নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাইবার অভিযাত্রী

যাদের হাতে দলীল প্রমাণ কম তারা গালি দেয় বেশি

সাইবার অভিযত্রী

সাইবার অভিযত্রী › বিস্তারিত পোস্টঃ

ভালবাসা ও সুখ !

০৭ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:৪৮

ভালবাসা মানে কেবলই সুখ আর সুখ ।



কারও জীবনে ভালবাসা আসা মানে জীবনের সবচেয়ে বড় অর্জন ....



( কারণ কয়জন আর সত্যিকার অর্থে ভাল বাসতে পারে ? )





সবচেয়ে বড় ও সবচেয়ে ভাল নেশা হল কাউকে হৃদয় দিয়ে ভালবাসা.....



তবে ভালবাসা যখন ভুল পথে যায় তখন তা কেবল কষ্ট আর কষ্ট । সেটা কিভাবে ভুল পথে যায় ? সত্যিকার ভালবাসা হয় নি:স্বার্থ, সেটা কিছু প্রত্যাশা করে না । সেখানে একজন মানুষের দুখী হবার সম্ভবণা থাকে না । আর ভালবাসার সাথে যখন প্রত্যাশা থাকে তখন সেখানে দু:খ আর দু:খই ।



কারণ জীবনের প্রত্যাশাগুলোই মানুষকে প্রতারণা করে প্রতিনিয়ত ।



আমি একজনকে ভাল বাসি, যার বয়স ৯০ এর উপরে । তাকে আমি আমার স্ত্রী - বাবা - মা ভালবাসি । অনেক সময় মনে হয় সন্তানদের চেয়েও ভালবাসি । সেখানে আমি শুধু সুখই পাই ! কারণ সে ভালবাসায় আমার কোন প্রত্যাশা নেই। সে ভালবাসার শুধু চিন্তা ও মানষিকতা - কে ঘিরে । সেখানে বৈষয়িক কিছুই নেই।



বিপরীত লিংগের ভালবাসাগুলো সাধারণত লোভ-লালসা-প্রত্যাশা থেকে খালি থাকে না, তাই সেখানে যন্ত্রনা থাকবেই !

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৭ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:৫৭

মোমেরমানুষ৭১ বলেছেন: জীবনের প্রত্যাশাগুলোই মানুষকে প্রতারণা করে প্রতিনিয়ত ।
বিপরীত লিংগের ভালবাসাগুলো সাধারণত লোভ-লালসা-প্রত্যাশা থেকে খালি থাকে না, তাই সেখানে যন্ত্রনা থাকবেই !
ঠিক বলেছেন ভাই.....

০৭ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:৫৮

সাইবার অভিযত্রী বলেছেন: আমার কাছে জীবনে সুখী হবার একমাত্র ফর্মূলা হচ্ছে নিজেকে কোন প্রকার প্রত্যাশা মুক্ত রাখা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.