নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাইবার অভিযাত্রী

যাদের হাতে দলীল প্রমাণ কম তারা গালি দেয় বেশি

সাইবার অভিযত্রী

সাইবার অভিযত্রী › বিস্তারিত পোস্টঃ

তবলীগ জামাতের কর্মীদের একটি ভুল ' দ্বীনি বই পুস্তক পাঠে অনীহা '

৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৪১

তাবলীগের ৬ নম্বর পুরা দ্বীন না, আর ফাজায়েলে আমালেও পুরা দ্বীনের সমস্ত বিষয়াবলী বর্ণিত নেই । তাবলীগী ভাইরা মুখ একথা মেনে নিলেও কার্যত তাদেরকে অন্যান্য দ্বীনি বই পত্র পড়তে দেখা যায় খুবই কম । অথচ বুজুর্গানে দ্বীন বলেছেন কোন কিতাব পাঠ করা তার লেখকের সোহবতের বিকল্প । অর্থাৎ হযরত জাকারিয়া বা থানবীর কিতাব পড়া ওনাদের সোহবতের-ই বিকল্প !



হজরত ইলিয়াস রহ: ওনার মাকাতীব ( লিখিত চিঠির সংকলকন ) - এ বার বার বিভিন্ন কিতাব পাঠ করার কথা বলেছেন । সৈয়দ আলী মিয়া ( আবুল হাসান আলী নদভী ) - এর কাছে লিখিত ৩ নং ও ৫ নং চিঠিতে, মিয়াজী ইসার কাছে লিখিত ৩নং চিঠিতে জাজাউল আমাল ( থানভী রচিত ) পড়ার কথা বলেছেন শায়খ জাকারিয়ার কিতাবের পাশাপাশি । এই চিঠি গুলোতে বিভিন্ন কিতাবের নাম আসলেও 'জাজাউল আমাল' এর নাম এসেছে সব চিঠিতে ।



মেওয়াতের কর্মীদের উদ্দেশ্যে লিখা এক চিঠিতে ( ১ নং) তিনি বলেন, থানভীর লেখা থেকে এলেম আসবে, আর থানভীর লোকদের থেকে আমল তৈরী হবে । অথচ আজকাল তাবলীগী ভাইদের বেশীরভাগই দেখা যায় দাওয়াতের কাজকেই এলেম ও আমলের জন্য স্বয়ংসম্পূর্ণ মনে করেন । যদিও হযরত ইলিয়াস রহ: তা মনে করতেন না !



আর একটা বিষয় হজরত ইলিয়াস রহ: মাকাতীবে বেশ গুরুত্ব দিয়ে বলেছেন, একাকী কিতাব পড়ার কথা । তালীমের নেসাব ভুক্ত কিতাবই তিনি একাকীও পড়তে বলেছেন । তিনি খুবই আজীব একবিষয় এর দিকে মনোযোগ আকর্ষণ করেন , একাকী কিটাব পড়া আর এস্তেমায়ী কিতাব পাঠ দুটার ফলাফল ভিন্ন ভিন্ন । একাকী পরার মাঝে যে নুর পাওয়া যায় তা এস্তেমায়ী তালিমে পাওয়া যায় না, আর এস্তেমায়ী তালীমে যে বরকত পাওয়া যায় তা একাকী পাওয়া যায় না!



মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৪:৪২

সাইবার অভিযত্রী বলেছেন: তাবলীগ জামাত একটি বিরট ইসলামী খেদমতের কাজ করছে । যার কোন বিকল্প নেই । কিন্তু এ জামাত মাসুম বা ভুল ত্রুটির উর্ধে না! তাবলীগ জামাতের ভুল -ত্রটিগুলো ওলামায়ে কেরাম বিভিন্ন সময় চিন্হিত করেছেন । সেগুলো নীচের পোষ্টগুলোতে বলার চেষ্টা করেছি, তাবলীগী ভাইদের পড়ার অনুরোধ করছি । কোন ভুল চোখে পরলে অবশ্যই ধরে দিবেন ।

তাবলীগ জামাতের কর্মীদের একটি ভুল : ইমান বৃদ্ধির উপায় শুধু দাওয়াত

তবলীগ জামাতের কিছু কর্মীদের একটি ভুল ' দাওয়াত দিলে যেভাবে ইমান বাড়ে তা অন্য কোন উপায়ে বাড়ে না '

তবলীগ জামাতের কিছু কর্মীদের একটি ভুল 'দাওয়াত দিলে ইমান বাড়ে, দাওয়াত না দিলে যেভাবে ইমান কমে যায় '

তাবলীগ জামাতের কর্মীদের আর একটি ভুল : এইটাই কাম।

তাবলীগ জামাতের কর্মীদের একটি ভুল : অসৎ কাজের নিষেধ দরকার নেই, সৎ কাজের আদেশ বা দাওয়াতের মাঝেই অসৎ কাজের নিষেধ আছে।


তাবলীগ জামাতের কিছু কর্মীদের একটি ভুল : হিজরত ছাড়া, ইমান পূর্ণ হয় না, ইয়াক্কীন তৈরী হয়না।

তাবলীগ জামাতের কিছু কর্মীদের একটি ভুল : ' তাবলীগের কাজ বর্তমানে ফরজে আইন, ফরজে কেফায়া না '

তবলীগ জামাতের কর্মীদের একটি ভুল ' সংসার কিভাবে চলবে, বা ব্যবসা দিয়ে আমার সংসার চলে ' এজাতীয় কথা বলা ইমানের দূর্বলতা !

তবলীগ জামাতের কর্মীদের একটি ভ্রান্তি : ইসলামী জেহাদ-কে অস্বীকার করা।

তাবলীগ জামাতের কিছু কর্মীদের একটি ভুল : ' দাওয়াত থাকলে দ্বীন থাকবে, দ্বীন থাকলে দুনিয়া '

তবলীগ জামাতের কর্মীদের একটি ভুল : দাওয়াতের কাজ সমস্ত ফরজ কাজের মা ' উম্মুল ফরায়েজ'

যে ভুলটা জামাতে ইসলামী ও তাবলীগের কর্মীরা করে থাকেন : চাকরী-ব্যবসা, খাওয়া -দাওয়া সব এবাদত !

তাবলীগ জামাতের হুজুর- কর্মীদের প্রতি একটা পরামর্শ: ' উম্মতের ফজীলত বলতে গিয়ে সীমা অতিক্রম করবেন না'

তাবলীগ জামাতের কর্মীদের প্রতি একটা পরামর্শ : বিতর্কিত মহিলা তাবলীগকে মূল তাবলীগ থেকে আলাদা রাখুন

তাবলীগী ভাইদের কাছে প্রশ্ন : দাওয়াত বড় না এবাদত ? দায়ীর মর্যাদা বেশী না আবেদের ?

তাবলীগ জামাতের কর্মীদের প্রতি অনুরোধ : পীর-মুরীদীকে অস্বীকার করবেন না ।


তাবলীগ জামাতের কর্মীদের দৃষ্টি আকর্ষণ :জেনে নিন কিভাবে তবলীগের ক্ষতি হয় ?

আল্লামা জাস্টিস ত্বকী উসমানীর বিশ্লেষণে তাবলীগীদের একটি ভ্রান্তি : তাবলীগের আমিররা এমন অনেক সিদ্ধান্ত দেন যা শরীয়তের খেলাফ।


তাবলীগ জামাতের কর্মীদের একটি বড় ভ্রান্তি : পবিত্র কোরাণ শিক্ষায় অনীহা


তাবলীগ জামাতের কিছু কর্মীদের একটি বড় ভ্রান্তি : পবিত্র কোরাণ শিক্ষায় নিরুৎসাহিত করা

তাবলীগ জামাতের কর্মীদের একটি বড় ভ্রান্তি : জরূরী এলেম শিক্ষায় অনীহা

তবলীগ জামাতের কর্মীদের একটি ভুল ' দ্বীনি বই পুস্তক পাঠে অনীহা '

তাবলীগ জামাতের ৪৯ কোটি সোয়াব নিয়ে কিছু প্রশ্ন

তাবলীগী কিছু ভাইয়ের একটি ভুল ধারণা : মাশওরা করে যে সিদ্ধান্ত আসে তা সব সময় সঠিক।

২| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:২২

জুনায়েদ মারুফি বলেছেন: chulkay keno, apnak dake tablik korthe, halar dalal kothakar.....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.