নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাইবার অভিযাত্রী

যাদের হাতে দলীল প্রমাণ কম তারা গালি দেয় বেশি

সাইবার অভিযত্রী

সাইবার অভিযত্রী › বিস্তারিত পোস্টঃ

আইনস্টাইনের ধাঁধা নিয়ে ধান্দা !

২৯ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:০৩

ধাঁধাঃ



একটি রাস্তার ধারে পাশাপাশি পাঁচটি বাড়ি। ভিন্ন ভিন্ন রঙের এই পাঁচটি বাড়িতে ভিন্ন ভিন্ন পাঁচ দেশের লোক বাস করেন। প্রত্যেকের নিজস্ব পছন্দের পানীয় আছে, আছে আলাদা আলাদা সিগারেটের ব্র্যান্ড। এমনকি তাদের পোষা প্রাণীও ভিন্ন ভিন্ন।

প্রশ্ন হচ্ছে এদের মধ্যে মাছ পোষেন কে?



সূত্রঃ



১. লাল ঘরে বাস করেন ব্রিটিশ।

২. সুইডিশের পোষা প্রাণী কুকুর।

৩. ডেনিশের প্রিয় পানীয় চা।

৪. সাদা বাড়ির বায়ে সবুজ বাড়ি।

৫. সবুজ বাড়ির মালিক কফি পান করেন।

৬. যিনি পল মল (Pall Mall) সিগারেট খান তিনি পাখি পোষেন।

৭. হলুদ বাড়ির মালিক ডানহিল (Dunhill) সিগারেট খান।

৮. মধ্যের বাড়ির বাসিন্দা দুধ পান করেন।

৯. প্রথম ঘরে থাকেন এক নরওয়েজিয়ান।

১০. যিনি ব্লেন্ড (Blend) সিগারেট খান তার প্রতিবেশী বিড়াল পোষেন।

১১. যিনি ব্লু মাস্টার (Blue Master) সিগারেট খান তিনি বিয়ারও পান করেন।

১২. ডানহিল সিগারেট যিনি খান তার পাশের বাড়ির বাসিন্দা ঘোড়া পোষেন।

১৩. প্রিন্স (Prince) সিগারেট খান জার্মানির লোক।

১৪. নীল ঘরের পাশে থাকেন নরওয়ের লোক।

১৫. যিনি ব্লেন্ড খান তার প্রতিবেশী পানি পান করেন।



ধাধাটা নিয়ে একটা প্যাচ লাগল, ছুটানো যাচ্ছে না!

ঘটনাটা কি ?

মন্তব্য ৩৫ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩৫) মন্তব্য লিখুন

১| ২৯ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:০৪

সাইবার অভিযত্রী বলেছেন: আইনষ্টাইন এটা বানিয়েছে এর কোন প্রমাণ আছে? নেই ।
গুজব আছে ।

২| ২৯ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:০৬

সাইবার অভিযত্রী বলেছেন: ৯. প্রথম ঘরে থাকেন এক নরওয়েজিয়ান। ১৪. নীল ঘরের পাশে থাকেন নরওয়ের লোক।

- সুতরাং ২য় ঘর হচ্ছে নীল ঘর।


৮. মধ্যের বাড়ির বাসিন্দা দুধ পান করেন।
সুতরাং ৩নং ঘরের লোক দুধ পান করে ।
( ৫টা ঘরের মধ্যের ঘরটা ৩নং )

৩| ২৯ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:০৯

সাইবার অভিযত্রী বলেছেন: কি দাড়াল ?


১ নং - নরওয়ের বাসিন্দা ।
২ নং - নীল ঘর
৩ নং - দুধ পান করে ।

৪| ২৯ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:১১

সাইবার অভিযত্রী বলেছেন: ৪. সাদা বাড়ির বায়ে সবুজ বাড়ি।

এটা ৩-৪-৫ যে কোন ঘরে হবে। ( ৩-৪ অথবা ৪-৫ )
২ নং নীল ঘর, তাই ১-২ বা ২-৩ হবে না ।

৫| ২৯ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:১৫

সাইবার অভিযত্রী বলেছেন: সাদা -সবুজের অবস্হান ( ৩-৪-৫ ) এ হবে । ৩-৪ অথবা ৪-৫ ।


৪. সাদা বাড়ির বায়ে সবুজ বাড়ি।
৫. সবুজ বাড়ির মালিক কফি পান করেন।


৮. মধ্যের বাড়ির বাসিন্দা দুধ পান করেন। ( ৩নং ঘরের লোক দুধ পান করে ) , তাই সাদা সবুজের অবস্হান ( ৪-৫ ) - এ ।

আর যেহেতু বাদিক থেকে প্রথম বাড়ি ধরা হচ্ছে, তাই

৪ নং ঘর সবুজ, ৫ নং সাদা ।

কি দাড়াল ?

১ নং - নরওয়ের বাসিন্দা ।
২ নং - নীল ঘর
৩ নং - দুধ পান করে ।
৪ নং - সবুজ, পান করেন কফি ।
৫ নং - সাদা ।

৬| ২৯ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:২০

সাইবার অভিযত্রী বলেছেন:
২য় ঘর : নীল
৪নং : সবুজ
৫নং : সাদা

বাকী থাকল : ১ আর ৩ । রং ( লাল/ হলুদ)

১ম ঘর : নরওরের লোক । ( সুতরাং বৃটিশ না , আর বৃটিশের ঘরের রং লাল, ) তাই প্রথম ঘর হলুদ

৩য় ঘর : বৃটিশ, লাল ।

কি দাড়াল ?

১ম ঘর : হলুদ, নরওয়ে বাসী।
২য় ঘর : নীল
৩য় ঘর : লাাল, বৃটিশ
৪নং ঘর : সবুজ , কফি পান করেন।
৫নং ঘর : সাদা







৭| ২৯ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:২১

সাইবার অভিযত্রী বলেছেন:
৭. হলুদ বাড়ির মালিক ডানহিল (Dunhill) সিগারেট খান।

১ম ঘর : হলুদ, নরওয়ে বাসী। সিগারেট : ডানহিল ।
২য় ঘর : নীল
৩য় ঘর : লাাল, বৃটিশ
৪নং ঘর : সবুজ , কফি পান করেন।
৫নং ঘর : সাদা

৮| ২৯ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:২৫

সাইবার অভিযত্রী বলেছেন: ১২. ডানহিল সিগারেট যিনি খান তার পাশের বাড়ির বাসিন্দা ঘোড়া পোষেন।

যেহেতু ডানহিল ১ নং ঘর সুতরাং ঘোড়া পুষে ২ নং ঘরের লোক:


১ম ঘর : হলুদ, নরওয়ে বাসী। ডানহিল সিগারেট ।
২য় ঘর : নীল , ঘোড়া পোষেন ।
৩য় ঘর : লাাল, বৃটিশ, দুধ পান করে ।
৪নং ঘর : সবুজ , কফি পান করেন।
৫নং ঘর : সাদা

৯| ২৯ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৩১

সাইবার অভিযত্রী বলেছেন: ১৫. যিনি ব্লেন্ড খান তার প্রতিবেশী পানি পান করেন । ২-১ অথবা ৪-৫ হতে পারে ।

অর্থাৎ ২ ব্লেন্ড, আর ১ পানি

অথবা :

৪ ব্লেন্ড, আর ৫ পানি ।

১০| ২৯ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৩৩

সাইবার অভিযত্রী বলেছেন: এখন দেখি কতদূর কি হল :

১ম ঘর : হলুদ, নরওয়ে বাসী। ডানহিল সিগারেট ।
২য় ঘর : নীল , ঘোড়া পোষেন ।
৩য় ঘর : লাাল, বৃটিশ, দুধ পান করে ।
৪নং ঘর : সবুজ , কফি পান করেন।
৫নং ঘর : সাদা , পানি পান করেন ।

অথবা :

১ম ঘর : হলুদ, নরওয়ে বাসী, ডানহিল , পানি পান করেন ।
২য় ঘর : নীল , ঘোড়া পোষেন ।
৩য় ঘর : লাাল, বৃটিশ, দুধ পান করে ।
৪নং ঘর : সবুজ , কফি পান করেন।
৫নং ঘর : সাদা ।

১১| ২৯ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৩৯

সাইবার অভিযত্রী বলেছেন: ১১. যিনি ব্লু মাস্টার (Blue Master) সিগারেট খান তিনি বিয়ারও পান করেন।

১ ও ৪ এর সিগারেট ডানহিল ও ব্লেন্ড।
৩,৪ ও ৫ এর পাণীয় - । দুধ কফি পানি । ( সমাধান -১)
অথবা ১,৩,৪ এর পাণীয় পানি দুধ কফি । ( সমাধান -২ )

( সমাধান -১) এর হিসেবে

১,৩,৪,৫ এর সিগারেট ও পাণীয় জানা গেছে। বাকী আছে ২ ।
ব্লু মাস্টার (Blue Master) সিগারেট খান এবং বিয়ারও পান করে -> ২ ।


১২| ২৯ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৪২

সাইবার অভিযত্রী বলেছেন: ( সমাধান -১) এর হিসেবে

২,৩,৪,৫ পান করে যথাক্রমে :
বিয়ার দুধ কফি পানি ।
বাকী থাকে চা, সেটা তো ১ম ঘরে যাওয়ার কথা !
সে ঘরে থাকে নরওয়ের লোক,

কিন্তু বলা হচ্ছে ডেনিশ লোক পান করে চা !
( ৩. ডেনিশের প্রিয় পানীয় চা। )


সুতরাং সমাধান ১ সঠিক নয় । বাকী থাকে সমাধান ২।
অর্থাৎ ১,৩,৪ এর পাণীয় পানি দুধ কফি । ( সমাধান -২ )

১৩| ২৯ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৪৪

সাইবার অভিযত্রী বলেছেন: ১,৩,৪ এর পাণীয় পানি দুধ কফি

তাহলে চা পানকারী ডেনিশ থাকে ২ অথবা ৫ নং ঘরে ।

১৪| ২৯ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৪৮

সাইবার অভিযত্রী বলেছেন: এখনও ২ টি সমাধান :

১ম ঘর : হলুদ, নরওয়ে বাসী, ডানহিল , পানি পান করেন ।
২য় ঘর : নীল , ঘোড়া পোষেন, ব্লেন্ড । (ডেনিশ, চা)
৩য় ঘর : লাাল, বৃটিশ, দুধ পান করে ।
৪নং ঘর : সবুজ , কফি পান করেন।
৫নং ঘর : সাদা ।


অথবা :

১ম ঘর : হলুদ, নরওয়ে বাসী, ডানহিল , পানি পান করেন ।
২য় ঘর : নীল , ঘোড়া পোষেন, ব্লেন্ড ।
৩য় ঘর : লাাল, বৃটিশ, দুধ পান করে ।
৪নং ঘর : সবুজ , কফি পান করেন।
৫নং ঘর : সাদা । (ডেনিশ , চা)



১৫| ২৯ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৫২

সাইবার অভিযত্রী বলেছেন: ১১. যিনি ব্লু মাস্টার (Blue Master) সিগারেট খান তিনি বিয়ারও পান করেন।

১,৩,৪ এর পাণীয় পানি, দুধ কফি ।
২ এর সিগারেট ব্লেন্ড।

তাই ব্লু মাস্টার ও বিয়ার ফিট হবে শুধু ৫ -এ ।
আর তখন চা খাবে ২ নং ঘরের লোক ।

তাহলে দাড়াল :
১ম ঘর : হলুদ, নরওয়ে বাসী, ডানহিল , পানি পান করেন ।
২য় ঘর : নীল , ঘোড়া পোষেন, ব্লেন্ড, ডেনিশ, চা)
৩য় ঘর : লাাল, বৃটিশ, দুধ পান করে ।
৪নং ঘর : সবুজ , কফি পান করেন।
৫নং ঘর : সাদা , ব্লু মাস্টার ও বিয়ার

১৬| ২৯ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৫৮

সাইবার অভিযত্রী বলেছেন: ১৩. প্রিন্স (Prince) সিগারেট খান জার্মানির লোক
Only 4 no is allowed for this :

তাহলে দাড়াল :
১ম ঘর : হলুদ, নরওয়ে বাসী, ডানহিল , পানি পান করেন ।
২য় ঘর : নীল , ঘোড়া পোষেন, ব্লেন্ড, ডেনিশ, চা)
৩য় ঘর : লাাল, বৃটিশ, দুধ পান করে ।
৪নং ঘর : সবুজ , জার্মানির লোক, প্রিন্স (Prince) সিগারেট
কফি পান করেন।
৫নং ঘর : সাদা , ব্লু মাস্টার ও বিয়ার

১৭| ২৯ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:০০

সাইবার অভিযত্রী বলেছেন: ১-২-৩-৪ এ থাকে নরওয়ে - ডেনিশ - বৃটিশ - জার্মান।
বাকী আছে সুইডিশ। সুটরাং ৫ নং ঘরের লোক।

তাহলে দাড়াল :
১ম ঘর : হলুদ, নরওয়ে বাসী, ডানহিল , পানি পান করেন ।
২য় ঘর : নীল , ঘোড়া পোষেন, ব্লেন্ড, ডেনিশ, চা)
৩য় ঘর : লাাল, বৃটিশ, দুধ পান করে ।
৪নং ঘর : সবুজ , জার্মানির লোক, প্রিন্স (Prince) সিগারেট
কফি পান করেন।
৫নং ঘর : সাদা ঘর, সুইডিশ, ব্লু মাস্টার ও বিয়ার খায়।

১৮| ২৯ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:২০

সাইবার অভিযত্রী বলেছেন: ২. সুইডিশের পোষা প্রাণী কুকুর।

এবার একটু সাজিয়ে লিখলে হবে :

১ম ঘর : হলুদ, নরওয়ে , পানি ডানহিল ,।
২য় ঘর : নীল , ডেনিশ, চা, ঘোড়া পোষেন, ব্লেন্ড,
৩য় ঘর : লাাল, বৃটিশ, দুধ পান করে ।
৪নং ঘর : সবুজ , জার্মানির লোক, কফি, প্রিন্স সিগারেট
৫নং ঘর : সাদা ঘর, সুইডিশ, ব্লু মাস্টার ও বিয়ার খায়। কুকুর পালে ।

১৯| ২৯ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:২৭

সাইবার অভিযত্রী বলেছেন: ১-২-৪-৫ সিগারেট : ডানহিল-ব্লেন্ড - প্রিন্স - ব্লু মাষ্টার ।বাকী থাকে পলমল । অবশ্যই ৩ ।

তাহলে কি দাড়ায় ?

১ম ঘর : হলুদ, নরওয়ে , পানি ডানহিল।
২য় ঘর : নীল , ডেনিশ, চা, ঘোড়া পোষেন, ব্লেন্ড,
৩য় ঘর : লাাল, বৃটিশ, দুধ পান করে, পলমল ।
৪নং ঘর : সবুজ , জার্মানির লোক, কফি, প্রিন্স সিগারেট
৫নং ঘর : সাদা ঘর, সুইডিশ, বিয়ার, ব্লু মাস্টার ।কুকুর পালে ।



২০| ২৯ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:২৮

সাইবার অভিযত্রী বলেছেন: ৬. যিনি পল মল (Pall Mall) সিগারেট খান তিনি পাখি পোষেন।

তাহলে কি দাড়ায় ?

১ম ঘর : হলুদ, নরওয়ে , পানি ডানহিল।
২য় ঘর : নীল , ডেনিশ, চা, ঘোড়া পোষেন, ব্লেন্ড,
৩য় ঘর : লাাল, বৃটিশ, দুধ পান করে, পলমল , পাখি।
৪নং ঘর : সবুজ , জার্মানির লোক, কফি, প্রিন্স সিগারেট
৫নং ঘর : সাদা ঘর, সুইডিশ, বিয়ার, ব্লু মাস্টার ।কুকুর পালে ।

২১| ২৯ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৩১

স্বপ্নখামারী বলেছেন: ইয়াল্লা!!! আপনে মাথা খাটাইয়া এই পর্যন্ত আসলেন নাকি!!!
মাছ গেলো কই!!!

২৯ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৩২

সাইবার অভিযত্রী বলেছেন: দেখি কাওরান বাজারে না চলন বিলে ।
মাছ শিকার করতে হয় ধীরে ধীরে ...
জাল ফেলেছি, গুটাচ্ছি, ধরতে পারলে ভাগ দিব ;)

২২| ২৯ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৩১

সাইবার অভিযত্রী বলেছেন: ১০. যিনি ব্লেন্ড (Blend) সিগারেট খান তার প্রতিবেশী বিড়াল পোষেন। ব্লেন্ড খায় ২ নং ঘরে । প্রতিবেশী ১ আর ৩ । ৩ পোষে পাখি, তাই বিড়াল পোষে -> ১ ।

তাহলে কি দাড়ায় ?

১ম ঘর : হলুদ, নরওয়ে , পানি ডানহিল, বিড়াল।
২য় ঘর : নীল , ডেনিশ, চা, ঘোড়া পোষেন, ব্লেন্ড,
৩য় ঘর : লাাল, বৃটিশ, দুধ পান করে, পলমল , পাখি।
৪নং ঘর : সবুজ , জার্মানির লোক, কফি, প্রিন্স সিগারেট
৫নং ঘর : সাদা ঘর, সুইডিশ, বিয়ার, ব্লু মাস্টার ।কুকুর পালে

২৩| ২৯ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৩৫

সাইবার অভিযত্রী বলেছেন: ১ পালে বিড়াল,
২ ঘোড়া
৩ পাখি
৪ ?
৫ কুত্তা

এইবার আপনারাই বলেন মাছ পালে কে ?

২৪| ২৯ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৪৭

ঢাকাবাসী বলেছেন: এত বড় একখান ধাধা না কি যেন লেখতে আপনের দিলে বাধে নাই? আমার মাথাটাই গোলমাল হয়ে গেছে।

২৯ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৫০

সাইবার অভিযত্রী বলেছেন: ভাই ধান্দাটা আমি বানাি নাই, লেখিও নাই ।
সমাধানের রাস্তা খুজলাম আর কি!

২৫| ২৯ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৪৭

ভালোবাসি তোমাকেই আমি বলেছেন: congratz bro.
ami pari nai. :( :( :(

২৯ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৪৯

সাইবার অভিযত্রী বলেছেন: আপনি খুব ভাল চেষ্টা করেছেন । প্রথম সমাধানের ভুলটা আপনিই আগে ধরেছেন । আর ভুল ধরা ছাড়া ঠিকপথে যাওয়া যায়না !

আপনাকে আমার পক্ষ থেকে অনেক ানেক ধন্যবাদ ।

২৬| ২৯ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৫৩

স্বপ্নখামারী বলেছেন: ব্যাপক আকারে মাথার চুল ছিড়া আমি তো ধাঁধা টাই ভুল ঘোষণা দিসিলাম।

২৯ শে জুন, ২০১৩ রাত ৮:০০

সাইবার অভিযত্রী বলেছেন: :( :( :(

২৭| ২৯ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৫৪

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: :| :| :| :| :| :|


পারি না

২৯ শে জুন, ২০১৩ রাত ৮:০০

সাইবার অভিযত্রী বলেছেন: :| :| :| :|

২৮| ০৩ রা জুলাই, ২০১৩ সকাল ১১:৪৪

উৎকৃষ্টতম বন্ধু বলেছেন: ভাই পোস্ট পড়েই নড়ে চড়ে বসলাম। এখন কমেন্ট পড়বার জন্যে প্রস্তুত হচ্ছি।

০৮ ই জুলাই, ২০১৩ সকাল ৮:৫৩

সাইবার অভিযত্রী বলেছেন: গুড গুড, ভারী গুড !
আছেন কেমন ?

২৭শে মার্চের পর আপনার পোষ্ট নেই, (?)
আপনার ব্লগে যাওয়াও বন্ধ হয়ে গিয়েছিল !
আজ দেখলাম আপনার দুটা পোষ্ট এসেছে ( ৩০শে জুন, ৩রা জুলাই ) । অনেক ভাল খবর।

আর আমার পোষ্টই আমি এখন অনিয়মিত! তবু আপনার দুটা পড়ব তাড়াতাড়ি -ই ।

২৯| ০৮ ই জুলাই, ২০১৩ সকাল ৯:০০

অচিন্ত্য বলেছেন: কি সাংঘাতিক ধাঁধাঁ ! সূত্রগুলোও কি ধাঁধাঁর অংশ ?
+++++++++++++++++++++++++++++++++++++++++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.