![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কওমী মাদরাসা শিক্ষাকে নিয়ন্ত্রণ করতে সরকার কওমী মাদরাসা শিক্ষা কর্তৃপক্ষ আইন -২০১৩ নামে অপর একটি খসড়া আইন প্রণয়ন করেছে। এ নিয়ে কওমী অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কওমী সমাজ এ উদ্যোগ প্রতিহত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।
শতকরা ৯০ ভাগ মুসলমানের দেশে ইসলামী শিক্ষা অর্জনের প্রধান মাধ্যম হলো মাদরাসা শিক্ষা। অথচ এ মাদারাসা শিক্ষাকে নিয়ে একরকম বিরোধিতাপূর্ণ মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়। তিনি গত শুক্রবার রাজধানীতে এক অনুষ্ঠানে বলেছেন, আমরা মাদরাসা ছাত্র কমানোর আন্দোলন শুরু করেছি। তিনি বলেন, পঁচাত্তরের পর দেশে স্কুল তৈরি বন্ধ করে দেয়া হয়েছিল। এর ফলে প্রতি তিনজন স্কুলছাত্রের বিপরীতে এখন একজন মাদরাসার ছাত্র তৈরি হয়েছে। এটা কমিয়ে দিতে আমরা ইতোমধ্যে আন্দোলন শুরু করে দিয়েছি। তার এ বক্তব্যের পর সারাদেশে নিন্দার ঝড় শুরু হয়েছে।
১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৪৩
সাইবার অভিযত্রী বলেছেন: ইসলাম সাহেব কোনটা মিথ্যা ?
কওমী মাদরাসা শিক্ষা কর্তৃপক্ষ আইন -২০১৩ নামে অপর একটি খসড়া আইন ?
সরকার এরূপ কিছু করে নি?
আমি জেনে বলছেন ?
২| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৪২
সাইবার অভিযত্রী বলেছেন: এই সরকার সেকুলার সরকার, আর সেকুলারদের দাবী রাষ্ট্র ব্যবস্হা ধর্মীয় বিধি বিধান মুক্ত থাকবে । অথচ এটা কোন মুসলমান মেনে নিতে পারে না ।
মুসলমানের জীবনের কোন অংশই ধর্মমুক্ত নয় ।
আর কওমী মাদ্রাসা এমন শিক্ষা দেয় যা মানুষকে নাস্তিক মুরতাদ সেকুলার বিরোধী হতে শিখায় ।
সরকারের সাথে দন্দ্ব এখানেই।
৩| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৪৪
ইসলাম রফিকুল বলেছেন: সাইবার অভিযাত্রী, যে ধর্মের নামে মিথ্যাচার করে সে মুসলিম হয় ক্যামনে ?
১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৪৬
সাইবার অভিযত্রী বলেছেন: ইসলাম সাহেব কোনটা মিথ্যা ?
কওমী মাদরাসা শিক্ষা কর্তৃপক্ষ আইন -২০১৩ নামে অপর একটি খসড়া আইন ?
সরকার এরূপ কিছু করে নি?
আমি জেনে বলছেন ?
৪| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৪৮
সাইবার অভিযত্রী বলেছেন: কিছুদিন আগে কওমী মাদ্রাসার বোর্ডের এক মিটিং - এ সরকারের প্রস্তাবণাকে প্রত্যাক্ষান করা হয়, ঐ মিটিং এ পুলিশ হানা দিয়ে প্রাক্তন এম পি মুফতী ওয়াক্কাসকে গ্রেফতার করে ।
৫| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:০৭
পরাজিত মধ্যবিত্তের একজন বলেছেন: কওমী মাদরাসা তুলে দেওয়া উচিত। এতিমদের দায়িত্ব রাষ্ট্রের নেওয়া উচিত। এই কথা শুনে যারা বলেন ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র তারা হলো সবচেয়ে বড় ভণ্ড।
আমাদের দেশের পয়সা আছে এমন মুসলিমদের ৯৯ শতাংশ মাদ্রাসায় পড়েনি। আমাদের দেশের সচ্ছল মুসলিম ব্যক্তিরা তাদের সন্তানদেরও মাদ্রাসায় পড়ায় না। অথচ তারা মাদ্রাসার বিরুদ্ধে কথা শুনলে ফাল দিয়ে ওঠে। এদের চেয়ে বড় ভণ্ড আর কে আছে?
লেখককে বলছি, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি কওমীর ছাত্র নন। আপনি আপনার সন্তানকেও মাদ্রাসায় দিবেন না? তাহলে ফালতু পোস্ট দিয়ে এই ভণ্ডামি কেন করছেন??
সচ্ছল মুসলিমরা তাদের সন্তানদের মাদ্রাসায় পড়াবেন না। এই মাদ্রাসায় পড়বে হলো এতিম দরিদ্ররা। এরপর ভিক্ষে করে এবং মিলাদ মাহফিল পড়িয়ে তারা খাবে। সচ্ছল মুসলিমদের এতিমদের প্রতি কি দরদ? আহা!
আপনি যদি আপনার সন্তানকে মাদ্রাসায় না পড়ান তবে মাদ্রাসার পক্ষে কথা বলার আপনি কে? আপনি বরং বিপক্ষে কথা বলবেন।
বলবেন এতিমদের কওমীতে পড়ে আর ভিক্ষা করে খাওয়ার দরকার নেই। তাদের দায়িত্ব রাষ্ট্র নেবে--এই দাবি তুলুন। তারাও ডাক্তার, ইঞ্জিনিয়ার হতে পারে আপনারই সন্তানের মতো। কাজেই ভণ্ডামি নয়, আসল দাবি তুলুন।
ফালতু ভণ্ডামি আর কত দিন??
ভণ্ড ভণ্ড ভণ্ড
Click This Link
১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৩৬
সাইবার অভিযত্রী বলেছেন: লেখককে বলছি, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি কওমীর ছাত্র নন।
জনাব পরাজিত, আপনি যে মিথ্যাবাদী এবং না জেনে কনফিডেন্টলি মিথ্যা বলেন উপরের বাক্যটাই তার সবচেয়ে স্পষ্ট ও নির্ভুল প্রমাণ ।
আপনি একটা ভন্ড ভন্ড ভন্ড ।
আমি আমার সন্তানকে কখনই স্কুলে দিব না, আমার দু সন্তান কে মাদ্রাসায় দিয়েছি, আর একটা ছোট আছে তাকেও ইনশা - আল্লাহ মাদ্রাসায়-ই পড়াব ।
এখন কি আপনি মানবেন আপনি একটা ভন্ড, মিথ্যাবাদী ?
১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৩৯
সাইবার অভিযত্রী বলেছেন: আপনি যদি আপনার সন্তানকে মাদ্রাসায় না পড়ান তবে মাদ্রাসার পক্ষে কথা বলার আপনি কে?
সুবহানাল্লাহ, কি অপূর্ব যুক্তি!
ড: ইউনুস সমকামী বি্যের কথা বলেছেন, তাই বলে ওনাকে কি সমকামী হতে হবে ? সন্তানকে সম লিংগে বিয়ে দিতে হবে ?
আপনি শুধু মিথ্যাবাদী-ই নন, নির্বোধ -ও বটে !
৬| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:১০
পরাজিত মধ্যবিত্তের একজন বলেছেন: ইসলাম রফিকুল বলেছেন: ফারুক হোসাইন সাহেব, জয় কোথায় বলেছেন মাদ্রাসাতে ছাত্র সংখ্যা কমিয়ে আনতে হবে ? তিনি বলেছেন , সাধারণ শিক্ষা আর মাদ্রাসা শিক্ষার মধ্যে ব্যবধান কমিয়ে আনতে হবে । বিশেষ করে কওমী মাদ্রাসা । তিনি তো ঠিকই বলেছেন । এদেশে আপনাদের মতো মানুষ সাধারণ শিক্ষায় শিক্ষিত হয়ে ভালো ভালো চাকরী করে পয়সা কামাবে আর এক শ্রেণীর মানুষ যাদের অধিকাংশই খুবই দরিদ্র তারা কওমী মাদ্রাসায় পড়াশুনা করে এর ওর বাড়িতে মিলাদ অথবা মসজিদে স্বল্প টাকায় , কখনোবা বিনা টাকায় ইমামতি করে সারাজীবন দীনহীনভাবে দিন গুজরান করে যাবে এটা আপনার মতো বিবেকবর্জিত ভন্ডরা চাইতে পারে কোন বিবেকবান আল্লাহ্ ভীরু মানুষ চাইতে পারে না । তাই আপনার মতো মানুষদের বলি প্রকৃত মুসলমান হোন , মানুষকে ভালো বাসুন ।
১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৪৫
সাইবার অভিযত্রী বলেছেন: যা সব বচ্চারা ঠেকায় পড়ে খাওয়ার অভাবে মাদ্রাসায় যায়, তাদের জন্য ভাল ভাল খাওয়ার ব্যাবস্হা করেন না, তাহলেই তো আর কেউ নিরুপায় হয়ে হুজুর হবে না।
আপনি তো সরকার সমর্থক, সরকার এতিমদের ব্যবস্হা করছে না কেন ? হুজুরা কিছু মাদ্রাসা করে, সে উসিলায় কিছু পয়সা ওয়ালার পয়সায় এতিম গরীবরা খেয়ে পরে কষ্টে শিষ্টে বেচে থাকে । তাদের খাওয়া বন্ধ করার এত চিন্তা কেন ?
নিজেরাই খাওয়ান - পড়ালেখা করান ।
অর্থ মন্ত্রী তো বলেছেন -ই ৪০০০ কোটি টাকা বড় কোন বিষয় না !
৭| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৩
কাকপাখি ২ বলেছেন: পরাজিত মধ্যবিত্তের একজন বলেছেন: কওমী মাদরাসা তুলে দেওয়া উচিত। এতিমদের দায়িত্ব রাষ্ট্রের নেওয়া উচিত।
@পরাজিত মধ্যবিত্তের একজন: বাংলাদেশে মাদ্রাসায় পড়ে না- এইরকম অনেক এতিম আছে, তাদের শতকরা কতজনের দায়িত্ব রাস্ট্র নিয়েছে?
১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৪৯
সাইবার অভিযত্রী বলেছেন: রাষ্ট্র এবং আবুল সুরন্জিত দরবেশ তানভীর রা কতজন এতিমের খাওয়া দেন ।
হুজুররা আল্লাহর নামে চাদা ভিক্ষা করে কিছু এতিম মিসকিনদের খাওয়া দাওয়ার ব্যবস্হা করেন, তাদের খাওয়ার উপর হা ত না দিলে হচ্ছে না ?
কতগুলা এতিম -মিসকিন বাচ্ছার দায়িত্ব আমাদের সমাজ-সরকার - রাজনৈতিক দল -কর্পোরেট বা বড় লোকরা করেছে ?
৮| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৩৬
ফেরদাউস দেশী বলেছেন: আমি শুধু এটুকু বলতে পারি, কওমী মাদ্রাসার ছাত্ররা তুলনামূলক ইসলাম সম্পর্কে বেশি জানে, তাদের নিজেদের জীবনে ইসলামের অনুশীলনও বেশী।মানবীয় গুনাবলি, চারিত্রিক দৃঢ়তা তাদের ঢের বেশী।
১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৫১
সাইবার অভিযত্রী বলেছেন: কওমী মাদ্রাসা না থাকলে এদেশে কোরাণ হাদীসের চর্চা থাকবেনা, কোরাণ-হাদীস না থাকলে ইমান ইসলাম থাকবে না । মুলমানও থাকবেনা । রাশিয়াতে এ জিনিষ-ই ঘটেছিল।
৯| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৪৭
সবখানে সবাই আছে বলেছেন: ্জয় এই কথা কোথায় কইছে একটু দেখাতে পারবেন?
১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৫৭
সাইবার অভিযত্রী বলেছেন: জয়ের কথা আমি নিজে শুনিনি, তবে এখানে পড়েছি :
Click This Link
আর নিয়ন্ত্রণ আইনের কথা একাধিক নির্ভরযোগ্য সুত্রে পেয়েছি।
১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:০১
সাইবার অভিযত্রী বলেছেন: Click This Link
১০| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:১৮
পরাজিত মধ্যবিত্তের একজন বলেছেন: আমি কি বলেছি রাষ্ট্র দায়িত্ব নিয়েছে?? আমি বলেছি রাষ্ট্রের দায়িত্ব নেওয়া উচিত। এবং রাষ্ট্র যদি দায়িত্ব নেয় তবে এর বিরোধীতা করবে ভণ্ডরা।
১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৬
সাইবার অভিযত্রী বলেছেন: রাষ্ট্র কি দায়িত্ব নিয়েছে ?
কোন দিন দায়িত্ব নেওয়ার কথা ভেবেছে?
হেফাফাজত আন্দোলন করল, আোয়ামীলীগ সিটি কর্পোরেশনের নির্বাচনে হারল আর তখনই এতীমদের প্রতি দরদ উথলে উঠল!
১১| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:২৫
পরাজিত মধ্যবিত্তের একজন বলেছেন: সমাজের ৯৯ শতাংশ সচ্ছল মুসলিম নিজেরা ও নিজেদের সন্তানদের মাদ্রাসায় দেয় না। কিন্তু মাদ্রাসার বিরুদ্ধে কথা বললে তারা ফাল দিয়ে উঠেন। অবশ্যই রাষ্ট্রের উচিত এতিমদের দায়িত্ব নেওয়া। বহু কওমীতে বাচ্চাদের দিয়ে ভিক্ষা করানো হয়। এটা সত্য। এতিমদের এটা জীবন হওয়ার কথা নয়। আপনারা হয়তো বাকি এক শতাংশের মধ্যে পড়েন যারা কওমীতে পড়েছেন। আমি ৯৯ শতাংশের কথা বলছি। ৯০ থেকে ৯৯ শতাংশ সচ্ছল মুসলিম তাদের সন্তানদের কওমিতে পড়ান না। এটা স্বীকার করতে শিখুন। আপনারা হয়তো ব্যতিক্রমের মধ্যে পড়েন। ধন্যবাদ । সত্য স্বীকার করতে শিখুন।
১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:০০
সাইবার অভিযত্রী বলেছেন: ৯০ থেকে ৯৯ শতাংশ সচ্ছল মুসলিম তাদের সন্তানদের কওমিতে পড়ান না। - তো ?
তো কি হয়েছে ?
কওমী মাদ্রাসার পক্ষে কথা বলা হারাম হয়ে গেছে ?
৯৯ শতাংশ সচ্ছল লোকেরা গ্রামীন ব্যংক থেকে লোন নেন না, তো ?
ইউনুসের পক্ষে বা বিপক্ষে কথা বলতে হলে এর সদস্য হতে হবে ? আর গ্রামীন ব্যাং থেকে ঋণ নিলে এর শোষণের বিপক্ষে কথা বলা যাবে না ? এত উর্বর মষ্তিষ্কের লোকের সাথে কথা বলব কি ভাবে ?
আর হুজুরা কি বলে নাকি সবার মা্ডরাসায় পড়া ফরজ ?
সবাইকে মউলানা হতে হবে ? সবাই সেখানে পড়বে কেন ?
১২| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:০০
পরাজিত মধ্যবিত্তের একজন বলেছেন: সাইবার অভিনেত্রী, কওমী মাদ্রাসা আর অন্য মাদ্রাসা কিন্তু আলাদা। আপনার প্রতি প্রশ্ন: আপনি কি কওমী মাদ্রাসার ছাত্র ছিলেন?? হতে পারে ছিলেন। এবার আসল কথায় আসি। আমাদের সমাজের ৯০ থেকে ৯৯ শতাংশ মুসলিম তাদের সন্তানদের কওমী মাদ্রাসায় দেন না। ভিক্ষাবৃত্তি আর মিলাদ মাহফিল পড়ানো এবং ধর্ম রক্ষার সব দায় এতিম বাচ্চাদের হাতে ছেড়ে দিতে লজ্জাও করে না কারও। আমি সব সময়ই বলবো এতিমদের দায়িত্ব রাষ্ট্রের নেওয়া উচিত।
১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:০৪
সাইবার অভিযত্রী বলেছেন: আমি কওমী মাদ্রসার ছাত্র ছিলাম। ১০ -১১ বছর পড়েছি সেখানে । তো ? সেখানে যারা পড়ে সবাই কি এতিম নাকি ? অধিকাংশ গরীব, তো ?
গরীব মিসকিনদের দায়িত্ব সরকার- আওয়ামী লীগ, এন জি ও, ধনী, সবাই মিলে দায়িত্ব নেন না কেন ?
হুজুর -রা ছাদা ভিক্ষা করে মিসকিনদের খাওয়া-পরার ব্যবস্হা করছে , এত আপনাদের সমস্যা কি ? সিটি কর্পোরেশনে হেড়েছেন, তাই ?
ভাল কাজ করেন, পাবলিকে ভোট দিবে, মাদ্রাসা বন্ধ করলেই কি ভোট পাওয়া যাবে ?
১৩| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:০৪
পরাজিত মধ্যবিত্তের একজন বলেছেন: লেখাটা পাঠ করুন। আশা করি অশেষ নেকি হাসেল হবে।
Click This Link
১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:০৫
সাইবার অভিযত্রী বলেছেন: ভন্ড ভন্ড ভন্ড
১৪| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:২৪
রওশন জমির বলেছেন:
১- কওমি মাদরাসা ধ্বংস নয়, নিয়ন্ত্রণ করতে চায় সরকার। স্বাধীন দেশে একটি শিক্ষা-ব্যবস্থা যথেচ্ছ রকমের আচরণ করতে পারে না। হাতপাতার ধারাবাহিকতা রক্ষার জন্য সরকার হাতগুটিয়ে বসে থাকতে পারে না। তাই এ নিয়ন্ত্রণ।
২- সরকারি নিয়ন্ত্রণের কারণে অন্য কোনো প্রতিষ্ঠান যদি ধংস না হয়, তাহলে এটা নিয়ে কওমি ও্যালাদের এতো উদবিঘ্ন হওয়ার কারণ নেই। কওমি ওয়ালারা অল্পতেই ভুল বুঝে এবং বোঝায়। সরকারের নিয়ন্ত্রণ শুরু হলে এ সবের অবসান হবে।
১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:০৬
সাইবার অভিযত্রী বলেছেন: আ -উ যু বিল্লাহি মিনশ শাইত্বনির রজীম ।
১৫| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৩২
কসমিক রোহান বলেছেন: সাইবার অভিযত্রী বলেছেন: এই সরকার সেকুলার সরকার, আর সেকুলারদের দাবী রাষ্ট্র ব্যবস্হা ধর্মীয় বিধি বিধান মুক্ত থাকবে । অথচ এটা কোন মুসলমান মেনে নিতে পারে না ।
মুসলমানের জীবনের কোন অংশই ধর্মমুক্ত নয় ।
আর কওমী মাদ্রাসা এমন শিক্ষা দেয় যা মানুষকে নাস্তিক মুরতাদ সেকুলার বিরোধী হতে শিখায় ।
সরকারের সাথে দন্দ্ব এখানেই।
সহমত
১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:০৮
সাইবার অভিযত্রী বলেছেন: ধন্যবা.
মুসলমান কখনই সেকুলার হতে পারেনা, এটা কোরাণ হাদীসের দলীল দিয়ে প্রমাণ করতে পারে মদ্রাসা - ওয়ালারাই । তাই এত সমস্যা । জীবনের ঝুকি নিয়ে নাস্তিক মুরতাদদের বিরূদ্ধে আন্দোলন করতে পারে কওমী ওয়ালারাই !
১৬| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৪:০৬
ডাইরেক্ট টু দ্যা হার্ট বলেছেন: আল্লাহ পাকের ক্ষমতা সম্পর্কে জানতে হলে , রাসুলকে চিনতে হলে এবং ইসলামকে বুঝতে হলে কওমি মাদ্রাসা নিয়ন্ত্রণ শুধু নয় এটা থেকে মুসলিমদের বেরিয়ে আসতে হবে।
১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৩০
সাইবার অভিযত্রী বলেছেন: বের হয়ে কোথায় যেতে হবে ? আলিয়ায় ? না রাজারবাগে ?
©somewhere in net ltd.
১|
১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৪১
ইসলাম রফিকুল বলেছেন: সাইবার অভিযাত্রী , যদি প্রকৃত মুসলমান হয়ে থাকেন , তাহলে মিথ্যাচার বন্ধ করেন । আর তা নাহলে মিথ্যাচার চালিয়ে যান ।