![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কোন ব্যাক্তি নিজের জন্য এরূপ পছন্দ করা যে লোক-জন আমাকে দেখে দাড়াবে, এটা না জায়েজ । কোন ব্যক্তির সন্মানের জন্য উঠে দাড়ানোর প্রথা তৈরী করার সুযোগ আমাদের শরীয়তে নেই ।
তবে এভাবে দাড়ানো শিরক নয় । কয়েকটিস সহীহ হাদীসে এরূপ দাড়ানোর বেশ কয়েকটি ঘটনা উল্লেখ আছে ।
নেট থেকে পাওয়া কিছু ঘটনা নীচে দেওয়া হল :
নীচের হাদীস তিনটির প্রথমটি বনু কুরাইজার খুবই প্রসিদ্ধ ঘটনা । সা'দ ( রা: ) অসুস্হ অবস্হায় বনু কুরাইজার লোকদেরা দাবী মত হাজির হলে , রসুল ( স: ) বলেন " তোমাদের সর্দারের জন্য দাড়াও ।
1) Sayyiduna Abu Sa�id al-Khudri (Allah be pleased with him) reports: �When the tribe of Banu Quraiza was ready to accept Sa�d�s (Allah be pleased with him) judgment, the Messenger of Allah (Allah bless him & give him peace) sent for Sa�d. He came, riding a donkey and when he came near, the Messenger of Allah (Allah bless him & give him peace) said to the Ansar: "Stand up for your leader�. Then Sa�d came and sat beside the Messenger of Allah (Allah bless him & give him peace)�..� (Sahih al-Bukhari, Sahih Muslim, Sunan Abu Dawud & Musnad Ahmad)
নীচের ঘটনাটা সন্মানের নয় স্নেহের ও ভালবাসার আতিশয্যে দাড়ানোর ঘটনা । নবীজী কন্যা ফাতিমা (রা: ) এর জন্য নবীজী উঠে দাড়াতেন, আয়শা (রা: ) এর বর্ননা :
2) Sayyida A�isha (Allah be pleased with her) reports: �I have never encountered anyone that resembled the Messenger of Allah (Allah bless him & give him peace) more than Fatima (Allah be pleased with her) in manner, likeness and speech. When she (Fatima) came to visit him (the Messenger of Allah) he stood up (to welcome her), took her by the hand, kissed her and made her sit in his place. And when he (Allah bless him & give him peace) used to visit her, she would stand up, take him by the hand, kiss him, and make him sit where she was sitting�. (Sunan Abu Dawud, No. 5175 & al-Bukhari, Adab al-Mufrad).
নীচের ঘটনাটা সন্মানের জন্যই দাড়ানো :
3) Sayyiduna Abu Huraira (Allah be pleased with him) narrates: �The Messenger of Allah (Allah bless him & give him peace) was speaking to them (in the Masjid). When he rose to depart, we all stood up with him and remained standing until he entered his house�. (Sunan Abu Dawud).
০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:১৫
সাইবার অভিযত্রী বলেছেন: দাড়ানোর নিষেধাগ্গা নিয়ে হাদীস :
Narrations that indicate the impermissibility of standing up:
1) Abu Mijlaz (Allah be pleased with him) reports that, �(once) Mu�awiya ibn Abi Sufyan entered upon Ibn Zubair and Ibn Amir (Allah be pleased with them both). Ibn Amir stood up whilst Ibn Zubair remained seated. Mu�awiya (Allah be pleased with him) said to Ibn Amir: �Remain seated, for I heard the Messenger of Allah (Allah bless him & give him peace) say: �Whosoever likes people to stand up for him should take his abode in the Fire (of Hell)�. (Sunan Abu Dawud, No. 5186, Sunan Tirmizi, No. 5067 & Musnad Ahmad).
2) Sayyiduna Abu Umamah (Allah be pleased with him) reports: �The Messenger of Allah (Allah bless him & give him peace) (once) came out on us and he was leaning upon a stick (asa). We stood up for him and he said: �Do not stand up as the non-Arabs do, they adulate one another�. (Sunan Abu Dawud, No. 5187 & Musnad Ahmad).
3) Sayyiduna Anas Ibn Malik (Allah be pleased with him) reports: �No one was dearer to them (the Companions, Allah be pleased with them all) than the Messenger of Allah (Allah bless him & give him peace) yet when they saw him they did not stand up for him, for they knew of his dislike for it.� (Sunan Abu Dawud, Sunan Tirmizi & Musnad Ahmad).
২| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:২৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: নজরুল ১০০ বছর আগে ভলে গেছেন-
বিশ্ব যখন বিজ্ঞানে এগিয়ে আমার তখন বিবি তালাকের ফতোয়া খুঁজি!!!
আজ ব্লগেও এই মাত্রার প্রশ্ন দেখে মনে প্রশ্ন জাগে-
১০০ বছরে আমরা কি একটুও আগাতে পারিনি????
এটাতো কমন সেন্সের ব্যাপার। কাকে কতটুকু সম্মান দিত হবে। আর সম্মান দিলে কেউ ছোট হয় না। এটা স্থান কাল পাত্র ভেদে আপেক্ষিক!!!!!!
০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৩২
সাইবার অভিযত্রী বলেছেন: ধন্যবাদ ভাই, আসলেই কমন সেন্সের ব্যাপার।
ইদানিং কিছু লোক সব কিছুতেই শিরক খুজে পায় তাদের জন্যই এই পোষ্ট ।
আশা রাখি সামনে শিরক নিয়ে আরো লিখব ।
৩| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৪৮
মুনসীমাহফুজ বলেছেন: বিদ্রোহী ভৃগু বলেছেন : নজরুল ১০০ বছর আগে ভলে গেছেন-
বিশ্ব যখন বিজ্ঞানে এগিয়ে আমার তখন বিবি তালাকের ফতোয়া খুঁজি!!!
বিবি তালাকের ফতোয়া তো খুজতেই হবে, না হলে সমাজে বৈধ বিবাহের আড়ালে মৃত্যু পর্যন্ত জেনা ব্যভিচার হতে থাকবে আবার হাশরের ময়দানে অনেকেরই যেনাকারের কাতারে দাড়াতে হবে।
ব্যাপার হল, বিবি তালাকের ফতোয়া খোজার পাশাপাশি জ্ঞান বিজ্ঞানে এগিয়ে যেতে হবে।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৪২
সাইবার অভিযত্রী বলেছেন: বিবি তালাকের ফতোয়া তো খুজতেই হবে, না হলে সমাজে বৈধ বিবাহের আড়ালে মৃত্যু পর্যন্ত জেনা ব্যভিচার হতে থাকবে আবার হাশরের ময়দানে অনেকেরই যেনাকারের কাতারে দাড়াতে হবে।
ব্যাপার হল, বিবি তালাকের ফতোয়া খোজার পাশাপাশি জ্ঞান বিজ্ঞানে এগিয়ে যেতে হবে।
-একমত।
©somewhere in net ltd.
১|
০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:১৩
সাইবার অভিযত্রী বলেছেন: উপরের বর্ণনাগুলো থেকে স্পষ্ট বুঝা যায় যে এরূপ দাড়ানো শিরক তো নয়-ই বরং জায়েজ, এমনকি মুস্তাহাব , বা উত্তম ।
তবে নিজের জন্য এটা পছন্দ করা যাবে না।