নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাইবার অভিযাত্রী

যাদের হাতে দলীল প্রমাণ কম তারা গালি দেয় বেশি

সাইবার অভিযত্রী

সাইবার অভিযত্রী › বিস্তারিত পোস্টঃ

তাবলীগে না গেলে ইমান শিখা যায় না, ১২ বছর মাদ্রসায় পড়লে এলেম শিক্ষা হয়, ইমান শিখা হয় না ।

০৩ রা অক্টোবর, ২০১৩ দুপুর ২:১৮

অনেক তাবলীগের কর্মীরা না জানার কারণে এরূপ বলে থাকে ।

তাবলীগে না গেলে ইমান শিখা যায় না, ১২ বছর মাদ্রসায় পড়লে এলেম শিক্ষা হয়, ইমান শিখা হয় না - অথচ এগুলো খুবই মূর্খতা ।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৩ রা অক্টোবর, ২০১৩ দুপুর ২:২১

সাইবার অভিযত্রী বলেছেন: তাবলীগ জামাত একটি বিরাত ইসলামী খেদমতের কাজ করছে । যার কোন বিকল্প নেই । কিন্তু এ জামাত মাসুম বা ভুল ত্রুটির উর্ধে না! তাবলীগ জামাতের ভুল -ত্রটিগুলো ওলামায়ে কেরাম বিভিন্ন সময় চিন্হিত করেছেন । সেগুলো নীচের পোষ্টগুলোতে বলার চেষ্টা করেছি, তাবলীগী ভাইদের পড়ার অনুরোধ করছি । কোন ভুল চোখে পরলে অবশ্যই ধরে দিবেন ।

তাবলীগ জামাতের কর্মীদের একটি ভুল : ইমান বৃদ্ধির উপায় শুধু দাওয়াত

তবলীগ জামাতের কিছু কর্মীদের একটি ভুল ' দাওয়াত দিলে যেভাবে ইমান বাড়ে তা অন্য কোন উপায়ে বাড়ে না '

তবলীগ জামাতের কিছু কর্মীদের একটি ভুল 'দাওয়াত দিলে ইমান বাড়ে, দাওয়াত না দিলে যেভাবে ইমান কমে যায় '

তাবলীগ জামাতের কর্মীদের আর একটি ভুল : এইটাই কাম।

তাবলীগ জামাতের কর্মীদের একটি ভুল : অসৎ কাজের নিষেধ দরকার নেই, সৎ কাজের আদেশ বা দাওয়াতের মাঝেই অসৎ কাজের নিষেধ আছে।


তাবলীগ জামাতের কিছু কর্মীদের একটি ভুল : হিজরত ছাড়া, ইমান পূর্ণ হয় না, ইয়াক্কীন তৈরী হয়না।

তাবলীগ জামাতের কিছু কর্মীদের একটি ভুল : ' তাবলীগের কাজ বর্তমানে ফরজে আইন, ফরজে কেফায়া না '

তবলীগ জামাতের কর্মীদের একটি ভুল ' সংসার কিভাবে চলবে, বা ব্যবসা দিয়ে আমার সংসার চলে ' এজাতীয় কথা বলা ইমানের দূর্বলতা !

তবলীগ জামাতের কর্মীদের একটি ভ্রান্তি : ইসলামী জেহাদ-কে অস্বীকার করা।

তাবলীগ জামাতের কিছু কর্মীদের একটি ভুল : ' দাওয়াত থাকলে দ্বীন থাকবে, দ্বীন থাকলে দুনিয়া '

তবলীগ জামাতের কর্মীদের একটি ভুল : দাওয়াতের কাজ সমস্ত ফরজ কাজের মা ' উম্মুল ফরায়েজ'

যে ভুলটা জামাতে ইসলামী ও তাবলীগের কর্মীরা করে থাকেন : চাকরী-ব্যবসা, খাওয়া -দাওয়া সব এবাদত !

তাবলীগ জামাতের হুজুর- কর্মীদের প্রতি একটা পরামর্শ: ' উম্মতের ফজীলত বলতে গিয়ে সীমা অতিক্রম করবেন না'

তাবলীগ জামাতের কর্মীদের প্রতি একটা পরামর্শ : বিতর্কিত মহিলা তাবলীগকে মূল তাবলীগ থেকে আলাদা রাখুন

তাবলীগী ভাইদের কাছে প্রশ্ন : দাওয়াত বড় না এবাদত ? দায়ীর মর্যাদা বেশী না আবেদের ?

তাবলীগ জামাতের কর্মীদের প্রতি অনুরোধ : পীর-মুরীদীকে অস্বীকার করবেন না ।


তাবলীগ জামাতের কর্মীদের দৃষ্টি আকর্ষণ :জেনে নিন কিভাবে তবলীগের ক্ষতি হয় ?

আল্লামা জাস্টিস ত্বকী উসমানীর বিশ্লেষণে তাবলীগীদের একটি ভ্রান্তি : তাবলীগের আমিররা এমন অনেক সিদ্ধান্ত দেন যা শরীয়তের খেলাফ।


তাবলীগ জামাতের কর্মীদের একটি বড় ভ্রান্তি : পবিত্র কোরাণ শিক্ষায় অনীহা


তাবলীগ জামাতের কিছু কর্মীদের একটি বড় ভ্রান্তি : পবিত্র কোরাণ শিক্ষায় নিরুৎসাহিত করা

তাবলীগ জামাতের কর্মীদের একটি বড় ভ্রান্তি : জরূরী এলেম শিক্ষায় অনীহা

তবলীগ জামাতের কর্মীদের একটি ভুল ' দ্বীনি বই পুস্তক পাঠে অনীহা '

তাবলীগ জামাতের ৪৯ কোটি সোয়াব নিয়ে কিছু প্রশ্ন

তাবলীগী কিছু ভাইয়ের একটি ভুল ধারণা : মাশওরা করে যে সিদ্ধান্ত আসে তা সব সময় সঠিক।

তবলীগ জামাতের কিছু কর্মীদের একটি ভুল : দাওয়াত দেওয়া হলে শয়তান থাকে না।

২| ০৩ রা অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৫৪

ধুলোময়বৃষ্টি বলেছেন: ভাইজান তাবলীগের পিছনে লাইগা দেহি পি এইচ ডি কইরা ফালাইছেন
এত সময় অন্য কমে লাগাইলে তো কাম ই আছিল
এখান বুজতাছি বাঙালি জাতির এই দুরাবস্থা ক্যান

০৪ ঠা অক্টোবর, ২০১৩ রাত ৯:৪৩

সাইবার অভিযত্রী বলেছেন: ধন্যবাদ, নিজেকে ধুলোময় সার্তিফাইড ডক্টরেট মনে হচ্ছে !

৩| ০৫ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:০৫

সাইবার অভিযত্রী বলেছেন: 49:14 The bedouins say, "We have believed." Say, "You have not [yet] believed; but say [instead], 'We have submitted,' for faith has not yet entered your hearts. And if you obey Allah and His Messenger, He will not deprive you from your deeds of anything. Indeed, Allah is Forgiving and Merciful."

৪| ০৭ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:৩৯

সাইবার অভিযত্রী বলেছেন: বরাবর মুফতী সাহেব,

বিষয় : ইমানের শক্তি বা নুর বাড়া-কমার বিষয়ে সঠিক আক্কীদা সম্পর্কে ফতোয়ার আবেদন ।

হুজুর,

আমি আহলে সুন্নত ওয়াল জামাতের অনুসারী, হানাফী মাজহাবের তাকলীদ করি এবং দেওবন্দী চিন্তাধারার সমর্থক। ইমানের শক্তি হ্রাস-বৃদ্ধি নিয়ে আমার আক্কীদা নিম্নরূপ :

নেক আমলের দ্বারা ইমানের শক্তি বা নুর বৃদ্ধি পায ।

আল্লাহ ও রসুলের আনুগত্যের দ্বারাই ইমানের হাক্কীকত পয়দা হয়।

আল্লাহর নৈকট্য লাভ ও ইমান বৃদ্ধির জন্য নফল এবাদতের চেয়ে ফরজ এবাদত অনেক বেশী গুরুত্বপূর্ণ ।

সবচেয়ে গুরুত্বপূর্ণ নেক আমল নামাজ, ইমানের শক্তি বা নুর বৃদ্ধিতেও সবচেয়ে কার্যকর আমল নামাজ ।

রোজা ইমানের শক্তি বৃদ্ধিতে বিশেষ কার্যকর একটি আমল ।

ইমান বৃদ্ধির বিশেষ আমল কোরাণ তেলওয়াত ।

ইমানের শক্তি বা নুর বৃদ্ধির উপায় আল্লাহর জিকর।

ইমান কমার বিষয়টা মূলত গুনাহর সাথে সম্পর্ক যুক্ত ।

ইমানের নুর কমে যাওয়ার আরেকটি কারণ গাফলত।

বিশেষ ভাবে ইমান বৃদ্ধির উপায় হচ্ছে, গুনাহ থেকে ফিরে আসা। গুনাহ ত্যাগ করা ।

এভাবে সমস্ত নেক আমলের দ্বারা এর শক্তি বা নুর বৃদ্ধি পায়, এবং গুনার দ্বারা কমে যায় । যেহেতু দাওয়াত ও তাবলীগ ও একটি গুরুত্বপূর্ণ নেক আমল তাই এর দ্বারাও ইমানের শক্তি বাড়বে । তবে শুধু দাওয়াত দিলেই ইমান বাড়বে আর দাওয়াত না দিলে ইমান কমে যাবে - এ কথার সাথে আমি একমত নই ।

অতএব, হুজুরের কাছে বিনীত আবেদন আমার আক্কীদা ও বিশ্বাস আহলে সুন্ণত ওয়াল জামাতের আক্কীদা অনুযায়ী সঠিক কিনা - তা জানিয়ে বাধিত করবেন।

নিবেদক,
সাইবার অভিযাত্রী

----------------------------------------------------------------------
ভাবছি এ ফতোয়া জানতে চেয়ে বাংলাদেশর মাদ্রাসাগুলোতে চিঠি দিব, আপনার কি বলেন ?

( আমার আক্কীদা ও বিশ্বাসের বিস্তারিত বিবরণ সংযুক্ত হল )

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.