![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তাবলীগী ভাইদের কিছু ভুল ত্রুটি নিয়ে ব্লগে আলোচনা করছিলাম । একজন ব্লগার যা বললেন তার মানে দাড়ায়, মুরুব্বীরা যেহেতু পরামর্শ করে কাজ করেন, তাই এতে ভুল হবে না । পরামর্শ করে যা সিদ্ধান্ত নেওয়া হয় তা সঠিক -ই হবে ।
অথচ শরীয়তে পরামর্শের বিষয়টি এরূপ না । ওহীর মাধ্যমে প্রাপ্ত বিষয় সবসময় নির্ভুল। আর কোন কিছুই ওহীর মত নির্ভুল না । আর ওহীর বিকল্প কোন কিছুই না । অনেক সময় কিছু কিছু কর্মীরা তো একথাও বলে ফেলেন যে পরামর্শ ওহীর বিকল্প , যা খুবই ভুল কথা, মারাত্মক কথা।
বদরের যুদ্ধের পর যুদ্ধ বন্দীদের নিয়ে কি করা হবে, এনিয়ে রসুল সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাহাবাদের নিয়ে পরামর্শ করেন । হযরত ওমর রা: মত প্রকাশ করেন, সব বন্দীদের হত্যা করে দেওয়া হোক । প্রত্যেক ব্যক্তি তার আত্মীয়কে হত্যা করবে । হজরত আবু বকর রা: নরম দিলের লোক ছিলেন, তিনি মত দেন মুক্তিপনের বিনিময়ে বন্দীদের ছেড়ে দেওয়া হোক । দয়ার নবী হযরত আবু বকর রা: মতের উপর সিদ্ধান্ত দিলেন । কিন্তু আল্লাহ তায়ালার সন্তুষ্টি ছিল হজরত ওমরের সিদ্ধান্ত মত । আর এর বিপরীত সিদ্ধান্ত গৃহিত হওয়াতে আল্লাহর আজাব নেমে এসছিল । অবশ্য পরামর্শ মত কাজ করায় আল্লাহ তায়ালা আজাবকে উঠিয়ে নেন ।
খুবই গুরুত্বপূর্ন একটা ঘটনা । প্রথমত পরামর্শ করলেই যে সিদ্ধান্ত নির্ভুল হয়না এ ঘটনা তার দলীল ।
২| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:০১
সাইবার অভিযত্রী বলেছেন: আর আযাব না পাঠান মানেই আল্লাহর রেজামন্দী বা সঠিক সিদ্ধান্ত তা কিন্তু নয় । আবার অনেক বিষয় মাশওয়ার বিষয় -ই না । যেমন শরীয়তের বিষয় ।
৩| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:৩১
একাকী বাংলাদেশি বলেছেন: ভাইরে কথা তো কইসেন ঠিকই কিন্তু একটা সুক্ষ গ্যাপ রাইখা দিসেন। আপনি আমার অনুসারিত লিস্টে। সেই লিস্টের মানুষরা কথা বলার সময় একটু দায়িত্ব নিয়ে কথা বলবে সেটাই উচিৎ নাকি?
পরামর্শ করে যেই ডিসিশন হয় সেইটা নির্ভুল হয় তা কখনো ভুল হয়না, এই ধরনের ব্যাখ্যা দেওয়া হয়না। বলা হয় যে এর মাধ্যমে আল্লাহর রহমত আর বরকত থাকে এবং আযাব উঠিয়ে নিয়ে যায়। আর পরামর্শ-কে ওহীর বিকল্প কখনোই বলা হয় না। কিন্তু এখনকার জমানায় ওহী আসবেনা দেখে পরামর্শ ছাড়া বিকল্প নেই।
ভাই প্লীজ একটু দায়িত্ব নিয়ে লিখবেন। ইসলাম সম্পর্কে আমারও হালকা পাতলা জ্ঞান আছে, কিন্তু তারপরেও লিখিনা শুধু এই কারনে যে আমার দ্বারা কোন ভুল ইনফো অথবা ভুল ব্যাখ্যা যাতে না বের হয়।
৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৩৭
সাইবার অভিযত্রী বলেছেন: ভাই ইসলাম সম্পর্কে আমার জ্ঞান খুবই কম । হযরত রশীদ আহমাদ গাংগুহী রহ: বলেছেন, ফতোয়া দেওয়া সবচেয়ে কঠিন কাজ, অসংখ্য বিষয় সামনে রেখে শত শত শাখা প্রশাখা মাঠায় রেখে তবেই ফতোয়া দিতে হয় , এর থেকে স হজ হচ্ছে দরস , আর তার চেয়েও স হজ হচ্ছে ওয়াজ । ক্কারী তৈয়ব সাহেব এ থেকে বলেন আর আর তার থেকেও স হজ হচ্ছে সমালোচনা করা !
ইসলাম সম্পর্কে আপনার জ্ঞান আছে বলেই লেখা লেখিতে সতর্কতা অবলম্বন করেন, আর আমার সেটা নেই তাই, সতর্কতাও নেই । দোয়া করেন, আল্লাহ তায়ালা জ্ঞান ও সতর্কতার তৌফিক দিন।
পোষ্টে যে বিষয়টা বলার চেষ্টা করেছি তা হল :
১। পরামর্শের সিদ্ধান্ত সবসময় নির্ভুল হবে না
২। পাঠান আযাব হটে যাবে সেটাও বলা যায় না, কারণ সেই সব পবিত্র আত্মার পরামর্শ আর আমাদের পরামর্শ এক না । আমরা অনেক সময় পক্ষপাতিত্ব ও স্বার্থপরতার দোষে দুষ্ট । তাই আমাদের পরামর্শের কারণে নেওয়া সিদ্ধান্ত অন্যায় বলে বিবেচিত হতে পারে, যা শাস্তিযোগ্য । ওনাদের সিদ্ধান্ত ছিল শুধুই ভুল, আর এ ব্যাপারেও ওনারা ছিলেন অপারগ, যা কখনই অন্যায় না।
৩। তাই পরামর্শ করে কাজ চলছে- শুধু এই যুক্তিতে সমালোচনার জবাব দেওয়া ঠিক হবে না যে, সব কিছু ঠিকই আছে, সমালোনাচনা গুলোই ভুল আর পরামর্শ মাফিক কাজগুলো নির্ভুল ।
৪| ০৩ রা অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৩৪
একাকী বাংলাদেশি বলেছেন: হুমম দিছেন তো আলপিনের খোঁচা
ইসলাম সম্পর্কে আপনার জ্ঞান আছে বলেই লেখা লেখিতে সতর্কতা অবলম্বন করেন, আর আমার সেটা নেই তাই, সতর্কতাও নেই । দোয়া করেন, আল্লাহ তায়ালা জ্ঞান ও সতর্কতার তৌফিক দিন।
০৪ ঠা অক্টোবর, ২০১৩ রাত ৯:৪৫
সাইবার অভিযত্রী বলেছেন: না রে ভাই, এফ সি পি এস চাকু চালাইতে হাজার বার চিন্তা করে, আর নাপিত বেটা বিনা চিন্তায় -ই খুর চালায়, আমি হলাম সেই নাপিতের মত!
৫| ০৩ রা অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৩৪
একাকী বাংলাদেশি বলেছেন: হুমম দিছেন তো আলপিনের খোঁচা
ইসলাম সম্পর্কে আপনার জ্ঞান আছে বলেই লেখা লেখিতে সতর্কতা অবলম্বন করেন, আর আমার সেটা নেই তাই, সতর্কতাও নেই । দোয়া করেন, আল্লাহ তায়ালা জ্ঞান ও সতর্কতার তৌফিক দিন।
০৪ ঠা অক্টোবর, ২০১৩ রাত ৯:৪৫
সাইবার অভিযত্রী বলেছেন: দোয়া করেন , আল্লাহ তায়ালা জ্ঞান ও সতর্কতার তৌফিক দিন। Amin.
©somewhere in net ltd.
১|
২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৫৯
সাইবার অভিযত্রী বলেছেন: এখন কেউ তো এ কথা বলতে পারেন, যে পরামর্শ করে কাজ করলে আল্লাহ পাক সব সময়ই রাজী থাকবেন, ভুল হলেও তিনি আজাব দিবেন না, রাজী হয়ে যাবেন ।
এর জবাব হচ্ছে ওনার ছিলেন পবিত্র আত্মা, দুনিয়াবী লোভ লালসা থেকে মুক্ত, আল্লাহ তায়ালার আদেশ মানার বিষয়ে অতিশয় সচেষ্ট । ওনাদের ভুলে আল্লাহ তায়ালা আজাব পাঠান নি, তাই বলে অন্যদের বিষয়েও যে এরূপ সিদ্ধান্ত হবে তা বলা যায় না ।