কি ? আমরা অনেক বড় বড় উদ্দোগের ফসলও ঘরে তুলতে পারি নি ! আষ্হার সংকটে পতিত হয়েছে, নি:শেষ হয়েছে আমাদের অনেক চেতনা সৃষ্টিকারী, প্রেরণা জাগরণী প্রয়াশ । তা ফালানী ইসুতে জাতীয় জনমত তৈরী-ই বলুন, ইউ ল্যাবের ঘটনাই বলুন, অথবা পরিমলের শাস্তি, শাহাবাগের যুগন্টকারী আন্দোলন বা রুমী স্কোয়াডের আমরণ অনশন, যাই বলুন । ঘাতকদের রাজনীতি নিষিদ্ধের দাবীতেও যখন পাওয়া যায় প্রতিবিপ্লব বা ষড়যন্ত্রের শংকা, তখন একে " আস্হার সংকট " না বলে আর কি বা বলবেন ?????
( লিসানী সাহেবের এই পোষ্টের কমেন্ট থেকে )
©somewhere in net ltd.