![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাদের তাবলীগী ভাইয়েরা বলেন, তাবলীগ জামাতে গিয়ে যে কোন নেক আমল করলে ঘরে বসে আমল করার চেয়ে ৪৯ কোটি গুন সওয়াব পাওয়া যায় । সুবহানাল্লাহ ।
এই ফজীলতের কথা শুনে, আমার মনে কয়েকটি এশকাল ( প্রশ্ন ) তৈরী হয়েছে । কারো জানা থাকলে উত্তর দিয়ে বাধিত করবেন ।
১। আমরা প্রতি শুক্রবার জুমার নামাজ পড়তে যাই । আবার ৩ দিনের বেশীর ভাগ জামাত ও ছুটির কারণে এই দিন-ই বের হয় । যারা ৩ দিনের জামাতে গিয়ে জুমা পড়েন তারা কি আমাদের চেয়ে ৪৯ কোটি গুন সোয়াব পান ?
২। প্রতি বছর অনেক হাজী সাহেবরা হজে যান । তাবলীগী ভাইয়াও অনেকে জামাত বন্দী হয়ে ২ মাসে জন্য হজের মেহনতের জন্য হজে যান । যারা তাবলীগী জামাতের সাথে হজে যান, তারা কি অন্যদের তুলনায় ৪৯ কোটি হজের সোয়াব পান ?
২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৩৩
সাইবার অভিযত্রী বলেছেন: সাহাবারা কি এই লাভের কথা জানতেন ?
খোন মুহাদ্দিস এই লাভের কথা জানতেন?
ইসলামের ১৩০০ বছরে কোন আলেম বলেছেন দাওয়াতের নিয়তে ঝ করলে ৪৯ কোটি হজের সোয়াব পাওয়া যাবে ?
হযরত ইলিয়াস রহ: , জাকারিয়া রহ : ওনারা কি কে্য এ কথা বলেছেন ?
আপনি এটা জানলেন কার কাছ থেকে ?
আবার যে আল্লাহর রাস্তায় খরচ পাঠিয়ে দিল, অথচ সে তার বাড়িতে থেকে গেল তার জন্য প্রত্যেক টাকার বিনিময়ে ৭ শত টাকা .... তার মানে এক - ৭০০, আবার ফাজায়েলে জিকির - এ মুসনাদে আহমাদের একটি হাদীস আছএ, আল্লাহর জিকির আল্লার রাস্তায় খরচের চেয়ে ৭ লক্ষ গুন ফজীলত রাখে এই হাদীসে নিশর্ত ভাবে জিকিরের কথা বলা হয়েছে, আল্লাহর রাস্তায় বের হয়ে জিকির করতে হবে এরূপ কিছু নেই ।
তাহলে তো ঘরে বসে জিকির করলেও ৪৯ কোটি গুন সওয়াব হয় । আর সেক্ষেত্রে ঘরে - আর আল্লাহর রাস্তার সওয়াব বরাবর হয়ে যায় !
এটা নিয়ে কি বলবেন ?।
২| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৩৭
মাইন রানা বলেছেন: হ্যাঁ যদি আল্লাহর রাস্তায় যাওয়ার নিয়তে যারা জুম্মা, হজ্জ, জিহাদে যায় তারা সবাই ৪৯ কোটি গুন বেশী পাবে।
এখানে নিয়ত হল আসল। কে কোন নিয়তে যায়। অনেকে নিজেকে হাজী বানাতে, বা নির্বাচনী পোস্টারে আলহাজ্জ লিখতে হজ্জে যানা তারা সওয়াব পাবে বলে মনে হয় না।
৪৯ কোটি গুন কি আপনার কাছে খুব বেশী মনে হচ্ছে?!!
আল্লাহ এমন এক দাতা যার কাছে কোন কিছুই বেশী নয়।
২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৩৮
সাইবার অভিযত্রী বলেছেন: সাথীরা মোকামী গাস্ত করেন, আবার জামাতে গিয়েও গাস্ত করেন ।
জামাতে গিয়ে যে গাস্ত করেন তাতে কি এলাকার গাস্তের চেয়ে ৪৯ কোটি গুন সোয়াব বেশী হবে ?
কেউ যদি জুমা নামাজ পড়ার জন্য বা জুমার নামাজ আদায় করার নিয়তেই যান, তিনি কয়গুন সোয়াব পাবেন ? ১ গুন ?
আর যদি দাওয়াতের নিয়তে যান তবে কি ৪৯ কোটিগুন সোয়াব পাবেন? ৪৯ কোটি জুমার সোয়াব পাবেন ? যারা ৩ দিনের জামাতে গিয়ে জুমা আদায় করেন তারা কি মহল্লাবাসীদের চেয়ে ৪৯ কোটি গুন বা ৪৯ কোটি জুমার সোয়াব পাবেন ?
©somewhere in net ltd.
১|
২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৪৬
হাসান মাহমুদ তানভির বলেছেন: ১) হ্যাঁ। তারা আমাদের চেয়ে বেশী পান।
২) হজে যাওয়া যদি আল্লাহ্র রাস্তায় যাওয়া হয়, তবে পাবেন। এটা কোন আলেম কে জিজ্ঞাসা করে নেবেন।
আর ৪৯ কোটি গুন সওয়াব নিয়ে দলিলঃ
হাদিসঃ “যে আল্লাহর রাস্তায় খরচ পাঠিয়ে দিল, অথচ সে তার বাড়িতে থেকে গেল তার জন্য প্রত্যেক টাকার বিনিময়ে ৭ শত টাকা আর যে আল্লাহর রাস্তায় নিজে খেলো এবং নিজের জন্য ব্যয় করলো তা তার জন্য প্রত্যেক টাকার বিনিময়ে ৭শ হাজার টাকা (অর্থাৎ ৭ লাখ)
(আবু দাউদ, পৃষ্ঠা ঃ ৩৩৮)
এখন ৭ লাখ x ৭ শ = ৪৯ কোটি। ধন্যবাদ।