![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই পোষ্টের আলোচ্য বিষয় ধর্ম না, বরং কিছু অবাস্তব দাবীর স্বরূপ বিশ্লেষণ । বিশ্বে ২৪ ঘন্টায় দিন-রাত ঘুরে ফিরে আসে, প্রতিটি মূহুর্তেই কখনও সূর্য উঠছে, কখনও ডুবছে । আর সারা বিশ্ব যোগাযোগের সুবিধার জন্য ২৬টা টাইম জোনে ভাগ করা হয়েছে ।
ফলে এক স্হানে যখন সূর্য ডুবছে ততক্ষনে অন্য স্হানে দিন হয়ে গেছে । আর তাদের সূর্য ডুবে চাদ উঠার খবর শুনে রোজা রাখতে হলে অন্য স্হানে ততক্ষনে তারাবী-সেহরীর সময় শেষ ! রোজাটা রাখবে কি করে ??
টাইম জোনের ম্যাপ দেখে নিন । ভৌগলিক জ্ঞান না থাকলে অনেক কিছুই দাবী করা যায়, যার প্রয়োগ বাস্তবে কখনই সম্ভব না।
নিউজীল্যান্ড টাইম জোন ১১+ এ, ফিজি ১২+ এ, ফিজির লোক যদি চাদ ওঠার খবরের জন্য অপেক্ষা করতে থাকে, বৃটেনে চাদ উঠতে উঠতে ওদের সকাল হয়ে যাবে । তারা রোজাটা রাখবে কি করে ? তারাবী পড়বে কিভাবে ? নিউইয়র্কে সন্ধা হবে আরো প্রায় চার ঘন্টা পর । সেখানে চাদ দেখার খবরের জন্যও অপেক্ষা করবে ? কিভাবে ?
বিশ্বের টাইম জোন বা দিন রাত্রির হিসাব না জানা কিছু লোক আবার সৌদী আরবের সাথে মিলিয়ে সব হিসাব করতে বলে। সেখানেও তো একই সমস্যা ! কোন ভাবেই সমস্যা কমে না বরং বাড়ে ।
সৌদী আরবের টাইম জোন +৩, ফিজির চেয়ে ৯ ঘন্টা কম । ফিজির লোক যদি শা'বানের ২৯ তারিখ সন্ধায় ( ৬টা-৭টার দিকে ) চাদ দেখতে না পেয়ে অপেক্ষা করতে থাকে, তবে সৌদীর চাদ দেখার খবর পেতে আরো ৯ ঘন্টা লাগবে। মানে দাড়াচ্ছে রাত ৩টা- ৪টা বাজবে চাদের খব পেতে ! সেসময় কি তারাবী পড়ার সময় থাকবে ? লোকজন সেহরী খেতে পারবে ? আর মানুষের পক্ষে কি সারা রাত ধরে জেগে থেকে চাদের খবরের জন্য অপেক্ষা করা সম্ভব ?
০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৩০
সাইবার অভিযত্রী বলেছেন: অনেক ধন্যবাদ ভাই।
এই বিষয়ে বিজ্ঞ ইসলামী চিন্তাবিদরা একমত, কিন্তু ওদের বুঝাবে কে ?
তাদের ধারণা, বাংলাদেশের কেউ ইসলাম বুঝেনা, ভারতের দারুল উলুম দেওবন্দের আলেমরাও না, পাকিস্তানের আলেমরাও না, মিশরের জামে আযহার অথবা সৌদী আরবের আলেমরাও না!
বিরল চিন্তাতেই এদের আনন্দ !
২| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৬
কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: ভৌগলিক জ্ঞান শুন্যদের অবাস্তব দাবী!.....টাকে আপনি আপনি মহান গবেষকের কাজ করে ইসলামী দেশগুলোর টাইম টেবিল ঠিক করে দিন না ভাই!..........বহুত উপকার হবে।
০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:০৭
সাইবার অভিযত্রী বলেছেন: ইসলামী দেশগুলোর টাইম টেবিল ঠিক করে তো দেওয়াই আছে, কেউ না মানলে কি করবেন ?
৩| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৮
অজানাবন্ধু বলেছেন: বিরল চিন্তাতেই এদের আনন্দ !!!
যে সব এলাকায় সৌদী আরবের সাথে মিল রেখে রোজা রাখে বা ঈদ করে তাদের এলাকায় কি সচেতন মানুষ নাই? যারা সবাই কে বুজাতে পারবে।
০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:০২
সাইবার অভিযত্রী বলেছেন: ভাই, কেউ যদি বুঝতে না চায়, তাকে কি বুঝানো সম্ভব ?
৪| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:০৫
জাহিদ গাছবাড়ী বলেছেন: ভাই, আসলে ওরা অবুজ। এবং বিধর্মীদের দালাল।
নাহলে ইহা বুঝতে কষ্ট হবে কেন,
০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:০৪
সাইবার অভিযত্রী বলেছেন: আসলে বুঝতে চায় না, মুসলমানদের মাঝে বিভেদ আর অশান্তি তৈরী করাই এদের কাজ ।
৫| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:১৪
ঝটিকা বলেছেন: এদেরই কেউ কেউ দাবি করে একই দিনে ঈদ হলে নাকি বিশ্ব-ভ্রাত্তিত্ব বৃদ্ধি পাই। তাদের বলি, ভাই তোমরা সিংহাসনে বসে আরাম করে মুরগীর রান আর ছাগলের পা চিবাচ্ছ, আর সূদুর মরুভুমিতে সুদানে কোন মা হয়ত তার বাচ্চাকে ঈদের দিন এক লোকমা খাবারও দিতে পারে না!!! খুব আসছে ভ্রাত্তিত্ব দেখায়তে। যত্তসব ভন্ডামি।
০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:০৫
সাইবার অভিযত্রী বলেছেন: সৌদী সরকারও একদিনে রোজা-ঈদের দাবীদার না !
বাংলাদেশে কিছু লোক এটার কথা বলছে।
৬| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২৫
মশিকুর বলেছেন:
সহমত
০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:০৬
সাইবার অভিযত্রী বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:২০
বিদ্রোহী ভৃগু বলেছেন: ভৌগলিক জ্ঞান না থাকলে অনেক কিছুই দাবী করা যায়, যার প্রয়োগ বাস্তবে কখনই সম্ভব না।
+++
কিন্তু ঐ জাহেলগুলঅরে বুঝাবে কে??????
এই বিষয়ে বিজ্ঞ ইসলামী চিন্তাবিদদের এক হয়ে প্রয়োজনে আদালতের মাধ্যমে এই বিভ্রান্তি নিরসনে উদ্যোগ নেয়া আবশ্যিক হয়ে পড়েছে।