![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কিছু অসহনশীল তাবলীগের কর্মীদের দেখা যায় তাবলীগকেই দ্বীনের একমাত্র কাজ মনে করেন এবং অন্যন্য মেহনত যেমন পীর - মুরীদীকে অস্বীকার করে বসেন । কেঊ কে্উ সরসরি অস্বীকার না করলেও এমন এমন কথা বলেন তাতে বুঝা যায় যে পীর মুরীদীর দরকার নেই । যেমন অনেক মুরুব্বীরাও এ কথা বলে থাকেন এই কাজের মাঝেই তাজকিয়া-এ নফস হবে , এই কাজে চলতে চলতেই এসলাহ হয়ে যাবে । ( অর্থাৎ এসলাহ বা তাজকিয়া -এ নফস এর জন্য পীর- মুরীদীর দরকার নেই )
একথাটি ওনারা কোথায় পেলেন তা আমার জানা নেই, তবে তাবলীগ জামাতের প্রতিষ্ঠাতা হজরত ইলিয়াস রহ: এবং এই কাজের প্রধান পৃষ্ঠপোষক শায়খুল হাদীস জাকারিয়া রহ: কখনই এ জাতীয় কথা বলেন নি । আর শায়খ জাকারিয়া ওনার ভক্ত তাবলীগের কর্মীকে হররত রায়পুরীর নিকট জোড় তাকিদ দিয়ে বয়াত হতে বলেছেন তা ওনার প্রকাশিত বই-এ ই আছে ।
বর্তমাণ যুগে তাবলীগের কর্মীরা চিল্লা দিলে ওনাদের অন্তরের অবস্হা শুধু উন্নতি ই হয় , অথচ হযরত ইলিয়াস রহ: বলেছেন মেওয়াতে সফরের দ্বারা - মানুষের সাথে মিলামিশার ফলে অন্তরের অবস্হার এত অবনতি হত যে ওনার পীর সাহরানপুরী বা সে যুগের প্রক্ষাত বুজুর্গ আব্দুর রহীম রায়পুরীর কাছে গিয়ে সে সব বিশেষ পরিবেশে অবস্হান না করলে অন্তরের অবস্হা ঠিক হত না!
২| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:১০
সাইবার অভিযত্রী বলেছেন: তাবলীগ জামাতের কিছু কর্মীদের একটি ভুল : হিজরত ছাড়া, ইমান পূর্ণ হয় না, ইয়াক্কীন তৈরী হয়না। Click This Link
৩| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:১০
সাইবার অভিযত্রী বলেছেন: তাবলীগ জামাতের কর্মীদের একটি ভুল : অসৎ কাজের নিষেধ দরকার নেই, সৎ কাজের আদেশ বা দাওয়াতের মাঝেই অসৎ কাজের নিষেধ আছে। Click This Link
৪| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:১১
সাইবার অভিযত্রী বলেছেন: তাবলীগ জামাতের কর্মীদের আর একটি ভুল : এইটাই কাম। Click This Link
৫| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:১২
সাইবার অভিযত্রী বলেছেন: তবলীগ জামাতের কর্মীদের একটি ভ্রান্তি : ইসলামী জেহাদ-কে অস্বীকার করা। Click This Link
৬| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:১৩
সাইবার অভিযত্রী বলেছেন: তবলীগ জামাতের কর্মীদের একটি ভুল ' সংসার কিভাবে চলবে, বা ব্যবসা দিয়ে আমার সংসার চলে ' এজাতীয় কথা বলা ইমানের দূর্বলতা ! Click This Link
৭| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:১৩
সাইবার অভিযত্রী বলেছেন: তাবলীগ জামাতের কিছু কর্মীদের একটি ভুল : ' তাবলীগের কাজ বর্তমানে ফরজে আইন, ফরজে কেফায়া না ' Click This Link
৮| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:১৫
সাইবার অভিযত্রী বলেছেন: তাবলীগ জামাতের হুজুর- কর্মীদের প্রতি একটা পরামর্শ: ' উম্মতের ফজীলত বলতে গিয়ে সীমা অতিক্রম করবেন না' Click This Link
৯| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:১৬
সাইবার অভিযত্রী বলেছেন: তাবলীগী ভাইদের কাছে প্রশ্ন : দাওয়াত বড় না এবাদত ? দায়ীর মর্যাদা বেশী না আবেদের ? Click This Link
১০| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:১৮
সাইবার অভিযত্রী বলেছেন: তাবলীগ জামাতের কর্মীদের একটি ভ্রান্তি : ইমান বৃদ্ধির উপায় Click This Link
১১| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:২১
দি সুফি বলেছেন: হাহাহাহাহা। অবশেষে নিজের পরিচয় প্রকাশ করলেন
তা আপনি কোন বাগী???
২২ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৫৩
সাইবার অভিযত্রী বলেছেন: জনাব কি আমার পরিচয়ের অপেক্ষায় ছিলেন ? নিজে অভিভুত হচ্ছি , কি সৌভাগ্য ( নাকি দূর্ভাগ্য ) !
আমি দেওবন্দী । রাজারবাগী -দেওয়ানবাগী -শাহাবাগী কোনটাই না ।
©somewhere in net ltd.
১|
২১ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:০৮
সাইবার অভিযত্রী বলেছেন: তাবলীগ জামাতের প্রতিষ্ঠাতা হযরত ইলিয়াস (রহ : ) কিছু অমর বাণী
৮৫। তিনি বলেন-
আমাকে যখন মেওয়াতও যাইতে হয় তখনও আমি সর্বদা আহলে খাইর ও আহলে জিকিরের জমায়াতও লইয়াই যাই। তথাপি সাধারণের সঙ্গে মেলামেশায় কলবের অবস্থা এতই পরিবর্তন হইয়া যায় যে, যতক্ষন পর্যন্ত ‘এতেকাফ’ করিয়া উহাকে ধৌত না করি অথবা কিছু দিনের জন্য ছাহারানপুর অথবা বায়পুর যাইয়া খাছ জমায়াত ও খাছ পারিপার্শ্বিকতার মধ্যে না থাকি ততক্ষণ পর্যন্ত কলব নিজের পূর্ব অবস্থায় ফিরিয়া আসে না।