![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তাবলীগ জামাত একটি বিরট ইসলামী খেদমতের কাজ করছে । যার কোন বিকল্প নেই । কিন্তু এ জামাত মাসুম বা ভুল ত্রুটির উর্ধে না! তাবলীগ জামাতের ভুল -ত্রটিগুলো ওলামায়ে কেরাম বিভিন্ন সময় চিন্হিত করেছেন । সেগুলো নীচের পোষ্টগুলোতে বলার চেষ্টা করেছি, তাবলীগী ভাইদের পড়ার অনুরোধ করছি । কোন ভুল চোখে পরলে অবশ্যই ধরে দিবেন ।
তাবলীগ জামাতের প্রতিষ্ঠাতার কিছু বানী ও তাবলীগের কর্মীদের কাছে কিছু প্রশ্ন :
তাবলীগ জামাতের কর্মীদের বিপথগামী হবার ইতিবৃত্ত
ইমানের হ্রাস-বৃদ্ধি
তাবলীগ জামাতের কর্মীদের একটি ভুল : ইমান বৃদ্ধির উপায় শুধু দাওয়াত
তাবলীগে না গেলে ইমান শিখা যায় না, ১২ বছর মাদ্রসায় পড়লে এলেম শিক্ষা হয়, ইমান শিখা হয় না
তবলীগ জামাতের কিছু কর্মীদের একটি ভুল ' দাওয়াত দিলে যেভাবে ইমান বাড়ে তা অন্য কোন উপায়ে বাড়ে না '
তবলীগ জামাতের কিছু কর্মীদের একটি ভুল 'দাওয়াত দিলে ইমান বাড়ে, দাওয়াত না দিলে যেভাবে ইমান কমে যায় '
ইমানের হ্রাস-বৃদ্ধি নিয়ে ভ্রান্ত মত সমূহের জবাব
তাবলীগ জামাতের কর্মীদের আর একটি ভুল : এইটাই কাম।
তাবলীগ জামাতের কর্মীদের একটি ভুল : অসৎ কাজের নিষেধ দরকার নেই, সৎ কাজের আদেশ বা দাওয়াতের মাঝেই অসৎ কাজের নিষেধ আছে।
তাবলীগ জামাতের কিছু কর্মীদের একটি ভুল : হিজরত ছাড়া, ইমান পূর্ণ হয় না, ইয়াক্কীন তৈরী হয়না।
কিছু প্রচলিত ভুল ধারণা :
তাবলীগ জামাতের কিছু কর্মীদের একটি ভুল : ' তাবলীগের কাজ বর্তমানে ফরজে আইন, ফরজে কেফায়া না '
তবলীগ জামাতের কর্মীদের একটি ভুল ' সংসার কিভাবে চলবে, বা ব্যবসা দিয়ে আমার সংসার চলে ' এজাতীয় কথা বলা ইমানের দূর্বলতা !
তবলীগ জামাতের কর্মীদের একটি ভ্রান্তি : ইসলামী জেহাদ-কে অস্বীকার করা।
তাবলীগ জামাতের কিছু কর্মীদের একটি ভুল : ' দাওয়াত থাকলে দ্বীন থাকবে, দ্বীন থাকলে দুনিয়া '
তবলীগ জামাতের কর্মীদের একটি ভুল : দাওয়াতের কাজ সমস্ত ফরজ কাজের মা ' উম্মুল ফরায়েজ'
যে ভুলটা জামাতে ইসলামী ও তাবলীগের কর্মীরা করে থাকেন : চাকরী-ব্যবসা, খাওয়া -দাওয়া সব এবাদত !
তাবলীগ জামাতের হুজুর- কর্মীদের প্রতি একটা পরামর্শ: ' উম্মতের ফজীলত বলতে গিয়ে সীমা অতিক্রম করবেন না'
তাবলীগী ভাইদের কাছে প্রশ্ন : দাওয়াত বড় না এবাদত ? দায়ীর মর্যাদা বেশী না আবেদের ?
তাবলীগ জামাতের কর্মীদের প্রতি অনুরোধ : পীর-মুরীদীকে অস্বীকার করবেন না ।
তাবলীগী কিছু ভাইয়ের একটি ভুল ধারণা : মাশওরা করে যে সিদ্ধান্ত আসে তা সব সময় সঠিক।
তবলীগ জামাতের কিছু কর্মীদের একটি ভুল : দাওয়াত দেওয়া হলে শয়তান থাকে না।
আল্লামা জাস্টিস ত্বকী উসমানীর বিশ্লেষণে তাবলীগীদের একটি ভ্রান্তি : তাবলীগের আমিররা এমন অনেক সিদ্ধান্ত দেন যা শরীয়তের খেলাফ।
দ্বীন শিক্ষা :
তাবলীগ জামাতের কর্মীদের একটি বড় ভ্রান্তি : পবিত্র কোরাণ শিক্ষায় অনীহা
তাবলীগ জামাতের কিছু কর্মীদের একটি বড় ভ্রান্তি : পবিত্র কোরাণ শিক্ষায় নিরুৎসাহিত করা
তাবলীগ জামাতের কর্মীদের একটি বড় ভ্রান্তি : জরূরী এলেম শিক্ষায় অনীহা
তবলীগ জামাতের কর্মীদের একটি ভুল ' দ্বীনি বই পুস্তক পাঠে অনীহা '
কিছু বিতর্ক:
তাবলীগ জামাতের কর্মীদের প্রতি একটা পরামর্শ : বিতর্কিত মহিলা তাবলীগকে মূল তাবলীগ থেকে আলাদা রাখুন
তাবলীগ জামাতের ৪৯ কোটি সোয়াব নিয়ে কিছু প্রশ্ন
তাবলীগ জামাতের কর্মীদের দৃষ্টি আকর্ষণ :জেনে নিন কিভাবে তবলীগের ক্ষতি হয় ?
২| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৫২
উযায়র বলেছেন: আধা ঘন্টায় তাবলীগের সমালোচনায় ২টা পোষ্ট ?
এরপরও বিশ্বাস করতে বলেন আপনার উদ্দেশ্য ভাল ?
পারলে মৌদুদী - লা মাযহাবীদের কিছু বলেন ।
২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:০৫
সাইবার অভিযত্রী বলেছেন: লা-মাযহাবীদের বিষয়ে আপনি -ই তো বেশ ভাল কাজ করছেন, সেটার সাফল্য কামনা করি ।
আর আপনি অনুমতি দিলে আপনার পোষ্টগুলো নিয়ে আমিও লা-মাযহাবি র বিরুদ্ধে পোষ্ট দিব।
আর আমার উদ্দেশ্য নিয়ে আপনার উদ্বিগ্নতা থাকলে আল্লাহর কাছে দোয়া করুন, তিনিই হেফাজত কারী !
৩| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:০৫
জিনিয়াস_মাহ্ফুজ বলেছেন: ভাই এই একটা জায়গা এখনো বিষুদ্ধ আছে। একে নিয়ে না নারাচারা করলে কি হয় না? যারা এই বিষয়গুলো নির্দেশনা দেন তারা আপনার আমার চেয়ে হাজার গুনে বিজ্ঞ লোক। আর তাছাড়া তারা এইগুলো কোরআন ও হাদিসের
আলোকে বলেন। এখন মুসলমান ও তাবলিগ যামাতের দুর্নাম বের করার জন্যে অনেকে উঠে পড়ে লেগেছে। এই যেমন, কিছুদিন আগে কাকরাইল মসজিদ থেকে প্রায়ই যামাতে যারা আসতো তাদের টাকা-পয়সা, মাল-সামানা চুরি যেতো। তো কিছুদিন পর এক চোর ধরা পরে এবং চোরটিকে কঠোরভাবে জিজ্ঞেসাবাদ করলে যানা যায় যে চোরটি একটি হিন্দু!!! তাকে আরোও জিজ্ঞেসাবাদ করলে সে বলে তাকে কাকরাইল মসজিদ থেকে চুরির জন্যে বেতন দেয়া হয়।
তাই -আসুন ভাই আমরা সমালোচনা না করে আসল / সত্য জানার চেষ্টা করি।
২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:১৭
সাইবার অভিযত্রী বলেছেন: ভাই এই একটা জায়গা এখনো বিষুদ্ধ আছে।
-একমত
নিয়ে না নারাচারা করলে কি হয় না?
- ভাই এই কাজের ত্রুটি গুলোর দিকে মনোযোগ না দিলে এক সময় আর কিছুই করার থাকবে না!
যারা এই বিষয়গুলো নির্দেশনা দেন তারা আপনার আমার চেয়ে হাজার গুনে বিজ্ঞ লোক। - সত্য
তবে, যারা এসব সমালোচনা করেছেন, তারা বিশ্বের বড় বড় আলেম, তাবলীগের মুরুব্বীদের থেকেও কোরাণ হাদীসের গভীর জ্ঞান রাখেন।
আসুন ভাই আমরা সমালোচনা না করে আসল / সত্য জানার চেষ্টা করি - একমত
৪| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:০৭
বাংলার আকাশ বলেছেন: একটা লাত্তি মারতে পারলে ভালো্ হইতেো , ও একটা পাগল নইলে ধানদা বাজ ।
২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:১৭
সাইবার অভিযত্রী বলেছেন: কে?
৫| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:১৫
জিনিয়াস_মাহ্ফুজ বলেছেন: আর ভাই-আরেকটা কথা, আপনি কি কখনো তাবলিগে গিয়েছেন? না গেলে আগে তাবলিগে আগে যান, শুনেন বুঝেন , জানেন তারপর পোষ্ট করুন।
অযথা, চিলের পেছন পেছন ছুটবেন না। আর সাধারন জনগনের মাঝে ভ্রান্ত
ধারনা ছরানোর চেষ্টা করবেন না। এতে ইমানের ভিষন ক্ষতি হয়।
২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:১৯
সাইবার অভিযত্রী বলেছেন: ভাই আমি তাবলীগে বহু চিল্লা দিয়েছি ।
পাকিস্তানে ৩ চিল্লা দিয়েছি, নিজামুদ্দীন গিয়েছি ।
আমেরিকাতেও চিল্লা দিয়েছি ।
দোয়া করবেন আল্লাহ আমার মেহনতকে কবুল করেন, আমাকে সৎ পথে চালিত করেন।
৬| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:২১
জিনিয়াস_মাহ্ফুজ বলেছেন: ভাই -বাংলার আকাশ- থাক, আজেবাজেভাবে না বলে তাকে ভালো করে
বঝানোর চেষ্টা করলেই মনে হয় ভালো হয়। ঊনিতো না জেনেও এসব
বলতে পারেন। আর উগ্র কথাবার্তাই আসল সমাধান নয়।
২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:২৮
সাইবার অভিযত্রী বলেছেন: উগ্র কথাবার্তাই আসল সমাধান নয় - একমত
৭| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:২৫
জিনিয়াস_মাহ্ফুজ বলেছেন: লেখক- মাশাআল্লাহ, ভাই আপনিতো তাহলে পরাতন সাথি, আপনার কাছ
থেকে এমন লেখা কামনিয় নয়।
২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৩২
সাইবার অভিযত্রী বলেছেন: ভাই আল্লাহতায়ালার মেহেরবাণীতে বেশ কিছু সময় তাবলীগে লাগানোর সৌভাগ্য হয়েছিল। তবে পুরাণ সাথী কিনা বলতে পারব না, তবে আমাদের মহল্লায় সথীরা আমাকে তাবলীগের দাওয়াত দেন না । ওনারা আমাকে আমার মত থাকতে দেন । সেজন্য ওনাদের অসংখ ধন্যবাদ ।
আর আমি তো তাবলীগের বিরুড্ধে কিছু বলিনি । সব সময়ই বলছি এটা হক জামাত, কিছু ভুল -ত্রুটি থাকতে পারে। সেটা ঠিক করতে পারলে সবারই মংগল ।
৮| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৪১
জিনিয়াস_মাহ্ফুজ বলেছেন: আপনি কি বুঝতে পেরেছেন-কেনো আপনাকে তারা দাওয়াত দেন না?
আপনাকে আপনার মত থাকতে দেন বলে তাদের কাছে ধন্যবাদ জ্ঞাপন
করছেন!!! এরমানে তারা আপনাকে ডিস্টার্ব করে নিশ্চয়ই?
তাহলে আপনিই বুঝুন/বোঝার চেষ্টা করুন, যে আপনি কথায় আছেন !!!
বলিকি দিনের সাহায্য করতে না পারুন, ক্ষতি করবে না-প্লিজ।
আপনি আপনার মত থাকুন-সেই ভাল!!!
তাব্লিগের ভুল ধরবার চেষ্টাও করবে না।
২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৫৩
সাইবার অভিযত্রী বলেছেন: আপনি কি বুঝতে পেরেছেন-কেনো আপনাকে তারা দাওয়াত দেন না?
- নারে ভাই, বুঝতে পারিনি।
আপনাকে আপনার মত থাকতে দেন বলে তাদের কাছে ধন্যবাদ জ্ঞাপন
করছেন!!! এরমানে তারা আপনাকে ডিস্টার্ব করে নিশ্চয়ই?
তাহলে আপনিই বুঝুন/বোঝার চেষ্টা করুন, যে আপনি কথায় আছেন !!!
- নারে ভাই তেমন কিছু বুঝতে পারলাম না!
৯| ১৫ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১:০৮
বক বলেছেন: "জিনিয়াস_মাহ্ফুজ" ভাইয়ের "আপনাকে আপনার মত থাকতে দেন বলে তাদের কাছে ধন্যবাদ জ্ঞাপন
করছেন!!! এরমানে তারা আপনাকে ডিস্টার্ব করে নিশ্চয়ই?
তাহলে আপনিই বুঝুন/বোঝার চেষ্টা করুন, যে আপনি কথায় আছেন !!!"
কথাগুলো ভয়ের। এবং তাকওয়াকে পাশ কাটিয়ে নিশ্চিত হওয়ার মতো একটা ভয়। যা কাম্য নয়। এখানে অবশ্য তাওয়াক্কুলের একটা যুক্তি দাড়া করা হতে পারে কিন্তু এই মনোভাবগুলোকে শয়তান ব্যবহার করে থাকে
©somewhere in net ltd.
১|
২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:১৯
সাইবার অভিযত্রী বলেছেন: আল্লামা জাস্টিস ত্বকী উসমানী সাহেব তার দরসে তিরমীজির ৫ম খন্ডে তাবলীগ জাামতের প্রচলিত ভ্রান্তি সমুহ ও বাড়াবাড়ি গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন । বইটা বাংলাতে পাওয়া যায় । বাংলা বাজারে পাবেন । মদ্য বাড্ডাতেও পাবেন ।
যে সব বিষয় নিয়ে উনি আলোকপাত করেছেন সেগুলো হল :
১। তাবলীগী ভাইদের একটি ভুল : দাওয়াতের কাজ ফরজে আইন না ফরজে কেফায়া - এ বিষয়ে ভুল অবস্হানে থাকা ।
২। জেহাদকে বিভিন্ন উপায়ে অস্বীকার করা ।
৩। দাওয়াতের সুযোগ থাকলে জেহাদ করাকে না-জায়েজ বলা ।
৪। শুধু মাত্র প্রতিরক্ষা মুলক জেহাদ ইসলামে আছে, আক্রমণাত্মক জেহাদ নেই এরূপ বলা।
৫। মাসালা শুধু তাবলীগী মৌলবীদের কাছে বা তাবলীগের আমীর সাহেবের কাছে জানতে চাওয়া । পড়া-পড়িতে ব্যাস্ত বিদগ্ধ আলেমদের কাছে জানতে না চাওয়া ।
আল্লামা ত্বকী সাহেব আরো বলেন, এটা হক জামাত, এর বিরোধিতা করা জায়েজ নেই । এই কাজে আমাদের অংশ নিতে হবে । তবে এর ভুল ত্রটিগুলোও শুধরানোর চেষ্টা করতে হবে । তাবলীগ জামাত মাসুম বা নিষ্পাপ নয় ।
ছাত্রদের তিনি একাজে অংশ নিতে তাকিদ দেন তবে এমন যেন না হয় তাদের ভুল গুলো ই অনুসরণ শুরু করে, তাদের 'হা' এর সাথে 'হা' মিলায়, আর 'না' এর সাথে ' না ' মিলায় ।
Click This Link