নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাইবার অভিযাত্রী

যাদের হাতে দলীল প্রমাণ কম তারা গালি দেয় বেশি

সাইবার অভিযত্রী

সাইবার অভিযত্রী › বিস্তারিত পোস্টঃ

৫ই মে তে সবকিছু লাইভ দেখানো হলেও অভিযানের ক্লিপগুলো 20-25 মিনিট পরে কাস্ট হয়েছে, এটা লাইভ না দেখিয়ে 20-25 মিনিট পরে কাস্ট করবার কারণ কি?

০৮ ই মে, ২০১৩ বিকাল ৩:২৩

৫ই মে তে সবকিছু লাইভ দেখানো হলেও অভিযানের ক্লিপগুলো 20-25 মিনিট পরে কাস্ট হয়েছে, এটা লাইভ না দেখিয়ে 20-25 মিনিট পরে কাস্ট করবার কারণ কি? - প্রশ্নটা করেছিলেন কর্নেল সামুরাই । Click This Link



আমিও ভাবছি, সরকার-পুলিশের দাবী মত যেখানে কে্উ হতাহত হয় নি, কাউকে হতাহত না করে হেপাজতের মত একটা জংগী সংগঠনের লাখ লাখ কর্মীকে হটান নি:সন্দেহে বাংলার ইতিহাসে একটি বিরাট সাফল্য । অবশ্য কিছু জামাতী ছাগু এটাকে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ গণহত্যা বলছে । আল্লাহই ভাল জানেন।



তবে দুদলের কথা মতই এটা বাংলাদেশের ইতিহাসের একটা গুরুত্বপূর্ন ঘটনা । কিন্তু প্রশ্ন হচ্ছে এত এত মোবাইল ক্যামেরা আর চ্যানেল গুলোর ভিডিও ক্যামেরা থাকার পরও আইন শৃংখলা বাহিনীর ১০ নিনিট অপারেশনের ভিডিও কেন প্রকাশ করা হচ্ছে না ? হেপাজতীরা " রবার বুলেট" দেখে/খেয়ে ১৫ মিনিটে হাওয়া হল, এটাই তো সমাবেশের সবচেয়ে আকর্ষনীয় ভিডিও হওয়ার কথা । সেটা কৈ ?



এরা কিভাবে চলে গেল, একজনও কি আছাড় খেয়ে পড়ল কিনা, তাদের কিভাবে সেবা দেওয়া হল, মোট কথা ২:৩০ থেকে ৩:০০ এই সময়ে সমাবেশের ভিডিওটা কোথায় ?



এটা প্রকাশ করলে আর কেউ বেশী বেশী মৃত্যুর খবর বলে মানুষকে বিভ্রন্ত করতে পারত না, অনেক সাংবাদিক ছিল, তারাও তো ডান বাম আর গড়ীর ছবি না তুলে ভাগন্ত সমাবেশের ১৫ মিনিটের ভিডিওটা দেখাতে পারেন ।



মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৮ ই মে, ২০১৩ বিকাল ৩:২৪

সাইবার অভিযত্রী বলেছেন: আক্রমণ হয়েছে দু দিক থেকে, পল্টন আর নটরডেম। আর পালাতে দেওয়া হয়েছে টিকাটুলী দিয়ে ।

নটরডেম থেকে বড় বড় গাড়ি ঢুকেছে, ট্যাংকের মত । রায়ট কার । পাশাপাশি অনেকগুলো, কোন জায়গা ছিলনা পালানোর । এরা ধীরে ধীরে চেপে এসেছে।

আর দৈনিক বাংলা থেকে ঢুকেছে প্রথম সারিতে মটর সাইকেল, তারপর RAB পুলিশ বিজেবি । গুলি চলেছে প্রথম সারির মটর সাইলেক আরোহীদের থেকে। ঢিল পৌছানো যায়না এমন নিরাপদ দূরত্ব থেকেই গুলি চলে।

এভাবে ১৫ মিনিটেই বাহিনী পৌছে যায় মন্চ পর্যন্ত । তারপর? আরো দেড় ঘন্টা গুলি চলে ! সেখানে এক বিল্ডিং এর দশ তালা থেকে দেখছিল একজন বলল পরে থাকা আহতদের গুলি করা হয় এরপর।

২| ০৮ ই মে, ২০১৩ বিকাল ৪:৪৮

মুসাফির রকস বলেছেন: আতলামী আর কারে কয়।
হেফাজতও জঙ্গী!
শালা মানসিক দাসের সংখ্যা দেখি ছারপোকার চেয়ে বাড়ে

৩| ০৮ ই মে, ২০১৩ বিকাল ৫:১৪

হাবিব০৪২০০২ বলেছেন: বলা হচ্ছে যৌথবাহিনী ৩ দিক থেকে অভিযান চালিয়েছে, একটা দিক খালি রাখা হয়েছিল যেন ঐদিক দিয়ে হেফাজতিরা চলে যায়. টিভি ফুটেজ দেখে যতটুকু বুঝতে পেরেছি সব সাংবাদিকরা ভিডিও করেছে ইত্তেফাক মোড়/ জনতা ব্যাংকের হেড অফিসের এদিকটা থেকে, তাদের ভিডিওতে আমরা দেখতে পেয়েছি পুলিশরা হেঁটে এগিয়ে যাচ্ছে এর পিছনে এপিসিগুলো, আবার বিডিআর এর গাড়িগুলোও এগিয়ে যাচ্ছে. কিন্তু অন্য ২ দিকের কোন ভিডিও নাই, অথচ দিনের বেলা কখনও একই সাথে ৩টা স্পটের লাইভ দেখাইছে: ১টা নয়া পল্টন, ১টা পুরানা পল্টন, ১টা শাপলা গোল চত্বর.

অপারেশন শেষে ঐ ইত্তেফাক মোড়/ জনতা ব্যাংকের হেড অফিসের পাশেই বঙ্গভবনের দেয়াল ঘেষে হেফাজতিদের হাত উচিয়ে/কান ধরে আত্মসমর্পণের ভঙ্গিতে চলে যাওয়ার দৃশ্য দেখানো হয়েছে কিন্তু মূলত যেদিকটা ফাঁকা রাখা হয়েছিল চলে যাওয়ার জন্য সেখানকার কোন ভিডিও নাই.

এত এত মিডিয়া অথচ সাংবাদিকের সংখ্যা কি এতই ঘাটতি দেখা দিল যে তারা কেউই অন্য ২ দিকের অভিযান কাভার করলো না কিংবা যে দিকটা খালি রাখা হল ওখান দিয়ে হেফাজতিরা কিভাবে চলে গেল সেটাও কাভার করলো না.

অনেক সময়ই টিভিগুলো City corporation এর ময়লার গালিগুলোর বিভিন্ন জায়গায় ডাম্পিংয়ের দৃশ্য দেখায় অথচ ঐরাতে ময়লার গাড়িগুলো সূর্যের আলো ফুটার আগেই কোথায় ডাম্পিং করলো তার কোন ভিডিও নাই অথচ সাংবাদিকরা নিউজ আওয়ারের টাইম ফিলআপ করতে দেখায় কোথায় বড় আকারের হাইব্রিড শষার ফলন হয়েছে কিংবা যশোরে গরুও মূলা খাচ্ছে না.

০৮ ই মে, ২০১৩ বিকাল ৫:৪০

সাইবার অভিযত্রী বলেছেন: কাউকে হতাহত না করে হেপাজতের মত একটা জংগী সংগঠনের লাখ লাখ কর্মীকে হটান নি:সন্দেহে বাংলার ইতিহাসে একটি বিরাট সাফল্য । Click This Link

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.