![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাড়ে বায়ান্ন তোলা রূপার দাম , ১৫০০ টাকা ভরী হিসেবে ৮০ হাজার টাকার কম। এই পরিমান টাকা, মালামাল বা অন্য কোন সম্পদ থাকলে, শরীয়তের দৃষ্টিতে একজন আর গরীব থাকে না! এই লোক ফকীরও নয়, মিসকিনও না। আর তাকে যাকাতও দেওয়া যাবে না । তবে এই লোক যদি ঋণ গ্রস্হ হয় তবে তাকে যাকাত দেওয়া যাবে ।
অনেক সামাজিক, সম্মিলিত সেবা গরীবদের জন্য করা হয়, তাদের উপকারও হয়, যেমন পানির ব্যাস্হা করা, স্কুল তৈরী, রাস্তাঘাট বা অন্য কোন অবকাঠামোগত উন্নয়ণের কাজ । কিন্তু এসব সেবায় নিয়োজিত অর্থের মালিক গরীব লোক হতে পারে না, শুধুমাত্র সুবিধা ভোগ করতে পারে । কিন্তু যাকাতের শর্ত গরীবকে প্রকৃত মালিক বানাতে হবে। মালিকানা লাভ না করাতে এভাবে খরচ করা অর্থ যাকাত হিসেবে গন্য হবে না ।
©somewhere in net ltd.
১|
৩১ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:৩৭
সাইবার অভিযত্রী বলেছেন: অনেক সময় কোন রোগীর চিকিৎসার জন্য যাকাতের টাকা খরচ করা দরকার হলে দেখতে হবে, রোগী গরীব কি না । সে নিজেই প্রায় ৮০ হাজার টাকার মালিক কি না। যদি গরীব না হয়, তবে তাকে যাকাত দেওয়া যাবে না।