নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাইবার অভিযাত্রী

যাদের হাতে দলীল প্রমাণ কম তারা গালি দেয় বেশি

সাইবার অভিযত্রী

সাইবার অভিযত্রী › বিস্তারিত পোস্টঃ

মাইলস এর ইতিহাস, পারিবারিক ঐতিয্য, কিছু তথ্য ও অসাধারণ কিছু গানের লিরিকস !

২৩ শে নভেম্বর, ২০১৩ সকাল ১১:৫৭

মাইলস মানেই, শাফিন -হামিন। তাদের বাবা কমল দাশগুপ্ত । জাতীয় কবি কাজী নজরুল ইসলাম স্বয়ং নিজে শুধুমাত্র কমল দাশগুপ্তকেই কবির অনুমতি ছাড়া নিজের লেখা গানে সুর বসানোর অধিকার দিয়েছিলেন। দুজনে ছিলেন একই গুরুর শিষ্য। দুজনেই উস্তাদ জমিরউদ্দিন খানের কাছে থেকে সঙ্গীতের তালিম নিয়েছিলেন।





কমল দাশগুপ্ত, সঙ্গীতে বিরল প্রতিভাবান একজন সৃষ্টিশীল মানুষ। খ্যাতির আড়ালে নিজেকে লুকিয়ে রেখে নিরলস সাধনা করে গেছেন সঙ্গীতের, করেছেন একের পর এক নতুন নতুন সুরের সৃষ্টি। বাংলা, হিন্দি, উর্দু সঙ্গীতে নিজেকে প্রতিষ্ঠিত করে গেছেন অতি উচ্চ আসনে। ক্ল্যাসিক্যাল, সেমি-ক্ল্যাসিক্যাল, নজরুল সঙ্গীত, শ্যামা সঙ্গীত, গজল, কীর্তন, ইসলামী ও আধুনিক গানসহ সঙ্গীতের নানা শাখায় করেছেন সৃষ্টিশীল ও মননশীলতার উজ্জ্বল এবং অবাধ বিচরণ। এই সুরস্রষ্টার সুর ও সঙ্গীতায়োজনে আছে প্রায় আট হাজারের(৮০০০) মত গান।



কমল দাশগুপ্ত, জীবনের একটা বড় অংশ কাটিছেয়েন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের একান্ত সান্নিধ্যে। প্রায় চারশত(৪০০)র অধিক পরিমাণ নজরুলগীতির সুরকারও তিনি।



মাত্র ২০ বছর বয়সে এইচ.এম.ভি(The Gramophone Company of India where HMV represents ‘His Master’s Voice’) তে জয়েন করেন এবং প্রধান সঙ্গীত পরিচালক হিসেবে দীর্ঘ ২৫ বছর কাজ করেন। যূথীকা রায়, হেমন্ত মুখার্জী, জগমোহন মিত্র, তালাত মাহমুদ ও ফিরোজা বেগম সহ অনেকেই উনার কাছ থেকে সঙ্গীতের তালীম নিয়েছেন এবং উনার সুরারোপে গান করেছেন। এছাড়াও প্রায় ৯০টির মত ছায়াছবিতে করেছেন সঙ্গীত পরিচালনা। এই উপমহাদেশে উনার সমকক্ষ কিংবা প্রতিদন্ধী একমাত্র উনি নিজে ছাড়া দ্বিতীয়টি আর কেউ নেই। সঙ্গীতের এই কিংবদন্তীর শ্রেষ্ঠত্ব তাই শুধু উনার নিজের সাথেই তুল্য।



শফিন হামিনের মা ফিরোজা বেগম, একমাত্র পরিচয় হিসেবে বলা যায় তিনি একজন নজরুল সঙ্গীত শিল্পী। এই একটি মাত্র পরিচয়ই উনার অন্য সব পরিচয়কে ম্লান করে দেয় নিমিষেই। উপমহাদেশ বিখ্যাত নজরুল সঙ্গীতের কিংবদন্তি শিল্পী ও বিশিষ্ট গুরুজন হিসেবে সব মহলেই সমাদৃত তিনি। নজরুল সঙ্গীতে উনার জ্ঞান, দখল উনাকে খ্যাতির চূড়ান্ত শিখরে পৌঁছে দিয়েছে। যদিও আজন্ম খ্যাতির আড়ালেই থাকতে পছন্দ করেন তিনি। অনেকটা সময় কাটিয়েছেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সান্নিধ্যে।



লেখাগুলো পেয়েছি সামুর এই পোষ্টে : Click This Link



যাই হোক এই হইল গিয়া মাইলসের মা-বাপ, কথায় বলে বাপ কা বেটা, ওনাদের বেলায় মা-বাপ কা বেটা-বেটা ।



এবার মাইলস গড়ার ইতিহাস :



ফরিদ, হ্যাপি আখন্দ, কমল, মুসা, ল্যারি, ইশতিয়াক ও রবিন কে নিয়ে ১৯৭৯ সালে গড়ে উঠে ব্যান্ড দল ‘মাইলস’। ঐ সালেই কিছু সদস্য ব্যান্ড ছেড়ে গেলে হামিন আহমেদ ও শাফিন আহমেদ মাইলস-এ জয়েন করেন। সেই-ই শুরু। আজকের এই বর্তমান সময়ে দাঁড়িয়ে ব্যান্ডটি অতিক্রম করেছে দীর্ঘ তিন যুগেরও কিছুটা বেশী সময়। দাপিয়ে বেড়িয়েছে দেশবিদেশের উন্মক্ত মঞ্চে। রেড়িও, টিভি কিংবা খবরের কাগজের রঙ্গীন পৃষ্ঠা জুড়ে এঁকে দিয়েছে তারুণ্যের হৃদপিন্ডের স্পন্দন। জয় করেছেন খ্যাতির পুষ্পমালা। হামিন আহমদে ও শাফিন আহমেদ, এই দুই ভাইয়ের হাতের ছোঁয়ায় বাংলাদেশের ব্যান্ড মিউজিকে শুরু হয়েছে সৃষ্টিশীল নান্দনিকতার আরেক অধ্যায়, যার নাম ‘মাইলস . . . . . .’





১৯৮২ এবং ১৯৮৬ তে ‘Miles’ & ‘A Step Farther’ নামে দুটি ইংলিশ অ্যালবাম প্রকাশ করে। ‘Miles’ শিরোনামের অ্যালবামটি তিনটি মৌলিক গানসহ সাতটি কাভার সং এবং ‘A Step Farther’ অ্যালবামে থাকে সাতটি মৌলিক গান ও তিনটি কাভার সং। এরই মাঝে হ্যাপি আখন্দ ব্যান্ড ছেড়ে চলে গেলে ১৯৮২ সালে কীবোর্ডিস্ট ও ব্যাক ভোকালিস্ট হিসেবে জয়েন করেন বাংলাদেশের অন্যতম সেরা কীবোর্ড বাদক ও একজন সফল সুরকার মানাম আহমেদ। এবং ১৯৮৭ সালে রক-স্টারটার মাহবুব রশীদ মাইলসের ড্রামার হিসেব জয়েন করেন।



বিভিন্ন রদবদলের মধ্য দিয়ে ১৯৯১ সালে হামিন, শাফিন, মানাম ও মিল্টন(On Drums)কে নিয়ে বাংলা ব্যান্ড মিউজিকে অনবদ্য সঙ্গীত রচনার প্রতিশ্রুতি দিয়ে বের হয় মাইলসের প্রথম বাংলা অ্যালবাম ‘প্রতিশ্রুতি’। প্রথম বাংলা অ্যালবামেই শ্রোতা হৃদয়ে রক-ফিউশানের ঝড় তুলে দিয়ে শুরু হয় নতুন যাত্রা। ‘প্রতিশ্রুতি’ প্রকাশের ২০ বছর পরে আজকের বর্তমান সময়ে একুশ শতকের হাওয়া গায়ে লাগিয়ে ঐ অ্যালবামের একটি গানও পুরোনো মনে হয় না আবেদন কমে যায় নি এতটুকুও। ‘চাঁদ তারা সূর্য’, ‘সে কোন দরদিয়া’, ‘প্রথম প্রেমের মত’, ‘ঘরে লইয়্যা যাও’, ‘পাতা ঝরে যায়’, ‘এ মনতো আর মানে না’ কিংবা ‘গুঞ্জন শুনি’ এই বর্তমান সময়েও চূড়ান্ত রকমের আবেদন নিয়ে দাপিয়ে বেড়াচ্ছে শ্রোতা থেকে শ্রোতা হৃদয়ে।



কথাগুলো কবি ও কাব্য এর পেয়েছি সামুর এই পোষ্টে : Click This Link



অ্যালবামঃ প্রতিশ্রুতি, প্রকাশকালঃ ১৯৯১

১. চাঁদ তারা/ লিরিকঃ কাজী ফারুক বাবুল, সুরবিন্যাসঃ মানাম

২. সে কোন দরদিয়া/ লিরিকঃ ফেরদৌস নাহার, সুরবিন্যাসঃ শাফিন

৩. প্রথম প্রেমের মত/ লিরিকঃ ফেরদৌস নাহার, সুরবিন্যাসঃ হামিন

৪. সুপ্ত বাসনা/ লিরিকঃ শাফিন আহমদে, সুরবিন্যাসঃ হামিন আহমেদ

৫.গুঞ্জন শুনি/ লিরিকঃ শাফিন আহমেদ, সুরবিন্যাসঃ শাফিন আহমদে

৬. শান্তি নেই/ লিরিকঃ হামিন আহমেদ, সুরবিন্যাসঃ হামিন আহমেদ

৭. আশা নিরাশা/ লিরিকঃ হামিন আহমদে, সুরবিন্যাসঃ হামিন

৮. ফিরে এলেনা/ লিরিকঃ কাজী ফারুক বাবুল, সুরবিন্যাসঃ শাফিন

৯. কে ওরা রাজপথে/ লিরিকঃ হামিদুর রহমান, সুরবিন্যাসঃ শাফিন

১০. পাতা ঝরে যায়/ লিরিকঃ অতনু চক্রবর্তী, সুরবিন্যাসঃ শাফিন

১১. ঘরে লইয়্যা যাও/ লিরিকঃ কাওসার আহমেদ চৌঃ, সুর: হামিন

১২. এ মন তো আর/ লিরিকঃ মাহমুদ খুরশীদ, সুরবিন্যাসঃ মানাম



এবার প্রতিশ্রুতির কিছু কালজয়ী গানের লিরিকস :

বেশীর ভাগ ই http://gitikabya.wikispaces.com/ থেকে



চাঁদ তারা সূর্য নও তুমি

চাঁদ তারা সূর্য নও তুমি

নও পাহাড়ী ঝর্না

যদি বলি ফুল তবুও হবে ভুল

তোমার তুলনা হয়না

তুমি না এলে এই পৃথিবী আমার

হারাবে আপন ঠিকানা

যদি দূরে যাও স্বপ্ন গুলো আমার

ভেঙ্গে যাবে জানো না

তোমার কথা ভেবে ভেবে

আমি গল্প কবিতা আর কাব্য লিখি

তোমার চোখে চেয়ে থেকে

সুন্দর আমার পৃথিবী দেখি

জীবন চলার পথে জানি

তুমি প্রথম দিয়েছ দেখা

ভুল বুঝে কোনোদিন

আমায় তুমি করোনা একা







সেই মিষ্টি হাসি ভুলতে পারিনি

সেই মিষ্টি হাসি ভুলতে পারিনি

তার মনের কথা জানতে পারিনি

দিন চলে যায়

রাত চলে যায়

এ মন তো আর মানেনা



ভালোবাসা সে তো শুধু মিছে আশা

আমি তো আগে বুঝিনি

আমারি মনে রেখে গেছে স্মৃতি

তা আজো মুছে ফেলিনি

তাকে ভালোবাসি বলা হলো না

সে যে চলে গেছে ফিরে এলো না

দিন চলে যায়

রাত চলে যায়

এ মন তো আর মানেনা



মায়াবি ঐ চোখে

কি যাদু আছে

করেছে আমায় উতলা

দুচোখে ভাসে শুধু তারই ছবি

তাই আমি এতো উতলা





শেষ বিকেলের আলোয়

শেষ বিকেলের আলোয়

বিষাদ সন্ধ্যায়

চলতে চলতে এই পথে

হঠাত্‌ প্রশ্ন জাগে

আর কতকাল খুঁজবো তোমায়

আর কতকাল খুঁজবো তোমায়



মাঝরাতে ঘুম ভাঙে

চেয়ে দেখি আকাশে তারার মেলা

রাতের হিম ঝরে গাছের পাতায়

এমন সময়

হঠাত্‌ প্রশ্ন জাগে

আর কতকাল খুঁজবো তোমায়

আর কতকাল খুঁজবো তোমায়



মাঝরাতে ঘুম ভাঙে

চেয়ে দেখি আকাশে জোসনার ধারা

উদাসী পাখি কাঁদে

চেয়ে শূন্যতায়

এমন সময়

হঠাত্‌ প্রশ্ন জাগে

আর কতকাল খুঁজবো তোমায়

আর কতকাল খুঁজবো তোমায়





তুমি আমার চোখে চেয়ে

তুমি আমার চোখে চেয়ে

আশার প্রদীপ জ্বেলেছিলে

হাতে হাত রেখে বলেছিলে

চিরদিন আমার হয়ে থাকবে



আমি তো সেই দিন থেকে

তোমার পথ চেয়ে থেকে

ভালোবাসার স্বপ্ন দিয়ে

তোমাকে আমার করে নিলাম

কত স্বপ্নের মাঝে হারিয়ে গিয়ে

আশার প্রদীপ জ্বেলেছিলাম



হঠাত্‌ একদিন তুমি বললে

তোমাকে ভুলে যেতে

পেরিয়ে গেলে আমার প্রহর

কারো আশার প্রদীপ জ্বেলে দিয়ে



আমি তো সেই দিন থেকে

তোমার আশায় থেকে

নিরাশে ফিরে গেলাম

তোমার স্মৃতি বুকে নিয়ে

কত স্বপ্নের মাঝে হারিয়ে গিয়ে

আশার প্রদীপ নিভে দিলাম





ধ্বিকি ধ্বিকি আগুন জ্বলে

ধ্বিকি ধ্বিকি আগুন জ্বলে

বুকে নদী বইয়া চলে

ও ও ও…



ভালোবাসি এতো তোরে আগে বুঝিনাই

এখন তোরে কোথায় পাই

উথাল-পাথাল বুকের মাঝে

কইরাছি কি ভুল

তাইতো এ মনটা ব্যাকুল



তোরে ছাড়া এ জীবন আপন কেহ নাই

এ কথা কেমনে বুঝাই

কোথায় গেলি ফাঁকি দিয়া বইলা গেলিনা

তাই মনে সুখ পাইলামনা





দিন গেলো আবার দিন ফিরে এলো

দিন গেলো আবার দিন ফিরে এলো

সেই তুমি গেলে আর ফিরে এলে না

কোথায় আছো তুমি কেমন আছো

একবারও কেন তুমি দেখা দিলে না



আমায় ছেড়ে যদি চলেই যাবে

ইশারায় কেন কাছে ডাকলে

এতো কাছে এসে ভালোবেসে

অজানায় কেন সরে থাকলে

জীবনটা আমার বদলে গেল

স্বপ্নগুলো আজ শূন্য হলো



তোমার চোখে আজ দুচোখ রেখে

সুখের আড়ালে বিরহ দেখি

আবার নতুন করে আসবে তুমি

সেই আশায় পথ চেয়ে থাকি



যে মন তোমায় ভালোবেসেছিলো

আগের মতই আজো রয়ে গেলো





একটা লিরিক এখান থেকে : Click This Link









প্রথম প্রেমের মত প্রথম কবিতা এসে বলে

হাত ধরে নিয়ে চলো

অনেক দুরের দেশে



কত পথ প্রান্তর ঘুরে ফিরেছি

পাইনিতো আজো তোমায়

সেই পথ চলা শেষ হলে

কাছে এসে যেও বলে

এই তো আমি

এই তো আমি



তোমারই আশায় বসে থেকেছি

নাম ধরে ডাক দিলে কে গো তুমি

ফিরে এলে আজ কাছে

ভালোবাসা যত আছে

দিলাম তুলে

দিলাম তুলে



প্রথম প্রেমের মত

প্রথম কবিতা এসে বলে

হাত ধরে নিয়ে চলো

অনেক দুরের দেশে



প্রথম প্রেমের মত



ব্যান্ড - মাইলস

এ্যলবাম - প্রতিশ্রুতি







এ মন কেন মানেনা

এ মন কেন

মানেনা মানেনা মানেনা

নিঝুম আঁধার

কাটেনা কাটেনা কাটেনা

প্রতীক্ষায় জীবন আমার

কেঁদে কেঁদে ক্ষয়ে ক্ষয়ে যায়

হায় জ্বালা জ্বালা জ্বালা

এ মন জুড়ে

হায় জ্বালা জ্বালা জ্বালা

এ অন্তরে

এতো নিষ্ঠুর কেন হলে



শূন্য বুকে এই মনে

ফিরে আসলো আবার

সোনালী স্বপ্নগুলো

কেন কাছে এসে আবার

হারিয়ে যায়

হায় জ্বালা জ্বালা জ্বালা

এ মন জুড়ে

হায় জ্বালা জ্বালা জ্বালা

এ অন্তরে

এতো নিষ্ঠুর কেন হলে



সারাক্ষণ ভাবি তোমাকে

কত যে আশায়

রূপালী কোনো মাঝরাতে

প্রেমেরই কবিতা কোথায়

হারিয়ে যায়

হায় জ্বালা জ্বালা জ্বালা

এ মন জুড়ে

হায় জ্বালা জ্বালা জ্বালা

এ অন্তরে

এতো নিষ্ঠুর কেন হলে







হঠাত ভোরে দেখে তোমার সাথে

হঠাত ভোরে দেখে তোমার সাথে

মিষ্টি হেসে তুমি চলে গেলে

রেখে গেলে শুধু স্মৃতিতাকে

আবার দেখে হবে সেই আশাতে

আমি তো সেই দিন থেকে

ভাবছি বসে আমি বলবো তোমায়

একি প্রেম নাকি ভালোবাসা

নাকি আমার মনের এক সুপ্ত বাসনা



আবার দেখা হলো তোমার সাথে

চোখের ভাষায় তুমি বুঝিয়ে দিলে

তোমার চোখের সেই দৃষ্টিতে

না বলা কথার যত ইঙ্গিতে

তুমি তো সেই দিন থেকে

ভাবছো বসে তুমি বলবে আমায়

একি প্রেম নাকি ভালোবাসা

নাকি আমার মনের এক সুপ্ত বাসনা



‘প্রতিশ্রুতি’র জনপ্রিয়তায় মাইলস জোয়ারে ভাসছে তখন। মাঝে এক বছরেও কিছুটা বেশী সময় বিরতি দিয়েই মাইলস আবারও তাদের নতুন প্রজেক্ট নিয়ে ফিরে আসে শ্রোতাদের কাছে। সেই সাথে ১৯৯৩ সালেই মাইলসে আবারও ফিরে আসেন ড্রামার মাহবুব রশীদ। শ্রোতাদের দেয়া প্রতিশ্রুতির কথা মাথায় রেখেই শ্রোতা হৃদয়ের প্রত্যাশা পূরণের অঙ্গীকার দিয়ে ১৯৯৩ সালে মাইলস প্রকাশ করে তাদের দ্বিতীয় বাংলা অ্যালবাম ‘প্রত্যাশা’। অতীতের সমস্ত রেকর্ড ভেঙ্গে দিয়ে এবং শ্রোতা হৃদয়ের সমস্ত প্রত্যাশাকেও ছাপিয়ে মাইলসের ‘প্রত্যাশা’ অ্যালবামটি হয়ে উঠে সর্বাধিক জনপ্রিয় অ্যালবাম। ভিন্ন মাত্রার কথা, সুর ও সঙ্গীতায়োজনে খুব সহজেই শ্রোতাদের ভাললাগার শীর্ষ তালিকায় স্থান করে নেয় এই অ্যালবামটি। মাইলসের সর্বাধিক জনপ্রিয় গানগুলোও এই অ্যালবামেরই।



‘ফিরিয়ে দাও, আমারই প্রেম তুমি ফিরিয়ে দাও’,

‘নীলা’,

‘ধ্বিকি ধ্বিকি’,

‘যাদু’,

‘আর কতকাল খুঁজবো তোমায়’,

‘পাহাড়ি মেয়ে’ কিংবা

‘এক ঝড় এসে ভেঙ্গে দিয়ে গেল, তাই জীবনটা এলোমেলো/স্বপ্ন ভঙ্গ



ফিরিয়ে দাও, আমারই প্রেম তুমি ফিরিয়ে দাও’

শিল্পীঃ শাফিন আহমেদ

ব্যান্ডঃ মাইল্‌স : ‘প্রত্যাশা’



নিঃস্ব করেছ আমায়

কি নিঠুর ছলনায়,

তুমিহীনা এই হৃদয় আমার

একাকী অসহায়,

পেয়ে হারানোর বেদনায়

পুড়ে চলেছি সারাক্ষন

কেন তুমি মিছে মায়ায়

বেধেছিলে আমায় তখন।

ফিরিয়ে দাও আমার এ প্রেম তুমি ফিরিয়ে দাও।

ফিরিয়ে দাও হারানো দিনগুলো

এভাবে চলে যেওনা।

আমার হৃদয় জুড়ে, শুধু তুমি ছিলে

যত সুখ ছিল মনে

কেন মুছে দিলে।

অকারণ অভিমানে, তুমি চলে যেওনা

মায়াবী এ বাঁধন ছিড়ে,

দূরে সরে যেওনা।





নিলা ----- (মাইলস) : ‘প্রত্যাশা’



তোমার চোখে

চেয়ে দেখি আমি জীবনটাকে

ভালোবাসার স্মৃতিগুলো

তোমাকেই শুধু চায়

কিছু কথা

কিছু আশা নিয়ে জীবনটাতে

অনাবিল সব সুখের ছোয়ায়

তোমাকে কাছে চায়

ঐ সুদূর নিলীমায়

মন হারিয়ে যেতে চায়

যেথায় সময় থেমে রয়

তোমারি আশায়



নিলা তুমি কি চাও না হারাতে ঐ নিলীমায়

যেখানে দুটি মন এক হয়ে ছবির মত জেগে রয়

নিলা তুমি কি জানো না আমার হৃদয়ের ঠিকানা

যেখানে তোমার আমার প্রেম মিলে মিশে এক হয়



ফুলের মত

সৌরভে ভরিয়ে দিয়ে

তোমায় আমি ভালোবেসে

আরো কাছে পেতে চাই

দুরন্ত প্রেম ঝর্না ধারারই মত

ছুটে চলে অবিরত

তোমার ঠিকানায়

ঐ সুদূর নিলীমায়

মন হারিয়ে যেতে চায়

যেথায় সময় থেমে রয়

তোমারি আশায়



নিলা তুমি কি চাও না হারাতে ঐ নিলীমায়

যেখানে দুটি মন এক হয়ে ছবির মত জেগে রয়

নিলা তুমি কি জানো না আমার হৃদয়ের ঠিকানা

যেখানে তোমার আমার প্রেম মিলে মিশে এক হয়







কত স্বপ্ন ছিলো দু’চোখে

কত স্বপ্ন ছিলো দু’চোখে

কত আশা ছিলো এই বুকে

কত প্রেম কত কথা

কত হাসি গান

সে হাসি নেই তো আজ

হয়ে গেছে মিলান



এক ঝড় এসে ভেঙে দিয়ে গেল

তাই জীবনটা এলোমেলো



বেদনায় কেঁদে উঠে

মন যে আমার

ব্যথার সাগরে মিশে

হয়ে একাকার

এক ঝড় এসে ভেঙে দিয়ে গেল

তাই জীবনটা এলোমেলো



কাঁদাতে তবু আজো বেঁচে আছে হায়

স্মৃতির স্রোত এসে থমকে দাঁড়ায়

এক ঝড় এসে ভেঙে দিয়ে গেল

তাই জীবনটা এলোমেলো



তারপর প্রায় তিন বছরের দীর্ঘ বিরতি। এই বিরতির মাঝেই আমেরিকা থেকে মাইলসের জনপ্রিয় গানগুলো নিয়ে ‘বেস্ট অব মাইলস’ শিরোনামে একটি অডিও সিডি প্রকাশ করে ব্যান্ডটি এবং এটিই বাংলাদেশী কোন ব্যান্ডের প্রথম সিডি প্রকাশ। ঐ সময়টাতে ভারত সহ দেশ-বিদেশের প্রচুর কনসার্টে অংশগ্রহণ করে মাইলস। ১৯৯৬ সালে ‘প্রতিশ্রুতি’ এবং ‘প্রত্যাশা’র ব্যাপক সফলতার পরে মাইলস তাদের ব্যান্ডের পঞ্চম ও বাংলা তৃতীয় অ্যালবাম ‘প্রত্যয়’ তুলে দেয় শ্রোতাদের হাতে। জনপ্রিয়তার ধারাবাহিকতা ধরে রেখে এই অ্যালবামটিও জনপ্রিয় ও বৈচিত্র্যময় গানের সমাহারে ভরপুর। সর্বাধিক জনপ্রিয় গানগুলোর মধ্যে ‘জ্বালা জ্বালা’, ‘তুমি নাই’, ‘এ সময়’, ‘ফ্রাসট্রেশান’, ‘এইতো সেদিন’ ও ‘ভুলবোনা তোমাকে’ উল্লেখযোগ্য।



‘প্রত্যয়’ অ্যালবাম প্রকাশের মধ্য দিয়ে ড্রামার মাহবুব রশীদ ব্যান্ড ছেড়ে চলে গেলে সেই বছরই মাইলসের ড্রামার হিসেবে জয়েন করেন জিয়াউর রহমান তূর্য। এবং এখন অব্দি ড্রামার হিসেবে মাইলসের সাথে সম্পৃক্ত আছেন সফল ভাবে।





অ্যালবামঃ প্রবাহ, প্রকাশকালঃ ১৯৯৯



১. পিয়াসী মন/ লিরিকঃ দীপন, সুরবিন্যাসঃ মানাম আহমেদ

২. পারিনা বোঝাতে/ লিরিকঃ মাহমুদ খুরশীদ, সুরবিন্যাসঃ শাফিন

৩. স্বপ্নীল এই রাতে/ লিরিকঃ দীপন, সুরবিন্যাসঃ হামিন আহমেদ

৪. তুমি কি সুখী/ লিরিকঃ মানাম আহমেদ, সুর: মানাম ও বাপ্পী

৫. হ্যালো ঢাকা/ লিরিকঃ লতিফুল ইসলাম শিবলী, সুর :শাফিন

৬. প্রিয়তমা/ লিরিকঃ অনিন্দ, সুরবিন্যাসঃ হামিন আহমেদ

৭. বিষ্ময় যাত্রা/ লিরিকঃ মাহমুদ খুরশীদ, সুরবিন্যাসঃ শাফিন

৮. শেষ ঠিকানা/ লিরিকঃ লতিফুল ইসলাম শিবলী, সুর: হামিন

৯. মিছে আশা/ লিরিকঃ ইকবাল আসিফ জুয়েল, সুরবিন্যাসঃ বাপ্পী

১০. নীরবে কিছুক্ষণ/ লিরিকঃ আসিফ ইকবাল, সুরবিন্যাসঃ মানাম

১১. পলাশীর প্রান্তর/ লিরিকঃ লতিফুল ইসলাম শিবলী, সুর: শাফিন

১২. অনামিকা/ লিরিকঃ অনিন্দ, সুরবিন্যাসঃ শাফিন আহমেদ



সব শেষে আবারও কৃতজ্ঞতা একজন অসাধারণ ব্লগারের প্রতি :

Click This Link

এবং একটি পরিচ্ছন্ন সাইট : http://gitikabya.wikispaces.com/



সব শেষে আমার পক্ষ থেকে আমার খুব প্রিয় একটা পোষ্ট :

ব্যান্ড সংগীতের ইতিহাসে কিছু কালজয়ী গানের লিরিকস

মন্তব্য ৩৩ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩৩) মন্তব্য লিখুন

১| ২৩ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:০৮

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: চামৎকার! দারুন একটা পোষ্ট! হ্যাঁ, যার কথা উল্লেখ্য করলেন তিনি অবশ্যই একজন চমৎকার ব্লগার। বিশেষ করে বাংলা সিনেমা, গান, ইত্যাদি নিয়ে তার লেখাগুলো সত্যিই অন্যন্য।

আপনাদের দুইজনকেই জানাই শুভেচ্ছা।

২৩ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:১১

সাইবার অভিযত্রী বলেছেন: ভাই শুভেচ্ছা তো কবি ও কাব্য ভাইয়ের জন্য, আর আমার জন্য কপি পেষ্ট !

২| ২৩ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৭

সেলিম আনোয়ার বলেছেন: চাদ তারা সূর্য নও তুমি..গানটা দারুণ জনপ্রিয় ছিল আমাদের এক পিকনিকে ও গানটাই বাজিয়েছিলাম সবচেয়ে বেশি । দারুণ পোস্ট । তথ্যবহুল চমৎকার। মাইলসের মিউজিক আমার ভাল লাগে। শাফিন আমার অন্তম প্রিয় ভোকাল। পোস্টে ভাল লাগা ।

২৩ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৪৬

সাইবার অভিযত্রী বলেছেন: ভাই আসল পোষ্ট তো কবি ও কাব্য ভাই এর !

Click This Link

৩| ২৩ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৫

বেকার সব ০০৭ বলেছেন: ভাই কামডা ঠিক করলেন এই গানের লিরিক টা দিলেন না।
আজ জন্মদিন তোমার ( শাফিন আহমেদ)
আজকের আকাশে অনেক তারা, দিন ছিল সূর্যে ভরা,
আজকের জোছনাটা আরো সুন্দর, সন্ধ্যাটা আগুন লাগা
আজকের পৃথিবী তোমার জন্য ভরে থাকা ভালো লাগা
মুখরিত হবে দিন গানে গানে আগামীর সম্ভাবনা

তুমি এই দিনে পৃথিবীতে এসেছ ,
শুভেচ্ছা তোমায়
তাই অনাগত ক্ষণ হোক আরো সুন্দর
উচ্ছল দিন কামনায়

আজ জন্মদিন তোমার

তোমার জন্য এই রোদেলা স্বপ্ন সকাল
তোমার জন্য হাসে অনরল স্নিগ্ধ বিকেল
ভালবাসা নিয়ে নিজে তুমি, ভালোবাসো সব সৃষ্টিকে

তুমি এই দিনে পৃথিবীতে এসেছ ,
শুভেচ্ছা তোমায়
তাই অনাগত ক্ষণ হোক আরো সুন্দর
উচ্ছল দিন কামনায়

আজ জন্মদিন তোমার

তোমার জন্য ফোঁটা পৃথিবীর সব গোলাপ
তোমার জন্য এই কবিতা নয় সে প্রলাপ
আলোকিত হয়ে নিজে তুমি, আলোকিত কর পৃথিবীকে

তুমি এই দিনে পৃথিবীতে এসেছ ,
শুভেচ্ছা তোমায়
তাই অনাগত ক্ষণ হোক আরো সুন্দর
উচ্ছল দিন কামনায়

আজ জন্মদিন তোমার

২৩ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:২৪

সাইবার অভিযত্রী বলেছেন: সরি সরি সরি ভাই,
এইটা তো এইখানে দিছিলাম :
ব্যান্ড সংগীতের ইতিহাসে কিছু কালজয়ী গানের লিরিকস
৪১ নম্বরে, কপি পেষ্টের ভুল ।

৪| ২৩ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৬

বেকার সব ০০৭ বলেছেন: ওরে পোস্টে তো ++++++ দিতে ভুলেগেছি



২৩ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:২৫

সাইবার অভিযত্রী বলেছেন: ভাই তো সেইরাম ছবি দিয়া কমেন্টাইলেন !

৫| ২৩ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:০৬

মাসুম আহমদ ১৪ বলেছেন: নাইস একটা পোস্ট!

মাইলসের কিছু গান কোনদিনই পুরাণ হবে না! এখনও নিয়মিত শুনা হয় তাদের গান

২৩ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:৩১

সাইবার অভিযত্রী বলেছেন: মাইলস টু গো ...

৬| ২৩ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:১১

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: অ--নে---ক সুন্দর পোস্ট। ধন্যবাদ।

২৩ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৬

সাইবার অভিযত্রী বলেছেন: ধন্যবাদ আপনাকেও।

৭| ২৩ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৫:৫০

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: সুন্দর পোস্ট ভালো লাগলো
শাফিন ভাইকে আমারো অনেক ভালো লাগে
পোস্টে ভালো লাগা

২৩ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১৭

সাইবার অভিযত্রী বলেছেন: কাগজের নৌকা ভাল লাগে!

৮| ২৩ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০৯

মহিদুল বেস্ট বলেছেন: অনেক ভাল লাগল

২৩ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১৭

সাইবার অভিযত্রী বলেছেন: ধন্যবাদ।

৯| ২৩ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২৮

আতিয়ার রহমান বলেছেন: tnx

২৩ শে নভেম্বর, ২০১৩ রাত ৮:২১

সাইবার অভিযত্রী বলেছেন: wc

১০| ২৩ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৯

ড. জেকিল বলেছেন: মাইলসের গান নিয়মিতই শোনা হয়। আর কারো জন্মদিনে তো মাইলসের "আজ জন্মদিন তোমার" গানটা না বাজালে তো জন্মদিন সম্পুর্নতাই পায়না।

২৩ শে নভেম্বর, ২০১৩ রাত ৮:২২

সাইবার অভিযত্রী বলেছেন: হুম

১১| ২৪ শে নভেম্বর, ২০১৩ রাত ১:০৯

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: ভালো পোস্ট ।

২৪ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:২৭

সাইবার অভিযত্রী বলেছেন: ধন্যবাদ মাননীয় মন্ত্রী মহোদয়, আপনি কি এখনও মন্ত্রী আছেন ?

১২| ২৪ শে নভেম্বর, ২০১৩ রাত ১:২৫

পাউডার বলেছেন:
মাইলস নিজেরা বাদ দিয়া ওন্য কাউরে দিয়া কথা-সুর করায়া নিলে সুপার হৈত। কানা মাহবুব যা বাজাইতো না!! :D

২৪ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:২৭

সাইবার অভিযত্রী বলেছেন: হুম

১৩| ২৪ শে নভেম্বর, ২০১৩ রাত ১:৩০

অ্যানোনিমাস বলেছেন: প্লাস

১৪| ২৪ শে নভেম্বর, ২০১৩ সকাল ৮:৫৩

অদৃশ্য বলেছেন:





দারুন



শুভকামনা...

১৫| ২৫ শে নভেম্বর, ২০১৩ রাত ১২:০৯

গগণজয় বলেছেন: ভালো লাগলো।

১৬| ২৫ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২৭

ভবঘুরের ঠিকানা বলেছেন: ৯০ এর দশকে মাইলসের গান মোটামুটি শুনতাম, এখন আর তেমন শোনা হয় না। ভাল লাগল আপনার লেখা।

৩০ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:২০

সাইবার অভিযত্রী বলেছেন: আমিও এখন গান শুনিনা, একসময় শুনতাম, এখন মাঝে মাঝে স্মৃতি ভেসে ওঠে !

১৭| ১৬ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১:০৪

লিরিকস বলেছেন: প্রিয় তে চলে গেল।

১৬ ই এপ্রিল, ২০১৪ দুপুর ২:৪৬

সাইবার অভিযত্রী বলেছেন: :!>

১৮| ২২ শে আগস্ট, ২০১৪ রাত ১২:১৫

লিরিকস বলেছেন: কই???

২৭ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:৫৯

সাইবার অভিযত্রী বলেছেন: সামু বোতল বন্দী করছে!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.