নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাইবার অভিযাত্রী

যাদের হাতে দলীল প্রমাণ কম তারা গালি দেয় বেশি

সাইবার অভিযত্রী

সাইবার অভিযত্রী › বিস্তারিত পোস্টঃ

ব্যান্ড সংগীতের ইতিহাসে কিছু কালজয়ী গানের লিরিকস, বান্ড ছাড়াও আছে, পাইলাম পুষ্টাইলাম !

১২ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৩৭

পোষ্ট-টা স্মৃতিচারণ মুলক, নষ্টালজিয়া আক্রান্ত । সবগুলোর সাথেই আমার জীবনের কোন না কোন ঘটনা -গল্প জড়িয়ে আছে, সেগুলো মনে করা ও গুছিয়া লিখে রাখার জন্যই পোষ্ট।



আমার কাছে এই পোষ্ট টা সংগীত বিষয়ক নয়, বলতে পারেন আমার বিগত ৪০ বছর জীবনের ফ্লাশ ব্যাক ।



কোথাও ঘুরতে বেড়াতে গেলে, বা বেড়াতে মন চাইলে, নগর জীবনে মন ক্লান্ত হয়ে গেলে যে গানটা মনের মাঝে গুন গুন করে উঠে !



উইনিং এর : ♪ইচ্ছে করে



ইচ্ছে করে

যাই চলে যাই অচিনপুর

যেখানে দুঃখ নেই কষ্ট নেই

ঝলমল করে আলো

রোদ্দুর...



ইচ্ছে করে

হাটি এলোমেলো মেঠো পথ ধরে

গানের সুরে ছন্দে মাতি

ইচ্ছে করে



শহর থেকে একটু দুরে

ছায়া ঘেরা মোঠো পথ

পেড়োলেই

ছায়াঘেরা নদী

শ্যামল সবুজ বন

ইচ্ছে করে দেখি ভরে এই

দু' নয়ন



ইচ্ছে করে

যাই চলে যাই অচিনপুর

যেখানে দুঃখ নেই কষ্ট নেই

ঝলমল করে আলো

রোদ্দুর...



ক্লান্ত লাগে নগর জীবন

কৃত্রিম প্রেমে বিষন্ন এ মন

ইচ্ছে করে সাগর পারে

সন্ধ্যা বেলা

দেখি সূর্যডোবা

দেখি বালুকাবেলা

জোৎস্না রাতে তারার মেলায়

নিমগ্ন একা



হেটে যাই

চলে যাই অনেক দুর

যেখানে দুঃখ নেই কষ্ট নেই

ঝলমল করে আলো

রোদ্দুর...



ইচ্ছে করে

হাটি এলোমেলো মেঠো পথ ধরে

গানের সুরে ছন্দে মাতি

ইচ্ছে করে♫♪



-------------------------------------------------------------------

---------------------------------------------------------



মাইলসের এই গানটাও আউটডোর একটিভিটির থিম সং হতে পারে ! ঘাসফুল কাশবনের কাছে ঘুরতে গেলেই মনে গুন গুন করে :মাইলস এর শহর থেকে দূরে :



শহর থেকে দূরে অন্য কোনো সুরে।

আমরা চলে গেছি সীমানা ছেড়ে।

ঘাসফুল-কাঁশবনে ছুঁয়ে গেছে এই মন।

দূরের পাখিরা হয়েছে আপন।

পাবো কি পাবো না পথেরি ঠিকানা।

জীবন খুঁজে নেবে জীবনের আঙ্গিনা।

ঝড়ো বাতাসে ওড়া চেনা ঘুড়ির মতো।

উড়ে যাবে আজ কষ্ট আছে যতো।



কবি ও কাব্যের এ বিষয়ের গুরু, তার কিছু :



Click This Link



Click This Link



Click This Link



Click This Link



Click This Link



Click This Link



Click This Link



Click This Link



Click This Link



Click This Link



Click This Link

মন্তব্য ৯১ টি রেটিং +০/-০

মন্তব্য (৯১) মন্তব্য লিখুন

১| ১২ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:৩৬

মোঃ শিলন রেজা বলেছেন: অসাধারণ সব গানের লিরিক্স। অনেক ভাল লাগলো।

০৩ রা মে, ২০১৪ সকাল ৮:৫৮

সাইবার অভিযত্রী বলেছেন: কিন্তু এতগুলোর ভিতর থেকে কি আপনার দরকারের গান খুজে পাওয়া সম্ভব ? পোষ্ট টা একটু গুছাব ভাবছি।

আগে লিরিকস পোষ্টে ছিল, সরিয়ে কমেন্টস - এ দিয়ে দিলাম !

২| ১২ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:৪০

চেনা মুখ, অচেনা ছায়া বলেছেন: বাহ। বেশ কয়েকটা পছন্দের গানের লিরিক একসাথে। ধন্যবাদ আপনাকে।
পোস্ট প্রিয়তে।

১২ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৯

সাইবার অভিযত্রী বলেছেন: কিন্তু এড় ভিতর থেকে কি আপনার দরকারের গান খুজে পাওয়া সম্ভব ? পোষ্ট টা একটু গুছাব ভাবছি।

পোষ্ট টা ঠিক গান নিয়ে নয়, কবে কোথায় কোনটা শুনেছই, আর তখনের কিছউ স্মৃতি চারণ থাকবে সেখানে ।

৩| ১২ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:০২

সাইবার অভিযত্রী বলেছেন: মন শুধু মন ছুঁয়েছে
ব্যান্ড - সোলস



মন শুধু মন ছুঁয়েছে
ও সেতো মুখ খুলেনি
সুর শুধু সুর তুলেছে
ভাষা তো দেয় নি
চোখের দৃষ্টি যেন
মনের গীতি কবিতা
বুকের ভালোবাসা
যেথায় রয়েছে গাঁথা
আমিতো সেই কবিতা পড়েছি
মনে মনে সুর দিয়েছি
কেউ জানে নি
যখনি তোমার চোখে
আমার মুখ খানি দেখি
স্বপনও কুসুম থেকে
হৃদয়ে সুরভি মাখি
তুমি কি সেই সুরভি পেয়েছো
স্বপনের দ্বার খুলেছো
কিছু জানিনি
মন শুধু মন ছুঁয়েছে
ও সেতো মুখ খুলেনি
সুর শুধু সুর তুলেছে
ভাষা তো দেয় নি

১৪ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:২৪

সাইবার অভিযত্রী বলেছেন: ব্যান্ড বলতে গেলে যেমন সোলস বাদ দেওয়া যাবে না,
সোলস বলতে গেলে ' মন শুধু মন ছুয়েছে বাদ দেওয়া যাবে না, হয়ত শত বছর পরও কথাটা একই ভাবে সত্য থেকে যাবে ! গত ২৫ বছরে কি এই গানটার অবদান একটুও কমেছে ?

এই গানটার কথা মনে হলে, স্কুল জীবনে ফিরে যাই!

৪| ১২ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:০৬

সাইবার অভিযত্রী বলেছেন:
চাঁদ তারা সূর্য নও তুমি
শিল্পী-মাইলস



চাঁদ তারা সূর্য নও তুমি
নও পাহাড়ী ঝর্না
যদি বলি ফুল তবুও হবে ভুল
তোমার তুলনা হয়না
তুমি না এলে এই পৃথিবী আমার
হারাবে আপন ঠিকানা
যদি দূরে যাও স্বপ্ন গুলো আমার
ভেঙ্গে যাবে জানো না
তোমার কথা ভেবে ভেবে
আমি গল্প কবিতা আর কাব্য লিখি
তোমার চোখে চেয়ে থেকে
সুন্দর আমার পৃথিবী দেখি
জীবন চলার পথে জানি
তুমি প্রথম দিয়েছ দেখা
ভুল বুঝে কোনোদিন
আমায় তুমি করোনা একা

১৪ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:২৬

সাইবার অভিযত্রী বলেছেন: ভার্সিটি ফার্ষ্ট ইয়ারে শোনা, নতুন ভার্সিটি, নতুন পরিচিতি, নতুন বন্ধু বান্ধব, নতুন অনুভুতি !

আর এই গানটার সাথে মিশে আছে সে সময়ের সব স্মৃতি ।

৫| ১২ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:১১

সাইবার অভিযত্রী বলেছেন:
নীলাঞ্জনা
শেখ ইশতিয়াক


নীলাঞ্জনা
ওই নীল নীল চোখে চেয়ে দেখনা
তোমার ওই দুটি চোখে আমি হারিয়ে গেছি
আমি বোঝাতেতো কিছু পারি না
নীলাঞ্জনা
বিরহ ব্যাথাতে এ মন ভেঙ্গে যায়
না পাওয়ার আধারে খূজেছি তোমায়
কত গুলো ফাগুন গিয়েছে ফিরে
আশা গুলো কেদেছে তোমার তরে
আজ সব ব্যাথা ভুলে যাব
চেয়ে দেখনা
তোমার ওই দুটি চোখে
আমি হারিয়ে গেছি
আমি বোঝাতে তো কিছু পারি না
নীলাঞ্জনা
বহুদিন পরে এসেছে মধুমাস
তোমার যতসুখ সে তো আমার সন্যাস
মেঘে ডানায় রূপে সোনারই ছায়া
প্রেমে ভরা চোখে সুখের নীলিমা
সেই সুখে চোখে নিয়ে আমায় সুখী করনা
তোমার ওই দুটি চোখে
আমি হারিয়ে গেছি
আমি বোঝাতে তো কিছু পারি না
নীলাঞ্জনা
ওই নীল নীল চোখে চেয়ে দেখনা
তোমার ওই দুটি চোখে আমি হারিয়ে গেছি
আমি বোঝাতেতো কিছু পারি না

৬| ১২ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:১৫

সাইবার অভিযত্রী বলেছেন:
মান্নাদে

কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই



ফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই
আজ আর নেই
কোথায় হারিয়ে গেল
সোনালী বিকেলগুলো সেই
আজ আর নেই ।
নিখিলেশ প্যারিসে, মঈদুল ঢাকাতে
নেই তারা আজ কোন খবরে
গ্র্যাণ্ডের গীটারিস্ট গোয়ানীস ডিসুজা
ঘুমিয়ে আছে যে আজ কবরে
কাকে যেন ভালোবেসে আঘাত পেয়ে যে শেষে
পাগলা গারদে আছে রমা রায়
অমলটা ধুঁকছে দুরন্ত ক্যানসারে
জীবন করে নি তাকে ক্ষমা হায় ।
সুজাতাই আজ শুধু সবচেয়ে সুখে আছে
শুনেছি তো লাখ্ পতি স্বামী তার
হীরে আর জহরতে আগাগোড়া মোড়া সে
গাড়ীবাড়ী সবকিছু দামী তার
আর্ট কলেজের ছেলে নিখিলেশ সান্যাল
বিজ্ঞাপনের ছবি আঁকতো
আর চোখ ভরা কথা নিয়ে
নির্বাক শ্রোতা হয়ে
ডিসুজাটা বসে শুধু থাকতো ।
একটা টেবিলে সেই তিন চার ঘন্টা
চারমিনারটা ঠোঁটে জ্বলতো
কখনো বিষ্ণু দে কখনো যামিনী রায়
এই নিয়ে তর্কটা চলতো
রোদ ঝড় বৃষ্টিতে যেখানেই যে থাকুক
কাজ সেরে ঠিক এসে জুটতাম
চারটেতে শুরু হয়ে জমিয়ে আড্ডা মেরে
সাড়ে সাতটায় ঠিক উঠতাম ।
কবি কবি চেহারা কাঁধেতে ঝোলানো ব্যাগ
মুছে যাবে অমলের নামটা
একটা কবিতা তার হোল না কোথাও ছাপা
পেলনা সে প্রতিভার দামটা
অফিসের সোশালে ‘অ্যামেচার’ নাটকে
রমা রায় অভিনয় করতো
কাগজের রিপোর্টার মঈদুল এসে রোজ
কি লিখেছে তাই শুধু পড়তো ।
সেই সাত জন নেই আজ
টেবিলটা তবু আছে
সাতটা পেয়ালা অজোও খালি নেই
একই সে বাগানে আজ
এসেছে নতুন কুঁড়ি
শুধু সেই সেদিনের মালী নেই
কত স্বপনের রোদ ওঠে এই কফি হাউসে
কত স্বপ্ন মেঘে ঢেকে যায়
কত জন এল গেলো
কতজনই আসবে
কফি হাউসটা শুধু থেকে যায় ।
কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই
আজ আর নেই
কোথায় হারিয়ে গেল
সোনালী বিকেলগুলো সেই
আজ আর নেই ।
(সুরঃ সুপর্ণ কান্তি ঘোষ, শিল্পীঃ মান্না দে)



খুব জানতে ইচ্ছে করে
শিল্পীঃ মান্না দে




খুব জানতে ইচ্ছে করে
খুব জানতে ইচ্ছে করে
তুমি কি সেই আগের মতই আছো
নাকি অনেকখানি বদলে গেছ।।
এখনো কি প্রথম সকাল হলে
স্নানটি সেরে পূজার ফুল তুলে
পূজার ছলে আমারই কথা ভাবো
বসে ঠাকুর ঘরে।।
এখনো কি সন্ধ্যা বেলা
আমার বাড়ি ফেরার সময় পেরিয়ে গেলে
অনেক অভিমানে চোখ দুটো কি জলে ভরে।।
এখনো কি রাত নিঝুম হলে
শরৎ কাহিনী পাশে খোলা পরে থাকে
ব্যাকুল পিয়াসে আমারই পিয়াসে
অন্তর কেঁদে মরে।।

২৩ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:৩৪

সাইবার অভিযত্রী বলেছেন: মান্না দে- ই আজ আর নেই, আছে তার গান গুলো .

৮৯-৯১ এ রেসিডেন্সিয়াল মডেলে বন্ধু মনিরুজ্জামান শামীম খুব আবেগ দিয়ে কফি হাউজ গানটা গাইত । শামীম পরে জাবি -তে ছিল, সম্ভবত কেমিস্ট্রিতে, এখন কোথায় আছে জানি না !
কোথায় হারিয়ে গেল ....

৭| ১২ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:১৮

সাইবার অভিযত্রী বলেছেন:
চলো বদলে যাই (আইয়ুব বাচ্চু)

সেই তুমি কেন এত অচেনা হলে
সেই আমি কেন তোমাকে দু্‌ঃখ দিলেম
কেমন করে এত অচেনা হলে তুমি
কিভাবে এত বদলে গেছি এই আমি।
বুকেরই সব কষ্ট দুহাতে সরিয়ে
চলো বদলে যাই..
তুমি কেন বোঝো না তোমাকে ছাড়া আমি অসহায়
আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে
আমার অপরাধ ছিলো যতটুকু তোমার কাছে
তুমি ক্ষমা করে দিও আমায়।

কত রাত আমি কেদেছি বুকের গভীরে কষ্ট নিয়ে
শূণ্যতায় ডুবে গেছি আমি
আমাকে তুমি ফিরিয়ে নাও..
তুমি কেন বোঝো না তোমাকে ছাড়া আমি অসহায়
আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে
আমার অপরাধ ছিলো যতটুকু তোমার কাছে
তুমি ক্ষমা করে দিও আমায়।

যতবার ভেবেছি ভুলে যাবো,তারও বেশি মনে পড়ে যায়
ফেলে আসা সেই সব দিন গুলো
ভুলে যেতে আমি পারি না..
তুমি কেন বোঝো না তোমাকে ছাড়া আমি অসহায়
আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে
আমার অপরাধ ছিলো যতটুকু তোমার কাছে
তুমি ক্ষমা করে দিও আমায়।

৮| ১২ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:২৪

সাইবার অভিযত্রী বলেছেন:
ঐ দুর পাহাড়ের ধারে
উইনিং


ঐ দুর পাহাড়ের ধারে
দিগন্তেরই কাছে
নিঃসঙ্গ বসে একটি মেয়ে
গাইছে
আপন সুরে আপন সুরে আপন সুরে
ঐ দুর পাহাড়ের ধারে
দিগন্তেরই কাছে
নিঃসঙ্গ বসে একটি মেয়ে
গাইছে
আপন সুরে আপন সুরে আপন সুরে
আমি সেই সুরেরই টানে
ছুটে চলেছি তার পানে
তার বেদনার সঙ্গি হতে
সে সুর আমায়
শুধু ডাকে শুধু ডাকে শুধু ডাকে
ঐ দুর পাহাড়ের ধারে
দিগন্তেরই কাছে
নিঃসঙ্গ বসে একটি মেয়ে
গাইছে
আপন সুরে আপন সুরে আপন সুরে
মনে হয় তার সেই সুরে
কত বেদনা আছে লুকিয়ে ।।
শত দুঃখের রজনী পেরিয়ে
সেই সুর যেন
ভেসে আসে ভেসে আসে ভেসে আসে
ঐ দুর পাহাড়ের ধারে
দিগন্তেরই কাছে
নিঃসঙ্গ বসে একটি মেয়ে
গাইছে
আপন সুরে আপন সুরে আপন সুরে

৯| ১২ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:২৭

সাইবার অভিযত্রী বলেছেন:
নিঃস্বঙ্গতা
শিল্পীঃ পার্থ বড়ুয়া
ব্যান্ডঃ সোল্‌স



কেন এই নিঃস্বঙ্গতা, কেন এই মোণতা
আমাকে ঘিরে।
কেউ না জানুক কার কারণে,
কেউ না জানুক কার স্মরণে
কোন পিছুটানে
তবুও জীবন যাচ্ছে কেটে
জীবনের নিয়মে।
স্বপ্নগুলো অন্য কারো, ভূল গুলো আমারি
কান্নাগূলো থাক দুচোখে, কষ্ট আমারি
ভেবে নেব প্রেমালয়ে আজ আধারি ।
কেউ না জানুক কোন বিরহে
দিন চলে যায় আজ কিভাবে,
কোন পিছুটানে
তবুও জীবন যাচ্ছে কেটে
জীবনের নিয়মে।
ইচ্ছেগুলো থাক হৃদয়ে, ব্যর্থতা আমারি
সুখ নাহোক অন্য কারো, দুঃখরা আমারি
ভূলে যাবো মন কেন আজ ফেরারী।
কেউ না জানুক কোন হতাশায়
দিন চলে যায় নীরবে হায়,
কোন পিছুটানে
তবুও জীবন যাচ্ছে কেটে
জীবনের নিয়মে।

১৪ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:১০

সাইবার অভিযত্রী বলেছেন: ব্যান্ড মানেই উশৃংখলা নয়, নিপাট ভদ্র দর্শণ পার্থকে দেখলে যে কাউকে বিশ্বাস করতে হবে !

১০| ১২ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:২৮

সাইবার অভিযত্রী বলেছেন:
বাংলাদেশ
শিল্পীঃ জেম্‌স



তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর জলে ভেজায় কবিতায়
আছো সরোয়ার্দী,শেরেবাংলা, ভাসানীর শেষ ইচ্ছায়
তুমি বঙ্গবন্ধুর রক্তে আগুনে জ্বলা জ্বালাময়ী সে ভাষন
তুমি ধানের শীষে মিশে থাকা শহীদ জিয়ার স্বপন,
তুমি ছেলে হারা মা জাহানারা ঈমামের একাত্তরের দিনগুলি
তুমি জসীম উদ্দিনের নকশী কাথার মাঠ, মুঠো মুঠো সোনার ধুলি,
তুমি তিরিশ কিংবা তার অধিক লাখো শহীদের প্রান
তুমি শহীদ মিনারে প্রভাত ফেরীর, ভাই হারা একুশের গান,
আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি,
জন্ম দিয়েছ তুমি মাগো, তাই তোমায় ভালোবাসি।
আমার প্রানের বাংলা, আমি তোমায় ভালোবাসি
প্রানের প্রিয় মা তোকে, বড় বেশী ভালোবাসি।
তুমি কবি নজরুলের বিদ্রোহী কবিতা উন্নত মম্‌ শীর
তুমি রক্তের কালিতে লেখা নাম, সাত শ্রেষ্টবীর
তুমি সুরের পাখি আব্বাসের, দরদ ভরা সেই গান
তুমি আব্দুল আলীমের সর্ব্নাশা পদ্মা নদীর টান।
তুমি সুফিয়া কামালের কাব্য ভাষায় নারীর অধিকার
তুমি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের, শাণীত চুরির ধার
তুমি জয়নুল আবেদীন, এস এম সুলতানের রঙ তুলীর আছড়
শহীদুল্লা কায়সার, মুনীর চৌধুরীর নতুন দেখা সেই ভোর।
আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি,
জন্ম দিয়েছ তুমি মাগো, তাই তোমায় ভালোবাসি।
আমার প্রানের বাংলা, আমি তোমায় ভালোবাসি
প্রানের প্রিয় মা তোকে, বড় বেশী ভালোবাসি।
তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর জলে ভেজায় কবিতায়
তুমি বাঙ্গালীর গর্ব, বাঙ্গালীর প্রেম প্রথম ও শেষ ছোঁয়ায়,
তুমি বঙ্গবন্ধুর রক্তে আগুনে জ্বলা জ্বালাময়ী সে ভাষন
তুমি ধানের শীষে মিশে থাকা শহীদ জিয়ার স্বপন
তুমি একটি ফুলকে বাঁচাবো বলে বেজে উঠ সুমধুর,
তুমি রাগে অনুরাগে মুক্তি সংগ্রামের সোনা ঝরা সেই রোদ্দুর
তুমি প্রতিটি পঙ্গু মুক্তিযোদ্ধার, অভিমানের সংসার
তুমি ক্রন্দন, তুমি হাসি, তুমি জাগ্রত শহীদ মিনার
আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি,
জন্ম দিয়েছ তুমি মাগো, তাই তোমায় ভালোবাসি।
আমার প্রানের বাংলা, আমি তোমায় ভালোবাসি
প্রানের প্রিয় মা তোকে, বড় বেশী ভালোবাসি।


১১| ১২ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:৩২

সাইবার অভিযত্রী বলেছেন:
কারার ঐ লৌহকপাট
বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম




কারার ঐ লৌহকপাট,
ভেঙ্গে ফেল কর রে লোপাট,
রক্ত-জমাট শিকল পূজার পাষাণ-বেদী।
ওরে ও তরুণ ঈশান,
বাজা তোর প্রলয় বিষাণ
ধ্বংস নিশান উড়ুক প্রাচীর প্রাচীর ভেদি।
গাজনের বাজনা বাজা,
কে মালিক, কে সে রাজা,
কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্যকে রে?
হা হা হা পায় যে হাসি, ভগবান পরবে ফাঁসি,
সর্বনাশী শিখায় এ হীন তথ্য কে রে!
ওরে ও পাগলা ভোলা,
দে রে দে প্রলয় দোলা,
গারদগুলা জোরসে ধরে হেচ্‌কা টানে
মার হাঁক হায়দারী হাঁক, কাধে নে দুন্দুভি ঢাক
ডাক ওরে ডাক, মৃত্যুকে ডাক জীবন পানে।
নাচে ওই কালবোশাখী,
কাটাবী কাল বসে কি
দেরে দেখি ভীম কারার ঐ ভিত্তি নাড়ি
লাথি মার ভাঙ্গরে তালা,
যত সব বন্দী শালায়-আগুন-জ্বালা, আগুন-জ্বালা,
ফেল উপাড়ি।।

১৩ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:৫৭

সাইবার অভিযত্রী বলেছেন: কঠিন কঠিন শব্দের আর সহজ সুরের গান,
কলেজে একবার গাইছি !

১২| ১২ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:৩৫

সাইবার অভিযত্রী বলেছেন:
এমন একটা সময় ছিলো


এমন একটা সময় ছিলো
মায়াবী রাত নিঝুম ছিলো
তখন আকাশে ছিলো তারা
চাদের আলোর ফোয়াড়া।
তোমার হাতে হাত ছিলো
হৃদয়ে গুঞ্জন চলছিলো
নীরবে এই মন নিয়েছিলে
কেন তা ফিরিয়ে দিলে।
চাঁদ আছে আকাশে
নীরবতা বাতাসে
সব কিছু আগের মত
শুধু তুমি নেই আমার সাথে।
তোমার, আমার
পথ আজ চলে গেছে দুরে
কোথাও
সীমাহীন অজানায়।
এমন একটা সময় ছিলো…..
এমন একটা হৃদয় ছিলো
সুখগুলো বাস করছিলো
সুনিপুন অভিনয় করে তুমি
কেন আজ হারিয়ে গেলে।
এই আমার পাশে তুমি ছিলে
মন ভরা ভালোবাসা নিয়ে
তখন হৃদয়ে দিয়ে সাড়া
কেন আজ অচেনা হলে
চাঁদ আছে আকাশে
নীরবতা বাতাসে
সব কিছু আগের মত
শুধু তুমি নেই আমার সাথে।
তোমার, আমার
পথ আজ চলে গেছে দুরে
কোথাও
সীমাহীন অজানায়।
————–

১৩ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:৫৬

সাইবার অভিযত্রী বলেছেন: এই গানটা যে কার জানা নেই ।
চৌধুরী বংশের ছেলে সুজন, আমাদের মেসমেট, বাজাত !

১৩| ১২ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:৩৯

সাইবার অভিযত্রী বলেছেন:




বৃষ্টি তোমাকে দিলাম


আমার সারাটা দিন, মেঘলা আকাশ, বৃষ্টি - তোমাকে দিলাম
শুধু শ্রাবণ সন্ধ্যাটুকু তোমার কাছে চেয়ে নিলাম।
হৃদয়ের জানালায় চোখ মেলে রাখি
বাতাসের বাঁশিতে কান পেতে থাকি
তাকেই কাছে ডেকে, মনের আঙিনা থেকে
বৃষ্টি তোমাকে তবু ফিরিয়ে দিলাম।
তোমার হাতেই হোক রাত্রি রচনা
এ আমার স্বপ্ন সুখের ভাবনা
চেয়েছি পেতে যাকে, চাইনা হারাতে তাকে
বৃষ্টি তোমাকে তাই ফিরে চাইলাম।

১৩ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:৫৫

সাইবার অভিযত্রী বলেছেন: মিডিয়া সফ্টের 'বিশ্ব দা'র মোবাইলের রিং টোন !

১৪| ১২ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:৪১

সাইবার অভিযত্রী বলেছেন:
নীলঞ্জনা
নচিকেতা


লাল ফিতে সাদা মোজা সু স্কুলের ইউনিফর্ম
ন’টার সাইরেন সংকেত সিলেবাসে মনোযোগ কম
পড়া ফেলে এক ছুট ছুট্টে রাস্তার মোড়ে, দেখে
সাইরেন মিস করা দোকানীরা দেয় ঘড়িতে দম
এরপর একরাশ কালো কালো ধোঁয়া
স্কুল বাসে করে তার দ্রুত চলে যাওয়া
এরপর বিষন্ন দিন বাজেনা মনোবীণ
অবসাদে ঘিরে থাকা সে দীর্ঘ দিন
হাজার কবিতা বেকার সবই তা
তার কথা কেউ বলে না
সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা
সন্ধ্যা ঘনাতো যখন পাড়ায় পাড়ায়
রক থাকতো ভরে কিছু বখাটে ছোড়ায়
হিন্দি গানের কলি সদ্য শেখা গালাগালি
একঘেয়ে হয়ে যেত সময় সময়
তখন উদাস মন ভোলে মনরঞ্জন
দাম দিয়ে যন্ত্রনা কিনতে চায়
তখন নীলাঞ্জনা প্রেমিকের কল্পনা
ওমনের গভীরতা জানতে চায়
যখন খোলা চুলে হয়তো মনের ভুলে
তাকাতো সে অবহেলে দু’চোখ মেলে
হাজার কবিতা বেকার সবই তা
তার কথা কেউ বলে না
সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা
অংকের খাতা ভরা থাকতো আঁকায়
তার ছবি তার নাম পাতায় পাতায়
হাজার অনুষ্ঠান প্রভাত ফেরীর গান
মন দিন গুনে এই দিনে আশায়
রাত জেগে নাটকের মহরায় চঞ্চল
মন শুধু সে ক্ষনের প্রতিক্ষায়
রাত্রির আঙ্গিনায় যদি খোলা জানালায়
একবার একবার যদি সে দাড়ায়
বোঝেনি অবুঝ মন নীলাঞ্জনা তখন
নিজেতে ছিলো মগণ এ প্রানপণ
হাজার কবিতা বেকার সবই তা
তার কথা কেউ বলে না
সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা
----------------------------------

১৪ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:২৯

সাইবার অভিযত্রী বলেছেন: ভারতীর বাংলা গানে একটা সুরেলা বিনম্র ভাব থাকে, সেটাকে ভেংগে ফেলে বলিষ্ঠ উচ্চারণে মনের কথা বলার ধারাটা বোধ হয় নচিকেতার । তবে গটানুগতিক ধারা থেকে বের হয়ে আসার মূল অবদানটা বোধ হয় সুমনের ।

হোষ্টেলে বাজত নচিকেতা, প্রথম শুনে বেশ অবাক হয়েছিলাম, ভিন্ন ধারার ভারতীয় বাংলা গান শুনে !

১৫| ১২ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:৪৩

সাইবার অভিযত্রী বলেছেন:
নিকষ কালো এই আঁধারে
ব্যান্ডের নামঃ পেপার রাইম
----------------------------

অন্ধকার ঘরে, কাগজের টুকরো ছিঁড়ে
কেটে যায় আমার সময়
তুমি গেছো চলে
যাওনি বিস্মৃতির অতলে
যেমন শুকনো ফুল বইয়ের মাঝে রয়ে যায়
রেখেছিলাম তোমায় আমার হৃদয় গভীরে
তবু চলে গেলে এই সাজানো বাগান ছেড়ে

আমি রয়েছি তোমার অপেক্ষায়……
নিকষ কালো এই আঁধারে
স্মৃতিরা সব খেলা করে
রয় শুধু নির্জনতা
নির্জনতায় আমি একা
একবার শুধু চোখ মেলো
দেখো আজ পথে জ্বালি আলো
তুমি আবার আসবে ফিরে
বিশ্বাসটুকু দু’হাতে আঁকড়ে ধরে।
কিছু পুরোনো গান
কিছু পুরোনো ছবির অ্যালবাম
এসবই আমার সাথী হয়ে রয়
কাকডাকা ভোরে
যখন সূর্য ঢুকে ঘরে
কালো পর্দায় বাধা পেয়ে সরে যায়
আমার এ জগত বড় আগলে রাখে আমায়
তবু মাঝে মাঝে মনে হয়
মৃত্যুই কি শ্রেয় নয়
আমি রয়েছি তোমার অপেক্ষায়
নিকষ কালো এই আঁধারে
স্মৃতিরা সব খেলা করে
রয় শুধু নির্জনতা
নির্জনতায় আমি একা
একবার শুধু চোখ মেলো
দেখো আজ পথে জ্বালি আলো
তুমি আবার আসবে ফিরে
বিশ্বাসটুকু দু’হাতে আঁকড়ে ধরে
আমার সব গান ধূলোয় মিশে যেতে চায়
অস্তিত্বের প্রয়োজনে
চাই তোমাকে এখানে
আমি রয়েছি তোমার অপেক্ষায়
নিকষ কালো এই আঁধারে
স্মৃতিরা সব খেলা করে
রয় শুধু নির্জনতা
নির্জনতায় আমি একা
একবার শুধু চোখ মেলো
দেখো আজ পথে জ্বালি আলো
তুমি আবার আসবে ফিরে
বিশ্বাসটুকু দু’হাতে আঁকড়ে ধরে।




ফেরারী এই মনটা আমার


ফেরারী এই মনটা আমার
মানে না কোনো বাঁধা
তোমাকে পাবারই আশায়
ফিরে আসে বারেবার
কখনো ভাবিনি আমি
ব্যথা দিয়ে তুমি চলে যাবে
কি জানি কি ভুল ছিল আমার
আমাকে কেন গেলে কাঁদিয়ে
তাই আমি ফিরে আছি বারেবার
যে পথে হারিয়েছি তোমায়
সেই পথে খুঁজে আমি যাব
অভিমান করে থেকো না
অপবাদ দিয়ে যেও না
তাই আমি ফিরে আছি বারেবার
—————–
ব্যান্ডঃ এল আর বি




চলে গেছ তাতে কি?

চলে গেছ তাতে কি?
ভালোবেসে মরেছি
তুমি আছো হৃদয়ের আয়নায়
লোকে আমারে শুধায়...
ভালোবাসা কারে কয়? বলনা...
কিছু বৃষ্টির বিনিময়
হলে ভালোবাসা হয়
লোকে তারে ভালোবাসা কয়
আমি বলি ছলনা
এই সবই যন্ত্রনা
এগুলা ভালোবাসা নয়
লোকে আমারে শুধায়...
ভালোবাসা কারে কয়? বলনা...
i wanna say i love u
my love is only for u
i love u untill i am alive
hey girl plz don't refuse me
accept my love seriously
request my.....
দিল কি ইস কোনে পার
রাহো মে তুম আগার
ইস দিল মে কেয়া হে সোচোনা...
আদমি হামসে ইয়ে পুছে
পেয়ার কিস্কো কেহতা হে...বলোনা
এতক্ষন যা শুনছিলেন
সবছিলো আবেগের কথা
এখন বলছি বাস্তবতা
বেশি টাকার বিনিময়
ভালো ফাস্টফুডে খাওয়া হয়
মেয়েরা তাকে ভালোবাসা কয়
টাকা পয়সা ফুরালে
মেয়ারা যে যায় চলে
ছেলেদের বুড়ো আঙ্গুল দেখিয়ে
লোকে আমারে শুধায়...
মানুষ কেন ধোকা খায়? বলনা...
বিয়া হইসে তাতে কি?
হলুদে তো এসেছি
বসেছিলে মন্ডপের কোনায়...
চলে গেছো তাতে কি?
নতুন একটা পেয়েছি
তোমার চেয়ে অনেক সুন্দরি।
লোকে আমারে শুধায়...
মানুষ কেন ছেকা খায়? বলনা...
মরে গেছো তাতে কি?
জানাজায় তো এসেছি
শুয়ে রবে কবরের কোনায়
লোকে আমারে শুধায়...
মানুষ কেন মারা যায়? বলনা...
জীবন আছে যতদিন
খেয়ে যাও গাজা ততদিন
পরে রবে ভাবের মুর্ছনায়
লোকে আমারে শুধায়...
মানুষ কেন গাজা খায়? বলনা...
এই কন্ঠ যতদিন
গেয়ে যাব গান ততদিন
পরে রব সুরের মুর্ছনায়
লোকে আমারে শুধায়...
মানুষ কেন গান গায়? বলনা
চলে গেছো তাতে কি?
ভালোবেসে মরেছি
তুমি আছো হৃদয়ের আয়নায়...

১৪ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:০৮

সাইবার অভিযত্রী বলেছেন: চলে গেছ তাতে কি?
প্রথম শুনেছি বান্দরবনের রুমা ষ্ট্যান্ডে !
ঐ একবারই বোধ হয় শুনেছিলাম,
কিন্তু শুনে মজা লেগেছিল যে, আজকাল ভালবাসাবাসির ধ্যান ধারণা বদলে গেছে!

১৬| ১২ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:৪৬

সাইবার অভিযত্রী বলেছেন:
শিরোনামঃ শ্রাবনের মেঘ
ভোকালঃ মিসবাহ
ব্যান্ডঃ ডিফরেন্ট টাচ
অ্যালবামঃ শ্রাবনের মেঘ


শ্রাবনের মেঘগুলি জড়ো হলো আকাশে
অঝরে নামবে বুঝি শ্রাবনেই ঝরায়ে
আজ কেন মন উদাসী হয়ে
দূর অজানায় চায় হারাতে(২)
শ্রাবনের মেঘগুলি জড়ো হলো আকাশে
অঝরে নামবে বুঝি শ্রাবনেই ঝরায়ে
কবিতার বই সবে খুলেছি
হিমেল হাওয়ায় মন ভিজেছে
জানালার পাশে চাঁপা মাধবী
বাগান বিলাসী হেনা দুলেছে (২)
আজ কেন মন উদাসী হয়ে
দূর অজানায় চায় হারাতে
মেঘেদের যুদ্ধ শুনেছি
সিক্ত আকাশ কেঁদে চলেছে
থেমেছে হাঁসের জলকেলী
পথিকের পায়ে হাঁটা থেমেছে (২)
আজ কেন মন উদাসী হয়ে
দূর অজানায় চায় হারাতে(২)
শ্রাবনের মেঘগুলো জড়ো হলো আকাশে
অঝরে নামবে বুঝি শ্রাবনেই ঝরায়ে……

১৩ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:৫৫

সাইবার অভিযত্রী বলেছেন: ডিফারেন্ট টাচের আরো অনেক বেশী জনপ্রিয় গান ছিল, কিন্তু ছেলেদের চিল্লাইয়া গাওয়ার মত গান এইটা ছাড়া কি আর ছিল ?
সবাই তো এইটাই চিল্লায় চিল্লায় গাইত !

১৭| ১২ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:৪৯

সাইবার অভিযত্রী বলেছেন:
কবিতা পড়ার প্রহর এসেছে রাতের নির্জনে
সামিনা চৌধুরী



কবিতা পড়ার প্রহর এসেছে রাতের নির্জনে
জোনাকীর আলো নেভে আর জ্বলে
শাল মহুয়ার বনে।।
কবিতার সাথে চৈতী রাতে
কেটেছে সময় হাত রেখে হাতে
সেই কথা ভেবে পিছু চাওয়া মোর
স্মৃতির নকশা বুনে।।
অতীতের ছবি আঁকা হয়ে গেলে
চারিদিকে এই চোখ দুটি মেলে
পলাতক আমি কোথা যেন যাই
আঁধারের রিদন শুনে।।

১৩ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:৫২

সাইবার অভিযত্রী বলেছেন: 'কবিতার' সাথে চৈতী রাতে ?

নাকি ' কবে তার ' সাথে ?

১৮| ১২ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:৫১

সাইবার অভিযত্রী বলেছেন: আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী


আমার ভাইয়ের রক্তে রাঙানো, একুশে ফেব্রুয়ারী
আমি কি ভুলিতে পারি।।
ছেলে হারা শত মায়ের অশ্রু
গড়ায়ে ফেব্রুয়ারী।।
আমার সোনার দেশের
রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী।।
জাগো নাগিনীরা জাগো জাগো
জাগো কাল বোশেখীরা
শিশু হত্যার বিক্ষোভে আজ
কাপুক বসুন্ধরা।।

১৩ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:৪৯

সাইবার অভিযত্রী বলেছেন: এ গানের কি কোন তুলানা দিতে পারি !

১৯| ১২ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:৫২

সাইবার অভিযত্রী বলেছেন: কষ্ট পেতে ভালোবাসি


কোন সুখের ছোঁয়া পেতে নয়
নয় কোন নতুন জীবনের খোঁজে,
তোমার চোখে তাকিয়ে থাকা আলোকিত হাসি নয়
আশা নয় না বলা ভাষা নয়,
আমি কষ্ট পেতে ভালোবাসি
তাই তোমার কাছে ছুটে আসি।
বুকের এক পাশে রেখেছি
জ্বলহীন মরুভুমি,
ইচ্ছে হলে যখন তখন, অশ্রুফোটা দাও তুমি
তুমি চাইলে আমি দেব, অথই সাগর পাড়ি।
আমি কষ্ট পেতে ভালোবাসি
তাই তোমার কাছে ছুটে আসি।
যখন আমার কষ্টগুলো প্রজাপতির মত উড়ে
বিষাদের সবকটা ফুল চুপচাপ ঝরে পড়ে,
আমার আকাশ জুড়ে মেঘ, ভরে গেছে ভূলে।
আমি কষ্ট পেতে ভালোবাসি
তাই তোমার কাছে ছুটে আসি।






মুখরিত জীবন
ব্যান্ডঃ সোল্‌স


এই মুখরিত জীবনের চলার বাঁকে
অজানা হাজার কত কাজের ভিড়ে
ছোট্টবেলার শত রঙ করা মুখ
সুর তোলে আজও এই মনকে ঘিরে।
ঝিনুক শামুকে ভরা বালুর চরে
ঢেউয়ের সাথে নেচেছি,
রঙ্গিন স্বপ্নে গাঁথা স্মৃতির মালা
সৈকতে ফেলে এসেছি।
ওরে ছুটে চল সেই সাগরো তীরে
ওরে খুঁজে নেই চল, ফেলে আসা মুক্ত হীরে।
রাত্রিতে জোসনায় দাওয়ায় বসে
মজার গল্প কত শুনেছি,
ডুলো ডুলো আখিতে আবীর মেখে
স্বপ্নের জ্বাল বুনেছি
ওরে সেইতো ভালো চোখ দুটো বুজেছিল
ওরে সেইতো ভালো সবকিছু ভূলেছিলে।

১৩ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:৪৭

সাইবার অভিযত্রী বলেছেন: পুরাণো সে দিনের কথা ....

২০| ১২ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:৫৩

সাইবার অভিযত্রী বলেছেন: আমি বাংলায় গান গাই
শিল্পীঃ প্রতুল মুখোপাধ্যায়


আমি বাংলায় গান গাই, আমি বাংলায় গান গাই,
আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই
আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর
আমি এই বাংলার মায়াভরা পথে হেঁটেছি এতটা দূর
বাংলা আমার জীবনানন্দ বাংলা প্রাণের সুখ
আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ |
আমি বাংলায় কথা কই, আমি বাংলার কথা কই
আমি বাংলায় ভাসি, বাংলায় হাসি, বাংলায় জেগে রই
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় চিত্কার
বাংলা আমার দৃপ্ত স্লোগান ক্ষিপ্ত তীর ধনুক,
আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ |
আমি বাংলায় ভালবাসি, আমি বাংলাকে ভালবাসি
আমি তারি হাত ধরে সারা পৃথিবীর মানুষের কাছে আসি
আমি যা’কিছু মহান বরণ করেছি বিনয় শ্রদ্ধায়
মেশে তেরো নদী সাত সাগরের জল গঙ্গায় পদ্মায়
বাংলা আমার তৃষ্ণার জল তৃপ্ত শেষ চুমুক
আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ |

১৩ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:৪৮

সাইবার অভিযত্রী বলেছেন: গানটা বিভিন্ন যায়গায় শুনেছি, প্রতুল মুখোপাধ্যায় এর এটা জানতাম না । লিরিকস খুজতে গিয়ে পেলাম !

২১| ১২ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:৫৫

সাইবার অভিযত্রী বলেছেন:






ফিরিয়ে দাও
শিল্পীঃ শাফিন আহমেদ
ব্যান্ডঃ মাইল্‌স


নিঃস্ব করেছ আমায়
কি নিঠুর ছলনায়,
তুমিহীনা এই হৃদয় আমার
একাকী অসহায়,
পেয়ে হারানোর বেদনায়
পুড়ে চলেছি সারাক্ষন
কেন তুমি মিছে মায়ায়
বেধেছিলে আমায় তখন।
ফিরিয়ে দাও আমার এ প্রেম তুমি ফিরিয়ে দাও।
ফিরিয়ে দাও হারানো দিনগুলো
এভাবে চলে যেওনা।
আমার হৃদয় জুড়ে, শুধু তুমি ছিলে
যত সুখ ছিল মনে
কেন মুছে দিলে।
অকারণ অভিমানে, তুমি চলে যেওনা
মায়াবী এ বাঁধন ছিড়ে,
দূরে সরে যেওনা।

১৩ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:৪৬

সাইবার অভিযত্রী বলেছেন: ফিরিয়ে দাও,
ফিরিয়ে দা আ আ ও ।
এভাবে চলে যেও না আ আ ..

এই গানটা যেভাবে গান ভক্তদের কাপিয়েছিল তার তুলনা খুজে পাই না ! হলের রুমে রুমে ফুল ভলিউমে চলত । আর্কি ৯৩ র শিমুল একবার সি এস ইর রুমে দরজা বন্ধ করে এটা গাইছিল তুমুল চেচিয়ে । কিছু পরে সিদ্দিক সারের কাছে ধরা খেয়েছিল ।
সে কি ধরা !

২২| ১২ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:৫৭

সাইবার অভিযত্রী বলেছেন:
চলো না ঘুরে আসি অজানাতে
শিল্পী- হ্যাপী আখন্দ



চলো না ঘুরে আসি অজানাতে
যেখানে নদী এসে থেমে গেছে
আবার এলো যে সন্ধ্যা
শুধু দু’জনে
ঝাউবনে হাওয়াগুলো খেলছে
সাঁওতালি মেয়েগুলো চলছে
লাল লাল শাড়ীগুলো উড়ছে
তার সাথে মন মোর দুলছে
ঐ দুর আকাশের প্রান্তে
সাত রঙা মেঘ গুলো উড়ছে ।।
আবার এলো যে সন্ধ্যা
শুধু দু’জনে
এই বুঝি বয়ে গেল সন্ধ্যা
ভেবে যায় কি জানি কি মনটা
পাখিগুলো নীড়ে ফিরে চলছে
গানে গানে কি যে কথা বলছে
ভাবি শুধু এখানেই থাকবো
ফিরে যেতে মন নাহি চাইছে ।।
আবার এলো যে সন্ধ্যা
শুধু দু’জনে


১৪ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:০৬

সাইবার অভিযত্রী বলেছেন: হ্যাপী আর লাকী
দিল কোথায় ফাকি ।

২৩ শে নভেম্বর, ২০১৩ সকাল ১১:৩৪

সাইবার অভিযত্রী বলেছেন: ১৯৮৭ সালে ছোট ভাই ‘হ্যাপী আখন্দের’ মৃত্যুর পরপর সঙ্গীতাঙ্গন থেকে অনেকটাই স্বেচ্ছায় নির্বাসন লাকী

২৩| ১২ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:০০

সাইবার অভিযত্রী বলেছেন: আশা ছিল ভালোবাসা ছিল


কিশোর কুমার



আশা ছিল ভালোবাসা ছিল
আজ আশা নেই, ভালোবাসা নেই।।
এই সেই কৃষ্ণচূড়া
যার তলে দাঁড়িয়ে
চোখে চোখ হাতে হাত
কথা যেত হারিয়ে
আজ এখানে আমার আশার সমাধি
ব্যথা জানাবার ভাষা নেই
আশা নেই, ভালোবাসা নেই।।
আজ তুমি কতদূরে
মুছে গেছ মরণে
নেই কাছে তবু আছ
ব্যথা ভরা স্মরণে
ফিরে চলে যায়
যে সময় হায় একবার
তার যাওয়া আছে আশা নেই
আজ আশা নেই, ভালোবাসা নেই।।

১৩ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:৪২

সাইবার অভিযত্রী বলেছেন: নাইট কোচে শুনা গান । ভার্সিটির জীবনে পড়াশুনায় মনোযোগ ছিল কম, ঘন ঘন ঢাকা খুলনা করতাম । বাসগুলো আরিচা পার হলে দৌলদিয়ার পরেই এই গান গুলো খুব বাজাত । অন্য গান চলতনা । একটু ঝিমুনী একটু ঘুমানী এমন সব গান । ধুম ধারাক্কা হিন্দি ছবির গানও অবশ্য চলত । কিন্তু নো ব্যন্ড ।

৪০ সীটের চেয়ার কোচে না গিয়ে পয়সা বাচিয়ে ৫২ সীটের কাটা গাড়ীতে যেতাম । কাটা মানে লন্চ পারাপার । ঢাকা থেকে আরিচা এক বাস, আর লন্চ পার হয়ে দৌলদিয়া পার হয়ে আরেক বাস ।

২৪| ১২ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:০২

সাইবার অভিযত্রী বলেছেন: মেলায় যাইরে
ফিডব্যাক, মাকসু



লেগেছে বাঙালীর ঘরে ঘরে
একি মাতনদোলা
লেগেছে সুরেরই তালে তালে
হৃদয় মাতনদোলা
বছর ঘুরে এল আরেক প্রভাতী ফিরে এল
সুরেরই মঞ্জুরী
পলাশ শিমুল গাছে লেগেছে আগুন
এ বুঝি বৈশাখ এলেই শুনি
মেলায় যাইরে
বাসন্তী রঙ শাড়ি পড়ে ললনারা হেঁটে যায়
বখাটে ছেলের ভিড়ে ললনাদের রেহাই নাই
লেগেছে রমনীর খোঁপাতে
বেলী ফুলের মালা
বিদেশী সুগন্ধি মেখে আজ
প্রেমের কথা বলা
রমনা বটমুলে গান থেমে গেলে
প্রখর রোদে এ যেন মিছিল চলে
ঢাকার রাজপথে রঙের মেলায়
এ বুঝি বৈশাখ এল বলেই

১৪ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:০৫

সাইবার অভিযত্রী বলেছেন: মেলা হিট হইছিল গান টা,
গানের কথা - থিম ও ভাল,
কিন্তু আমার কাছে ভাল লাগত না গানটা ।
কাউ কাউ চিল্লা -চিল্লি মনে হত, এখনও তাই মনে হয়।

২৫| ১২ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:০৩

সাইবার অভিযত্রী বলেছেন: যেটুকু সময় তুমি থাকো পাশে
মিতালী মুখার্জী


যেটুকু সময় তুমি থাকো পাশে
মনে হয় এ দেহে প্রাণ আছে
বাকিটা সময় যেন মরণ আমার
হৃদয় জুড়ে নামে অথৈ আঁধার
ব্যথার সমাধিতে বসে এ মন
ফোটায় আশার ফুল রাশি রাশি
যখন দেখি ওই মুখের হাসি
স্বপ্ন থেকে আসো নয়নেতে
নয়ন থেকে তুমি স্বপ্নে হারাও
জাগরণে এসে কাছে দাঁড়াও
শিশুকালের রূপকথাগুলো
পায়ে পায়ে সব আসে ফিরে
তোমার কথা রূপকথা ঘিরে
ভুলে ভরা যত স্বরলিপি
গানের কোকিল হয়ে উঠে ডেকে
কাছে এলে তুমি দূরে থেকে

২৬| ১২ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:০৪

সাইবার অভিযত্রী বলেছেন: মেয়ে তুমি কি দুঃখ চেনো
আইয়ুব বাচ্চু


মেয়ে তুমি কি দুঃখ চেনো
চেনো না
মেয়ে তুমি কি আকাশ চেনো
চেনো না
তবে চিনবে কেমন করে আমাকে
মেয়ে তুমি ঝড় কি বোঝো
বোঝো না
মেয়ে তুমি রাত কি বোঝো
বোঝো না
তবে বুঝবে কেমন করে আমাকে
মেয়ে তুমি পথ কি চেনো
চেনো না
মেয়ে তুমি পথিক চেনো
চেনো না
তবে খুঁজবে কেমন করে আমাকে
তবে চিনবে কেমন করে আমাকে
মেয়ে তুমি দুঃখ চেনো
চেনো না
মেয়ে তুমি ঝড় কি বোঝো
বোঝো না
তবে বুঝবে কেমন করে আমাকে
তবে চিনবে কেমন করে আমাকে
মেয়ে
তুমি চিনবে কেমন করে আমাকে
বলো মেয়ে
তুমি বুঝবে কেমন করে আমাকে
মেয়ে…
মেয়ে তুমি কি চিনতে পারো ফুলের বাগান
মেয়ে তুমি কি বুঝতে পারো স্পর্শ আমার
তুমি বুঝবে কেমন করে আমাকে
তবে চিনবে কেমন করে আমাকে
মেয়ে তুমি কি দুঃখ চেনো
চেনো না
মেয়ে তুমি কি আকাশ চেনো
চেনো না
তবে চিনবে কেমন করে আমাকে

১৩ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:০৯

সাইবার অভিযত্রী বলেছেন: বাচ্চুর কথা আর কি বলব ? বাচ্চু তো বাচ্চু ই ।
বাচ্চু জোয়ারের যুগে কবে কোথায় এটা শুনেছি মনেই নেই !

২৭| ১২ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:০৬

সাইবার অভিযত্রী বলেছেন:
কষ্ট নেবে কষ্ট
হেলাল হাফিজ



কষ্ট নেবে কষ্ট
হরেক রকম কষ্ট আছে
কষ্ট নেবে কষ্ট !

লাল কষ্ট নীল কষ্ট কাঁচা হলুদ রঙের কষ্ট
পাথর চাপা সবুজ ঘাসের সাদা কষ্ট,
আলোর মাঝে কালোর কষ্ট
‘মালটি-কালার’ কষ্ট আছে
কষ্ট নেবে কষ্ট ।

ঘরের কষ্ট পরেরর কষ্ট পাখি এবং পাতার কষ্ট
দাড়ির কষ্ট
চোখের বুকের নখের কষ্ট,
একটি মানুষ খুব নীরবে নষ্ট হবার কষ্ট আছে
কষ্ট নেবে কষ্ট ।

প্রেমের কষ্ট ঘৃণার কষ্ট নদী এবং নারীর কষ্ট
অনাদর ও অবহেলার তুমুল কষ্ট,
ভুল রমণী ভালোবাসার
ভুল নেতাদের জনসভার
হাইড্রোজনে দুইটি জোকার নষ্ট হবার কষ্ট আছে
কষ্ট নেবে কষ্ট ।

দিনের কষ্ট রাতের কষ্ট
পথের এবং পায়ের কষ্ট
অসাধারণ করুণ চারু কষ্ট ফেরীঅলার কষ্ট
কষ্ট নেবে কষ্ট ।

আর কে দেবে আমি ছাড়া
আসল শোভন কষ্ট,
কার পুড়েছে জন্ম থেকে কপাল এমন
আমার মত ক’জনের আর
সব হয়েছে নষ্ট,
আর কে দেবে আমার মতো হৃষ্টপুষ্ট কষ্ট ।

১৪ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:২৮

সাইবার অভিযত্রী বলেছেন: হেলাল হাফিজের কবিতা হিসেবেই তো শুনেছইলাম এটা! গান হিসেবে কোন দিন শুনিনি, হয়ত গান হয়েছে, জানা নেই।

লিরিক হিসেবে পাইলাম, পুষ্টাইলাম !

২৮| ১২ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:০৮

সাইবার অভিযত্রী বলেছেন:

বৃদ্ধাশ্রম
শিল্পীঃ নচিকতা



ছেলে আমার মস্ত মানুষ,মস্ত অফিসার
মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপার ওপার।
নানান রকম জিনিস আর আসবাব দামী দামী
সবচেয়ে কম দামী ছিলাম একমাত্র আমি।
ছেলের আমার আমার প্রতি অগাধ সম্ভ্রম
আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম !
আমার ব্যবহারের সেই আলমারি আর আয়না
ওসব নাকি বেশ পুরনো,ফ্ল্যাটে রাখা যায় না।
ওর বাবার ছবি,ঘড়ি-ছড়ি,বিদেয় হলো তাড়াতাড়ি
ছেড়ে দিলো, কাকে খেলো, পোষা বুড়ো ময়না।
স্বামী-স্ত্রী আর আ্যালসেশিয়ান-জায়গা বড়ই কম
আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম!
নিজের হাতে ভাত খেতে পারতো নাকো খোকা
বলতাম আমি না থাকলে কি করবি রে বোকা?
ঠোঁট ফুলিয়ে কাঁদতো খোকা আমার কথা শুনে-
খোকা বোধ হয় আর কাঁদে না,নেই বুঝি আর মনে।
ছোট্টবেলায় স্বপ্ন দেখে উঠতো খোকা কেঁদে
দু’হাত দিয়ে বুকের কাছে রেখে দিতাম বেঁধে
দু’হাত আজো খুঁজে,ভুলে যায় যে একদম-
আমার ঠিকানা এখন বৃদ্ধাশ্রম!
খোকারও হয়েছে ছেলে,দু’বছর হলো
তার তো মাত্র বয়স পঁচিশ,ঠাকুর মুখ তোলো।
একশো বছর বাঁচতে চাই এখন আমার সাধ
পঁচিশ বছর পরে খোকার হবে ঊনষাট।
আশ্রমের এই ঘরটা ছোট,জায়গা অনেক বেশি-
খোকা-আমি,দু’জনেতে থাকবো পাশাপাশি।
সেই দিনটার স্বপ্ন দেখি ভীষণ রকম
মুখোমুখি আমি,খোকা আর বৃদ্ধাশ্রম!
মুখোমুখি আমি,খোকা আর বৃদ্ধাশ্রম!
মুখোমুখি আমি,খোকা আর বৃদ্ধাশ্রম!

১৩ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:০৫

সাইবার অভিযত্রী বলেছেন: ভারতীর বাংলা গানে একটা সুরেলা বিনম্র ভাব থাকে, সেটাকে ভেংগে ফেলে বলিষ্ঠ উচ্চারণে মনের কথা বলার ধারাটা বোধ হয় নচিকেতার । তবে গটানুগতিক ধারা থেকে বের হয়ে আসার মূল অবদানটা বোধ হয় সুমনের ।

হোষ্টেলে বাজত নচিকেতা, প্রথম শুনে বেশ অবাক হয়েছিলাম, ভিন্ন ধারার ভারতীয় বাংলা গান শুনে !

২৯| ১২ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:০৮

সাইবার অভিযত্রী বলেছেন:

যদি হিমালয় হয়ে দুঃখ আসে


যদি হিমালয় হয়ে দুঃখ আসে
এ হৃদয়ে, সে কিছু নয়
শত আঘাতেও, নিঃস্ব যে আজ
তার আবার , হারানোর ভয়
কি ভুলে আমি এত, সয়েছি যে ব্যাথা
কি করে ভুলেছি, অতীতের কথা
জানতেও পারবেনা, কেউ তা
জানতেও পারবেনা, কেউ তা ।
প্রশ্ন করোনা, কেন হৃদয়
দুঃখেরও হিমালয়
প্রশ্ন করোনা, ভিসুভিয়াস
এ বুকে কেন জ্বলে রয়
বেহাগের সুরে, সুখ গিয়ে দূরে
আসে অশুভ বারতা
কি ভুলে আমি এত, ……………… কেউ তা ।
দল বেধে সব, দুঃখ আসে
মৌন প্রেমের সর্বনাশে
ভোরের শিশির, শুকোবে জেনেই
তপ্ত রোদ হাসে
বেহাগের সুরে, সুখ গিয়ে দূরে
আসে অশুভ বারতা।
কি ভুলে আমি এত, ………… কেউ তা ।
যদি হিমালয় হয়ে, …………. হারানোর ভয় ।
কি ভুলে আমি এত, ………….. কেউ তা ।

৩০| ১২ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:১০

সাইবার অভিযত্রী বলেছেন: মুখরিত জীবন
ব্যান্ডঃ সোল্‌স



এই মুখরিত জীবনের চলার বাঁকে
অজানা হাজার কত কাজের ভিড়ে
ছোট্টবেলার শত রঙ করা মুখ
সুর তোলে আজও এই মনকে ঘিরে।
ঝিনুক শামুকে ভরা বালুর চরে
ঢেউয়ের সাথে নেচেছি,
রঙ্গিন স্বপ্নে গাঁথা স্মৃতির মালা
সৈকতে ফেলে এসেছি।
ওরে ছুটে চল সেই সাগরো তীরে
ওরে খুঁজে নেই চল, ফেলে আসা মুক্ত হীরে।
রাত্রিতে জোসনায় দাওয়ায় বসে
মজার গল্প কত শুনেছি,
ডুলো ডুলো আখিতে আবীর মেখে
স্বপ্নের জ্বাল বুনেছি
ওরে সেইতো ভালো চোখ দুটো বুজেছিল
ওরে সেইতো ভালো সবকিছু ভূলেছিলে।

১৩ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:০১

সাইবার অভিযত্রী বলেছেন: ক্লাস নাইন -টেনে শোনা, ২৫ বছর আগের গান !

"
ওরে সেইতো ভালো চোখ দুটো বুজেছিল
ওরে সেইতো ভালো সবকিছু ভূলেছিলে। "

গানটা কি ২৫ বছর আগের কোন দিনের পানে ডাক দেয় না ?

৩১| ১২ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:১১

সাইবার অভিযত্রী বলেছেন:
একদিন পাখি উড়ে যাবে যে আকাশে

শিল্পীঃ কিশোর কুমার
সুরঃ রাহুল দেব বর্মন
========================


একদিন পাখি উড়ে যাবে যে আকাশে
ফিরবে না কখনো কারো আকাশে
বুকে যেন বেদনার ঐ মেঘ জমেনা
মন ভেঙে দিতে যেন আর ঝড় আসেনা
তারে ভেবে কারো চোখে যেন
জল না আসে
কারো আকাশে
উদাসীর বাঁশী আর কেনো
কেউ তো শোনেনা
কোনদিন কেউ তার কেন
মন তো বোঝেনা
কার ছেড়ে কোনদিন যেন শেষে (?)
পথে না বসে
——————-

৩২| ১২ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:১১

সাইবার অভিযত্রী বলেছেন:

আমার সারাদেহ খেয়ো গো মাটি
এন্ড্রু কিশোর





আমার সারাদেহ খেয়ো গো মাটি
এই চোখ দুটি মাটি খেয়ো না
আমি মরে গেলেও তারে দেখার সাধ
মিটবে না গো মিটবে না
তারে এক জনমে ভালোবেসে
ভরবে না মন ভরবে না
ওরে… ইচ্ছে করে বুকের ভিতর
লুকিয়ে রাখি তারে
যেন না পারে সে যেতে
আমায় কোনদিনও ছেড়ে
আমি এই জগতে তারে ছাড়া
থাকবো নারে থাকবো না
তারে এক জনমে ভালোবেসে
ভরবে না মন ভরবে না
ওরে… এই না ভুবন ছাড়তে হবে
দুইদিন আগে পরে
বিধি, একই সঙ্গে রেখো মোদের
একই মাটির ঘরে
আমি এই না ঘরে থাকতে একা
পারবো নারে পারবো না
তারে এক জনমে ভালোবেসে
ভরবে না মন ভরবে না
————————–

১৩ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:৫৯

সাইবার অভিযত্রী বলেছেন: এন্ড্রু কিশোর কে স্কুলে থাকতে টিভিতে দেখতাম, " চিনলি না গো চিনলিনা " এই গান নিয়ে প্রায়ই আসত । খুব একটা ভাল লাগতনা - চিনলি না গো । এর থেকে এই " আমার সারা দেহ গানটা অনেক হৃদয় স্পর্শী।

৩৩| ১২ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:১৬

সাইবার অভিযত্রী বলেছেন: পাহাড়ি মেয়ে by মাইলস

পাথুরে নদী চলে , পাহাড়ি মেয়ে নামে ,
ভেজা তার তনু মন ধরা দেয় না ,
কি স্বপ্ন এঁকে দিলো বলা যায় না ।

পাথুরে নদী চলে , পাহাড়ি মেয়ে নামে।

সাজানো চোখের মাঝে সবুজ বনানী তাতে-
ছায়া ফেলে এই জল ঝর্না।
অধীর ঢেউয়ের দোলা দিয়ে যায় আনমনা-
দিকে দিকে শুধু যন্ত্রণা ।

পাথুরে নদী চলে , পাহাড়ি মেয়ে নামে।

বাতাস আকুল হয়ে জলে ছন্দ নিয়ে-
পাহাড়ি মেয়ে সেতো চেয়ে দেখে না ।
পাখি ডাকে অচেনা বয়ে যায় ভাবনা-
স্বজন বুঝি তার ফিরে এলেনা ।

পাথুরে নদী চলে , পাহাড়ি মেয়ে নামে ,
ভেজা তার তনু মন ধরা দেয় না ,
কি স্বপ্ন এঁকে দিলো বলা যায় না ।

১৩ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:৪৮

সাইবার অভিযত্রী বলেছেন: মাইলসের যুগে হোষ্টেলের রুমে রুমে গান গুলো খুব বাজত । খান জাহান আলী হলে, খুলনা বিশ্ববিদ্যালয়ে শোনা গানটা পাথুরে কোন নদীতে হাটতে গেলেই মনে পরে।

রুমা বাজার - বগা লেক জিরি পথে হাটতে গেলে আপনা আপনি নি:শব্দে মনের ভিতর ব্যকগ্রাউন্ড মিউজিক হিসেবে বাজে !

৩৪| ১২ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:১৯

সাইবার অভিযত্রী বলেছেন:

ওয়ারফেজ :
সব আলো নিভে যাক আঁধারে



সব আলো নিভে যাক আঁধারে
শুধু জেগে থাক ঐ দূরের তারা রা
সব শব্দ থেমে যাক নিস্তব্ধতায়
শুধু জেগে থাক এই সাগর আমার পাশে
আহা হা হা আহা হা…………….।।

সব বেদনা মুছে যাক স্থিরতায়
হৃদয় ভরে যাক সহজ অবাক দৃষ্টিতে
থমকে দাঁড়িয়েছে মহাকাল এখানে
আহা হা হা আহা হা…………….।।

শুভ্র বালির সৈকতে এলোমেলো বাতাসে গীটার হাতে
নিস্তব্ধতা চৌচির উম্মাদ ঝংকারে কাঁদি
অবাক সুখের কান্না যেন চুনি হীরা পান্না
সাগরের বুকে আল্পনা এঁকে দিয়ে যায়
অবাক ভালোবাসায়……..
অবাক ভালোবাসায়……..।।

সব আলো নিভে যাক আঁধারে
শুধু জেগে থাক ঐ দূরের তারা রা
সব শব্দ থেমে যাক নিস্তব্ধতায়
শুধু জেগে থাক এই সাগর আমার পাশে
আহা হা হা আহা হা…………….।।

সব কষ্ট বয়ে যাক সুখের ঝড়
হৃদয় ভরে যাক সহজ মিল স্বপনে
হৃদয় গভীরে অবাক দৃষ্টিতে
থমকে দাঁড়িয়েছে মহাকাল এখানে
আহা হা হা আহা হা…………….।।

শুভ্র বালির সৈকতে এলোমেলো বাতাসে গীটার হাতে
নিস্তব্ধতা চৌচির উম্মাদ ঝংকারে কাঁদি
অবাক সুখের কান্না যেন চুনি হীরা পান্না
সাগরের বুকে আল্পনা এঁকে দিয়ে যায়
অবাক ভালোবাসায়……..
অবাক ভালোবাসায়……..।।

১৩ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:৪৯

সাইবার অভিযত্রী বলেছেন: খুলনা বিশ্ববিদ্যালয়ের গল্লামারী হোষ্টেলের দোতলায় আর্কিটেকচার -এর পোলাপান এই গানটা খুব বাজাত, গাইত

ওদের কাছেই প্রথম শুনেছিলাম গানটা ।

৩৫| ১২ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:২২

সাইবার অভিযত্রী বলেছেন:
নোভা:সজনী

সজনী
সাঝেরও তারা হয়ে আমার আকাশে এলে
পাশে চাঁদ তবুও তোমার আলো
হৃদয় আমার কেড়ে নিলে
কেন আমার আকাশে এলে

শিমুলেরও ঝর ঝর্নাতে
ছবি হয়ে যেতে তুমি
আমারও পাশে
অলস দুপুর অতীত হয়ে
সন্ধ্যা যখন নেমে আসে
লাজ রাংগা চোখে
তুমি কি বলে গেলে
কেন আমার আকশে এলে

মিছে আলো আর আলেয়ায়
বাধা কেন ছিলে তুমি
আমারও হিয়ায়
তোমারই আধার আলো দুটি চোখ
জীবন প্রদীপ জেলে ডাকে ।।
চোখের জলে যদি দ্বীপ নিভে দিলে
কেন আমার আকাশে এলে

সজনী
সাঝেরও তারা হয়ে আমার আকাশে এলে
পাশে চাঁদ তবুও তোমার আলো
হৃদয় আমার কেড়ে নিলে
কেন আমার আকাশে এলে

১৩ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:৫৭

সাইবার অভিযত্রী বলেছেন: রেসিডেন্সিয়াল মডেল কলেজে ৮৯-৯১ এ দিনাজপুর জেলা স্কুলের ছেলে মাসুদ এই গানটা গাইত। ওর গলা খুব মিষ্টি ও সুরেলা ছিল । গানটা ক্যাসেটে - পিসিতে কোন দিন শুনিনি । এই গানের লিরিক দেখে ওর কথা মনে পড়ল, ওর সাথে যোগাযোজ নেই গত ২২ বছর, কোথায় আছে, কেমন আছে জানি না ।

৩৬| ১৩ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:৪৩

জনাব মাহাবুব বলেছেন: গানের আসর দেখা যায় ভালোই জমছে। B-) B-) B-) B-) B-)

গ্যালারীতে বসলাম। B-)) B-)) B-)) B-))

১৩ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:৫২

সাইবার অভিযত্রী বলেছেন: ভাই আমার গান শুনার অভ্যাস নেই, প্রায় সবগুলো গান-ই কোন ঘটনা উপলক্ষে শোনা । সবগুলোর সাথেই আমার জীবনের কোন না কোন ঘটনা -গল্প জড়িয়ে আছে, সেগুলো মনে করা ও গুছিয়া লিখে রাখার জন্যই এই পোষ্ট।

বলতে পারেন আমার বিগত ৪০ বছর জীবনের ফ্লাশ ব্যাক !

৩৭| ১৩ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:১৯

সাইবার অভিযত্রী বলেছেন: hashte dekho gaite dekho
onek kothae mukhor amae dekho
dekho na keo hashi shesher nirobota (2)
bujhe na keo to chinlo na
bujhe na amar ki betha
chenar moto keo chinlo na
ei amake (2)

amar shurer buke
kanna lukiye thake
amar chokher kone nona chobi ake
amar golpo shune
hoi alokito utshob
golpo sheshe ami
adharer moto nirob
nijeke dhele ami koto shukh dilam
bujhe na keo to chinlo na
bujhe na amar ki betha
chenar moto keo chinlo na
ei amake


amar gane aka
nirghum onek prohor
amai jele jonaki chere nirob shohor
dakar kotha jader
dake ni keo kache
nishshongo e ami
purechi mone ache
amar majhe ami jeno shudhu lukai
bujhe na keo to chinlo na
bujhe na amar ki betha
chenar moto keo chinlo na
ei amake (2)

hashte dekho gaite dekho
onek kothae mukhor amae dekho
dekho na keo hashi shesher nirobota (2)
bujhe na keo to chinlo na
bujhe na amar ki betha
chenar moto keo chinlo na
ei amake (2)

৩৮| ১৩ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:১৯

সাইবার অভিযত্রী বলেছেন: prothom premer moto
F#7-------------Bm---------
prothom kobitaa eshe bole
Em7-------------A------
haat dhore niye cholo
A7-----------D----
onek durer deshe

F6--------
aa-aa…
F6--------
oo-oo…

D-Gmaj7-D-Em7
koto poth praantor ghure firechi
Dmaj7-Emaj7
paini toh aaj o tomaae
F#-Bm-F#-Bm
shei poth cholaa shesh hole
Dmaj7-F#7
kaache eshe jeyo bole
Bm-D
ei toh aami ei toh aami

৩৯| ১৩ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:২১

সাইবার অভিযত্রী বলেছেন: এখন অনেক রাত
খোলা আকাশের নীচে
জীবনের অনেক আয়োজন
আমায় ডেকেছে
তাই আমি বসে আছি
দরজার ওপাশে।।

আবেগী এমন রাতে
ভুল করে এই পথে
এসে যদি ফিরে যাও
আমায় না পেয়ে
তাই আমি বসে আছি
দরজার ওপাশে।।

চলে যাওয়া সেই পথে
ঝিরিঝিরি বাতাসে
আমার এই মন কাঁদে
তোমায় না পেয়ে
তাই আমি বসে আছি
দরজার ওপাশে।।

#LRB

১৪ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:০৩

সাইবার অভিযত্রী বলেছেন: রাতবেশী হলে এই গানটা আর কুমার বিশ্বজিতের এখন অনেক রাত - এদুটা গান ব্যাক গ্রাউন্ড মিউজিক হয়ে যায় !

৪০| ১৩ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:২৩

সাইবার অভিযত্রী বলেছেন: আজ জন্মদিন তোমার
মাইলস

আজকের আকাশে অনেক তারা দিন ছিল সূর্য্যে ভরা আজকের জোছনাটা আরো সুন্দর সন্ধ্যাটা আগুন লাগা আজকের পৃথিবী তোমার জন্য ভরে থাকা ভালো লাগায়
মুখরিত হবে দিন গানে গানে আগামীর সম্ভাবনায়

তুমি এইদিনে পৃথিবীতে এসেছো শুভেচ্ছা তোমায়
তাই অনাগত ক্ষণ হোক আরো সুন্দর উচ্ছ্বল দিন কামনায়
আজ জন্মদিন তোমার।।

তোমার জন্য এই রোদেলা স্বপ্ন সকাল
তোমার জন্য হাসে অনরল স্নিগ্ধ বিকেল
ভালোবাসা নিয়ে নিজে তুমি ভালোবাসো সব সৃষ্টিকে।।
তোমার জন্য ফোটে পৃথিবীর সব গোলাপ
তোমার জন্য এই কবিতা নয়সে প্রলাম ।
আলোকিত হয়ে নিজে তুমি আলোকিত কর পৃথিবীকে।।

১৪ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:০১

সাইবার অভিযত্রী বলেছেন: তুমি এইদিনে পৃথিবীতে এসেছো ....
আজ জন্মদিন তোমার।

মানুষের কাছে বছরের সবচেয়ে প্রিয় দিন কোনটা ?
জন্ম দিনটাই বোধ হয় !

৪১| ১৩ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:২৪

সাইবার অভিযত্রী বলেছেন: শিরোনাম : গ্রামছাড়া ওই রাঙা মাটির পথ

গ্রামছাড়া ওই রাঙা মাটির পথ
আমার মন ভুলায় রে।
ওরে কার পানে মন হাত বাড়িয়ে
লুটিয়ে যায় ধুলায় রে
আমার মন ভুলাই রে
ও যে আমায় ঘরের বাহির করে,
পায়ে- পায়ে পায়ে ধরে
মরি হায় হায় রে
ও যে কেড়ে আমায় নিয়ে যায় রে
যায় রে কোন চুলায় রে
আমার মন ভুলাই রে
ও যে কোন্ বাঁকে কী ধন দেখাবে
কোন্খানে কী দায় ঠেকাবে
কোথায় গিয়ে শেষ মেলে যে ভেবেই না কুলায় রে।।

১৪ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:২১

সাইবার অভিযত্রী বলেছেন: বন্যার গাণ !
রবীন্দ্র সংগীতকে বন্যার গান বলাতে রাগ করলেন?
যারা রবীন্দ্র সংগীত ভক্ত নয়, তাদের একটা অভিযোগ রবীন্দ্র সংগীতে ঝিমুনী আসে, একঘেয়ে । ( যদিও সত্য নয় ) বন্যার ক্যেসেট ( ভিন্ন ধর্মী যন্তর সংগীত যুক্ত) বের হওয়ার পর একঘেয়ে অভিযোগের খন্ডন অনেকটাই হয়ে যায় !

৪২| ১৩ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১৬

তূর্য হাসান বলেছেন: এক কথায় অসাধারণ পোস্ট। অ-নে-ক পুরেনো স্মৃতিরা হঠাৎ করে এক সঙ্গে যেন জেগে উঠল। তবে এর সঙ্গে গানের লিংক দিতে পারলে গ্রেট হতো। দেওয়া সম্ভব কি?

১৩ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:২১

সাইবার অভিযত্রী বলেছেন: অনেক ধন্যবাদ ভাই,

পোষ্টটা গানের না !
অবাক হলেন, পুরাটাই স্মৃতি হাতরানোর !
তাই কোন লিন্ক দিব না,
২০-৩০ বছরের পুরাণো স্মৃতি গুলোকে খোচা মারার জন্যই এই পোষ্ট !

৪৩| ১৪ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:৩৪

দুর্বৃত্ত বলেছেন: খোচা যে আমারো লাগছে………

১৪ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:১৬

সাইবার অভিযত্রী বলেছেন: খোচা আমারো লাগছে………

৪৪| ৩০ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:৫০

সাইবার অভিযত্রী বলেছেন: সেই মিষ্টি হাসি ভুলতে পারিনি
মাইলস

সেই মিষ্টি হাসি ভুলতে পারিনি
তার মনের কথা জানতে পারিনি
দিন চলে যায়
রাত চলে যায়
এ মন তো আর মানেনা

ভালোবাসা সে তো শুধু মিছে আশা
আমি তো আগে বুঝিনি
আমারি মনে রেখে গেছে স্মৃতি
তা আজো মুছে ফেলিনি
তাকে ভালোবাসি বলা হলো না
সে যে চলে গেছে ফিরে এলো না
দিন চলে যায়
রাত চলে যায়
এ মন তো আর মানেনা

মায়াবি ঐ চোখে
কি যাদু আছে
করেছে আমায় উতলা
দুচোখে ভাসে শুধু তারই ছবি
তাই আমি এতো উতলা

৪৫| ৩০ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:৫১

সাইবার অভিযত্রী বলেছেন: শেষ বিকেলের আলোয়
মাইলস


শেষ বিকেলের আলোয়
বিষাদ সন্ধ্যায়
চলতে চলতে এই পথে
হঠাত্‌ প্রশ্ন জাগে
আর কতকাল খুঁজবো তোমায়
আর কতকাল খুঁজবো তোমায়

মাঝরাতে ঘুম ভাঙে
চেয়ে দেখি আকাশে তারার মেলা
রাতের হিম ঝরে গাছের পাতায়
এমন সময়
হঠাত্‌ প্রশ্ন জাগে
আর কতকাল খুঁজবো তোমায়
আর কতকাল খুঁজবো তোমায়

মাঝরাতে ঘুম ভাঙে
চেয়ে দেখি আকাশে জোসনার ধারা
উদাসী পাখি কাঁদে
চেয়ে শূন্যতায়
এমন সময়
হঠাত্‌ প্রশ্ন জাগে
আর কতকাল খুঁজবো তোমায়
আর কতকাল খুঁজবো তোমায়

৪৬| ৩০ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:৫২

সাইবার অভিযত্রী বলেছেন: তুমি আমার চোখে চেয়ে :মাইলস

তুমি আমার চোখে চেয়ে
আশার প্রদীপ জ্বেলেছিলে
হাতে হাত রেখে বলেছিলে
চিরদিন আমার হয়ে থাকবে

আমি তো সেই দিন থেকে
তোমার পথ চেয়ে থেকে
ভালোবাসার স্বপ্ন দিয়ে
তোমাকে আমার করে নিলাম
কত স্বপ্নের মাঝে হারিয়ে গিয়ে
আশার প্রদীপ জ্বেলেছিলাম

হঠাত্‌ একদিন তুমি বললে
তোমাকে ভুলে যেতে
পেরিয়ে গেলে আমার প্রহর
কারো আশার প্রদীপ জ্বেলে দিয়ে

আমি তো সেই দিন থেকে
তোমার আশায় থেকে
নিরাশে ফিরে গেলাম
তোমার স্মৃতি বুকে নিয়ে
কত স্বপ্নের মাঝে হারিয়ে গিয়ে
আশার প্রদীপ নিভে দিলাম

৪৭| ৩০ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:৫২

সাইবার অভিযত্রী বলেছেন: ধ্বিকি ধ্বিকি আগুন জ্বলে মাইলস

ধ্বিকি ধ্বিকি আগুন জ্বলে
বুকে নদী বইয়া চলে
ও ও ও…

ভালোবাসি এতো তোরে আগে বুঝিনাই
এখন তোরে কোথায় পাই
উথাল-পাথাল বুকের মাঝে
কইরাছি কি ভুল
তাইতো এ মনটা ব্যাকুল

তোরে ছাড়া এ জীবন আপন কেহ নাই
এ কথা কেমনে বুঝাই
কোথায় গেলি ফাঁকি দিয়া বইলা গেলিনা
তাই মনে সুখ পাইলামনা

৪৮| ৩০ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:০০

লিন্‌কিন পার্ক বলেছেন:
পার্থ বড়ুয়ার চোখ গুলা দেইখেইন ;)

৩০ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:০৪

সাইবার অভিযত্রী বলেছেন: ক্যান ? চোখে কি হইসে ?

৪৯| ০১ লা ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:২৪

সাইবার অভিযত্রী বলেছেন: দিন গেলো আবার দিন ফিরে এলো : মাইলস

দিন গেলো আবার দিন ফিরে এলো
সেই তুমি গেলে আর ফিরে এলে না
কোথায় আছো তুমি কেমন আছো
একবারও কেন তুমি দেখা দিলে না

আমায় ছেড়ে যদি চলেই যাবে
ইশারায় কেন কাছে ডাকলে
এতো কাছে এসে ভালোবেসে
অজানায় কেন সরে থাকলে
জীবনটা আমার বদলে গেল
স্বপ্নগুলো আজ শূন্য হলো

তোমার চোখে আজ দুচোখ রেখে
সুখের আড়ালে বিরহ দেখি
আবার নতুন করে আসবে তুমি
সেই আশায় পথ চেয়ে থাকি

যে মন তোমায় ভালোবেসেছিলো
আগের মতই আজো রয়ে গেলো

৫০| ০১ লা ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৫৩

সাইবার অভিযত্রী বলেছেন: প্রথম প্রেমের মত

প্রথম প্রেমের মত
প্রথম কবিতা এসে বলে
হাত ধরে নিয়ে চলো
অনেক দুরের দেশে

কত পথ প্রান্তর ঘুরে ফিরেছি
পাইনিতো আজো তোমায়
সেই পথ চলা শেষ হলে
কাছে এসে যেও বলে
এই তো আমি
এই তো আমি

তোমারই আশায় বসে থেকেছি
নাম ধরে ডাক দিলে কে গো তুমি
ফিরে এলে আজ কাছে
ভালোবাসা যত আছে
দিলাম তুলে
দিলাম তুলে

প্রথম প্রেমের মত
প্রথম কবিতা এসে বলে
হাত ধরে নিয়ে চলো
অনেক দুরের দেশে

প্রথম প্রেমের মত

ব্যান্ড - মাইলস
এ্যলবাম - প্রতিশ্রুতি

৫১| ০১ লা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:০৩

সাইবার অভিযত্রী বলেছেন: এ মন কেন মানেন মাইলস ।

এ মন কেন মানেনা মানেনা মানেনা
নিঝুম আঁধার
কাটেনা কাটেনা কাটেনা
প্রতীক্ষায় জীবন আমার
কেঁদে কেঁদে ক্ষয়ে ক্ষয়ে যায়
হায় জ্বালা জ্বালা জ্বালা
এ মন জুড়ে
হায় জ্বালা জ্বালা জ্বালা
এ অন্তরে
এতো নিষ্ঠুর কেন হলে

শূন্য বুকে এই মনে
ফিরে আসলো আবার
সোনালী স্বপ্নগুলো
কেন কাছে এসে আবার
হারিয়ে যায়
হায় জ্বালা জ্বালা জ্বালা
এ মন জুড়ে
হায় জ্বালা জ্বালা জ্বালা
এ অন্তরে
এতো নিষ্ঠুর কেন হলে

সারাক্ষণ ভাবি তোমাকে
কত যে আশায়
রূপালী কোনো মাঝরাতে
প্রেমেরই কবিতা কোথায়
হারিয়ে যায়
হায় জ্বালা জ্বালা জ্বালা
এ মন জুড়ে
হায় জ্বালা জ্বালা জ্বালা
এ অন্তরে
এতো নিষ্ঠুর কেন হলে

৫২| ০৪ ঠা মে, ২০১৪ সকাল ১১:৫৯

লিরিকস বলেছেন: চমৎকার পোস্ট এটা।

০৪ ঠা মে, ২০১৪ দুপুর ১২:২২

সাইবার অভিযত্রী বলেছেন: ধন্যবাদ লিরিকস ভাই, আপনার আর কোন নিক সামুতে আছে ?

৫৩| ০৪ ঠা মে, ২০১৪ দুপুর ১২:৫৭

লিরিকস বলেছেন: :)
না ভাইয়া এখনো নাই। এই নিক টি বড় ভাইয়া খুলে দিয়েছে। নিজ নামে একটা নিক খুলবো। নিজ নামে নিক খুলে কি লিখবো তাই বুঝতে পারছি না।

০৪ ঠা মে, ২০১৪ দুপুর ১:৩৫

সাইবার অভিযত্রী বলেছেন: নিজ নামে চলে আসেন,
অপেক্ষায় থাকলাম ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.