নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাইবার অভিযাত্রী

যাদের হাতে দলীল প্রমাণ কম তারা গালি দেয় বেশি

সাইবার অভিযত্রী

সাইবার অভিযত্রী › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশের হাজার হাজার কওমী মাদ্রাসায় লক্ষ লক্ষ গরীব ছেলেরা ফ্রী থাকা-খাওয়া ও পড়ার সুযোগ পায়, কিছু হুজুরদের ত্যাগ আর পরিশ্রমের ফলে।

২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৩৮

দেশের সুবিধা বন্চিত এই জনগোষ্ঠীর খাওয়া -পরা ও পড়ার ব্যবস্হা করার দায়িত্ব কার ? কাদের ? এ দেশের সব বড় লোকরা তো দেশের সম্পদের কৃপাতেই বড়লোক, কোটি পতি । সরকার তো দেশ ও দেশের মানুষের অর্থেই ছড়ি ঘুরায় ।



দেশের বিত্তশালী, বা ক্ষমতাশালী ধার্মিক বা অধার্মিক , মুসলিম বা অমুসলিম সবাই কি এই হত দরিদ্র, সুবিধা বন্চিত, এটিম মিসকিনদের বিষয়ে দায়িত্বশীল না ? দেশ আর দেশের মানুষ বলে বলে ভোকাল কর্ড ছিড়ে ফেলা সুশীলরা কি কখনও একজন শিশুর দায়িত্ব নেন ? কতজন নেন ? কতজনের নেন ?



অথচ এই মাদ্রাসা বন্ধের জন্য কত ফন্দি ফিকির ! এত মহান উদার দেশ দরদী ভাইয়েরা আপনারা মাদ্রাসার ছাত্ররা খাবে কি , চলবে কেমনে এসব চিন্তায় মাদ্রসা বন্ধ করতে চান কেন ? নিজেরা এরচেয়ে ভাল কিছু করুন, ভাল থাকা - খাওয়া লেখা পড়ার ব্যবস্হা করুন, এমনিতেই এতীমরা আপনাদের প্রতিষ্ঠানে পড়ে পরে বুদ্ধজীবী হয়ে যাবে, আর মোল্লা হবে না!

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:০৬

জনৈক রুয়েটিয়ানের ব্লগ বলেছেন: চিন্তার বিষয়।

২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:১২

সাইবার অভিযত্রী বলেছেন: হুম চিন্তা করেন !

২| ২২ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৪৩

আল ইফরান বলেছেন: শেষের কথাগুলো অসম্ভব রকমের সুন্দর এবং কঠিন সত্য কথা বলেছে।
লম্বা লম্বা কথা সবাই বলতে পারে মাদ্রাসা বন্ধ করা নিয়ে কিন্তু এই এতিম শিশুদের কিভাবে পুনর্বাসন করবে তা কিন্তু কেউ বলে না।
আর কোনো ধরনের উপযুক্ত ব্যবস্থা না করে মাদ্রাসা বন্ধ করে দিলে চোখ বন্ধ করেই বলা যায় যে আন্ডারগ্রাউন্ড এক্সট্রিমিজম বেড়ে যাবে।
ভালো লিখেছেন ।

২২ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৩৫

সাইবার অভিযত্রী বলেছেন: লম্বা লম্বা কথা সবাই বলতে পারে মাদ্রাসা বন্ধ করা নিয়ে কিন্তু এই এতিম শিশুদের কিভাবে পুনর্বাসন করবে তা কিন্তু কেউ বলে না

ধন্যবাদ ভাই, শতভাগ সহমত।

৩| ২২ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৫৮

HHH বলেছেন: আল্লাহ চাইলে আল্লাহর রাস্তা বন্ধ হবে না।

২২ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৫৯

সাইবার অভিযত্রী বলেছেন: ওরা চায় আল্লাহর নুরকে ফু দিয়ে নিভিয়ে দিতে, আল্লাহ তার নুরকে পরিপূর্ণ করবেন, যদিও কাফের -মুশরিকদের জন্য অপছন্দনীয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.