![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রসুলের অবমানণা দেখ কোন মুসলমান নির্বিকার থাকলে তার ইমান থাকবেনা । তাই রসুল অবমানণায় যারা সোচ্চার তারা রসুলের ইজ্জত রক্ষা না বরং নিজেদের ইমান বাচাতেই বেশী ততপর। রসুলের ইজ্জত তো স্বয়ং আল্লাহ তায়ালা ই সমুন্নত রেখেছেন, রাখবেন ।
ম্যঙ্গোপিপল বাঙ্গালি মুসলমান- দের বিষয়ে খুবই সত্য একটা কথা বলেছেন , " সে তার নবীর প্রতি আক্রমন এবং অবমাননার ব্যাপারে অত্যন্ত প্রতিক্রিয়াশীল এবং নবীকে নিয়ে নংরামি তাকে শুধুমাত্র মানসিকভাবে আঘাত করেনা বরং তাকে এত ভাবে ক্ষুব্ধ করে যে তার ফলে সমাজের ভারসাম্য এবং স্টাবিলিটি নষ্ট হয়। এবং এই জন্যে তার এই অনুভুতিটার জন্যে প্রটেকশানের দরকার আছে। "
আরেকটা কথা খুবই লজিক্যাল বললেন :
তাইলে আপনি বলতে পারেন, যদি কেও আমার নবীরে অপমান করে তাইলে আমি কি করবো ?
তাইলে আপনি কোর্ট এ যাবেন। আপনার ধর্মীয় অনুভুতিকে প্রটেক্ট করার জন্যে কোর্ট আছে।
কিন্তু প্রশ্ন হচ্ছে সরকার যদি আন্তরিক হয় তবে আমাকে কেন কোর্টে যেতে হবে ? প্রধানমন্ত্রীর অবমানণা মূলক কিছু ফেসবুকে লিখা হলে কি পাবলিকরে এর বিরুদ্ধে ব্যাবস্হা নেওয়ার দাবী জানিয়ে কোর্টে যেতে হয়েছিল ? না সরকার নিজেই এর ব্যাবস্হা নিয়েছিল ? আমাদের দেশের ব্লগ ফেসবুকে কি নবীজীর অবমানণা কম হয়েছে ? কেউ কি এর জন্য কোন শাস্তি পেয়েছে ? আমাদের দেশের সংখা গড়িষ্ঠ মানুষের বিশ্বাস শাস্তি দেওয়া সরকারের হাতে । তাই তারা শাস্তির দাবী নিয়ে রাজপতঃএ ণআমে, কোর্তে রীট করে না । গণদাবী নিয়ে মানুষ রাজপথেই নামে , কোর্টে যায় না । ৬৯ গণ অভ্যুথ্থান বলেন আর ৮৬-৯০ এর স্বৈরাচার বিরোধী আন্ডোলন বলেন মানুষ কেউই আইয়ুব - এরশাদ কারো বিরুদ্ধে কোর্ট যায় নি, গিয়েছে রাজপথে ।
কারণ পৃথিবীর ইতিহাসে কোন বিচার ব্যাবস্হা হুব কম সময়ই রাষ্টের ক্ষমতাধর ও নির্ধারিত লিখিত -অলিখিত নীতির বিরুদ্ধে রায় দিয়েছে, বা দিতে পেরেছে। রসুলের অবমানণা বন্ধ করা ও সংখ্যালঘুদের প্রটেকশণ দেওয়া খুব কঠিন কাজ না, অন্তত আমাদের দেশে । তাই এর ব্যাত্যয় ঘটলে স্বভাবতই মানুষ ক্ষুব্ধ হয় সরকারের উপর ।
ম্যঙ্গোপিপল সাহেব রসুলকে দয়ায় নবী হিসেবে উপস্হাপণ করেছেন, যা অবশ্যই প্রশংসার দাবী রাখে । তবে উনি যে আংগিকে তা করেছেন তাতে সুকৌশলে তিনি ইসলামের একটা গুরুত্বপূর্ণ বিষয় এড়িয়ে গেছেন, বা ইচ্ছা করে লুকিয়ে ফেলেছেন । তা হল ইসলামের ইতিহাসে রসুল অবমানণা বা ধর্মীয় অবমানণার শাস্তি খুবই কঠোর । তা তিনি এখবারও বলেন নি । রসুল জানের দুশমণকে ক্ষমা করেছেন, কিন্তু বেয়াদবকে হত্যা করতে বলেছেন । ইসলামের শুরুর দিকে যখন মুসলমানরা দূর্বল ছিল, রসুল বেয়াদবকে বদদোয়া করেছেন । আবু লাহাবের ছেলেকে রসুল বদদোয়া করেছেন " আল্লাহর কুকুরগুলো থেকে একটা কুকুর নির্ধারণ করতে " অবশেষে বেয়াদব আল্লাহর আযাবে মৃত্যু বরণ করেছে।
আমাদের দেশের মানুষ শন্তি প্রিয়, নরম প্রবৃত্তির । এদেরকে খুব না খোচালে প্রতিক্রয়া দেখায় না, এরা কথায় কথায় উত্তেজিত হয়ে রকেট লান্চার নিয়ে নেমে পড়ে না । এদেশের মানুষ যুগ যুগ ধরে হিন্দু - মুসলমান শন্তির সাথেই বাস করছে । এদেশে মুসলমানদের দখল হওয়ার পর হিন্দু বৌদ্ধদের নির্মূল করা হয়নি, ( সভ্য আমেরিকায় যা হয়েছে ) বরং অনেক মুসলমান রাজার চাকুরী করেছে হিন্দু, আর হিন্দু রাজার চাকুরী করেছে মুসলমান । এদেশে সরকারী পৃষ্ঠপোষকতায় সাম্প্টদায়িক দাংগা হয় না, যা হয় ধর্ম নিরপেক্ষ ভারতে ।
আমরা শান্তি চাই, আমরা অল্পতে খুশী । সরকার যদি প্রচলিত আইনেই ধর্মীয় উষ্কানীর বিচার করত তাতে করেও দেশ অনেক শান্তির হত । হিন্দু -বৌদ্ধ ভাইরা তাদের নিরাপ্ত্তা পেতো । সরকার হয়ত কোন বৃহত্তর(?) স্বার্থে তা চায় না!
০৪ ঠা নভেম্বর, ২০১৩ দুপুর ২:০৭
সাইবার অভিযত্রী বলেছেন: সাফাই কে গাইল ?
আমি ?
কোন বাক্যে ?
মিথ্যাবাদী না হলে দেখান ?
২| ০৩ রা নভেম্বর, ২০১৩ রাত ৯:০৩
দিশার বলেছেন: বাংলাদেশ য়ে উঠতে বসতে সুদ , ব্যাঙ্ক দেখলে আপনাদের জলে না, ব্যাঙ্ক পুরাইতে যান না কেন? ফেসবুক য়ে কমেন্ট পড়লে উনুভুতি এমন নারা খায় যে, মসজিদ য়ে লোক জোর করে হিন্দু বাড়ি পুরানো লাগে, এটার আবার সাফাই গাইতে আসেন কিভাবে? আপনাকে মানুষ ভাবতে ঘৃনা হচ্ছে . খালি ভাবেন তো আপনি এমন একটা দেশ যে থাকেন যেখানে আপনি সংখ্লঘু , আর আপনার প্রতিবেশী রা আপনার ঘরে আগুন দিচ্ছে!
০৪ ঠা নভেম্বর, ২০১৩ দুপুর ২:১৪
সাইবার অভিযত্রী বলেছেন: আবার সাফাই গাইতে আসেন কিভাবে?
পোষ্ট পড়েছেন ? নীচের কথাগুলো ?
রসুলের অবমানণা বন্ধ করা ও সংখ্যালঘুদের প্রটেকশণ দেওয়া খুব কঠিন কাজ না, অন্তত আমাদের দেশে ।
আমরা শান্তি চাই, আমরা অল্পতে খুশী । সরকার যদি প্রচলিত আইনেই ধর্মীয় উষ্কানীর বিচার করত তাতে করেও দেশ অনেক শান্তির হত । হিন্দু -বৌদ্ধ ভাইরা তাদের নিরাপ্ত্তা পেতো
এর মানে কি ? সাফাই ?
আপনি একটা মিথ্যাবাদী ।
আপনাকে মানুষ ভাবতে ঘৃনা হচ্ছে .
আপনার মত মিথ্যাবাদী আমাকে ভাল মনে করলে নিজেকে লজ্জিত ও অপদস্হ মনে হবে ।
৩| ০৩ রা নভেম্বর, ২০১৩ রাত ৯:১১
রাজীব দে সরকার বলেছেন:
আমারো সেইটাই কথা!
কোর্টে যাওয়ার কি দরকার? সরকারেই বা স্টেপ নেবার কি দরকার?
হাতের কাছে হিন্দু দোকান-বাড়িঘর আর হিন্দু মন্দিরের কি অভাব আছে?
ইস্যু পাইলেই রাস্তায় নাইমা যাবেন
যারা এগুলো করেছেন তাদের নিশ্চয়ই বেহেস্তে জায়গা হবে!
০৪ ঠা নভেম্বর, ২০১৩ দুপুর ২:১৫
সাইবার অভিযত্রী বলেছেন: কোর্টে যাওয়ার কি দরকার? সরকারেই বা স্টেপ নেবার কি দরকার?
জী জনাব, ধর্মীয় উষ্কানীদাতাদের কথাই তাই । আপনিও মন্তব্য দিয়ে প্রমাণ করলেন আপনি উষ্কাণীদাতাদেরই একজন ।
৪| ০৩ রা নভেম্বর, ২০১৩ রাত ৯:৪৯
মুদ্দাকির বলেছেন: কোন হিন্দুর গায়ে হাত তোলার আগে ১০০ বার চিন্তা করা উচিৎ যে আপনি নিজে ঠিক আছেন কি না???!!! দেশের অন্য ১০ জন মুসলমান ঠিক ভাবে ইসলাম পালন করছে কি না!!!!??? লোক জন যে ভাবে ইসলাম পালন করছে , তাতে অমুসলিম কোন ব্যাক্তির রাসূল(সাঃ) কে ভুল বুঝা খুবই সহজ !!! সেঈ ক্ষেত্রে দায়টা কার বা কাদের ???
০৪ ঠা নভেম্বর, ২০১৩ দুপুর ২:১৯
সাইবার অভিযত্রী বলেছেন: আমি নিজে ঠিক মত ইসলাম পালন করতে পারি না , তো ?
রসুলের সাথে বেয়াদবীর প্রতিবাদ করতে পারব না ?
জনাব এই সব হাডীস পাইলেন কৈ ?
হিন্দুদের গায়ে হাত তোলার কথা কে বলছে ?
পোষ্টে তো শান্তি পূর্ন স হ অবস্হানের কথাই বলা হল ।
ইসলামের নাম নিয়ে রসুল অবমানণার পক্ষে ওকালতি করেন নাকি ?
৫| ০৩ রা নভেম্বর, ২০১৩ রাত ১০:৪৩
নাজ_সাদাত বলেছেন: বিষয় হল নবী (সঃ) এর অপমান কারা করছে সেটা প্রথমে বিচার করা দরকার। দিশার কিম্বা রাজীব দে সরকারদের ধর্মে পরধর্মে সহিষ্ণুতার বিষয় নেই। আছে শুধু হানাহানি আর কাটাকাটি। ফলে ওরা গুজরাট দাঙ্গা করে, মুজাফফরপুর দাঙ্গা ইত্যাদি করে থাকে। কিন্তু ইসলাম ধর্মে সহিষ্ণুতার কথা আছে। আর কটা হানাদারের কথায় নবীর অসম্মান হবে এটাই বা হবে কেন। ওরা ওদের ধর্মপালনের অঙ্গ হিসাবে এই নোংরামি করবে মুসলিমরা তাঁদের ধর্মপালনের অঙ্গ হিসাবে ওদের ক্ষমা করবে।
০৪ ঠা নভেম্বর, ২০১৩ দুপুর ২:১৯
সাইবার অভিযত্রী বলেছেন: দিশার কিম্বা রাজীব দে সরকারদের ধর্মে পরধর্মে সহিষ্ণুতার বিষয় নেই।
একমত ।
৬| ০৪ ঠা নভেম্বর, ২০১৩ রাত ১২:৫১
রাজীব দে সরকার বলেছেন:
@নাজ_সাদাত
তোমার কমেন্টের জন্য তোমার মুখে থু থু...
অন্য ধর্মের মানুষকে সম্মান করতে শেখো
বেজন্মা গাধা কোথাকার!
৩৫০+ হিন্দু মন্দির ভাঙ্গা হয়েছে এ বছর
মনে আছে তো?
গতকাল সাথিয়ায় মন্দির-প্রতিমা-হিন্দুদের
বাড়িঘর দোকান পাট ভাঙ্গা হয়েছে
যারা ভেঙ্গেছে তারা তোমার মতোই মুসলমান
ছিঃ ছিঃ ধিক্কার এই সাম্প্রদায়িকতার
ঈশ্বর/আল্লাহ অবশ্যই এর বিচার করবেন
০৪ ঠা নভেম্বর, ২০১৩ দুপুর ২:০৫
সাইবার অভিযত্রী বলেছেন: ৩৫০+ হিন্দু মন্দির ভাঙ্গা হয়েছে এ বছর ,
সরকার কি করে ?
৭| ০৪ ঠা নভেম্বর, ২০১৩ রাত ৯:০০
রাজীব দে সরকার বলেছেন:
এই সরকারও তাই করছে যা ২০০১ এর বিএনপি সরকার করছে
চুপ কইরা বইসা ছিলো
আপনিও তখন বলদের মতো দেখছেন
এখনো বলদের মতো দেখতেছেন
আফটার অল, আপনার ভাই-ব্রাদাররা বেহেস্তে যাবার জন্য মন্দির ভেঙ্গে দিচ্ছে, আপনি প্রতিবাদ করেন কিভাবে? প্রতিবাদ করলে কি ঈমান থাকবে, জাত থাকবে?!?!
০৫ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৫৬
সাইবার অভিযত্রী বলেছেন: অসংলগ্ন কথা বার্তা মস্তিষ্কের অসুষ্হতার পরিচয় বহন করে।
প্রাসংগিক কথা বলার মত সুস্হতা অর্জন হলে, তর্ক বিতর্কের আমন্ত্রণ রইল । আপনার বর্তমান ভাষা ও যুক্তি দুটাই বিরক্তিকর ঠেকেছে ।
৮| ০৪ ঠা নভেম্বর, ২০১৩ রাত ৯:৩২
বশর সিদ্দিকী বলেছেন: @রাজীবদে
বাংলাদেশের মুসলমানেরা যদি তোর কথার মত হইতো তাইলে এতদিনে তোদের আতা পাতা লাপাতা হইয়া যাইতো। আমরা যথেস্ট সহসশিল। আমার বেস্ট ফ্রেন্ডদের একজন হিন্দু এবং আমরা একসাথে খাই ঘুরি কোন দিন কোন সমস্যা হয় নাই। তোদের মত ইসলাম বিদ্বেষিরা মুলত এগুলা করছিস দলকে সুবিধা দেবার জন্য।
০৫ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৫৭
সাইবার অভিযত্রী বলেছেন: বাংলাদেশকে সাম্প্রদায়িক রাষ্ট্র প্রমাণ করতে পারলে দাদাদেরই লাভ, শফি হুজুরের কোন লাভ নেই ।
৯| ০৪ ঠা নভেম্বর, ২০১৩ রাত ৯:৩৪
রাজীব দে সরকার বলেছেন: কতো বড় ছাগল আর দলকানা হলে
লেখক বলেন যে "৩৫০+ হিন্দু মন্দির ভাঙ্গা হয়েছে এ বছর , সরকার কি করে ?"
আরে ব্যাটা, তুমি কি বাংলাদেশের বাইরে থেকে ব্লগ মারাও নাকি?
তুমি জানো না, কোন সরকারই এই মন্দির ভাঙ্গার কোন বিচার করে নাই। প্রতিবাদ করার মুরদ তো নাই, গেইম খেলো, না?।
তোমাকে চেনা হয়ে গেলো
০৫ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৫৮
সাইবার অভিযত্রী বলেছেন: অসংলগ্ন কথা বার্তা মস্তিষ্কের অসুষ্হতার পরিচয় বহন করে।
প্রাসংগিক কথা বলার মত সুস্হতা অর্জন হলে, তর্ক বিতর্কের আমন্ত্রণ রইল । আপনার বর্তমান ভাষা ও যুক্তি দুটাই বিরক্তিকর ঠেকেছে ।
১০| ০৫ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:৩৬
রাজীব দে সরকার বলেছেন:
@bashor_17
সহনশীলতা মানেই তো ৪০০ এর কাছাকাছি হিন্দু মন্দির ভাঙ্গা
হ তুই খুব সহনশীল
ছাগল, প্রুফ দেখা আমি কোন লেখায় ইসলামকে নিয়ে কোন নেগেটিভ কথা বলেছি
০৫ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:০০
সাইবার অভিযত্রী বলেছেন: এই পোষ্টে আপনার প্রতিটি মন্তব্যই তো পজিটিভলি অসহণশীল এবং ঘৃণা বিস্তারকারী , নেগেটিভ মন্তব্য খুজে বের করার কি কোন দরকার আছে ?
১১| ০৫ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:৩০
রাজীব দে সরকার বলেছেন: পজিটিভলি অসহণশীল এবং ঘৃণা বিস্তারকারী
কথা গুলো তোকে বলা
কারন তোর কথাই তোর মানসিকতা প্রকাশ করে - যেমন
বাংলাদেশের মুসলমানেরা যদি তোর কথার মত হইতো তাইলে এতদিনে তোদের আতা পাতা লাপাতা হইয়া যাইতো - এইটা তোর সহনশীল কথা?
কই শিখছোস এই সব কথা?
আমার পেছনে যুক্তি দিতে হলে আরো আটশাট বেধে নামতে হবে বাবু
০৬ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:৪৭
সাইবার অভিযত্রী বলেছেন: খুবই নিম্নশ্রেণীর ভাষা ও মন্তব্য।
১২| ০৬ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:১০
রাজীব দে সরকার বলেছেন:
@ লেখক
আপনি অসুস্থ বিকলাংগ মস্তিষ্ক যখন প্রশ্ন করে
যে ৩৫০+ হিন্দু মন্দির ভাঙ্গা হয়েছে এ বছর ,
সরকার কি করে ?
তখন এর থেকে ভালো কিছু আর লিখতে পারি না
যাই হোক, প্রশ্নের এবং যুক্তির সামনে আপনার অসহায়ত্ব প্রকাশ পাচ্ছে - আসলে এর উত্তর আপনার কাছে নেই
সুখের কথা হলো, মুষ্টিমেয় মাত্র কয়েকজনই আপনার মতো এরকম আবাল মুসলমান, বাকিরা সবাই সম্প্রীতি এবং সৌহার্দ্রে বিশ্বাসী
আপনি যদি কোন্দিন আমার কোন প্রশ্নের উত্তর দেবার যোগ্যতা অর্জন করেন, আওয়াজ দিয়েন
আর bashor_17 ছাগুটার সাথে গলা মেলালে ক্ষতি আপনারই
০৬ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:৫০
সাইবার অভিযত্রী বলেছেন: ৩৫০+ হিন্দু মন্দির ভাঙ্গা হয়েছে এ বছর ,
সরকার কি করে ?
What is the wrong with this question ?
What is your problem with my post ? Please quote from my post .
Whar are your Questions ?
১৩| ০৭ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:২০
মুদ্দাকির বলেছেন: না ভাই, আপনি যদি ইসলাম ঠিক মত পালন না করেন তবে, আপনার উচিৎ হবে না রাসূলের সাথে কেউ (কোন অমুসলিম) বেয়াদবি করলে তার প্রতিবাদ করা!!! কারন আপনিতো তারচেয়ে বড় বেয়াদব।
০৮ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:৪৪
সাইবার অভিযত্রী বলেছেন: জনাব, আল্লাহ ও তার রসুলের বিধান এরূপ না,
আমরা কি আল্লাহ ও তার রসুলের এবাদত করব, না আপনার ?
আপনি কি খোদা ? না তার রসুল ?
১৪| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:১৩
মুদ্দাকির বলেছেন: এক জন মুসলমান যে ইসলাম ঠিক মত পালন করেন না, তার রাসূলের , কোন বেদ্বীনের দ্বারা অবজ্ঞা সূচক মন্তব্যের ফলস্রুতিতে কিরূপ কর্তব্য সেই ব্যাপারে আল্লাহ এবং তার রাসূলের নিয়ম বা আইন জানতে চাই!!!??
উত্তর দিবেন, বিনীত আনুরোধ রইল।
০৯ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৩২
সাইবার অভিযত্রী বলেছেন: এক জন মুসলমান যে ইসলাম ঠিক মত পালন করেন না, তার রাসূলের , কোন বেদ্বীনের দ্বারা অবজ্ঞা সূচক মন্তব্যের ফলস্রুতিতে কিরূপ কর্তব্য সেই ব্যাপারে আল্লাহ এবং তার রাসূলের নিয়ম বা আইন জানতে চাই!!!??
আসলেই জানতে চান ? আপনি কোরাণ হাদীসে দেখতে পারেন । সরাসরি কিছু না পেলে, কোন নির্ভরযোগ্য আলেম থেকে ফতোয়া নেন ।
আমার কাছে জানতে চাইছেন কেন ? জানার জন্য ? আমি কি আপনার কাছে নির্ভরযোগ্য ?
না তর্ক করার জন্য ? ( সেটাতেও আমার আপত্তি নেই )
তর্ক করতে ছাইলে এ বিষয়ে আপনার বক্তব্য বলুন, তার পর তর্ক চালান যাবে ...
১৫| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১৩
মুদ্দাকির বলেছেন: আমার বক্তব্যতো আমি বললাম, আপনারি পছন্দ হয়নি, আমার বক্তব্য হল, আমাদের পুর্নাংগ রূপে ইসলাম পালন করতে হবে, ইসলাম আধা আধি বা কিছুটা পালন করব, আর কিছু হইলেই বেদ্বীনরা কি বলল আর কি করল তা নিয়া ফালা ফালি করব, তা ঠিক নয়। ইনফ্যাক্ট যখন ৫০% মানুষও ঠিক মত(পূর্ণাংগ রূপে) ইসলামের রিতি নিতি মেনে চলবেন, বেদ্বীনরা হযরত মুহাম্মাদ সাঃ কে কোন রকম কটাক্ষ না করে বরং তার দেয়া শিক্ষার প্রতি আকৃষ্ট হবে।
১০ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০৯
সাইবার অভিযত্রী বলেছেন: আমাদের পুর্নাংগ রূপে ইসলাম পালন করতে হবে, ইসলাম আধা আধি বা কিছুটা পালন করব, আর কিছু হইলেই বেদ্বীনরা কি বলল আর কি করল তা নিয়া ফালা ফালি করব, তা ঠিক নয়।
জনাব ইহা কি আপনার হাদীস ? না রসুলের ? রসুলের হাডীস হইলে রেফারেন্স দেন ।
আর আপনার হাদীস হইলে দয়া করে জানান, মুসলমানকে কেন আপনার হাদীস অনুসরণ করতে হবে ? আপনি কি নতুন নবী ? না খোদা ?
১৬| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২৬
জনাব মাহাবুব বলেছেন: যেখানে ধর্মীয় বিষয় নিয়ে কোন পোষ্ট আসে সেখানেই রাজীব দে সরকার এবং দিশার হামলে পড়ে। এরাই ব্লগে বিভাজন সৃষ্টিকারী। এরাই বিভিন্ন সম্প্রদায়কে উস্কে দিয়ে দাঙ্গা হাঙ্গামা বাজাতে ওস্তাদ। এদের কোন মন্তব্যের জবাব দিবেন না। কুকুর ঘেউ ঘেউ করলেও কখনও হাটুর উপর কামড় দিতে পারে না। এদের স্থান সবসময় পায়ের নিচেই থাকে।
১০ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১১
সাইবার অভিযত্রী বলেছেন: এরাই বিভিন্ন সম্প্রদায়কে উস্কে দিয়ে দাঙ্গা হাঙ্গামা বাজাতে ওস্তাদ।
একমত !
১৭| ১০ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৮
আহমেদ আলিফ বলেছেন:
জনাব মাহাবুব বলেছেন: যেখানে ধর্মীয় বিষয় নিয়ে কোন পোষ্ট আসে সেখানেই রাজীব দে সরকার এবং দিশার হামলে পড়ে। এরাই ব্লগে বিভাজন সৃষ্টিকারী। এরাই বিভিন্ন সম্প্রদায়কে উস্কে দিয়ে দাঙ্গা হাঙ্গামা বাজাতে ওস্তাদ। এদের কোন মন্তব্যের জবাব দিবেন না। কুকুর ঘেউ ঘেউ করলেও কখনও হাটুর উপর কামড় দিতে পারে না। এদের স্থান সবসময় পায়ের নিচেই থাকে।
১১ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৪১
সাইবার অভিযত্রী বলেছেন: এরা দাঙ্গা হাঙ্গামা বাজাতে ওস্তাদ।
১৮| ১০ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১২
HHH বলেছেন: রাজীব দে আর দিশার,
আপনারা কি চান বাংলাদেশে গুজ্রাটের মত দাঙ্গা লাগাইতে?
সামুতে কতজন মুসলিমকে দেখেছেন আপনাদের দেব-দেবী নিয়া বাজে পোষ্ট দিতে?
অযথা খুচাবেন আর উত্তর আসলে সংখ্যালঘু নির্যাতন বলে কান্নাকাটি করবেন এটা কি মামা বাড়ির আবদার পেয়েছেন নাকি?
গুটিকয়েক লোক মন্দির ভাংছে বলে কি আমরা সব মুসলিম খারাপ হয়ে গেলাম? তাই যদি হয়, সব হিন্দু কি পরিমল?
উস্কানী দিলে আপনাদের ক্ষতি হবে যে বেশি এটা কি বুঝেন? যেটা আমরা কেউ চাই না।
সম্মান আর ভালবাসা দিলে সম্মান আর ভালবাসাই ফেরত আসবে। ঘৃণা দিলে ঘৃণাই ফেরত।
১১ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৪২
সাইবার অভিযত্রী বলেছেন: সামুতে কতজন মুসলিমকে দেখেছেন আপনাদের দেব-দেবী নিয়া বাজে পোষ্ট দিতে?
১৯| ১১ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:০৫
শ্রাবণধারা বলেছেন: নবীজীকে অসম্মান (আলোচনা, সমালোচনা নয় অসম্মান) করলে, বেয়াদবি করলে পিটায় পাছায় পিটায় চামড়া তুলে দেয়া ঠিক আছে - অসম্মানের শাস্তি অসম্মান করেই দেওয়া উচিত।
তবে তাকে কতল করতে হবে, বা তাদের বাড়ি ঘরে আগুন দিতে হবে, এটা কোন ভাবেই ঠিক নয়। যে সব অতি উৎসাহী বদ বকধার্মিকেরা করে এগুলা তাদের শাস্তিও জবেহ করে বা বাড়ি ঘরে আগুন দিয়ে দিতে হবে - তাহলেই এইসব অপকর্ম বন্ধ হবে।
©somewhere in net ltd.
১|
০৩ রা নভেম্বর, ২০১৩ রাত ৮:৫৯
দিশার বলেছেন: আপনাদের যত ফালানি , সংখা লঘুদের উপর . ইউরোপ আমেরিকায় ধুমায়ে মোহাম্মদ কে নিয়া, কার্টুন, টক্ শো কমিক শো হইতেসে, ঐখানের মুসলমানদের ইমান কি হয় তখন ? ভন্ডামি বন্ধ করেন। ফেসবুক য়ে কিসু দেখলে ইমান এমন চাঙ্গা হয়ে উঠে যে প্রতিবেশীর ঘর বাড়ি পুরায়ে দেয়া লাগে? ওদের মুখে জুতা, সাফাই এর মুখে ও .