নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাইবার অভিযাত্রী

যাদের হাতে দলীল প্রমাণ কম তারা গালি দেয় বেশি

সাইবার অভিযত্রী

সাইবার অভিযত্রী › বিস্তারিত পোস্টঃ

তাবলীগ জামাতের বাড়াবাড়ি ও ভুলগুলো জানতে আল্লামা জাস্টিস ত্বকী উসমানীর লেখাগুলো পড়ুন

২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:০৬

আল্লামা জাস্টিস ত্বকী উসমানী সাহেব তার দরসে তিরমীজির ৫ম খন্ডে তাবলীগ জাামতের প্রচলিত ভ্রান্তি সমুহ ও বাড়াবাড়ি গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন । বইটা বাংলাতে পাওয়া যায় । বাংলা বাজারে পাবেন । মদ্য বাড্ডাতেও পাবেন ।



যে সব বিষয় নিয়ে উনি আলোকপাত করেছেন সেগুলো হল :



১। তাবলীগী ভাইদের একটি ভুল : দাওয়াতের কাজ ফরজে আইন না ফরজে কেফায়া - এ বিষয়ে ভুল অবস্হানে থাকা ।



২। জেহাদকে বিভিন্ন উপায়ে অস্বীকার করা ।



৩। দাওয়াতের সুযোগ থাকলে জেহাদ করাকে না-জায়েজ বলা ।



৪। শুধু মাত্র প্রতিরক্ষা মুলক জেহাদ ইসলামে আছে, আক্রমণাত্মক জেহাদ নেই এরূপ বলা।



৫। মাসালা শুধু তাবলীগী মৌলবীদের কাছে বা তাবলীগের আমীর সাহেবের কাছে জানতে চাওয়া । পড়া-পড়িতে ব্যাস্ত বিদগ্ধ আলেমদের কাছে জানতে না চাওয়া ।



আল্লামা ত্বকী সাহেব আরো বলেন, এটা হক জামাত, এর বিরোধিতা করা জায়েজ নেই । এই কাজে আমাদের অংশ নিতে হবে । তবে এর ভুল ত্রটিগুলোও শুধরানোর চেষ্টা করতে হবে । তাবলীগ জামাত মাসুম বা নিষ্পাপ নয় ।



ছাত্রদের তিনি একাজে অংশ নিতে তাকিদ দেন তবে এমন যেন না হয় তাদের ভুল গুলো ই অনুসরণ শুরু করে, তাদের 'হা' এর সাথে 'হা' মিলায়, আর 'না' এর সাথে ' না ' মিলায় ।

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:২৯

সাইবার অভিযত্রী বলেছেন: তাবলীগ জামাতের কর্মীদের একটি ভুল : ইমান বৃদ্ধির উপায় শুধু দাওয়াত
Click This Link

তাবলীগ জামাতের কর্মীদের আর একটি ভুল : এইটাই কাম।
Click This Link

তাবলীগ জামাতের কর্মীদের একটি ভুল : অসৎ কাজের নিষেধ দরকার নেই, সৎ কাজের আদেশ বা দাওয়াতের মাঝেই অসৎ কাজের নিষেধ আছে। Click This Link

তাবলীগ জামাতের কিছু কর্মীদের একটি ভুল : হিজরত ছাড়া, ইমান পূর্ণ হয় না, ইয়াক্কীন তৈরী হয়না। Click This Link


তাবলীগ জামাতের কিছু কর্মীদের একটি ভুল : ' তাবলীগের কাজ বর্তমানে ফরজে আইন, ফরজে কেফায়া না '
Click This Link

তবলীগ জামাতের কর্মীদের একটি ভুল ' সংসার কিভাবে চলবে, বা ব্যবসা দিয়ে আমার সংসার চলে ' এজাতীয় কথা বলা ইমানের দূর্বলতা !
Click This Link

তবলীগ জামাতের কর্মীদের একটি ভ্রান্তি : ইসলামী জেহাদ-কে অস্বীকার করা। Click This Link

তাবলীগ জামাতের কিছু কর্মীদের একটি ভুল : ' দাওয়াত থাকলে দ্বীন থাকবে, দ্বীন থাকলে দুনিয়া '
Click This Link

তবলীগ জামাতের কর্মীদের একটি ভুল : দাওয়াতের কাজ সমস্ত ফরজ কাজের মা ' উম্মুল ফরায়েজ'
Click This Link

যে ভুলটা জামাতে ইসলামী ও তাবলীগের কর্মীরা করে থাকেন : চাকরী-ব্যবসা, খাওয়া -দাওয়া সব এবাদত !
Click This Link

তাবলীগ জামাতের হুজুর- কর্মীদের প্রতি একটা পরামর্শ: ' উম্মতের ফজীলত বলতে গিয়ে সীমা অতিক্রম করবেন না'
Click This Link

তাবলীগ জামাতের কর্মীদের প্রতি একটা পরামর্শ : বিতর্কিত মহিলা তাবলীগকে মূল তাবলীগ থেকে আলাদা রাখুন
Click This Link

তাবলীগী ভাইদের কাছে প্রশ্ন : দাওয়াত বড় না এবাদত ? দায়ীর মর্যাদা বেশী না আবেদের ?
Click This Link

তাবলীগ জামাতের কর্মীদের প্রতি অনুরোধ : পীর-মুরীদীকে অস্বীকার করবেন না ।
Click This Link

তাবলীগ জামাতের কর্মীদের দৃষ্টি আকর্ষণ :জেনে নিন কিভাবে তবলীগের ক্ষতি হয় ? Click This Link

২| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৪২

নিজাম বলেছেন: ভাই, আপনি কেন অবিতর্কিত একদল মানুষের বিরোধিতায় লেগেছেন? আপনার উদ্দেশ্য কী? কোন রাজনৈতিক দল বা গোষ্ঠী কী আপনাকে সুপরিকল্পিতভাবে ব্যবহার করছে? অথবা আপনি কী কারো এজেন্ট? আপনার ধর্ম কী? আপনি কী মুসলমান? আপনার কোন প্রশ্ন থাকলে অনুগ্রহ করে কাকরাইল মসজিদে যান। ওখানে বড় বড় আলেম ওলামা আছেন। আশা করি আপনার সব প্রশ্নের সঠিক জবাব দিয়ে আপনাকে সন্তুষ্ট করতে পারবেন। অনুগ্রহ অহেতুক বিতর্কের ঝড় তুলবেন না। ফেৎনা সৃষ্টি করা হত্যা থেকেও জঘন্যতম। কোরআন হাদীস মোতাবেক সঠিক জবাবের জন্য আপনাকে অব্শ্যই তাদের কাছে যেতে হবে। কারণ তাবলীগের মুরুব্বীগণ প্রিন্ট মিডিয়া সাধারণত এড়িয়ে চলেন এবং সমালোচনা জবাব দেন না। আল্লাহ আপনাকে দুনিয়াতে অনেক সম্মান, সুস্বাস্থ্য, সফলতা আর অর্থনৈতিক উন্নতি দান করুন।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৫৪

সাইবার অভিযত্রী বলেছেন: ভাই আমি তো বিরোধিতা করছি না, সংশোধনের চেষ্টা করছি।


আল্লাহ আপনাকে দুনিয়াতে অনেক সম্মান, সুস্বাস্থ্য, সফলতা আর অর্থনৈতিক উন্নতি দান করুন। - আমিন, আপনাকেও আর আমাকেও ।

৩| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:১৭

হয় বলেছেন: যদিও এ কমেন্ট আমার কাছে অপ্রয়োজনীয় মনে হচ্ছে তবওু বলি
@সাইবার অভিযাত্রী
১।আপনি ব্লগে ফিতনা ছড়াচ্ছেন(না বুঝে বা হিট এর জন্য )
আর ফিতনা কতল থেকে খারাপ। তাবলীগে ভুল থাকলে তা ব্লগিং করে ঠিক হবে না, কাছে গিয়ে শিখাতে হবে্ । বগিং করেই বা কয়জন, আর তার মধ্যে তাবলীগ বা করে কয়জন ।
তাবলীগ সব ধরনের লোক যায় বলে
ভুল থাকা স্বাভাবিক, মাসুম হওয়া তো নবীদের সিফাত।
বাতিল্ পন্থীরা এসব পোস্ট দেখে দাত বের করে হাসছে।
আপনি দ্বীনের খেদমত করতে চাইলে আরও কত রাস্তা আছে ।

২।সাইবার অভিযত্রী বলেছেন: ভাই বড়দের কাছে যেতে আমার কোন এ্যালার্জী নেই । কিন্তু বড়রা সারা দুনিয়ার পুরা উম্মত নিয়ে ফিকির করেন, তাই আমাকে সময় দেওয়া ওনাদের সম_ভব হবে বলে মনে হয় না ।আর আমি বেশ কয়েকবার মুরুব্বীদের সাথে কথা বলার চেষ্টা করেছি, কাজ হয়নি । আর অনেক সময় ই ওনারা বলেন সময় লাগাতে, টাহলেই বুঝে আসবে ।

-সত্যিইএত এত পোস্ট না দিয়ে জানার আগ্রহ নিয়ে কাকরাইলে গেলে আল্লাহ হয়ত রাস্তা খুলে দিত।

৩। আপনারা, ওলায়ামে কেরামগন দাওয়াতের কাজের রাহাবার।আপনাদের কাছ থেকে আওয়াম শিখবে। আপনাদের রাহাবারি , ই্করাম এর কারনেই তাবলীগ সারা দুনিয়াতে পোঁছে গেছে। আপনাদের কাছ থেকে সেখার জন্য আমরা চাতক পাখির মত চেয়ে আছি । শুধু কিবোর্ড টিপাটিপি করে আমাদের মাহরুম করবেন না

আল্লাহ তায়ালা আমাদের সবাইকে হেদায়াত দান করুন

২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৪৩

সাইবার অভিযত্রী বলেছেন: ভাই আমি নিজে কোন আলেম না, মাদ্রাসায় কিছু পড়েছি। আমি কি ভাবে মানুষের সংশোধন করব ? আর তাবলীগ তো অনেক বড় কাজ, এর সংশোধন? আমার দ্বারা ? না ভাই এতটা ডূরাশা আমি করি না ।

এতটুকু আপনি করতে পারেন, আমার কথাগুলো ঠিক না ভুল মুরুব্বিদের কাছ থে ভেরীফাই করে, ব্লগে বলে দিতে পারেন । আলেমরা যদি আমার কথা গুলো বাতিল করে দেয়, খুবই উত্তম। আমি চিন্তা মুক্ত হয়ে গেলাম । আর যদি কোন কথা গ্রহণ করার মত হয় তাহলে আপনারা গ্রহণ করুন । আর আলেম ওলামা গন যদি কিছু করণীয় মনে করেন, করবেন। আমি তো আওয়াজ তুললাম, দরকার মনে করেছি তাই ।

বড়রা যা করণীয় মনে করবেন, তা-ই করবেন ।

৪| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:১২

ইনফা_অল বলেছেন: িনজ+আম বলেছেন:......আপনার কোন প্রশ্ন থাকলে অনুগ্রহ করে কাকরাইল মসজিদে যান। ওখানে বড় বড় আলেম ওলামা আছেন"।

বড় বড় আলেম ওলামাগন সব শুধু কাকরাই মসজিদেই থাকে?

২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৩২

সাইবার অভিযত্রী বলেছেন: .

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.