![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
৮৮ সালের নির্বাচনের আগে যখন স্বৈরাচার বিরোধী আন্দোলন তুংগে, তখন বংগবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা বলেছিলেন " যে/যারা স্বৈরাচারের অধীনে নির্বাচনে যাবে, তারা জাতীয় বেইমান হবে " ।
যাই হোক জননেত্রী কিন্তু সে নির্বাচনে অংশ নিয়েছিলেন, ( হয়ত কোন বৃহত্তর স্বার্থে , যা আমার মত বাল - ছাল পাবলিকের বুঝার কথা না ) ।
একই ঘটনা আমরা আবার দেখলাম, তবে এবার চাচা নির্বাচনে যাচ্ছেন। সরকারে গেলেন জননেত্রীর সাথে. শফি হুজুরের কাছে তিনি বলেছেন এছাড়া তার আর কোন উপায় নেই, দেশের গণতন্ত্রের স্বার্থে, ( প্রাক্তণ স্বৈরাচারী সরকার প্রধানকে ) এ কাজ করতেই হচ্ছে । ( এগুলো উচ্চ মানের রাজনীতি,বাংলাদেশের অশিক্ষিত আবাল পাবলিক এগুলো বুঝবে না )
অন্যদিকে স্বৈরাচারের অভিযোগে চৌদ্দ শিকায় আটকে রেখেছিল এরশাদকে খালেদা, তার মুক্তিই তো এসেছে জননেত্রীরই কল্যাণে , তিনি কি তা ভুলিতে পারেন ?
তাই ২৫ বছর পর ৮৮র নির্বাচনের বদলা দেবার সময় যখন এসেছে, বেইমানী করেন নি এরশাদ । পুরানো সে দিনের কঠা সে কি ভোলা যায় ?
২১ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:১৪
সাইবার অভিযত্রী বলেছেন: হুম
২| ২১ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৪৩
প্যাপিলন বলেছেন: ৮৮ সাল!! কস্কি মমিন ইতিহাসরে নরম পেয়ে এমনে বলাৎকার করে দিলেন
২১ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৫১
সাইবার অভিযত্রী বলেছেন: ভুল হতে পারে, স্মৃতি থেকে বলছি, ৮৬ ও হতে পারে, শুধরে দিলে খুশী হব, কৃতজ্ঞ থাকব।
৩| ২১ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৪৪
ম্যাংগো পিপল বলেছেন: "রতনে রতন চেনে, শুয়োরে চেনে কচু!"
এখানে ''শুয়োর'' কে এবং ''কচু'' কে তা জাতি জানতে চায়
২১ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৫১
সাইবার অভিযত্রী বলেছেন: রতনে রতন চেনে
শুয়োরে কচুর দরকার নেই ।
৪| ২১ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৩
সাইবার অভিযত্রী বলেছেন: নারীর ক্ষমতায়নে বিশ্বাসী হো মো এরশাদ , জা পার মন্ত্রী - প্রতিমন্ত্রীদের মাঝে ওনাকে ছাড়া ২জন নর আর ২ জন নারী !
৫| ২৩ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:৩৬
মোঃ শিলন রেজা বলেছেন: সেই বৃহত্তর ঋণ কে তো শোধ করতে হবে নাকি? তবে আমি ব্যক্তিগত ভাবে বিশ্বাস করি এই মুহূর্তে যদি এরশাদ জনগনের দলে যোগ দিতেন হাসিনা আপা কে উপেক্ষা করে তবে তাঁর বিরাট সুবিধা তিনি পেতেন।
২৩ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:৪৫
সাইবার অভিযত্রী বলেছেন: এরশাদ বেওয়াফা বেইমান না, তিণি চরম ওয়াফাদার,
©somewhere in net ltd.
১|
২১ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:১১
তিক্তভাষী বলেছেন: কথায় আছে- "রতনে রতন চেনে, শুয়োরে চেনে কচু!" এগুলো কি আর এমনি এমনি বলা হয়?