নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাইবার অভিযাত্রী

যাদের হাতে দলীল প্রমাণ কম তারা গালি দেয় বেশি

সাইবার অভিযত্রী

সাইবার অভিযত্রী › বিস্তারিত পোস্টঃ

আমার তাবলীগ ভাবনা

২১ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৩৫

আমার তাবলীগ ভাবনাগুলো নীচের পোষ্টগুলোতে বলার চেষ্টা করেছি, তাবলীগী ভাইদের পড়ার অনুরোধ করছি । কোন ভুল চোখে পরলে অবশ্যই ধরে দিবেন ।



তাবলীগ জামাতের কর্মীদের একটি ভুল : ইমান বৃদ্ধির উপায় শুধু দাওয়াত



তাবলীগ জামাতের কর্মীদের আর একটি ভুল : এইটাই কাম।



তাবলীগ জামাতের কর্মীদের একটি ভুল : অসৎ কাজের নিষেধ দরকার নেই, সৎ কাজের আদেশ বা দাওয়াতের মাঝেই অসৎ কাজের নিষেধ আছে।





তাবলীগ জামাতের কিছু কর্মীদের একটি ভুল : হিজরত ছাড়া, ইমান পূর্ণ হয় না, ইয়াক্কীন তৈরী হয়না।



তাবলীগ জামাতের কিছু কর্মীদের একটি ভুল : ' তাবলীগের কাজ বর্তমানে ফরজে আইন, ফরজে কেফায়া না '



তবলীগ জামাতের কর্মীদের একটি ভুল ' সংসার কিভাবে চলবে, বা ব্যবসা দিয়ে আমার সংসার চলে ' এজাতীয় কথা বলা ইমানের দূর্বলতা !





তবলীগ জামাতের কর্মীদের একটি ভ্রান্তি : ইসলামী জেহাদ-কে অস্বীকার করা।



তাবলীগ জামাতের কিছু কর্মীদের একটি ভুল : ' দাওয়াত থাকলে দ্বীন থাকবে, দ্বীন থাকলে দুনিয়া '



তবলীগ জামাতের কর্মীদের একটি ভুল : দাওয়াতের কাজ সমস্ত ফরজ কাজের মা ' উম্মুল ফরায়েজ'



যে ভুলটা জামাতে ইসলামী ও তাবলীগের কর্মীরা করে থাকেন : চাকরী-ব্যবসা, খাওয়া -দাওয়া সব এবাদত !



তাবলীগ জামাতের হুজুর- কর্মীদের প্রতি একটা পরামর্শ: ' উম্মতের ফজীলত বলতে গিয়ে সীমা অতিক্রম করবেন না'



তাবলীগ জামাতের কর্মীদের প্রতি একটা পরামর্শ : বিতর্কিত মহিলা তাবলীগকে মূল তাবলীগ থেকে আলাদা রাখুন



তাবলীগী ভাইদের কাছে প্রশ্ন : দাওয়াত বড় না এবাদত ? দায়ীর মর্যাদা বেশী না আবেদের ?



তাবলীগ জামাতের কর্মীদের প্রতি অনুরোধ : পীর-মুরীদীকে অস্বীকার করবেন না ।





তাবলীগ জামাতের কর্মীদের দৃষ্টি আকর্ষণ :জেনে নিন কিভাবে তবলীগের ক্ষতি হয় ?

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:১২

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: ভাই, আমি দেশের বাইরে আছি, তাই আপনার সাথে সরাসরি সাক্ষাৎ বা যোগাযোগ করা সম্ভব না। আমার কাছের বন্ধুরা তাবলীগের কাজের সাথে জড়িত আছেন। আপনি চাইলে আমি আমার বন্ধুর সাথে যোগাযোগ করিয়ে দিতে পারি যাদের মাধ্যমে আপনি আলেম ওলামাদের সাথে কথা বলে আপনার ধারণাগুলো পরিস্কার করে নিতে পারেন এবং তাবলীগের ভুলগুলো ধরিয়ে দিতে পারেন।

তা না করে, আপনি যেটা করছেন, এর মাধ্যমে সাধারণ মুসলিম, যাদের দ্বীন সম্পর্কে ধারণা খুবই কম, তাদের কাছে তাবলীগের কাজকে খারাপভাবে উপস্থাপন করছেন। পরোক্ষভাবে আপনি ইসলামেরই ক্ষতি করছেন। আমার ব্যক্তিগত ধারণা, আপনার বোঝার মধ্যে অনেক কমতি আছে। সুতরাং, ব্লগের মত উন্মুক্ত মাধ্যমে এ ধরণের প্রচারণা থেকে বিরত থেকে আপনার উচিত আলেম ওলামাদের সান্নিধ্যে গিয়ে ব্যাপারগুলো আগে বোঝা।

আপনাকে আরেকটা পরামর্শ দেই। আপনি জামিয়াতুল আসাদ মাদ্রাসার সাইট ভিজিট করুন।
http://jamiatulasad.com/

এখানকার মুফতি সাহেবদের সাথে সরাসরি কথা বলুনঃ

মুফতী আব্দুল হাসীব- ০১৮১৮৭৮১৩৮৩

বা

লুৎফুর রহমান ফরায়েজী- ০১৭২৩৭৮৫৯২৫

ওনারা যে কোন ধরণের প্রশ্নেরই উত্তর দিয়ে থাকেন, তবে আপনি স্পেসিফিক্যালি তাবলীগ নিয়ে আপনার প্রশ্নগুলো করে দেখতে পারেন।

এই পেজ দেখুনঃ http://jamiatulasad.com/?page_id=36

আর আমাকে [email protected] এই ঠিকানায় পাবেন।

২২ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:০৩

সাইবার অভিযত্রী বলেছেন: ভাই আপনি দেশের বাইরে আছেন, আমার সাথে যোগাযোগের কোন দরকার নেই, আমি চাইছি আপনি বা আপনার বন্ধুরা আমার লেখাগুলো তাবলীগের মুরুব্বী বা তাবলীগী হুজুরদের কাছে পাঠান, জবাব টা সবাি কে জানিয়ে দেন, সবাই উপকৃত হবে ।

আর জামিয়াতুল আসাদের হুজুরদের কাছে আমর লেকা আরো আগেই পৌছে দিয়েছি । আর আপনার দেওয়া লিন্কেও প্রশ্ন করব আশা করি ।

২| ২২ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:০১

মো কবির বলেছেন: আমার কথা হল তাবলীগের সাথে বেশী দিন থাকবেন না।

তবে ওদের প্রথমিক কাজটা আমার ভাল লাগে। আর পরবর্তী থাপটা হল খারাপ তাই আমি কাউকে ওদের সাথে বেশি দিন থাকতে নিষেধ করি।

২২ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:০০

সাইবার অভিযত্রী বলেছেন: ভাই তাবলীগের সাথে না থেকে যাব টা কৈ ?

বংশীয় পীরদের উপর খুব একটা আস্হা হয় না, চর মোনাই -এর সমস্যা তো তাবলীগের কয়েকগুন ।

মাদ্রসা ভিত্তিক অনেক পীর রা-ই নিরাপদ না । হক্কানী সিলসিলার কিন্তু দ্বীন শরীয়ত সুন্ণত মত নিজেরাও চলেন না, অন্যকেও চান না, বরং হিংসা - বিদ্বেষ আর ফালতু ক্যাচাল লিপ্ত ।

ইসলামী রাজনীতির দল গুলো একটার উপরও আস্হা হয় না । হেজাজত সমর্থন করি, তবে সেটা তো নিয়মিত কোন কাজ না । ডাক দিলে প্রোগাম গুলোতে হাজির হই ।

ওয়াজ - মাহফিল বেশীর ভাগই লাইন ছাড়া কথা বলে, আর ভাল কথা যারা বলে তাদের প্রভাবও সাধারণ মানুষের জীবনে খুব কম ।

এর পরও মা্দ্রাসা আর তাবলীগ নিয়েই থাকতে চাই । আর তাই ভুল ত্রুটি গুলোর সংশোধন চাই ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.