নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাইবার অভিযাত্রী

যাদের হাতে দলীল প্রমাণ কম তারা গালি দেয় বেশি

সাইবার অভিযত্রী

সাইবার অভিযত্রী › বিস্তারিত পোস্টঃ

আল্লামা জাস্টিস ত্বকী উসমানীর বিশ্লেষণে তাবলীগীদের একটি ভ্রান্তি : তাবলীগের আমিররা এমন অনেক সিদ্ধান্ত দেন যা শরীয়তের খেলাফ।

২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৪৭

তাবলীগ জামাতের সথীরা মাসুম না । ভুল ত্রুটির উর্দ্ধে না । কিন্তু তাবলীগ জামাতের ভুল ত্রুটির সংশোধনের উদ্দেশ্য কোন মুসলমান ভাই যদি কিছু বলেন, অনেক তাবলীগীরা এটাকে ফিতনা, কতল বা হত্যা থেকে ভয়াবহ এসব বলে থাকেন । কেউ কঊ তো এটাও বলে ফেলেন যেহেতু এই জামাত পরামর্ করে কাজ করে তাই এদের ভুল হবে না, বা হয় না । অথচ শরীয়তে কোন দিক নির্দেশনা এরূপ নেই যে পরামর্শ করে করা কাজ ভুলের উর্ধে থাকবে ।



পরামর্শ বলেন বা নিজস্ব চিন্তা চেতনা যাই বলেন, তাবলীগ জামাতের আমীর সাহেবরা অনেক সময় এমন এমন বিষয়ে সিদ্ধান্ত দিয়ে ফেলেন যেগুলো ওনাদের বিষয় নয় । শরীয়তের বিষয় । দক্ষ আলেমদের সিদ্ধান্ত দেবার বিষয় । তাবলীগ জামাতকে আমর হক পন্থী জামাত মনে করি এর একটা কারণ ওনাদের উসুলের মাঝে আছে, মাসালা ওলামাদের জিগেস করা । মউদুদীরা মাসালা ওলামাদের জিগেস করে না, দলনেতার কথায় চলে, এজন্য মৌদুদীরা গোমরাহ ।



যাই হোক তাবলীগীদের ভুলের উদাহরণ দিতে গিয়ে ত্বকী সাহেব বলেন তাবলীগ জামাতের কর্মীদের একটি ভুল তারা বলে : ' তাবলীগের কাজ বর্তমানে ফরজে আইন, ফরজে কেফায়া না ' আবার শুধু এতটুকু বলেই থেমে থাকে না , বরং নির্দিষ্ট একটি পদ্ধতিতে কাজ করাকেই তারা ফরজে আইন বলে থাকে ।



এই নিয়ে কিছু দিন আগে একটি পোষ্টও আমি দিয়েছিলাম । তাবলীগ জামাতের কিছু কর্মীদের একটি ভুল : ' তাবলীগের কাজ বর্তমানে ফরজে আইন, ফরজে কেফায়া না ' Click This Link



মজার ব্যাপার একজন এসে সেই পোষ্টে প্রমাণ করতে লেগে গেলেন, কাজটা ফরজে আইন । আরে ভাই এটা দাবী করা হয় বলেই তো আমাদের সমস্যা ! কারণ সারা বিশ্বের ওলামারা তো এটাকে ফরজে আইন বলেন নি ! আপনারাও যদি মৌদুদী লা-মাজ হাবীদের মত মন মত কোরাণ হাদীস ব্যক্ষা করতে থাকেন, তবে কি আপনাদের হকপন্থী জামাত বলা যাবে ?



এখানে সমস্যা দুটি :



১। ফরজে আইন না ফরজে কেফায়া এটা সিদ্ধান্ত দেবার কাজ তো কোন আমীর সাহেবের না, কোন ব্লগারের -ও না, কোন নির্ভরযোগ্য ফতোয়া বিভাগ থেকে জেনে নেওয়া যেতো । আপনারা তা না করে শরীয়তের বিষয়ে দখল দিয়ে বসলেন।



২। আপনাদের সিদ্ধান্ত পুরা ওলামা সমাজের বিপরীত হল !



তাবলীগ জামাতের বাড়াবাড়ি ও ভুলগুলো জানতে আল্লামা জাস্টিস ত্বকী উসমানীর লেখাগুলো পড়ুন

Click This Link

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৫০

সাইবার অভিযত্রী বলেছেন: আমার তাবলীগ ভাবনাগুলো নীচের পোষ্টগুলোতে বলার চেষ্টা করেছি, তাবলীগী ভাইদের পড়ার অনুরোধ করছি । কোন ভুল চোখে পরলে অবশ্যই ধরে দিবেন ।

তাবলীগ জামাতের কর্মীদের একটি ভুল : ইমান বৃদ্ধির উপায় শুধু দাওয়াত
Click This Link

তাবলীগ জামাতের কর্মীদের আর একটি ভুল : এইটাই কাম।
Click This Link

তাবলীগ জামাতের কর্মীদের একটি ভুল : অসৎ কাজের নিষেধ দরকার নেই, সৎ কাজের আদেশ বা দাওয়াতের মাঝেই অসৎ কাজের নিষেধ আছে। Click This Link

তাবলীগ জামাতের কিছু কর্মীদের একটি ভুল : হিজরত ছাড়া, ইমান পূর্ণ হয় না, ইয়াক্কীন তৈরী হয়না। Click This Link


তাবলীগ জামাতের কিছু কর্মীদের একটি ভুল : ' তাবলীগের কাজ বর্তমানে ফরজে আইন, ফরজে কেফায়া না '
Click This Link

তবলীগ জামাতের কর্মীদের একটি ভুল ' সংসার কিভাবে চলবে, বা ব্যবসা দিয়ে আমার সংসার চলে ' এজাতীয় কথা বলা ইমানের দূর্বলতা !
Click This Link

তবলীগ জামাতের কর্মীদের একটি ভ্রান্তি : ইসলামী জেহাদ-কে অস্বীকার করা। Click This Link

তাবলীগ জামাতের কিছু কর্মীদের একটি ভুল : ' দাওয়াত থাকলে দ্বীন থাকবে, দ্বীন থাকলে দুনিয়া '
Click This Link

তবলীগ জামাতের কর্মীদের একটি ভুল : দাওয়াতের কাজ সমস্ত ফরজ কাজের মা ' উম্মুল ফরায়েজ'
Click This Link

যে ভুলটা জামাতে ইসলামী ও তাবলীগের কর্মীরা করে থাকেন : চাকরী-ব্যবসা, খাওয়া -দাওয়া সব এবাদত !
Click This Link

তাবলীগ জামাতের হুজুর- কর্মীদের প্রতি একটা পরামর্শ: ' উম্মতের ফজীলত বলতে গিয়ে সীমা অতিক্রম করবেন না'
Click This Link

তাবলীগ জামাতের কর্মীদের প্রতি একটা পরামর্শ : বিতর্কিত মহিলা তাবলীগকে মূল তাবলীগ থেকে আলাদা রাখুন
Click This Link

তাবলীগী ভাইদের কাছে প্রশ্ন : দাওয়াত বড় না এবাদত ? দায়ীর মর্যাদা বেশী না আবেদের ?
Click This Link

তাবলীগ জামাতের কর্মীদের প্রতি অনুরোধ : পীর-মুরীদীকে অস্বীকার করবেন না ।
Click This Link

তাবলীগ জামাতের কর্মীদের দৃষ্টি আকর্ষণ :জেনে নিন কিভাবে তবলীগের ক্ষতি হয় ? Click This Link

২| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:০৯

উযায়র বলেছেন: Cyber, I make a request to you.
Please spend you time against la -mazhabis.
They are the most harmful group now for Islam.

আমাদের জংগী মতবাদের উৎসই হল এই কথিত আহলে হাদীস !

নামাজে নাভীর নীচে হাত বাধা সুন্নত , বুকের উপর হাত বাধার কথা কোন সহিহ হাদীসে নেই ।
http://somewhereinblog.net/blog/uzair/29878107

" ইমামের পিছনে মুক্তাদী কেরাত পড়বে " - এরূপ একটিও সহিহ হাদীস নেই http://somewhereinblog.net/blog/uzair/29876548

আলবানীর ভ্রান্ত মতের ফিরিস্তই !
http://somewhereinblog.net/blog/uzair/29875076

নাস্তিক - আর আলবানীর দাবী পর্দা করতে হলে চেহারা ঢাকতে হবে না ।
http://somewhereinblog.net/blog/uzair/29878123

এক সাথে / এক বাক্যে / এক মজলিশে তিন তালাক দিলে কয় তালাক হয় ? http://somewhereinblog.net/blog/uzair/29875197

আহলে হাদীস' ভাইদের প্রতি প্রশ্ন : " সাহাবাদের অনুসরণ করা কি জরুরী ?"
http://somewhereinblog.net/blog/uzair/29875315

২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:১৪

সাইবার অভিযত্রী বলেছেন: আহলে হাদীসরা মারাত্মক ফিতনা, আমিও মনে করি । কিন্তু তাবলীগ জামাত যদি ভুল পথে পরিচালিত হয়, তবে সেটঅ যে একটা মারাত্মক ফিতনায় পরিনত হবে সেটা কি আপনি মানেন ?

৩| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০৬

জিনিয়াস_মাহ্ফুজ বলেছেন: ওই মিয়া কথা বার্তাতে সাবধানী হোন। নিজে নিজের ক্ষতি করবেন না আর
অন্যকেও ক্ষতির মাঝে ঠেলে দেবেন না। কখনও তাবলিগে গিয়েছেন? না গেলে
একবার যেয়ে জেনে আসুন, আসল পথ কো্নটা!!!

২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৫৪

সাইবার অভিযত্রী বলেছেন: ভাই আমি তাবলীগে বহু চিল্লা দিয়েছি ।
পাকিস্তানে ৩ চিল্লা দিয়েছি, নিজামুদ্দীন গিয়েছি ।
আমেরিকাতেও চিল্লা দিয়েছি ।

দোয়া করবেন আল্লাহ আমার মেহনতকে কবুল করেন, আমাকে সৎ পথে চালিত করেন।

৪| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৩৭

জিনিয়াস_মাহ্ফুজ বলেছেন: কি ভাই আমার কথাগুলো ভালো লাগেনি? মুছে ফেলেছেন কেন?
আপনি সত্য থাকলে আমার কমেন্টসগুলো ডিলিট করতেন না !!!

২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২৫

সাইবার অভিযত্রী বলেছেন: ভাই ইচ্ছা করে কোন কমেন্টস মুছি নি । আপনি প্লীজ আবার পোষ্ট করেন ।
খুবই খুশী হব।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.