![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তাবলীগ জামাতের অনেক কর্মীরাই প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে " অসৎ কাজের নিষেধ" এর প্রয়োজনীয়তা অস্বীকার করেন। সচেতন কর্মীরা এই ভুল থেকে বেচে হলেও , বিপুল সংখ্যক কর্মীর মাঝেই ভুলটা দেখা যায় ।
শরীয়তের নির্দেশ, সামর্থ থাকলে, অন্যায় কাজ বন্ধ করে দিতে হবে । আর সামর্থ না থাকলে, ফিতনা ফাসাদের আশংকা থাকলে দুয়া করতে হবে । কিন্তু কোনভাবেই একথা বলা যাবে না যে, অসৎ কাজের প্রয়োজন নেই, অথবা সৎ কাজের আদেশের মাঝেই অসৎ কাজের নিষেধ অন্তর্ভুক্ত, আলাদা করে " অসৎ কাজের নিষেধ" দরকার নেই।
অনেক সময় কাউকে ভাল কাজে লাগিয়ে দিলে সে ধীরে ধীরে অসৎ কাজ ছেড়ে দেয়। আবার সৎ কাজ চালু হয়ে গেলে অসৎ কাজ বন্ধ হয়ে যায় এমনটি ও দেখা যায় । তবে সব সময় তা ঘটে না । কিন্তু আমাদের দ্বীন শরীয়তের নির্দেশ মত প্রতিটি অসৎ কাজের বিষয়েই আপনি দায়িত্বশীল । সামর্থ থাকার পর আপনি তা বন্ধ না করলে অপরাধী সাব্যস্ত হবেন ।
২| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৪৩
সাইবার অভিযত্রী বলেছেন: তাবলীগ জামাতের কর্মীদের দৃষ্টি আকর্ষণ :জেনে নিন কিভাবে তবলীগের ক্ষতি হয় ?
৩| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৪৩
উযায়র বলেছেন: ভাই তাবলীগের পিছে এমনে লাগলেন কেন?
১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৫১
সাইবার অভিযত্রী বলেছেন: ভাই পিছে লাগা না, আমার অভিগ্গতাগুলো দ্বীনি ভাইদের সাথে শেয়ার করা - এবং ওনাদের সতর্ক করাই এই পোষ্টের উদ্দেশ্য ।
©somewhere in net ltd.
১|
১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:১৬
সাইবার অভিযত্রী বলেছেন: •তাবলীগ জামাতের কর্মীদের আর একটি ভুল : এইটাই কাম।
•তাবলীগ জামাতের কর্মীদের একটি ভ্রান্তি : ইমান বৃদ্ধির উপায়