নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাইবার অভিযাত্রী

যাদের হাতে দলীল প্রমাণ কম তারা গালি দেয় বেশি

সাইবার অভিযত্রী

সাইবার অভিযত্রী › বিস্তারিত পোস্টঃ

ইউনুসের প্রতারণার জীবন্ত সাক্ষী জোবেদা গ্রাম ও প্রথম ঋণ গ্রহিতা সুফিয়া !

০৯ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:৪৮

সাপ্তাহিক ২০০০ - এ একটা প্রতিবেদন এসেছিল যেটাতে আজাদ তালুকদার একটি সরেজমিন প্রতিবেদন করেছিলেন :



সুফিয়ার কবর চাঁদার টাকায়ঃ ইউনূসের হাতে নোবেল



যে সুফিয়া প্রথম ঋণ ণিয়েছিল ইউনুস থেকে, তার ভাগ্য বদলায় নি, চরম দারিদ্র সীমার নীচে ধুকে ধুকে মারা গেচেন তিনি। দাফনের টাকাও ছিল না তার, চাদা তুলে , মানুষের দয়া-দাক্ষিণ্যে তাকে দাফন করতে হয়, আর এর নাম দেওয়া হয় দারিদ্র বিমোচন !



একজন ঋণ গ্রহিতা অসফল হতে পারে, কিন্তু সারা বিশ্বে তাকে নিয়ে প্রতারণা করাটা মর্মান্তিক । যেটা করেছেন ইউনুস ! প্রতিবেশী দুবাই প্রবাসী জেবল হোসেনের ২ তলা বাড়ি বিশ্ববাসীকে দেখানো হয় সুফিয়ার বাড়ি হিসেবে !! দারিদ্র বিমোচনের দলীল হিসেবে (নাকি বাটপারী দলীল?? ) জেবল হোসেন এতে চরম ক্ষুব্ধ। গ্রামবাসীদের তিনি জানিয়েছেন বাড়ি নিয়ে প্রতারণার দায়ে ড. ইউনূসের বিরুদ্ধে মামলা করবেন।



প্রতিবেদক বলেন : আজও জোবরা গ্রামের মানুষদের আক্ষেপ স্বাবলম্বী করার নামে ড. ইউনূসের ‘ক্ষুদ্রঋণ প্রকল্প’ তাদের গরিব থেকে আরো গরিব করেছে। গ্রামীণ ব্যাংকের ঋণ শোধ করতে তারা ‘আশা’র দ্বারস্থ হয়েছেন। আশার টাকা শোধ করতে আবার দ্বারস্থ হয়েছে ‘ব্র্যাক’-এর কাছে।



এ জাতীয় মহান বাটপার হটে না পারলে কি শান্তিতে নো-বল পাওয়া যায় ?



মন্তব্য ১৯ টি রেটিং +০/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ০৯ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:৫০

সাইবার অভিযত্রী বলেছেন: বিডি আইডল এ নিয়ে সামুতে একটা পোষ্ট দেন : Click This Link

প্রথম আলো ব্লগেো একটা পোষ্ট আসে : http://prothom-aloblog.com/posts/16/35780

আরো আসে 'মন মানে না' থেকে: Click This Link

২| ০৯ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:০৩

সাইবার অভিযত্রী বলেছেন: আরেকটা ভাল পোষ্ট : ডঃ ইউনুস প্রসঙ্গ

৩| ০৯ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৩৬

শহুরে আগন্তুক বলেছেন: আপনার কথার স্বপক্ষে প্রমাণ দেখতে চাচ্ছি ।

১৩ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:৫৯

সাইবার অভিযত্রী বলেছেন: জোবেরা গ্রাম ঘুরে আসতে পারেন,
মূল রিপোর্টার " আজাদ তালুকদার " এর সাথে যোগাযোগ করতে পারেন,
সাপ্তাহিক ২০০০ - কে তাদের রিপোর্টের যথার্থতা জানতে চেয়ে প্রশ্ন করতে পারেন,

তবে এতটুকু নিশ্চিত থাকতে পারেন সব গুলোর ফল একই পাবেন!

৪| ০৯ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:২৯

সেফানুয়েল বলেছেন: @শহুরে অাগুন্তক।
কাঙ্গালের কথা কেউ শোনে না কিন্তু বাসি হইলেও তা ফলে।

৫| ০৯ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:৪৫

এম আর ইকবাল বলেছেন: প্রমান ছাড়া কথা বলে লাভ কি ?
আপনি কি জানেন ফুটপাতের হকার, তরকারী, মাছ বিক্রেতা ইত্যাদি এরা এখন ও কিভাবে কত লাভ (সুদ হারাম তাই) দেওয়ার শর্তে ঋণ নিয়ে থাকে ।
খোজ নেন, নিয়ে বস্তবতা জেনে লিখুন ।
ঋণ নিয়ে সঠিক খাতে ব্যবহার না করলে, সে টাকা পরিশোধ করা কষ্টকর ।
আমাদের ব্যবসায়ীদের অনেকে যা করে থাকেন ।

১৩ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:৫৯

সাইবার অভিযত্রী বলেছেন: প্রমান ছাড়া কথা বলে লাভ কি
- কোন টা প্রমাণ ছাড়া বলবেন কি ?????????

৬| ০৯ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:৪৭

এস বাসার বলেছেন: এসব কি আবোল তাবোল বকছেন! আফনে তো নাস্তিক হয়ে যাবেন!!!

১৩ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:০০

সাইবার অভিযত্রী বলেছেন: আমি চরম প্রতিক্রিয়াশীল, রক্ষণশীল, আস্তিক।

৭| ১০ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:৩০

আঁধার রাত বলেছেন: গরু কেনার জন্য ঋণ নিয়ে মেয়ের বিয়েতে খরচ করলে ইউনুসের কি দোষ বুঝলাম না। দশ হাজার টাকা ঋণের কিস্তি আসে সপ্তাহে ২০০ টাকার মত। চারটা লাউয়ের গাছ ঘরের চালে তুলে দিলে ঐ চারটা লাউ গাছ সপ্তাহে ২০০ টাকা দিয়ে যায়। ঋণ নিয়ে উৎপাদনশীর খাতে ব্যয় করলে ঋণ ফেরত আসে আর ঋণের টাকায় ভোগ্য পন্য কিনলে বা অনুৎপাদনশীন খাতে ব্যয় করলে ঋণ ক্লাসিফায়িড হয়ে যায়। আরেকটা কথা, বছর শেষে একবারে টাকা জমা দিতে হলে গরীব মানুষ আরো বেশী সমস্যায় পড়বে বলে আমি মনে করি।

১৩ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:০৩

সাইবার অভিযত্রী বলেছেন: ইউনুস সাহেব পশ্চিমের দালালদের কাছে ফেরেশতা ! ওনার দোষ বলা ? লা - হাওলা - ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ ।

৮| ১৩ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:১৫

শহুরে আগন্তুক বলেছেন: ওই গ্রামে যাওয়া সম্ভব না । আপনি একটু কষ্ট করে ওই রিপোর্টারের সাথে যোগাযোগের উপায় এবং সপ্তাহিকে ২০০০ এর খবরটার লিঙ্ক দিলে উপকৃত হতাম । আশা করি সাহায্যটুকো পাবো ।

১৪ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:০৯

সাইবার অভিযত্রী বলেছেন: "রিপোর্টারের সাথে যোগাযোগের উপায় " -" সপ্তাহিকে ২০০০" এ যোগাযোগ করা । আর ১ ং মন্তব্যে ৩টা লিন্ক দেয়া আছে ( ব্লগের) দেখতে পারেন ।

৯| ১৪ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৩৯

শহুরে আগন্তুক বলেছেন: ধন্যবাদ ।

২১ শে অক্টোবর, ২০১৩ সকাল ৯:০৪

সাইবার অভিযত্রী বলেছেন: ধন্যবাদ ।

১০| ২০ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:২৩

আশীষ কুমার বলেছেন: ক্ষুদ্র ঋণ নিয়ে ৪ বছর আগের একটা ক্ষুদ্র লেখা

২১ শে অক্টোবর, ২০১৩ সকাল ৮:৪৪

সাইবার অভিযত্রী বলেছেন: nice post !
Thanks.

১১| ২২ শে অক্টোবর, ২০১৩ ভোর ৪:২৬

এই আমি সেই আমি বলেছেন: সুফিয়ার প্রতিবেশী দুবাই প্রবাসী এক ব্যক্তির পাকা দালানের সামনে ছবি তুলে এটা সুফিয়ার বাড়ি বলে চালিয়ে দেয় । বেশ আগে কোন একটা ম্যাগাজিনে ছবি সহ প্রতিবেদন পরেছিলাম ।

আপনাদের কারও চোখে পরেছে কি ? পরে থাকলে সেই প্রতিবেদন কিংবা ছবিটা দিতে পারবেন কি ?

২৩ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:১৯

সাইবার অভিযত্রী বলেছেন: I myself read this, but not copy near me at present!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.