নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাইবার অভিযাত্রী

যাদের হাতে দলীল প্রমাণ কম তারা গালি দেয় বেশি

সাইবার অভিযত্রী

সাইবার অভিযত্রী › বিস্তারিত পোস্টঃ

উপমহাদেশে ইসলামী গ্রুপ সংক্ষিপ্ত পরিচিতি :

২১ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৫০

উপমহাদেশে ইসলামের নামে গ্রুপ আছে কয়েকটি। কওমী-দেওবন্দী, তাবলীগ জামাত, পীর মাশায়েখ, মৌদুদীর দল জামাত, বেদাতী ও মাজার পুজারী আটরশী- মাইজভান্ডারী ও রাজারবাগী -দেওয়ানবাগী ।



১। তাবলীগ জামাত. প্রতি বছর টংগীতে বিশ্ব এস্তেমায় একত্রিত হয়। এরা মুলত দেওবন্দীর -ই একটা শাখা ।



২. ইলমে দ্বীন (মাদ্রাসা), দাওয়াত ও তাবলীগের খেদমতে রত হেফাজতে ইসলাম তথা কওমী বা দেওবন্দী ওলামায় কেরাম।



৩. ক্ষুদ্র পরিসরে (খানকায়) সাধারন মুসলিমসাধারণকে আল্লাহওয়ালা করার চেষ্টায় রত হক্কানী পীর মাশায়েখগনের দরবার সমূহ।



এ তিন দলের বাহিরে আরো কয়েটি ক্ষুদ্র দল রয়েছে যারা নিজেদেরকে ইসলামের লোক দাবী করলেও এরা একেবারেই ধর্ম ব্যবসায়ী আর কিছু নয় ।



১. ইসলামী আইন প্রতিষ্ঠার আন্দোলনে নামে মৌদুদীর দল জামাতে ইসলামী।এরা মূলত ক্ষমতা পুজারী, ধর্ম ব্যাবসায়ী । বৃটিশের দালাল, পাকিস্তানের দালাল ।



২। বেদাতী ও মাজার পুজারী আটরশী- মাইজভান্ডারী ও রাজারবাগী -দেওয়ানবাগী । এরা নিজেদেরকে নামকরণ করেছে সুন্নী বা আহলে সুন্নত ওয়াল জামাত। এরা মূলত কবর পুজারী মাজার ব্যাবসায়ী রেজভী বা বৃটিশের দালাল আহমদ রেযা খার অনুসারী।



৩। আধুনা সৌদী পেট্রো ডলার খাওয়া লা-মাজ হাবী, আহলে হাদীস নামধারী। সন্ত্রাসী জে এম বির ভাই- বন্ধু । এরা নিজেদের ছাড়া সবাইকে মুশরিক বলে ! ইমান ইসলাম এদের লীজ করা সম্পত্তি ! ধর্মীয় চিন্তার দিক থেকে এরা জামাতেরই ভাই - বন্ধু । তবে রাজপথে নামার সাহষ নেই!



বর্তমাণ মুসলিম সমাজের জন্য এরাই সবচেয়ে ক্ষতিকর ফিতনা ।

মন্তব্য ২০ টি রেটিং +০/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ২১ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৫৯

নাঈমুল ইসলাম প্রজন্ম ’৭১ বলেছেন: জামাত ক্ষমতালোভী হলে গত তত্ত্বাবধায়ক সরকার চিরুনী অভিযান চালিয়েও তাদের বিরুদ্ধে একটি ক্ষুদ্রাতিক্ষুদ্র দূর্নীতির অভিযোগ আনতে সক্ষম হলো না কেন ? যেখনে হিন্দুলীগ আর বিএনপির প্রায় সকল রাঘব বোয়ালরাই ধরা খেল ?

জামাতের মূলনীতি বা মেনুফেষ্টার কোথায় মওদূদীর নাম রয়েছে ?
১. দেশের সার্বভৌমত্বের মালিক আল্লাহ। ২. দেশের আইন আলকুরআন ও আস্সুন্নাহর ভিত্তিতে রচিত হবে। ৩. রাষ্ট্র ইসলামী আদর্শ ও নীতিমালার উপর সংস্থাপিত হবে। ৪. রাষ্ট্র মা‘রুফ প্রতিষ্ঠা করবে এবং মুনকার উচ্ছেদ করবে। ৫. রাষ্ট্র মুসলিম রাষ্ট্রগুলোর সাথে ভ্রাতৃত্ব ও ঐক্য সম্পর্ক মজবুত করবে। ৬. রাষ্ট্র সকল নাগরিকের মৌলিক প্রয়োজন পূরণের গ্যারান্টি দেবে। ৭. রাষ্ট্র শারীয়াহর নিরিখে নাগরিকদের সকল অধিকার নিশ্চিত করবে। ৮. আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে কাউকে শাস্তি দেওয়া যাবে না। ৯. স্বীকৃত মাযহাবগুলো আইনের আওতায় পরিপূর্ণ দীনী স্বাধীনতা ভোগ করবে। ১০. অমুসলিম নাগরিকগণ আইনের আওতায় পার্সোনাল ল’ সংরক্ষণ ও পূর্ণ ধর্মীয় স্বাধীনতা ভোগ করবে। ১১. রাষ্ট্র শারীয়াহ কর্তৃক নির্ধারিত অমুসলিমদের অধিকারগুলো নিশ্চিত করবে। ১২. রাষ্ট্রপ্রধান হবেন একজন মুসলিম পুরুষ। ১৩. রাষ্ট্রপ্রধানের হাতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব অর্পিত হবে। ১৪. রাষ্ট্রপ্রধানকে পরামর্শ প্রদানের জন্য একটি মাজলিসে শূরা থাকবে। ১৫. রাষ্ট্রপ্রধান দেশের শাসনতন্ত্র সাসপেন্ড করতে পারবেন না। ১৬. সাধারণ সংখ্যাগরিষ্ঠ ভোটে রাষ্ট্রপ্রধানকে পদচ্যুত করা যাবে। ১৭. রাষ্ট্রপ্রধান তাঁর কাজের জন্য মাজলিসে শূরার নিকট দায়ী থাকবেন এবং তিনি আইনের ঊর্ধ্বে হবেন না। ১৮. বিচার বিভাগ নির্বাহী বিভাগ থেকে স্বাধীন হবে। ১৯. সরকারী ও প্রাইভেট সকল নাগরিক একই আইনের অধীন হবে। ২০. ইসলামবিরোধী মতবাদের প্রচারণা নিষিদ্ধ হবে। ২১. দেশের বিভিন্ন অঞ্চল একই দেশের বিভিন্ন প্রশাসনিক ইউনিট বলে গণ্য হবে। ২২. আলকুরআন ও আস্সুন্নাহর পরিপন্থী শাসনতন্ত্রের যেই কোন ব্যাখ্যা বাতিল বলে গণ্য হবে।

২১ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:০২

সাইবার অভিযত্রী বলেছেন: কি বুঝালেন ? বলদ মনে করেন নাকি ?
নীতি কথা গুলো ভাল না খারাপ তা দিয়ে কি হয় ?
সব ধর্ম ব্যবসায়ীরাই তো ভাল ভাল কথা বলে, বলতে চায় !

২| ২১ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:০৫

নাঈমুল ইসলাম প্রজন্ম ’৭১ বলেছেন: জামাত ক্ষমতালোভী হলে গত তত্ত্বাবধায়ক সরকার চিরুনী অভিযান চালিয়েও তাদের বিরুদ্ধে একটি ক্ষুদ্রাতিক্ষুদ্র দূর্নীতির অভিযোগ আনতে সক্ষম হলো না কেন ? যেখনে হিন্দুলীগ আর বিএনপির প্রায় সকল রাঘব বোয়ালরাই ধরা খেল ?

২১ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:০৮

সাইবার অভিযত্রী বলেছেন: জামাত ক্ষমতালোভী অর্থলোভী বললাম কৈ ?
বাংলা পড়তে পারেন ?

ক্ষমতার বাইরে থাকলে শহীদ মিনার - স্মৃতি সৌধ শিরক,
আর ক্ষমতায় গেলে মন্ত্রীত্ব রাখার জন্য এগুলো এবাদত !
এটাকে বলে ধর্ম ব্যবসা, ক্ষমতার নেশা!

৩| ২১ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:২৫

নাঈমুল ইসলাম প্রজন্ম ’৭১ বলেছেন: বাহ ! যেখানে দেশের ৯৯% মানুষ এগুলোর পক্ষ্যে, সেখানে মাত্র কয়েকটি আসন পেয়েই এগুলু তারা রাতারাতিই চ্যাঞ্জ করে ফেলবে এ আশা করেন কিভাবে ? তাহলেতো আল্লাহ পাক এক দিনেই পূর্ণ কোরআন নাযিল করে দিতে পারতেন ২৩ বছর সময় নেয়ার কি দরকার ছিল ?

২১ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:২৮

সাইবার অভিযত্রী বলেছেন: পিছলান কেন ?
চেন্জ করতে কে বলল ?
ক্ষমতার জন্য ফতোয়া বদলানো কে কি বলে ?
ধর্ম ব্যবসা !

২১ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৫৩

সাইবার অভিযত্রী বলেছেন: ৯৯.৯ ভাগ লোককে খুশী করতে রসুল কত বার মূর্তি পূজা করেছেন ?

৪| ২১ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৬

নাঈমুল ইসলাম প্রজন্ম ’৭১ বলেছেন: কে কোথায় এগুলোকে ইবাদত ফতোয়া দিয়েছে প্রমাণ দিন।

২১ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৪

সাইবার অভিযত্রী বলেছেন: মউদুদীরাই !
নিজামি স্মৃতি সৌদেহ যাওয়াকে আপনি কি বলেন শিরক ? না ইসলাম কায়েমের জন্য পবিত্র এবাদত ?

স্পষ্ট বলেন ।

৫| ২১ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:০০

নাঈমুল ইসলাম প্রজন্ম ’৭১ বলেছেন: কে কোথায় এগুলোকে ইবাদত ফতোয়া দিয়েছে প্রমাণ দিন।

২১ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৩৮

সাইবার অভিযত্রী বলেছেন: নিজামি স্মৃতি সৌধে যাওয়াকে আপনি কি বলেন শিরক ?
না ইসলাম কায়েমের জন্য পবিত্র এবাদত ?

স্পষ্ট বলেন । পিছলাবেন না, লোকে হাসবে।

৬| ২১ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:২৫

েফরারী এই মনটা আমার বলেছেন: ছাগু........প্রজন্ম'৭১ নিজে অন্যের ব্লগে ল্যদায় কিন্তু নিজের ব্লগে কমেন্ট অফ রাখে।
Click This Link

৭| ২১ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:২৭

েফরারী এই মনটা আমার বলেছেন: জামাতে ইসলাম নয়,এরা জামাতে মওদুদী।
Click This Link

৮| ২১ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:২৭

েফরারী এই মনটা আমার বলেছেন: জামাতীরা জাহান্নামী ।
Click This Link

৯| ২১ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৩৭

এস এম কায়েস বলেছেন: লেখক বলেছেন: ৯৯.৯ ভাগ লোককে খুশী করতে রসুল কত বার মূর্তি পূজা করেছেন ? একমত।
নাঈমুল ইসলাম প্রজন্ম ’৭১ আপনে ভাল আর তাই যে সবাই ভাল এমনটা তো নয়। আবার আমি খারপ বলে সবাই খারাপ এটাও তো বলতে পারি না।

২১ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৪০

সাইবার অভিযত্রী বলেছেন: ইসলাম কায়েম করতে ২৩ বছরের জীবনে রসুল কতবার শরীয়তের লংঘন করেছেন ?

১০| ২১ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৫৯

শান্তি বাহিনী বলেছেন: যাকাতের নামে জামাত যে টাকা তোলে তা দিয়ে ইসলামের কি খেদমত করে ? মানুষ খুন বা রাজনীতি করার জন্য ? ক্যাডার বাহিনী পালার জন্য ? কুরআন হাদীসের কোন আইন জামাতকে যাকাত তুলতে দায়িত্ব দিছে ?

জামাত বিগত সরকারের আমলে দুর্নীতি করে নাই আপনাকে কে বলেছে ? ক্ষমতার অপব্যবহার করে জামাতি অযোগ্য ছাগুগুলা সরকারী জব নে নাই ?

২১ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:০৪

সাইবার অভিযত্রী বলেছেন: ভার্সিটিতে পড়ার সময় ( ৯২-৯৮) খুব অল্প ছেলেদের রুমেই কম্পিউটার থাকত, (বিশেষ ভাবে স্বচ্ছলরাই শুধু) । শিবিরের কর্মী এক ছেলে কম্পিউটার চালাত, আবার যাকাতের টাকার বৃত্তিও খেত!
বলেন সুবহানাল্লাহ !

১১| ২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৪২

নিষ্‌কর্মা বলেছেন: ব্রিটিশরা ইসলাম ধ্বংসের জন্য দুইটা মতবাদ তৈরী করেছিলঃ একটা ওয়াহাবি, অন্যটা মৌ-দুধী। দুইটাই আজ মুসলমানদের জ্বলাচ্ছে। এরা ক্ষমতার পূজারী এবং অর্থলোভী।

জামাতিরা বলতে পারে যে ২০০৭-২০০৮ সালে এদের কেন ধরা হয় নাই? কেননা এরা যে পথে আয় করে, তা দৃশ্যতঃ আইনি পথ। এখন জামাত নিয়ন্ত্রিত সব প্রতিষ্ঠান থেকে তাদের তাড়িয়ে দিলে বা সেই প্রতিষ্ঠানগুলোর মালিকানার হাত বদল হলে জামাতিদের মেরুদন্ড ভেঙ্গে যাবে।

২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:১১

সাইবার অভিযত্রী বলেছেন: দেওবন্দীরা যুগ যুগ করে রক্ত দিয়ে সংগ্রাম করেছে আযাদীর জন্য ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.