নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাইবার অভিযাত্রী

যাদের হাতে দলীল প্রমাণ কম তারা গালি দেয় বেশি

সাইবার অভিযত্রী

সাইবার অভিযত্রী › বিস্তারিত পোস্টঃ

ইমান বৃদ্ধির বিশেষ আমল কোরাণ তেলওয়াত

০৩ রা অক্টোবর, ২০১৩ সকাল ৮:১৪

إِنَّمَا الْمُؤْمِنُونَ الَّذِينَ إِذَا ذُكِرَ اللَّهُ وَجِلَتْ قُلُوبُهُمْ وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آَيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ



.... যখন তাদের সামনে কোরাণের আয়াত তেলওয়াত করা হয় তখন তাদের ইমান বেড়ে যায় ..



মুফতী মোহাম্মদ শফী সাহেব তার বিষ্ময়কর তাফসীর গ্রন্থ মারেফুল কুরাণে লিখেছেন সমস্ত ওলামারা এ বিষয়ে একমত ইমানের বৃদ্ধি মানে ইমানের শক্তি বা নূর বৃদ্ধি।



ওলামা-এ কেরাম কোরাণ তেলওয়াতের ৩ টি বিশেষ ফায়দার কথা বলেন :



অন্তরের মরিচা দূর হয়।

আল্লাহর মহব্বত হাসিল হয়

প্রতিটি হরফে কমপক্ষে ১০ নেকী হাসিল হয় ।



না বুঝে কোরাণ পড়লেও এই ফায়দা সমুহ হাসিল হবে । যে ব্যক্তি বলে না বুঝে পড়লে কোন ফায়দা নেই সে বদ্দ্বীন জাহেল বা উভয়টাই। এখানে লক্ষনীয় প্রথম দুটি ফায়দা 'অন্তরের মরিচা দূর ',' আল্লাহর মহব্বত হাসিল' সরাসরি ইমান বৃদ্ধি ।



নফল এবাদতের মধ্যে আর কোন কিছুতে এত স্পষ্ট ভাবে ইমান বৃ্দ্ধির কথা বলা নেই ।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৩ রা অক্টোবর, ২০১৩ সকাল ৮:৩৩

সাইবার অভিযত্রী বলেছেন: ইমানের হ্রাস-বৃদ্ধি নিয়ে তাবলীগ জামাতের প্রচলিত ধারণা ও সাইবার অভিযাত্রীর অনুসন্ধান

Click This Link

২| ০৯ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:৫৩

বশর সিদ্দিকী বলেছেন: না বুঝে মানে অর্থসহ না পরলে আসলেই কোন ফায়দা নাই।

না বুঝে কোরান পরারটা হচ্ছে কানার স্বর্নের খনি হাতরানোর মত। কি মহামুল্যবান জিনিষ সে হাতরাইতেছে তা সে নিজেই জানেনা।

১৩ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:০৩

সাইবার অভিযত্রী বলেছেন: যে ব্যক্তি বলে না বুঝে পড়লে কোন ফায়দা নেই সে বদ্দ্বীন জাহেল বা উভয়টাই।

৩| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৪০

বেলা শেষে বলেছেন: Anyway we have to study "Quran"

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.