নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাইবার অভিযাত্রী

যাদের হাতে দলীল প্রমাণ কম তারা গালি দেয় বেশি

সাইবার অভিযত্রী

সাইবার অভিযত্রী › বিস্তারিত পোস্টঃ

আমেরিকা কেন বড় লোক ? ধনী দেশ ? পর্ব : ২

২৮ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৩১

আগের পর্বে শুধু কিছু প্রশ্ন ছিল, চিন্তার খোড়াক যোগাবার জন্য ।আর মন্তব্যে তথ্য -লিন্ক ছিল। অর্থনীতির কিছু মৌলিক পরিমাপ ও পরিচিতি নিয়ে । কোন উত্তর সমাধান বা বিশ্লেষণ ছিল না ।



এপর্বে বিশ্লষণে যেতে চাইছি । বুঝা যায় এমন একটা বিশ্লষণ চাইছি । "আমেরিকা কেন বড় লোক ? ধনী দেশ ? " ১২০০০ মাইলে দূরের দেশ নিয়ে এত কিছু বিঝাবুঝির আগে চলেন বাড়ির কাছের ঢাকা শহর নিয়ে ভাবি।



ঢাকার লোকজন এত বড় লোক কেন ? ধনী কেন ?



বলতে পারেন ঢাকার লোকেরা বড় বড় কাজ কাম করে ধনী । না ভাই কাজ কাম ছাড়াও অনেক ধনী আছে ! কেমনে ? কেন বাড়িওয়ালায়া ? ২/৪ কাঠা জমির মালিকরা ? কিছু না করেই তারা ধনী !



বাজারের বড় বড় মাছ খায়, দামী চিকন চালের ভাত খায়, ভাল ভাল ফল ফ্রুট খায় ! কেমনে ? জমি তো গ্রামের গরীব চাষীরও ছিল, সেতো এত খাটি খাট না করেও ঠিক মত খেতে পায় না !



আসলে ধনী ঢাকাই এর লোকগুলোকে ধনী করেছে, আর ধনী লোকগুলোই ঢাকাকে ধনী করেছে! আমেরিকার অবস্হাও তাই !



আগের পোষ্টে অর্থনীতি পরিমাপের একটা বিষয় ছিল মানব সৃষ্ট হেরিটেজ ( ঐতিহ্য) ..মানে ? মানে হচ্ছে একই পরিমাপের ২ কাঠা জমি, ঢাকায় ধাম বেশী, দিনাজপুর থেকে ১০০০ গুন ! কেমনে হল ? মানব সৃষ্ট । ঐতিয্য গত ভাবে ঢাকার জমির দাম বেশী,

আর দাম বাড়ছেও, সবচয়ে বেশী হারে বাড়ছে, আর এটা ঢাকাকে ঢাকার লোকদের বড়লোক বানাচ্ছে । এটা মানব সৃষ্ট হেরিটেজ !

ঐতিহ্য !



এটা হয় কি ভাবে ?



এখানেই খেলা ! শুরুতে কোন ভাবে ঢাকায় কিছু লোক ব্যবসা বানিজ্য করে নগর পত্তন করে । এরপর চাকুরী - ব্যবসার সুবিধার জন্য আরো লোক আসত থাকে, আর জমির দাম বাড়তে থাকে । আর ঠিক তখনই বেশ কিছু লোক কিছু না করেই বড় লোক হয়ে যায় !



ইকোনোমীর-ও একটা পরিমাপ ল্যান্ড ইনডেক্স । অর্থাৎ সারা দেশের জমির দাম কত ? বা পুরা শহরের জমির দাম কত ? আরো কিছু উপাদাণের সাথে এ দিয়েও নির্ধারিত হবে সে দেশ বা শহর কতটা ধনী। বা তাদের মোট সম্পদ কত, ইত্যাদী ।



মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৮ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৬

সাইবার অভিযত্রী বলেছেন: ঢাকার জমির উপর মানুষের আস্হা বা কনফিডেন্স এর কারণে এর দাম বাড়ে কোন ভৌত উপাদান ছাড়াই, একই ভাবে আমেরিকাও তার উপর মানুষের কনফিডেন্সের কারণ -ই ওরা এতটা ধনী !

২| ২৮ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৯

সাইবার অভিযত্রী বলেছেন: যেমন সারা দুনিয়ার মানুষ ধনী হবার আশায় আমেরিকা যেতে চায়। গেলে থাকার জায়াগার দাম বাড়ে, বাড়ি ভাড়া বাড়ে, ( নিজেদের জন্যও বাড়ে ) মোটের উপর সারা দেশের জমির দাম বাড়ে, ওরা আরো ধনী হয় ।

বান্দরবনে মানুষ থাকার জন্য চাকুরী খুজতে যায় না, তাই সেখানের জমির দামও বাড়ে না !

৩| ২৮ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:১২

সাদাকালোরঙিন বলেছেন: যে কোন দ্রব্যের দাম নির্ধারিত হয় তা থেকে প্রজেক্টেড ফিউচার ইনকাম এর উপর। ধরুন, আপনি দিনাজপুরে এবং ঢাকায় এক কাঠা জমির দাম নির্ধারন করবেন। আপনি প্রথমেই চিন্তা করবেন দিনাজপুরে এক কাঠা জমি থেকে আপনার আয় কত হবে। যেহেতু ঢাকার এক কাঠা জমি থেকে আপনার আয় অনেক বেশি হবে তাই দিনাজপুরের জমির দাম স্বভাবত:ই ঢাকায় চেয়ে কম হবে।


সামপ্রতিক আমেরিকার ধনসম্পদের বেশির ভাই আসে রিসার্চ, পেটেন্ট ও ব্রান্ডিং থেকে। উদাহরন স্বরুপ, ধরেন অ্যাপল এর কথা।অ্যাপল এর রিসার্চ, পেটেন্ট ও ব্রান্ডিং আমেরিকার। শুধু উৎপাদনটাই আউটসোর্স করা।

আবার ধরেন, আপনি গ্যাপের টিশার্টের ডিজাইন, ব্রান্ডিং হয় আমেরিকায়, আমরা বাংলাদেশে শুধু উৎপাদন করি। আসলে আধুনিক যুগে রিসার্চ, পেটেন্ট ও ব্রান্ডিং ই অর্থনীতির মূল চালিকা শক্তি। তাই উৎপাদনের মূল অংশই থেকে যায় আমেরিকার হাতে। আমেরিকা তার বাজেটের বড় অংশই বিনিয়োগ করে রিসার্চে। অন্যান্য দেশের চেয়ে আমেরিকা এখানে অনেক এগিয়ে। আমার মতে এটাই আমেরিকার সবচেয়ে শক্তি।

২৮ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৫২

সাইবার অভিযত্রী বলেছেন: পেটেন্ট ও ব্রান্ডিং আমেরিকার সবচেয়ে শক্তি। একদম একমত ।

আমার ইচ্ছা আছে ধীরে ধীরে সেদিকে আলোচনায় যাব । এগুলোর পিছনেও আছে কনফিডেন্সের ব্যাপার । আবার আমেরিকা নিজেও একটা ব্রান্ড ! মনে করেন নতুন একটা আমেরিকান ব্র্যান্ড বাজারে এলো যার কোন ব্রান্ডিং -ই হয় নি, তবুও সারা বিশ্বে এটি একটা নির্দিষ্ট পরিমান ব্র্যান্ড ভেলু শুরুতেই পেয়ে যাবে , " আমেরিকান ব্রান্ড" এই হিসেবে । আবার এই ব্রান্ড এর পেটেন্ট - ও বিক্রি করা যাবে! 'কিছু না 'থেকেই অনেক কিছু !

তাই আমেরিকাই একটি ব্রান্ড, আর যার দাম বাড়িয়ে রেখেছে সারা বিশ্ব । আশা করি সে বিষয়গুলো নিয়ে সামনে পোষ্ট দিব !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.