![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শরুতেই একটা গল্প মনে পরে গেল । গল্পটা কোন ধর্মের পক্ষে- বিপক্ষে না, একান্তই ফান । প্লীজ কেউ মনে কষ্ট নিবেন না । একজন বোকা মানুষের না বুঝার কাহিনী ।
একবার এক রাম ভক্ত দাবী করলেন রাম নাম সবাইকেই নিতে হয় । এমন কি মুসলমানরাও রাম নাম যপে । একজন অবাক হয়ে জানতে চাইল কিভাবে ? ভক্ত উত্তর দিল : কেন মুসলমানরা হারাম বলে না? হা 'রাম' শব্দেও তো রাম কেই ডাকা হচ্ছে ।
গল্পটা বললাম এজন্য যে শব্দের মারপ্যাচে অনেক কিছুই বলা যায় - সেটা বুঝানো । অন্য কোন উদ্দেশ্য না । আর এভাবেই আজকাল কিছু লোক দেখছি নাস্তিকতার বাণী প্রচার করে কিন্তু দাবী করে তারা ইসলামের বানী প্রচার করছে !
ইসলামের প্রতিষ্ঠিত মতবাদ যেগুলো ১৪০০ বছর ধরে কোটি কোটি মুসলমান বিশ্বাস করে আসছে, এসব লোক তার বিপরীতে নাস্তিকদের কিছু প্রচার-প্রপাগান্ডা ইসলামের লেবেল লাগিয়ে পবিত্র কোরাণ-হাদীসের অপব্যাক্ষা করে প্রচারের দায়িত্ব নিয়েছে ।
সম্পূর্ন ইসলাম বিরোধী কবর পূজা, মাজার পূজাএসবের সাথে তাদের বিরাট সক্ষতা ,খাতির। মাজারের মাদক ব্যবসায় তাদের আপত্তি নেই,
ওরশের মাহফিলে গানের তালে নারীর খেমটা নাচে বিরোধ নেই, পীর পুজা - পীরকে সেজদায় অসুবিধা নেই, রসুলের অবমাননায় টু শব্দটি নেই, আপত্তি আছে শুধু নবীকে ভালবেসে দলমত নির্বিশেষে গণ মানুষের স্রোতে ! কেন মানুষ নবীর ভালবাসায় প্রতিবাদী হবে? সচকিত সরব হবে ?
এদের কাছে জানতে চান ১। নবী প্রেমে এত মানুষেরশান্তি পূর্ন ভাবে পথে নেমে আসাকে , প্রতিবাদ মুখর হওয়াকে আপনি সমর্ঠন করেন কি ? এট উত্তর এরা কখনই দিতে পারবেনা । এর উত্তরে হা বললে নাস্তিকতা প্রচারের লাইসেন্স বাতিল হয়ে যাবে, প্রভুরা নারাজ হবে । আর না বললে সরল মুসলমানরা চিনে ফেলবে। চিনে ফেললে ধর্মের নাম নিয়ে ধোকাদেওয়াযাবে না।
২। ধর্মের নামেই দুনিয়াতে সবচেয়ে বেশী খুননখুনি হয়েছে কি না? এই প্রশ্নের উত্তরে যদি না বলেন সেটা হবে নাস্তিকদের মতের খেলাফ ! ইসলামী নাস্তিকতা প্রচার করলে নাস্তিকদের খেলাফ বলা যায় না।
আর যদি হা বলেন সেটা হবে মিথ্যা, এবং চরম ধর্ম বিদ্বেষী মিথ্যা । আর জাতীয় মিথ্যা এবং ধর্ম বিদ্বেষী কথা বললে সরল মুসলিম জনতা মুখ ফিরিয়ে নিবে। ইসলামী নাস্তিকতা (ইসলামের মোড়কে নাস্তিকতার বানী ) প্রচার করতে হলে হলে তাও করা যাবে না।
৩। জানতে চান শরিয়া আইন বর্বর কিনা ? এই প্রশ্নের উত্তরেও যদি না বলেন সেটা হবে নাস্তিকদের মতের খেলাফ।
আর যদি হা বলেন সেটা হবে ধর্ম বিদ্বেষী কথা , ফলে সরল মুসলিম জনতা মুখ ফিরিয়ে নিবে। ইসলামী নাস্তিকতা প্রচার করতে হলে হলে তাও করা যাবে না।
এটি একটা খুব কার্যকর টেষ্ট, যে কেউ ফান হিসেবে করে দেখতে পারেন। এই পোষ্টের আওয়াতায় সবাই আসবে না, অনেকে ব্যতিক্রম থাকতে পারে।
আপনের সামনে চিপায় পরে আপনার দিকে বলবে, আবার নাস্তিকদের সাথে তাদের সুরে ।
" যখন তারা ইমানদারদের সাথে মিশে বলে তারা বলে আমরা ইমানদার, আর যখন তারা তাদের শয়তানদের সাথে মিশে বলে নিশ্চয়ই আমরা আপনাদের সাথে আছি। নিশ্চয়ই আমারা কেবলমাত্র উপহাসকারী ।"
১৫ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৫৪
সাইবার অভিযত্রী বলেছেন: ভাই আমি কাউকে নির্দিষ্ট করে মুনাফিক বলি না, মনের খবর আল্ললাহ পাকই ভাল জানেন। তবে মুনাফিকরা "যখন ইমানদারদের সাথে মিশে বলে তারা বলে আমরা ইমানদার, আর যখন তারা তাদের শয়তানদের সাথে মিশে বলে নিশ্চয়ই আমরা আপনাদের সাথে আছি। অবশ্যই আমারা কেবলমাত্র উপহাসকারী "
২| ১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:২৪
ইন্দ্রজাল বলেছেন: ঈউরেকা ভাই আপনি চরম জিনিস আবিস্কার করে ফেলেছেন
কিভাবে ইসলামের নামে নাস্তিক্ততা প্রচারক দের ব্লাড টেস্ট করা যায়, তার একটা দারুণ তরিকা আপনি বের করে ফেলেছেন,
এই পোষ্টটা একটা সুন্দর জবাব
১৫ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৫৬
সাইবার অভিযত্রী বলেছেন: সব আল্লাহর ইচ্ছা, তিনি ই কোরাণ রক্ষার দায়িত্ব নিয়েছেন । তবে টেষ্ট গুলো প্রয়োগ করে দেখতে পারে ন, আশা করি হাতে নাটে ফল পাবেন ।
৩| ১৫ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:০৩
পরাজিত মধ্যবিত্তের একজন বলেছেন: আমাদের দেশে প্রকৃত ধার্মিকের চেয়ে ধর্মজীবির সংখ্যাই বেশি। এটাই ধর্মেল জন্য ক্ষতিকর হয়ে দাড়িয়েছে।
ভণ্ড ভণ্ড ভণ্ড (পর্ব-১)
Click This Link
১৫ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:০৫
সাইবার অভিযত্রী বলেছেন: আপনারা মত প্রকাশের স্বাধীনতার কথা বলেন, কিন্তু এদেশের মানুষ যদি তাদের প্রাণ প্রিয় নবীর অবমাননার প্রতিবাদ শান্তিপূর্ণ ভাবে সরকারের অনুমতি নিয়েই করতে চায় তবে তার বাধা দেন কেন ? এতটুকু মত প্রকাশের স্বাধীনতা কি তাদের নেই ?
৪| ১৫ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:২৯
গোলাম দস্তগীর লিসানি বলেছেন: কবর পূজা, মাজার পূজাএসবের সাথে তাদের বিরাট সক্ষতা ,খাতির।- এই পূজারী, মুশরিক কারা? পরিচয় দেন। তাদের শিক্ষা দেই। তাদের জানাই, এক আল্লাহর ইবাদাত কর, আল্লাহর ওয়াস্তে শিরক কইরো না। শিরক সবচে বড় জুলম। কিন্তু তাদের বুঝামু, শিরক করলেই যদি বোমা মারা যাইত, তাইলে পৃথিবীতে মানুষ থাকত দেড়শো দুইশো কোটি। এত লাশ কান্ধে নিতে পারবেন? নাকি তাদের বুঝাইতে থাকবেন? কোনটা করবেন? লাশ ফালায়া রাসূল দ. ইসলাম প্রচার করসে? নাকি আক্রান্ত হইয়া যুদ্ধ করসেন বাধ্য হইয়া? তিনি মক্কা অভিযান ছাড়া আর কোন অভিযান করসেন শখ কইরা? শুধু শুধু মুশরিকরে মারার জন্য? আর মক্কা অভিযান কি মুশরিকরে মারার জন্য ছিল, নাকি অন্য কারণে ছিল? ২৭ টা যুদ্ধ। দেখেন, শিখেন। না জানলে তো হবে না। দায়ী থাকবেন। কিবোর্ড হাতে আছে, কইয়াই যাইতাছেন। কইয়াই যাইতাছেন, জবাব দিতে পারবেন তো? যদি পারবেন, তাইলে ভাল। না পারলে কিন্তু তাকওয়ার অভাব আছে। আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় নাই।
মাজারের মাদক ব্যবসায় তাদের আপত্তি নেই, - র্যাবে খবর দেন। আমিও আপনার সাথে আছি। মাদক ব্যবসার কথা কইতে আইছে। মানুষ কত নিচে নামতে পারে! কীয়ের আমার গাঞ্জা, সব গাঞ্জাখোররে র্যাবে ধরান।
গানের তালে নারীর খেমটা নাচে বিরোধ নেই- কার? খেমটা নাচ কে নাচে? আসমান থেকে পড়েছে কেউ? আাপনের আর আল্লারে ভয় করনের দরকার নাই, তার হাতেই ফয়সালা।
পীরের সেজদা- পীররে সেজদা করা যাবে কেন? পদচুম্বন আর সেজদা এক জিনিস? তাইলে তো জুতার ফিতা বান্ধা আর সেজদাও এক জিনিস। বুখারী শরীফ দেখেন, মুসলিম শরীফ দেখেন। ইমাম বুখারি আর ইমাম মুসলিমের পারস্পরিক আলোচনার দলিল দেখেন। তারা উভয়ে নিজ নিজ উস্তাদের পদচুম্বন করেছেন। ইন ফ্যাক্ট, ইমাম বুখারীর হাদিসের আরেকটা গ্রন্থে পদচুম্পন ও হস্তচুম্বন বিষয়ক একাধিক হাদিস আছে। রাসূল দ.'র পদচুম্বন করেছে। কদমবুসি মানে আমরা এখন জানি পায়ে হাত দিয়ে সালাম করা। কদম মানে পা, বুসি মানে চুম্বন। এটা ইসলামিক কালচার। কেউ পালন করে, কেউ পালন করে না, তাদের মধ্যে কেউই বিপথগামী নয়। আমার পীরকে কেউ পদচুম্বনও করে না, এমনকি পায়ে হাত দিয়ে সালামও করে না। আমাদের এই কালচার নেই। তাই বলে জিনিসটা ভুল, এই কথা তো বলা যাবে না। এটা হল চুজ করার বিষয়। ফিকাহ থেকে যে যেভাবে চুজ করে। শুধু ভুল না করলেই হল। ভাললাগল? ভাল লাগবে না। চোখের উপর পর্দা নাই, অন্তরে আছে।
নবী প্রেমে এত মানুষেরশান্তি পূর্ন ভাবে পথে নেমে আসাকে , প্রতিবাদ মুখর হওয়াকে আপনি সমর্ঠন করেন কি ? - জ্বি। সমর্থন করি। হেফাজতে জামাতকে সমর্থন করি না। জামাতের কথা তাদের এখানে আছে? নাই। গণজাগরণের মাধ্যমে ন্যায়বিচার চাইছিলাম, সেটাকে বন্ধের কথা আছে। আলেম ওলামার নামে জামাতি নেতাদের মুক্তির কথা আছে।
ধর্মের নামেই দুনিয়াতে সবচেয়ে বেশী খুননখুনি হয়েছে কি না?- আপনারে জবাব দেই নাই জনাব? নাকি পছন্দ হয়নাই দেখে বারবার রিপিট করছেন?
আদর্শ, ধর্ম, জাতি, ণৃগোষ্ঠী, দেশ এইসব ধোঁয়া তুলে স্বার্থ সংরক্ষণের জন্য মানুষকে হত্যা করা হয়েছে। এইজন্য ধর্ম জাতি বা ণৃগোষ্ঠী দায়ী নয়, দায়ী তারা, যারা নাম ভাঙিয়ে খুন করেন।
জানতে চান শরিয়া আইন বর্বর কিনা ?- আপনারে কে কইসে শরিয়া আইন বর্বর? চুলচর্মের আলাপ করতে আইসেন?
আপনের সমস্যাটা কই একবার নিজের দিকে নজর দিয়েন। মানুষের পিছনে না লাগলে ভাল লাগে না, তৃপ্তি হয় না, এটা সাইকিক একটা ডিজঅর্ডার। আপনার ফ্যামিলিতে আপনি কী করেন সেটা একটু দেখবেন, বন্ধুবান্ধবের সাথে কী করেন, দেখবেন, এমনকি আপনার আদর্শের মানুষের সাথেও কী করেন, দেখবেন- তাহলে বুঝতে পারবেন কোন্ সাইকোলজিক্যাল ডিজঅর্ডারের কথা বলছি। এই প্যারার জবাব চাইলে দিতে পারেন, না চাইলে নাই। কিন্তু নিজের দিকে তাকায়া দেইখেন।
খুল্লাম খুল্লা মনের কথা কইলাম।
কারণ, আপনার হৃদয় স্পর্শ করবে যে কোন ধরনের কথা। কারণ, আপনি সব ধরনের কথাই অনুভব করেন। অতি বিনয় নিয়ে বললেও যা বুঝবেন, এভাবে বললে ঠিক তাই বুঝবেন। উপলব্ধিতে সমস্যা হবে না, ইন্টারপ্রেট করবেন নিজের সুবিধা অনুযায়ী।
আপনে আমার পোস্টে লিঙ্ক দিসেন, তার মানে ধইরা নিলাম আমার উদ্দেশে দিসেন। নাইলে গায়ে পইড়া আইতাম না। নিজের অন্তরের দিকে নজর দেন। সময় সমাগত। অন্তরে সিলমোহর না পড়ে!
তবে, সিরিয়াসলি, আপনের জান্নাত কামনা কিন্তু করি। আপনের হিদাআতও কামনা করি। তবে আল্লাহ কদ্দূর কী দিব, তা বুঝতাসি না। নিজের ক্বালবরে নিজেই সিস্টেম কইরা রাখছেন।
আল্লাহ আপনার ভাল করুক। উপলব্ধি দেক। আর করতে থাকেন আমার চর্চা। আমি বহুত পাপী, পাপটা এক্সচেঞ্জ করা দরকার। আপনে করতে থাকেন। একটু আধটু মুছুক।
১৫ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:২৯
সাইবার অভিযত্রী বলেছেন: কবর পূজা, মাজার পূজাএসবের সাথে তাদের বিরাট সক্ষতা ,খাতির।- এই পূজারী, মুশরিক কারা? পরিচয় দেন। তাদের শিক্ষা দেই। তাদের জানাই, এক আল্লাহর ইবাদাত কর, আল্লাহর ওয়াস্তে শিরক কইরো না। শিরক সবচে বড় জুলম। কিন্তু তাদের বুঝামু, শিরক করলেই যদি বোমা মারা যাইত, তাইলে পৃথিবীতে মানুষ থাকত দেড়শো দুইশো কোটি। এত লাশ কান্ধে নিতে পারবেন? নাকি তাদের বুঝাইতে থাকবেন? কোনটা করবেন? লাশ ফালায়া রাসূল দ. ইসলাম প্রচার করসে?
আমি/হেফাজত কি খালি মানুষের লাশ ফালাই ? বোমা মারি ?
কোন তথ্য প্রমাণ দিতে পারবেন ? আপনের পোষ্টে অনেক অনেক ভুল / মিথ্যা তথ্য দিয়েছেন, যা অনেকেই মন্তব্যে ধরিয়ে দিয়েছে।যদি ভুল আর মিথ্যাই আপনার পুজি হয়, তাহলে যুক্তি দিয়ে আপনার কাছে কোন কিছুই প্রমান করতে পারব না । আপনার ষ্টিকি পোষ্টে যত হত্যা আর বোমা মারার ঘটনা বলে হেফাজতের বিরূদ্ধে রেড এলার্ট জারি করলেন, এর একটাও কি হেফাজত দায়ী ? এগুলো কি মিথ্যাচার না ?
৫| ১৫ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৪৯
পিওর গাধা বলেছেন: মুসলিম লেবাস ধারী অমুসলিমরা মুসলমানদের ভালমন্দ নিয়ে চিন্তা করার দ্বায়িত্ব কাধে তুলে নিয়েছে। ভাব খানা এমন যেন মুসলমানদের দুরাবস্তার কারণে তারাও খুব টেনশনে। বর্তমানেও এ ধরনের একটা পোষ্ট ষ্টিকি তে ঝুলছে।
হাহা.... কাদিয়ানীরাও এখম মুসলিম
১৫ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৩০
সাইবার অভিযত্রী বলেছেন: ভাই তো পিওর বুদ্ধিমান, নিকটা এমন কেন ?
( একটু মজা করলাম, ভাল থাকবেন )
৬| ১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:০৫
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: ভাল লিখছেন ভাই!
১৬ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:১১
সাইবার অভিযত্রী বলেছেন: ভাল কথার দাম সমাজে নাই।
ধর্ম নিয়ে , বাংলাদেশী জাতিয়তাবাদ নিয়ে খোলা মনে কথা বলার ব্লগ/ প্লাটফর্ম চাই । সামু আমুতে যৌক্তিক কথাও মন খুলে বলা যায় না ।
©somewhere in net ltd.
১|
১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:১৪
বিশ্ব প্রেমিক বলেছেন: সাইবার অভিযাত্রী ভাই, একদম চরম সত্য কথাটি বলেছেন। ওদের আসল চেহারাটা তুলে ধরেছেন । খুবই ভালো লাগলো আপনার পোষ্টটি । পোষ্টে +
" যখন তারা ইমানদারদের সাথে মিশে বলে তারা বলে আমরা ইমানদার, আর যখন তারা তাদের শয়তানদের সাথে মিশে বলে নিশ্চয়ই আমরা আপনাদের সাথে আছি। নিশ্চয়ই আমারা কেবলমাত্র উপহাসকারী ।"
এবং উহাদেরকেই প্রকৃত মুনাফিক বলে ।