নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাইবার অভিযাত্রী

যাদের হাতে দলীল প্রমাণ কম তারা গালি দেয় বেশি

সাইবার অভিযত্রী

সাইবার অভিযত্রী › বিস্তারিত পোস্টঃ

ইনট্রোডিউসিং ইসলামী নাস্তিকতা

১৩ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৪৩

ইসলামী নাস্তিকতা ? অবাক হলেন ? ভিমরী খাবার যোগাড় ? না, একদমই সত্য । এই কনসপ্ট-টাই এখন ব্লগে হটকেক ! এই কনসেপ্ট নিয়ে যা কিছু লিখবেন স্টিকি না হলে কমপক্ষে সুপার হিট । উদাহরণ দেবার আগে আসুন একটু তাত্ত্বিক বিশ্লষণ করি।



" ইসলামী নাস্তিকতা " এখানে ইসলামী শব্দটা বিশেষণ, আর নাস্তিকতা বিশেষ্য । অর্থ্যাৎ মূল বিষয় নাস্তিকতা, আর এর বৈশিষ্ট হবে ইসলামী !



কিভাবে ? নাস্তিকদের কিছু অতি ব্যবহৃত প্রচারনা - প্রপাগান্ডা আছে, যেগুলো তারা জোড়ে শোরে প্রচার চালায় । আর সেগুলোই এখন ইসলামের বিভিন্ন বিকৃত ব্যক্ষার মাধ্যমে চালান হচ্ছে!



নাস্তিকদের কিছু অতি ব্যবহৃত প্রচারনা - প্রপাগান্ডা দেখুন :



১। "পৃথিবীতে সবচে বেশি মানুষ নিহত হয়েছে মহান সৃষ্টিকর্তার নামে" এটা নাস্তিকদের একটা জনপ্রিয় প্রচারনা মাত্র। অথচ এর বাস্তবতা মোটেই নেই । দেখুন : Click This Link

অন্যদিকে মাজার ভক্ত লিসানী সাহেব ওনার পোষ্টে বিশ্বের তাবত হানাহনির জন্য মুলত স্রষ্টা/আল্লাহকে দায়ী করে যাচ্ছেন ! দেখুন : Click This Link



২। নাস্তিকরা বলে কোরাণ হাদীস সব ভুয়া ! আর ইসলামী নাস্তিকতার প্রচারকরা বলে কোরান ঠিক আছে তবে হাদীস ভুয়া, মোল্লদের বানানো । বিশেষ করে যে সব হাদীস তাদের মতের বিরূদ্ধে যায় এগুলো সবই কুরাণ বিরোধী !



৩। স্যাম বেসিলের নোংরা ছবির পর দেখেছিলাম আসিফ খুবই আন্তরিকতার সাথে মুসলমাণদের বুঝাচ্ছে এভাবে প্রতিবাদ করলে মুসলমানদেরই ক্ষতি । প্রতিবাদ বিক্ষোভ না, এটা করেণ ওটা করেন ইত্যাদী । আর ইসলামের বিশাল পন্ডিত দাবী কারী ( ইসলামী নাস্তিকতা প্রচারকারী) রাও একই কথা খুবই ইনিয়ে বিনিয়ে বলে থকে , তবে ইসলামী মোড়কে। কোরাণ হাদীসের কোটেশণে ( আর অপব্যক্ষ্যায় )



৪। নাস্তিকরা বলে শরীয়া আইন বর্বর, আর ইসলামী লেবেল লাগান নাস্তিকদের মতবাদ প্রচারকারীরাও একই কথা বলে, কখনও সরাসরি, কখনও একটু ঘুরিয়ে পেচিয়ে , ইনিয়ে বিনিয়ে !



তবে এই গোষ্ঠিকে পাবেন মাজার আর ওরশের একান্ত ভক্ত হিসেবে !



মন্তব্য ১৯ টি রেটিং +২/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ১৩ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫০

বিডি আমিনুর বলেছেন: হ বর্তমানে মাজার পূজারীদের কদর বেশী !

১৩ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫৩

সাইবার অভিযত্রী বলেছেন: মাজারে মাজারে সময় দিয়ে মাজারী ইসলামের ক্যানভাসারদের পোষ্ট ষ্টিকি হয় !

২| ১৩ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫২

সাইবার অভিযত্রী বলেছেন: হাসান নাঈম বলেছেন: "পৃথিবীতে সবচে বেশি মানুষ নিহত হয়েছে কার নামে? মহান সৃষ্টিকর্তার নামে" দু:খিত মানতে পারলাম না। এটা নাস্তিকদের একটা জনপ্রিয় প্রচারনা মাত্র।
শুধুমাত্র দ্বিতীয় বিশ্বযুদ্ধে যত মানুষ নিহত/ক্ষতিগ্রস্থ হয়েছে তা অন্য সকল যুদ্ধের নিহতের যোগফলের চেয়ে খুব একটা কম হবে না। দ্বিতীয় বিশ্বযুদ্ধ ধর্মের জন্য বা ধর্মের নামে হয় নাই।

রুশ বিপ্লব ও বিপ্লব পরবর্তি প্রতিবিপ্লব দমনে সত্তর লাখেরমত মানুষ নিহত হয়েছিল বলে ধারনা করা হয়। সেটা স্রস্টার নামে হয় নাই - বরং স্রস্টা অস্বীকারকারীদের দ্বারাই হয়েছিল।

ইতিহাস পর্যবেক্ষণ করলে বরং দেখা যাবে ষোড়শ শতাব্দির পর যখন বিশ্ব রাজনীতি ও জীবনাচরণ থেকে ধর্মের প্রভাব কমতে শুরু করেছে তখন থেকেই বিশ্বব্যাপি পুজিবাদী আগ্রাসন, উপনিবেশ, সংঘাত, যুদ্ধ বহুগুন বৃদ্ধি পেয়েছে। সেইসাথে ভোগবাদী নীতির কারণে পুজির শোষণ, পরিবেশ দুষণ ও প্রাকৃতিক বিপর্য়য়ে প্রতিনিয়ত বিশ্বব্যাপী যত মানুষ ক্ষতিগ্রস্থ হচ্ছে তার কিছুই ধর্ম বা স্রস্টার নামে হচ্ছে না।

বরং পৃথিবীকে অনিবার্য বিপর্যয় ও সুনিশ্চিত ধ্বংস থেকে রক্ষার জন্য ব্যাক্তি সামাজ ও রাস্ট্রীয় ব্যাবস্থায় স্রস্টাকে পুনরায় বিবেচনায় আনার প্রয়োজনীয়তা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে।

৩| ১৩ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:০০

ইসকে পাল বলেছেন: জটিল ,লেংটা কইরা দিলেন ত ।

১৩ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:০৩

সাইবার অভিযত্রী বলেছেন: কি যে কন, সারা দুনিয়া মিলা মুসলমানদের রাখছে দৌড়ের উপর!

৪| ১৩ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:০১

ইসকে পাল বলেছেন: জটিল ,লেংটা কইরা দিলেন ত ।

৫| ১৩ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:২৫

সবুজ সাথী বলেছেন: B-) B-) B-)

৬| ১৩ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:০৩

সাউন্ডবক্স বলেছেন: Khiks.....

৭| ১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৩০

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: আরে ভাই, অবশেষে আপনাকেও পেলাম! আপনি যদি আমার পিছনে আন্তরিকভাবে লাগেন, তাহলে আমার আর ব্লগিঙ করা লাগবে না, এই বলে রাখলুম!

কারণ আপনার মেধা সাঙ্ঘাতিক।

আপনার পোস্ট নিয়ে কিছু কথা বলাতো দরকার।

ইসলামী নাস্তিকতা কথাটা অনেক খারাপ রে ভাই। কাউকে নাস্তিক বলার আগে আল্লাহর কথাটা একটু ভাবতে হবে তো, নাকি?

পৃথিবীতে সবচে বেশি মানুষ নিহত হয়েছে মহান স্রষ্টার নামে- এই কথা নাস্তিকরা বলে থাকলে বলেছে। তারা ভাত খাই বললে আমরা কি বলতে পারব না? কথাটার মধ্যে যৌক্তিক ব্যবচ্ছেদ করেছেন কয়েকজন ব্লগার। সাথে সাথে তা মেনে নিয়েছি।

মাজার ভক্ত বলে আক্রমণ না করলেও পারতেন। আমি মাজার ভক্তির কথা তো ব্লগে বলে বেড়াই না। আমি মুসলিম, সূফিবাদী, এটুকুই যথেষ্ট।

হাদীসকে ভূয়া বলা মুখের কথা না। সাবধান। আপনার জিহ্বা যেন আপনাকে কোথাও টেনে নিয়ে না যায়।

নাস্তিকতার শান্তি বিষয়ে ইনিয়ে বিনিয়েও আমি কী বলেছিরে ভাই?

আর শরিয়াহ আইনের বিষয়ে কী জানতে চান স্পেসিফিকভাবে, পয়েন্ট টু পয়েন্ট, অক্ষর টু অক্ষর জিগ্যেস করুন, আগে থেকে জানা থাকলে জানাব, না জানা থাকলে সময় নিব।


আর ভাল থাকবেন কিন্তু।
এটা এভারেস্টে চড়ার বিষয় না।
একদম শুরু ও শেষ এর বিষয়।
খেয়াল রাখবেন, এমন কিছু না হয়, যার জন্য আপনাকে আল্লাহর সামনে ধরতে পারি। ইচ্ছাও আমার নাই, আপনি আমার সহব্লগার, পাশাপাশি চলা মানুষ।

১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৪২

সাইবার অভিযত্রী বলেছেন: ইসলামী নাস্তিকতা কথাটা অনেক খারাপ রে ভাই। কাউকে নাস্তিক বলার আগে আল্লাহর কথাটা একটু ভাবতে হবে অবশ্যই। আর আমি কি কাউকে নাস্তিক বলেছি??????

না ভাই, এত বেফাস কথা বলার লোক আমি না ।

হাদীসকে ভূয়া বলা মুখের কথা না। সাবধান। - এটা নিয়েও তো আপনাকে কিছু বলিনি । হাদীসের বিষয়ে এই ভুমিকা ম জ বশর, মেহেদী পরাগ এদের । এরা নাস্তিকদের বানীগুলোই প্রচার করে তবে কোরাণের অপব্যাক্ষা - কুব্যাক্ষা দিয়ে, আশা করি একমত হবেন ।

আর কিছুদিন আগেই সামুর একটা ষ্টিকি পোষ্টে লেখক বলে দিল বুখারীর হাদীস কোরাণ বিরোধী - একেবরেই বশর-পরাগের কথা, নাস্তিকদের সুরে !

আমার জিহ্বা যেন আমাকে কোথাও টেনে নিয়ে না যায়। সেই চেষ্টা তো কিছু করি, তবে সামু মামু পাইলেই কোপায় ।

৮| ১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৪৮

সাইবার অভিযত্রী বলেছেন: ইসলামী নাস্তিকতা বলতে তাদের কথাই বুঝানো হয়েছে, যারা নিজেদের মুসলমান বরং খুব উচু দরের মুসলমান বলে দাবী করে, আর নাস্তিকদের বানীগুলো ইসলামের লেবেল লাগিয়ে প্রচার করে। তাদের দৃষ্টিতে বেশীর ভাগ মুসলমানই ভুলের মাঝে আছে।

এদের মৌখিক দাবীর কারণে এদের অমুসলমান বলা যায় না, শরীয়তও অনেক সময় এদের অমুসলমান বলার অনুমতি ডেয় না। তবে খুব স্পষ্ট মৌলিক বিষয় অস্বীকার করলে মৌখিক দাবীর পরও এদের অমুসলিম বলতে হবে, যেমন কাদিয়ানী।

৯| ১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৪৪

ইন্দ্রজাল বলেছেন: ইসলামী নাস্তিকদের আজ বড়োই রমরমা , তারা নিজেদের সুফিবাদী নামে পরিচয় দেয়,

গরূর চেয়েও তাদের বেশি প্রিয় মোসের গোস্ত তুক্কু মাংস, তাহারা বড়ই বিচিত্র তাহাদের নবীজীর(সাঃ ) এর মৃত্যু দিবসে তারা জন্মদিনের নামে আনন্দ উতসব করে, আর নবিজীর (সাঃ ) এর প্রতি তাদের এতই দরদ যে তাকে ও তার পরিবার নিয়ে যখন এত কুতসা রটনা করা হচ্চিল তখন তারা শীতনিদ্রাইয় ব্যস্ত ছিল,

কোন মাজারে কি পাওয়া যায়, কিভাবে প্রিয়জন কে বশে আনা যায়, শত্রু বিনাশ, তাবিজ কবজ, শন্তান না হলে নারীদের বিশেষ পানি পড়া দেয়া, ইহাদের পীরদের স্বাভাবিক কম্ম, যদিও ইহারা তা বুঝে কিনা সন্দেহ...

এখন তাদের অনেক দাম , আগে তারা আকিরাতের সার্টিফিকেট দিত, এখন দেয় আস্তিকতার সার্টিফিকেট।

১৪ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:০৯

সাইবার অভিযত্রী বলেছেন: Thanks bro, Mujaddide Alfesani (rah ) told compani of a bedati is more dangerous than a kafir.

১৪ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:০৬

সাইবার অভিযত্রী বলেছেন: নবীজীর(সাঃ ) এর মৃত্যু দিবসে তারা জন্মদিনের নামে আনন্দ উতসব করে, আর নবিজীর (সাঃ ) এর প্রতি তাদের এতই দরদ যে তাকে ও তার পরিবার নিয়ে যখন এত কুতসা রটনা করা হচ্চিল তখন তারা শীতনিদ্রাইয় ব্যস্ত ছিল, খুবই সত্য

১০| ১৪ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৫৭

এম. মাসুদ আলম. বলেছেন: View this link

১১| ১৪ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:২১

দিশার বলেছেন: ভাই নিজের নিজের ফেরকা কে সঠিক তো সবাই বলে। সঠিক আসলে কারা ? সুন্নি রা বলে শিয়া রা বাতিল, শিয়া বলে সুন্নি বাতিল, ওহাবী বলে সুফী রা বাতিল, সুফী রা বলে ওহাবী বাতিল। কওমী বলে আলিয়া মাদ্রাসা ভুয়া, আলিয়া বলে কওমী ভুয়া। এমন শত শত ফেরকায় বিভক্ত আজ ধর্ম। কে ঠিক আর কে বেঠিক নিয়ে মারামারি তো কম হল না .

ভুয়া হাদিস দিয়ে যে হাদিস গ্রন্থ গুলা ভরা এটা না মানলে আপনাদের বড় সমস্যা। কারণ তাহলে এগুলা ধরে হাসাহাসির সুযোগ পায় অন্যরা।

আপনি কি সত্যি সত্যি মানেন যে কালো জিরা সর্ব রোগের ঔষধ ? বা উটের মুত্র পান ?বা নারী বাড়ি আর ঘোরার ভিতর অশুভ আছে ? এগুলা কিন্তু সহিহ বুখারী হাদিস।

১৪ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:১৫

সাইবার অভিযত্রী বলেছেন: ভাই কি আস্তিক? না নাস্তিক ? না মুসলমান ?

আপনার উত্তর আমি দিব, আশা করি, আপনি কি দয়া করে উপরের উত্তর দিবেন ?

১২| ১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ২:৪০

দিশার বলেছেন: ভাই আমি কি সেটার সাথে কিসের সম্পর্ক? আমি মানুষ না রোবট মনে করেন। X(

১৫ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:০০

সাইবার অভিযত্রী বলেছেন: যারা সত্যকে গ্রহণ করে না, তাদের জবাব দেয়ার ভাল পথভচ্ছে সে যা বিশ্বাস করে তা থেকেই উত্তর দিয়ে দেওয়া । তখন আর অস্বীকারের পথ থাকে না । সে জন্যই জানতে চাইছি আপনি কি মুসলমান ?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.