নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাইবার অভিযাত্রী

যাদের হাতে দলীল প্রমাণ কম তারা গালি দেয় বেশি

সাইবার অভিযত্রী

সাইবার অভিযত্রী › বিস্তারিত পোস্টঃ

' মুগ্ধ - সুজন ও টিপুকে মনে রেখছে কতজন ? একটা সময় ছিল ব্লগ -ফেসবুক ছিল আপ্লুত আর এখন অনেকটাই বিস্মৃত !

২৪ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৪৮

বান্দরবান ট্র্যাজেডি-প্রিয় বন্ধু তাশদীদ রেজোয়ান মুগ্ধ ও তরিকুল ইসলাম সুজনের চিরবিদায়, কান্না ও শোকে স্তব্ধতা: আহত দুখী মানব ও মাইনুলের জন্য ভালোবাসা - এই শিরোনামে একটা পোষ্ট তোলপাড় করেছিল ব্লগ । Click This Link , এর পর ধীরে ধীরে সাগর-রুনির মত এদের কথাও ম্লান হতে থাকে ।



কিছুদিন আগে ফেসবুকে 'ভ্রমণ বাংলাদেশ' গ্রুপে 'রাতুল বিডি' একটা পোষ্টে লিখেছেন :https://www.facebook.com/groups/vromonbangldesh/permalink/662885153734768/



' মুগ্ধ - সুজন ও টিপুকে মনে রাখার জন্য প্রতি বছর একটা ইভেন্ট হোক ', কথাটা বারবার মনের ভেতর খোচা দিচ্ছে । আর ৩ জনই একই সড়ক দূরঘটনায় নিহত হওয়ায়, দু:খবোধের পাশাপাশি 'সড়ক দূর্ঘটনা বিষয়ে সচেতনাতা ' তৈরীর বিষয়টিও বার বার এসে যাচ্ছে ।





সেই সাথে এটাও মন চাইছে না এটা কোন কমার্শিয়াল বা আনুষ্ঠানিকতা সর্বস্ব ইভেন্ট হোক । বা বিশেষ কোন দলের ব্যানারে হোক । আবার বড় কোন দল বা স্পন্সর ছাড়া এমন কিছু করাও কঠিন !



তাই ভাবছি ভ্রমণ বাংলাদেশ ইভেন্ট এর ডাক দিতে পারে, আর যে কেউ, যে কোন দল নিজের মত করে অংশগ্রহণ করে নিতে পারে ।



যে সড়কে এই মর্মান্তিক দূর্ঘটানা ঘটে, সেটা থানচি - বান্দরবন সড়ক । তাই সে জায়টাই তাদের মনে করার সবচেয়ে ভাল স্হান হবে বলেই আমার বিশ্বাস।



মন বলছে ওদের শেষ না হওয়া পথটাতে চুপচাপ হেটে চলা - এমনটাই হোক ইভেন্ট । সামনে ২৫ শে ডিসেম্বর সরকারী ছুটি, এখনও অবরোধের ডাক দেয়নি কোন দল । তাই :



২৫ : থানচি - বলিপাড়া

২৬ : বলি পাড়া - চিম্বুক

২৭ : চিম্বুক - বান্দরবন



হাটলে কেমন হয় ?



ভ্রমণ বাংলাদেশের এডমিনদের পছন্দ হলে, ইভেন্টের ডাক দিয়েন, অনুরোধ রইল ।





-রাতুলবিডি "



অন্যদিকে বর্তমান পরিস্হিতিতে কোন ইভেন্ট আয়োজন করাও কঠিন, তাই বড় কিছু আয়োজন না করে ছোটা খাট নিজেরাই মুগ্ধ সুজনকে মনে রাখার জন্য কিছু একটা করতে চাইছি ।



আশা রাখি আজ রাতে কয়েকজন বান্দরবন যাব, মুগ্ধ - সুজনের সাথে আরেক জন নিহত হয়েছিল, টিপু, ওদের সবার কথা মনে করে, মনে রেখে ।



মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৪ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৭

সুমন কর বলেছেন: সুন্দর পোস্ট। ব্যাপারটা আমি জানতাম, তাই তথ্য দেবার জন্য ধন্যবাদ।
আপনাদের উদ্যোগের জন্য শুভকামনা রইলো।

২৪ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৩৭

সাইবার অভিযত্রী বলেছেন: ধন্যবাদ ভাই, আপনি কি ভ্রমণ বাংলাদেশ - গ্রুপে আছেন ?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.