নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাইবার অভিযাত্রী

যাদের হাতে দলীল প্রমাণ কম তারা গালি দেয় বেশি

সাইবার অভিযত্রী

সাইবার অভিযত্রী › বিস্তারিত পোস্টঃ

তাবলীগ জামাতেরকিছু কর্মীদের একটি বড় ভ্রান্তি : পবিত্র কোরাণ শিক্ষায় নিরুৎসাহিত করা ।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:১৭

তাবলীগ জামাত একটি হক জামাত । তাই বলে এটি ভুল ত্রুটির উর্ধে বা মাসুম নয় । আর ভুল ত্রুটিগুলোও সবার এক না, এক রকম না।



কোন কোন সাথীকে দেখা যায় কোরাণ শিক্ষার - ই বিরোধিতা করে ফেলেন । যেটা মারাত্মক । অনেক মসজিদেই বয়ষ্ক কোরাণ শিক্ষার ব্যবস্হা থাকে । যারা কোরাণ সহিহ শুদ্ধ পড়তে পারেন তাদের জন্য এটা দরকারী -ও না। কিন্তু যারা স হিহ শুদ্ধ কোরাণ পড়তে পারেন না, বিশেষ করে নামাঝের সুরাগুলো যাদের শুদ্ধ নয়, তাদের জন্য এটা খুবই দরকারী । দু:খের বিষয় অনেক সময় -ই দেখা যায় দাওয়াতের কাঝের অতী উৎসাহে অনেক কর্মীরা বয়ষ্ক শিক্ষার ও বিরোধীতা করে ফেলেন । অনেক সরাসরি বিরোধিতা না করলেও 'আড়াই ঘন্টা' পুরা করতে বলেন, বা 'দাওয়াত-তালীম-এস্তেগবাল' এর কাজ করতে বলেন ।



অথচ হজরত ইলিয়াস রহ: তো তাজবীদের ( সহিহ তেলওয়াত শিক্ষার ) জন্য আলাদা সময়-ই বের করতে বলেছেন । আমাদের তাবলীগী ভাইরা এ বিষয়ে বড়ই উদাসীন



আবার কেউ কেঊ তাজবীদের বিষয়ে আগ্রহ দেখালেও কুরাণের তরজমা বা তাফসীর জানার বিষয়ে ঘোর আপত্তি জানান ।



হযরত জাকারিয়া রহ: তাফসীর করার জন্য ১৫টি বিদ্যা জানা দরকার তা উল্লেখ করেছেন । বিষয়টির সাথে সমস্ত হক পন্থী আলেমরা একমত । কিন্তু তরজমা পড়া বা তফসীর পড়তেও যে এতগুলো বিদ্যা লাগবে সেটা তো উনি বলেন নি ! তাহলে তরজমা পড়তে অসুবিধা কোথায় ? বিশেষ করে যে সব সুরা আমরা সব সময় নামাজে পড়ে থাকি, সেগুলোর অর্থ জানা থাকলে নামাজে মনোযোগ দেওয়া সহজ হয় । সেগুলো জেনে নিতে অসুবিধা কি ?



এরপরও বলব হযরত ইলিয়াস রহ: বা জাকারিয়া রহ: যদি মুবাল্লিগদের তরজমা পড়তে নিষেধ করে থাকেন, তাহলে সেটা মেনে নেওয়া উচিত । কেননা বড়রা ভাল ভাবে জেনে বুঝেই কোন কথা বলেন , যার সবগুলো আমাদের সবসময় বুঝে না-ও আসতে পারে । কিন্তু ওনাদের পক্ষ থেকেও তো এমন কোন নিষেধাগ্গা পাওয়া যায় নি !



আমাদের কিছু ভাই -এর এরূপ ভুমিকা লা-মাযহাবী ও মৌদুদীদের অপপ্রচারে সুযোগ করে দেয়, যে তাবলীগ ওয়ালারা কোরাণ বিরোধী ! আল্লাহ আমাদের হেফাজত করুন।

মন্তব্য ১৭ টি রেটিং +০/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৩৩

সাইবার অভিযত্রী বলেছেন: আমার তাবলীগ ভাবনাগুলো নীচের পোষ্টগুলোতে বলার চেষ্টা করেছি, তাবলীগী ভাইদের পড়ার অনুরোধ করছি । কোন ভুল চোখে পরলে অবশ্যই ধরে দিবেন ।

তাবলীগ জামাতের কর্মীদের একটি ভুল : ইমান বৃদ্ধির উপায় শুধু দাওয়াত

তাবলীগ জামাতের কর্মীদের আর একটি ভুল : এইটাই কাম।

তাবলীগ জামাতের কর্মীদের একটি ভুল : অসৎ কাজের নিষেধ দরকার নেই, সৎ কাজের আদেশ বা দাওয়াতের মাঝেই অসৎ কাজের নিষেধ আছে।


তাবলীগ জামাতের কিছু কর্মীদের একটি ভুল : হিজরত ছাড়া, ইমান পূর্ণ হয় না, ইয়াক্কীন তৈরী হয়না।

তাবলীগ জামাতের কিছু কর্মীদের একটি ভুল : ' তাবলীগের কাজ বর্তমানে ফরজে আইন, ফরজে কেফায়া না '

তবলীগ জামাতের কর্মীদের একটি ভুল ' সংসার কিভাবে চলবে, বা ব্যবসা দিয়ে আমার সংসার চলে ' এজাতীয় কথা বলা ইমানের দূর্বলতা !


তবলীগ জামাতের কর্মীদের একটি ভ্রান্তি : ইসলামী জেহাদ-কে অস্বীকার করা।

তাবলীগ জামাতের কিছু কর্মীদের একটি ভুল : ' দাওয়াত থাকলে দ্বীন থাকবে, দ্বীন থাকলে দুনিয়া '

তবলীগ জামাতের কর্মীদের একটি ভুল : দাওয়াতের কাজ সমস্ত ফরজ কাজের মা ' উম্মুল ফরায়েজ'

যে ভুলটা জামাতে ইসলামী ও তাবলীগের কর্মীরা করে থাকেন : চাকরী-ব্যবসা, খাওয়া -দাওয়া সব এবাদত !

তাবলীগ জামাতের হুজুর- কর্মীদের প্রতি একটা পরামর্শ: ' উম্মতের ফজীলত বলতে গিয়ে সীমা অতিক্রম করবেন না'

তাবলীগ জামাতের কর্মীদের প্রতি একটা পরামর্শ : বিতর্কিত মহিলা তাবলীগকে মূল তাবলীগ থেকে আলাদা রাখুন

তাবলীগী ভাইদের কাছে প্রশ্ন : দাওয়াত বড় না এবাদত ? দায়ীর মর্যাদা বেশী না আবেদের ?

তাবলীগ জামাতের কর্মীদের প্রতি অনুরোধ : পীর-মুরীদীকে অস্বীকার করবেন না ।


তাবলীগ জামাতের কর্মীদের দৃষ্টি আকর্ষণ :জেনে নিন কিভাবে তবলীগের ক্ষতি হয় ?

২| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:১৫

মোমেরমানুষ৭১ বলেছেন: ভাই একটা কথা বলি মাইন্ড কইরেন না, আপনি যেহেতু বুঝতেই পেরেছেন তাবলীগ ওয়ালাদের এটা ভুল, ওটা ভুল, এটা অন্যায়, ওটা অন্যায় সেটা ব্লগে না বলে আপনি সরাসরি কাকরাইল মসজিদে তাবলীগের কোন শীর্ষ স্থানীয় আমীরের সাথে যোগাযোগ করুন। এ জন্য আপনাকে কোন মিডিয়া ধরার প্রয়োজন নেই। সেখানে দায়িত্বশীল কাউকে বললেই আপনি সরাসরী কথা বলতে পারবেন।
ব্লগের সবাই তো তাবলীগ ওয়ালা না, বা এখানে কোন মুরুব্বীরাও ব্লগিং করতে বসেন না। সো আমি মনে করি বিষয়টা নিয়ে ব্লগে বিভ্রান্তি না ছড়িয়ে সরাসরি সেখানেই যান, কারন এখানে আপনি কেবল কিছু বিভ্রান্তিমূলক প্রশ্নই ছুড়ে দিতে পারবেন, এর বেশি কিছু না। আশা করি এ সম্পর্কীয় কোন পোস্ট দেওয়ার আগে একটু সতর্ক হবেন

২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১৭

সাইবার অভিযত্রী বলেছেন: ভাই আপনার গুরুত্বপূর্ন পরামর্শের জন্য অনেক অনেক ধন্যবাদ ।

৩| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:১৫

জুবায়েদ হোসেন বলেছেন: তাবলীগ জামাত আপনার কি ক্ষতি করল? আর এইসব এইখানে বলার মানে কি?

২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১৯

সাইবার অভিযত্রী বলেছেন: তাবলীগ জামাত আমার অনেক উপকার করেছে, তাই ওনাদের খেদমতের উদ্দেশ্যই শিখছি, যদি কোন ভাবে ওনাদের খেদমত করা যায় এই আর কি!

৪| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৩২

জিনিয়াস_মাহ্ফুজ বলেছেন: আমি মোমের মানুষ ও জুবায়েদ ভাইয়ের সাথে সম্পুরনরুপে একমত। লেখক- আপনি যদি বেশি জানেন তবে সমস্যা নাই। আপনি কাকরাইলে গিয়ে
মুরুব্বিদের সাথে কথা বলে এর সমাধান করতে পারেন। অন্যথায়,
বুঝাই জাচ্ছে আপনি কুমতলব এটেছেন।

২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২১

সাইবার অভিযত্রী বলেছেন: ভাই আমি খুবই কম জানি, আপনি, মোমের মানুষ, মুফতী উযায়র আর যারা আছেন যদি দয়া করে আমার আপত্তিগুলো মুরুব্বীদের কাছে পেশ করতেন, আর এর সমাধানটা আমদের সবাইকে জানিয়ে দিতেন, তবে উম্মতের বড় খেদমত হত।

৫| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০৫

জাহিদ ২০১০ বলেছেন: আপনি যে কি শুরু করলেন একমাত্র আল্লাহপাক আর আপনিই জানেন।

আচ্ছা একটা কথা বলেন তো দেখি ব্লগে কতজন তাবলীগওয়ালা বা সমর্থনকারী আছেন??? শতকরা ৫-১০ জন ব্লগার পাওয়া যাবে যারা তাবলীগওয়ালা বা সমর্থনকারী আছেন আর বাকী যারা আছেন তারা এর বিরোধী না হলে পছন্দ করেন না। আপনার উদ্দেশ্য যে ভাল তা আমি জানি তবে শতকরা ৫-১০ জন তাবলীগওয়ালাদের সংশোধন বা শুধরানো জন্য আপনি একের পর এক পোষ্ট দিচ্ছেন কিন্তু বাকি যারা আছেন তারা কি তাবলীগ সম্পর্কে কোন ভাল ধারনা আপনার পোষ্ট থেকে পাচ্ছে????

তাবলীগ সর্ম্পকে উক্ত ৯০% ব্যক্তি কিন্তু ঠিকই তাবলীগ সর্ম্পকে একটার পর একটা খারাপ ধারনা পাচ্ছে যা আপনার ভাল করে বুঝা উচিত।

তাবলীগের যারা সাথী আছেন তাদের মধ্যে কিছু ভুল ভ্রান্তি থাকতেই পারে তবে তার জন্য যারা তাবলীগ বিরোধী তাদের কাছে এগুলো প্রকাশ করলে তারা তাবলীগ সর্ম্পকে যে খারাপ ধারনা রাখে তা আরো দৃঢ় হবে বৈকি দূর হবে না। নিজেদের দুর্বলতা অন্যের নিকট প্রকাশ করা মানে নিজের কাজকে খাটো করা ছাড়া আর কিছুই না।

আপনি আপনার পোষ্ট গুলো ফেসবুকে অনেক তাবলীগ সমর্থিত গ্রুপ আছে সেখানে প্রকাশ করতে পারেন। তাহলে সেই গ্রুপ মেম্বাররা তাদের ভুল ভ্রান্তি ধরতে পারবেন এবং সংশোধন করার চেষ্টা করতে পারেন। মসজিদে মাশওয়ারায় এ বিষয় গুলো উঠাতে পারেন। যারা জিম্মাদার সাথী আছেন তাদের কাছে পেশ করে কিভাবে এর থেকে পরিত্রান পাওয়া যায় তা জানতে পারেন।


২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২৩

সাইবার অভিযত্রী বলেছেন: ভাই ফেস বুকের গ্রুপ গুলোর ঠিকানা যডি দিতেন, তবে চেষ্টা করতাম।
আর আপনি কোন গ্রপের মেম্বার হয়ে থাকলে , আমাকে কি তাতে নেওয়া যায় ?

৬| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৩

জাহিদ ২০১০ বলেছেন: Click This Link

https://www.facebook.com/groups/Tableg/

https://www.facebook.com/groups/Qawmi.OAF/

২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৬

সাইবার অভিযত্রী বলেছেন: ধন্যবাদ ভাই।

৭| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৯

জাহিদ ২০১০ বলেছেন: আশা করি আপনি এরকম আর কোন পোষ্ট অন্তত এখানে দিবেন না। প্লিজ

২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:০২

সাইবার অভিযত্রী বলেছেন: কি যে বলেন ভাই, এগুলো তো আমাদের সচেতনতা তৈরীর জন্য ! পোষ্ট বন্ধ করে দিলে সেটা হবে কি করে ?

৮| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:০৬

জাহিদ ২০১০ বলেছেন: আমার ১ম কমেন্ট মনে হয় আপনি বুঝেন নাই। অপাত্রে দান করার মানে বুঝেন????

২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:২৫

সাইবার অভিযত্রী বলেছেন: হয়ত..

৯| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৩৯

মোমেরমানুষ৭১ বলেছেন: ভাই আপনি যদি সত্যিকারের অর্থেই তাবলীগ জামাতের হিতাকাংখী হয়ে থাকেন তাহলে জাহিদ ভাইয়ের ৫নং কমেন্টটা ফ্লো করতে অনুরোধ করব।

আপনি আপনার আগের বিভিন্ন কমেন্টে বলেছেন, আপনি তাবলীগে অনেক সময় দিয়েছেন, বাহিরে আপনার সফরও হয়েছে একাধিকবার, সবশেষে আপনার এলাকার তাবলীগের সাথীরাও আপনাকে এড়িয়ে চলছে, তারা আপনাকে আপনার মতই থাকতে দিচ্ছে। সো আপনি বিষয়টা কিভাবে ভাবছেন জানিনা তবে আমার একান্ত অনুরোধ থাকবে যারা তাবলীগ সম্পর্কে খুবই কম জানে, বা যারা এর বিরোধীতা করে তাদের সামনে দাওয়াত ও তাবলীগের মত মহান কাজকে হাস্যরস বানাবেন না।
আরেকটি কথা আরেকবার বলব যদি সত্যিকার অর্থেই আপনার কাছে মনে হয় এটা তাবলীগের ভুল তাহলে সরাসরী কাকরাইল মারকাজে গিয়ে উপস্থাপন করুন, ব্লগে বা স্যোসাল মিডিয়ায় না। আপনি যেহেতু এক সময়কার তাবলীগের সাথী আপনিই ভাল বুঝবেন কোথায় গিয়ে বললে কাজে আসবে, দয়া করে ব্লগের মত জায়গায় এটা নিয়ে আর কোন বিতর্ক সৃষ্টি করবেন না। আল্লাহ আমাদের দ্বীনের সঠিক বুঝ দান করুক.....

২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:২৬

সাইবার অভিযত্রী বলেছেন: vai, can you please help?
To send this to the Kakrail ?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.