নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাইবার অভিযাত্রী

যাদের হাতে দলীল প্রমাণ কম তারা গালি দেয় বেশি

সাইবার অভিযত্রী

সাইবার অভিযত্রী › বিস্তারিত পোস্টঃ

তাবলীগ জামাতের কর্মীদের একটি ভুল : ইমান বৃদ্ধির উপায়

১২ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:১৭

ইমান ইসলাম ধর্মের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় । নেক আমলের দ্বারা এর শক্তি বা নুর বৃদ্ধি পায় । গোনাহ করার দ্বারা ইমান কমে যায় অর্থাৎ ইমানের শক্তি বা নুর কমে যায় । কুরাণ - হাদীসের অসংখ্য বর্ণনা দ্বারা বিষয়টা প্রমাণিত , হাদীস ও ফিকাহর ইমামরা এ বিষয়ে একমত ।



কোন কোন মুসলমান ভাই না জানার কারণে ইমানকে কোন বিশেষ কাজের সাথে সংশ্লিষ্ট করেন। অথচ বিষয়টা এরূপ নয় । যে কোন নেক আমলের দ্বারাই ইমানের শক্তি বা নুর বৃদ্ধি পায়, যে কোন গুনাহর দ্বারাই এর শক্তি কমে যায় । তাবলীগ জামাতের ভাইয়েরা অনেক সময় ইমানের বৃদ্ধকে শুধু মাত্র দাওয়াতের সাথে সংশ্লিষ্ট করেন, যেটা ঠিক না । আমাদের ধর্মে নামাজের গুরুত্ব দাওয়াত-তাবলীগ বা জিহাদ বা অন্য কোন দ্বীনি কাজ থেকে অনেক বেশী । তাই ইমান বৃদ্ধিতে নামাজের ভুমিকা এগুলোর চেয়ে অনেক বেশী।



নামাজের বিষয়ে পবিত্র কোরাণ শরীফে এসেছে নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে, অর্থাৎ গুনাহ থেকে দূরে রাখে ! যে জিনিষ মানুষকে গুনাহ থেকে দূরে রাখছে - এটাকে আপনি ইমান বা ইমানের বৃদ্ধি বলবেন না ?



আর কোন আমলের ক্ষেত্রে, দাওয়াত বা জেহাদের ক্ষেত্রে এরূপ বলা নেই ।



ফাজায়েলে নামাজে বর্নিত আছে, যাকে নিয়মিত মসজিদে যাতায়াতে অভ্যস্ত দেখ তার ইমানদারীর সাক্ষী দাও ।



এরূপ কোন ফজীলত কি জিহাদ, তাবলীগ বা অন্য কোন আমল সম্পর্কে আছে ?



ফাজায়েলে নামাজে আরো আছে , যে ব্যক্তি ৪০ দিন পর্যন্ত আল্লাহর ওয়াস্তে প্রথম তকবীরের সাথে নামাজ পড়বে সে দুটি পরওয়ানা পাবে । এক জাহান্নাম থেকে মুক্তি, দুই মুনাফিকি থেকে মুক্তি ।

আর কোন আমলে কি এরূপ নিশ্চয়তা আছে? তাহলে কি নামাজ ইমানকে নিশ্চতভাবে শক্তিশালী ও নিরাপদ করার উপায় না ?



কোরাণ-হাদীসের অসংখ বর্নণা থেকে দেখা যায় নামজের সাথে ইমানের যে সম্পর্ক তা অন্য কোন আমলে নেই ।



আর নামজের পর রোজাও ইমান বৃদ্ধিতে বিশেষ কার্যকর । যেমন রোজার বিষয়ে-ই কোরাণ শরীফে এরশাদ হচ্ছে, তোমাদের উপর রোজা নির্ধারইত করা হয়েছে যেন তোমরা তাকওয়া বা খোদাভীতি অর্জন করতে পার !



রোজার দ্বারা খোদা ভীতি অর্জন হয়, আর কোন আমলের ব্যাপারে কি এরূপ আছে ?





তাবলীগ জামাতের প্রতিষ্ঠাতা হযরত ইলিয়াস (রহ : ) অমর বাণীতে দেখা যায় নামাজকেই তিনি দ্বীনের মূল বিষয় বলছেন ।



১৫৩। ( তিনি আরোও বলেন) ছাত্রদিগকে সম্বোধন করিয়া তিন বলেন-



নামাজ কায়েম করা সমস্ত জেন্দেগী দুরস্তকারী কাজ। কিন্তু তখনই নামাজ কায়েম করা পূর্ণ হইবে যখন নামাজ সম্বন্ধে যে সব গুণের কথা কোরআন হাদীছে বলা হইয়াছে নামাজীর মধ্যে তাহা পয়দা হইবে।





১৯৪। তিনি বলেন-





নামাজকে হাদীছে ----- “দ্বীনের খুটি” বলা হইয়াছে। ইহার মতলব এই যে, নামাজের উপর অবশিষ্ট দ্বীন নির্ভর করে ও নামাজ হইতেই দ্বীন পাওয়া যায়। নামাজের মধ্যে দ্বীনের বুঝও পাওয়া যায়। আমলের তওফীকও দেওয়া হয়। আবার যাহার নামাজ যেইরূপ হইবে সেইরূপ তাহার জন্য তওফীকও দেওয়া হইবে। এই জন্য নামাজের দাওয়াত দেওয়া ও অন্যের নামাজে “খুশুখুজু” (নম্রতা) পয়দা করিবার জন্য কোশেশ করা পরোক্ষভাবে পূর্ণ দ্বীনের জন্য কোশেশ করা।

মন্তব্য ২৭ টি রেটিং +০/-০

মন্তব্য (২৭) মন্তব্য লিখুন

১| ১২ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:২৬

শাহ আলম বাদশাহ বলেছেন: সহমত

১২ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:২৮

সাইবার অভিযত্রী বলেছেন: ধন্যবাদ।

নামাজ দ্বীনের স্তম্ভ, ইমানের পর সবচেয়ে গুরুত্বপূর্ন বিষয়।

২| ১২ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৩১

বাংলার আকাশ বলেছেন: দাওয়াত দেয় কি পোলাও মাংস খাবার জন্য ??? ভালমতো জানেন, খালি খালি শান্ত সুন্দর একটা বি্ষয় কে প্যাচাল এ রুপ দিয়েন না ।

১২ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৪১

সাইবার অভিযত্রী বলেছেন: ধন্যবাদ ভাই, জানার চেষ্টায় আছি।

৩| ১২ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৪২

নিজাম বলেছেন: ভাই, তাবলীগ জামাতের ভাইয়েরা নামাজকে ঈমানের অনেক উর্দ্ধে স্থান দেয়। এদের যে ৬ টি গুণ অর্জনের কথা বলা হয় তার প্রথমে ঈমান এবং দ্বিতীয়টিই হলো নামাজ। আর দাওয়াত ছয় নম্বর অবস্থানে। অহেতুক বিতর্ক সৃষ্টি করা থেকে আল্লাহ আমাদের হেফাযত করুন। আল্লাহ আমাকে এবং আপনাকে মাফ করুন। আমীন।

১২ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৪৭

সাইবার অভিযত্রী বলেছেন: অহেতুক বিতর্ক সৃষ্টি করা থেকে আল্লাহ আমাদের হেফাযত করুন। আল্লাহ আমাকে এবং আপনাকে মাফ করুন। আমীন।

৪| ১২ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৫১

জাহিদ ২০১০ বলেছেন: একই বিষয় নিয়া দুই বার তিন বার পোষ্ট প্রসব করার মানে কি??????

একটু বুঝাইবেন।

আপনি তো অনেক বার চিল্লা লাগাইছেন, পাকিস্তানে ৩ চিল্লা এবং আমেরিকায় চিল্লা লাগাইছেন তাহলে এই বিষয় টাতো আপনি কাকরাইলে গিয়া মাওলানা যুবায়ের হুজুর বা আরও যারা বড় বড় ওলামায়ে কেরাম আছেন তাদের কাছে উত্থাপন করতে পারেন।

১২ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:২১

সাইবার অভিযত্রী বলেছেন: একই বিষয় নিয়া দুই বার তিন বার পোষ্ট প্রসব করার মানে কি? জনসচেতনতা তৈরী করা । এই পোষ্টে অনেক নতুন ভিজিটর আসছেন, তারা বিষয়টি জানতে পারছেন । একটা পোষ্ট বেশিক্ষন প্রথম কয়েক পেজে থাকে না, তাই গুরুত্বপূর্ন মনে করে আবার পোষ্ট দিলাম ।

এই বিষয় টাতো আপনি কাকরাইলে গিয়া মাওলানা যুবায়ের হুজুর বা আরও যারা বড় বড় ওলামায়ে কেরাম আছেন তাদের কাছে উত্থাপন করতে পারেন।

বড় বড় ওলামায়ে কেরাম আছেন তাদের কাছে উত্থাপন করতে পারেন - বড় বড় ওলামারা । আমি তাদের মত কেউ না । ব্লগে বিচরণ করি তাই বল্গেই লিখছি, আমার মত করে । আপনিও তো পারেন মাওলানা জুবায়ের হুজুরের সাথে আলাপ করতে ।

ভাল থাকবেন । ধন্যবাদ।

৫| ১২ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:১২

মাইন রানা বলেছেন: ভাই আপনি হয় তাবলীগ সম্পর্কে খুব বেশী জানেন না হয় কিছুই জানেননা।
তবে খুব সম্ভব আপনি জেনেও ইচ্ছকৃতভাবে তাবলীগের সমালোচনা করছে।

আমি আলেম ও নই জ্ঞানীও নই, সাধারণ মুসলমান, ছাত্র অবস্থায় মাঝে মাঝে অল্প অল্প তাবলীগ করেছি। আমার কাছে মনে হয়েছে

তাবলীগের দাওয়াত হল নেক আমলের দাওয়াত, কালেমার দাওয়াত, নামাজের দাওয়াত, রোজার দাওয়াত, কোরআন তেলোয়াতের দাওয়াত, হজ্জের দাওয়াত সব কিছুর দাওয়াতইতো দেয়া হয়।

১২ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:২৭

সাইবার অভিযত্রী বলেছেন: ভাই আমি তাবলীগ সম্পর্কে খুব বেশী জানি তা ঠিকনা, আবার একদম কিছুই জানি না, তাও ঠিক না । মোটামুটি জানি ।

খুব সম্ভব আপনি জেনেও ইচ্ছকৃতভাবে তাবলীগের সমালোচনা করছে। ভাই আমি তাবলীগের সমালোচনা করলাম কখন ? কর্মীদের একটা ভুল সংশোধনের চেষ্টা করছি, এটা কি তাবলীগের সমালোচনা হল ? আমি কি বলেছি এটা তাবলীগের ভুল? তাবলীগের নীতিগত কোন ভুল আছে সেটা আমি কখনই বলিনি । বলছি কর্মীরা একটা ভুল করে।

১২ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৩৩

সাইবার অভিযত্রী বলেছেন: তাবলীগের দাওয়াত হল নেক আমলের দাওয়াত, কালেমার দাওয়াত, নামাজের দাওয়াত, রোজার দাওয়াত, কোরআন তেলোয়াতের দাওয়াত, হজ্জের দাওয়াত সব কিছুর দাওয়াতইতো দেয়া হয়।

একদম সত্য কথা । তবে কিছু কর্মী ভুল বশত: ইমানের বৃদ্ধি বা ইমানের শক্তি বৃদ্ধিকে শুধু দাওয়াতের সাথে সম্পৃক্ত কে ফেলেন, তাদের জন্যই এই পোষ্ট ।

ইমানের শক্তি যেকোন নেক কাজের দ্বারাই বাড়বে, দাওয়াত-ও একটি নেক কাজ, তাই এর দ্বারাও ঈমানের শক্তি বাড়বে। ইমানের শক্তি বৃদ্ধিকে শুধু দাওয়াতের সাথে সম্পৃক্ত করা ঠিক না।

৬| ১২ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:২২

বৈকন্ঠ বলেছেন: সুন্দর লিখেছেন ......

১২ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৩৪

সাইবার অভিযত্রী বলেছেন: ধন্যবাদ ভাই, আপনি কি তাবলীগ করেন? মুলত তাবলীগী ভাইদের সাথে আলোচনার জন্যই এই পোষ্ট । ওনাদের বিরোধিতার জন্য না।

৭| ১২ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৪৬

জাহিদ ২০১০ বলেছেন: আপনার সাথে তর্ক করার কোন ইচ্ছা আমার নাই।


লেখক বলেছেন: ধন্যবাদ ভাই, জানার চেষ্টায় আছি।


জানার চেষ্টাই যদি থাকে তাহলে যারা জানে তাদের কাছে গিয়া প্রশ্ন বা আপনার মতামত বা কোন ভুল ভ্রান্তি থাকলে ক্লিয়ার হয়ে নেন।

এই পোষ্টে অনেক নতুন ভিজিটর আসছেন, তারা বিষয়টি জানতে পারছেন ।

কি জানতে পারছে???

আপনি কি আসলে কোন চিল্লা দিসেন???

যদি দিতেন তাহলে এই প্রশ্ন কোন বড় হুযুরের কাছে জিজ্ঞেস করে ব্লগে সুন্দর মতো করে এই বিষয়ে একটা পোষ্ট দিতেন যাতে করে আমার মতো অধম কিছু জানতে পারতাম্। আপনার এই পোষ্ট দ্বারা আমার মতো ম্যাঙ্গো পিপলরা তাবলীগ সম্পর্কে নেতিবাচক মনোভাব পোষন করতে পারে সেই খেয়াল কি আছে।

দীর্ঘ ৮ বছর ধরে এই লাইনে আছি। আজ পর্যন্ত কোন বয়ানে বা কোন আলোচনায় একমাত্র দাওয়াত দ্বারাই যে ইমান বৃদ্ধি পায় এধরনের কোন কথা শুনি নাই। আপনি যে কোথায় শুনছেন সেটা কি কাইন্ডলি বলবেন প্লিজ????

ভুল ভ্রান্তি হলে নিজ গুনে ক্ষমা করবেন।

১২ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:০৯

সাইবার অভিযত্রী বলেছেন:
দীর্ঘ ৮ বছর ধরে এই লাইনে আছি। আজ পর্যন্ত কোন বয়ানে বা কোন আলোচনায় একমাত্র দাওয়াত দ্বারাই যে ইমান বৃদ্ধি পায় এধরনের কোন কথা শুনি নাই।


ভাই আপনি বড় ভগ্যবান, ভাল ভাল লোকদের সাথে তাবলীগে গিয়েছেন, যারা ভুল কথা প্রচার করে না ।


এই পোষ্টে অনেক নতুন ভিজিটর আসছেন, তারা বিষয়টি জানতে পারছেন ।

কি জানতে পারছে???


সব নেক আমলের দ্বারাই ইমান তথা ইমানের শক্তি বাড়ে ।

১২ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:১৩

সাইবার অভিযত্রী বলেছেন:
জানার চেষ্টাই যদি থাকে তাহলে যারা জানে তাদের কাছে গিয়া প্রশ্ন বা আপনার মতামত বা কোন ভুল ভ্রান্তি থাকলে ক্লিয়ার হয়ে নেন।


আপনি কোন হুজুরের সাথে এপয়েন্টমেন্ট ঠিক করেন আমি দেখা করতে রাজী আছি । আমি বিভিন্ন সময় দেখেছি ওনারা খুব ব্যস্ত থাকেন । আরো ভাল হয় আপনি যদি আমার মতামত গুলো কোন বড় হুজুরের কাছ থেকে ভ্যারিফাই করে এ বিষয়ে পোষ্টে বলে দেন । সেটা খুবই ভাল হবে । কারণ অনেক সময়ই হুজুররা বলে দেন সময় লাগান, তাহলেই সব বুঝে আসবে ।

ভুল ভ্রান্তি হলে আমিও ক্ষমা চাইছি, নিজ গুনে ক্ষমা করবেন।

৮| ১২ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:২৫

বাংলার আকাশ বলেছেন: আপনি কোন চে বা হইছেন যে তাবলিগ এর ভুল ধরেন ? আপনার কথা , লিখা অহেতুক ।

জািহদ২০১০ এর মত সহমত .."জানার চেষ্টাই যদি থাকে তাহলে যারা জানে তাদের কাছে গিয়া প্রশ্ন বা আপনার মতামত বা কোন ভুল ভ্রান্তি থাকলে ক্লিয়ার হয়ে নেন। " -

১২ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:০৫

সাইবার অভিযত্রী বলেছেন: ভাই আমি তাবলীগ বিরোধীন না । এই কাজ ভালবাসি । এটি উম্মতের জন্য খুবই দরকারী একটা কাজ । তাবলীগ জামাত দ্বীনের যে খেদমত করছে, তার বিকল্প কিছু ও আমি দেখিনা। আমার পোষ্ট তাবলীগ জামাতের কিছু কর্মীদের সেবা- খেদমতের নিয়তেই । এই কাজের উপকারের উদ্দেশ্যই । এর ক্ষতি বা বিরোধিতা কখনই আমার উদ্দেশ্য না ।

আর আমি তো তাবলীগের ভুল ধরছি না, কিছু লোকের ভুল যা আমি নিজে দেখেছি, শুনেছি, সেগুলোই সংশোধনের চেষ্টা করছি । মুসলমানদের ভুল ধরা মানে ইসলামের ভুল ধরা না, তাবলীগী কিছু কর্মীর ভুল ধরা মানে তাবলীগের ভুল ধরা না।

৯| ১২ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৩০

জাহিদ ২০১০ বলেছেন: আর আমি তো তাবলীগের ভুল ধরছি না, কিছু লোকের ভুল যা আমি নিজে দেখেছি, শুনেছি, সেগুলোই সংশোধনের চেষ্টা করছি । মুসলমানদের ভুল ধরা মানে ইসলামের ভুল ধরা না, তাবলীগী কিছু কর্মীর ভুল ধরা মানে তাবলীগের ভুল ধরা না।


আসলে আপনি ঠিক কথা বলছেন। দোষ তাবলীগের না দোষ আমার, ভুল তাবলীগের না ভুল আমার, আমি তাবলীগে গিয়ে এমন ও কথা শুনছি যে একটা বিষয়ে কোন রায় হইছে তো এক সাথী বলে ফেললো রায় টা নাকি আসমান থেকে ওহী নাযিল হইছে। অথচ কথাটা যে কত বড় একটা ভুল তা ওই সাথী নিজেও জানে না বা বুঝে না ।

তাই বলে এই একজন কে দিয়ে তাবলীগের মানদন্ড নির্ণয় করা বা যে কোন বিষয়ে সিদ্ধান্ত নেওয়া অবশ্যই কোন বুদ্ধিমানের কাজ হবেনা।

হা যারা এরকম ভুল করে বা ভুল কথা বলে তাদের কে সাথে সাথে তাদের ভুল ধরিয়ে দিলে তাদেরও উপকার হয় আর সর্ম্পুন তাবলীগেরও উপকার হয়। যাতে সাধারন মানুষ ভুল কথা শুনে তাবলীগ সর্ম্পকে কোন নেতিবাচক ধারনা পোষন না করতে পারে।

আল্লাহ্ পাক আমাদের উত্তম আমল করার তওফিক দান করুন। আমিন

১২ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:২৮

সাইবার অভিযত্রী বলেছেন: হা যারা এরকম ভুল করে বা ভুল কথা বলে তাদের কে সাথে সাথে তাদের ভুল ধরিয়ে দিলে তাদেরও উপকার হয় আর সর্ম্পুন তাবলীগেরও উপকার হয়।

তবে ভাই সামনা সামনি কারো ভুল ধরা অনেক সময়ই কঠিন, বা ভদ্রতার পরিপন্হি ।

তাই সাধারণত ঘটে যাওয়া ভুলগুলো সাধারণ ভাবে বলে দিলে, আশা করি এক সময় সচেতনতা তৈরী হয়ে যাবে ।

১২ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৩০

সাইবার অভিযত্রী বলেছেন: আল্লাহ্ পাক আমাদের উত্তম আমল করার তওফিক দান করুন। আমিন

১০| ১২ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৩২

জাহিদ ২০১০ বলেছেন: আপনার ফেসবুক আইডিটা কি দেওয়া যাবে?????

১২ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৩০

সাইবার অভিযত্রী বলেছেন: [email protected]

But usually I do not use FB, also do not have net in my home, so very irregular.

১১| ১২ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৩০

মাইন রানা বলেছেন: আপনার পোস্ট আমি ভাল করে পড়েছি। আপনি নেতিবাচকভাবে তাবলীগকে উপস্থাপন করছেন।

পাঠক আপনার পোস্ট পরে কিছু শিখছে না বরং আমার মত একদম সাধারণ মানুষ খারাপ ধারনা পোষন করছে।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৪২

সাইবার অভিযত্রী বলেছেন: ভাই আমি সমাধান চাইছি, সমাধান কি ?

১২| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৪১

শীতের সকাল বলেছেন: আল্লাহ তায়ালা তার দ্বীনের জন্য সবাইর খেদমতকে কবুল করেন।


আপনার পোষ্টগুলো পরে আপনার সম্পর্কে ধারণা করা দুরূহ ব্যাপার যাইহোক আপনার সম্পর্কে ধারণা না হয় নাই থাকুক।


আল্লাহ সার্বজনীন।।

আপনারা প্রত্যেকটি কথাই সত্য কিন্তু মতলব খারাপ।


তাবলীগিরা যেখানে গাস্থ, তালিম করে মসজিদে আপনি তাদের সমালোচনা করছেন ব্লগে।

তারা আছে উম্মতের ফিকিরে, আপনি আছেন তাদের ভুল ধরার ফিকিরে।

আপনার পোষ্টকৃত প্রত্যেকটি বিষয় আপনি নিজেই স্বীকার করছেন কিছু কিছু তাবলীগি ভাই, হয়তবা শুনেছেন ইত্যাদি অনিশ্চত কিছু মাধ্যমের মাধ্যমে যা এমন একটি ওপেন প্লেসে আলোচনার সুযোগ ছাড়া প্রোপাগান্ডাই ছড়াবে কারণ তাবলীগের হুজুররা ব্লগ কিংবা ফেসবুক নিয়া নাই , তারা আছে পুরো পৃথিবী নিয়ে।





২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৪৬

সাইবার অভিযত্রী বলেছেন: আপনারা প্রত্যেকটি কথাই সত্য কিন্তু মতলব খারাপ।

যদি মেনে নেই আমার মতলব খারাপ, আমার মতলব যেন ভাল হয় তার দুয়া করুন । আল্লাহ চাইলে সব হবে ।

তবে এটা কি জেনে-শুনে স্বীকার করছেন কথাগুলো সত্য ?

ভাই আমি সমাধান চাইছি, সমাধান কি ?

আমি তাবলীগ পছন্দ করি, যদি এই সমস্যাগুলো থেকে থাকে তা থেকে উত্তরণের উপায় কি ?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.