নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাইবার অভিযাত্রী

যাদের হাতে দলীল প্রমাণ কম তারা গালি দেয় বেশি

সাইবার অভিযত্রী

সাইবার অভিযত্রী › বিস্তারিত পোস্টঃ

হায়রে রাজারবাগী ! ১২ - ই রবিউল আউয়াল রসুল স : এর জন্ম দিবষ এরূপ একটা হাদীসও পাওয়া গেল না!

০৮ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৪৭

সহিহ, জয়ীফ এমন কি জাল কোন একটা হাদীসও কি পাওয়া যাবে যে রসুলের জন্ম দিবষ ১২ -ই রবিউল আউয়াল ? না , কেয়ামত পর্যন্ত একটা হাদীসও পাওয়া যাবে না !



কোন একজন সাহাবী বা তাবেয়ীর বর্ণনা পাওয়া যাবে যে রসুল ১২ -ই রবিউল আউয়াল জন্ম গ্রহণ করেছেন ?





রসুলের জন্ম সোমবার, এটা পাওয়া যায় । রবিউল আউয়াল মাস এটাও পাওয়া যায়, ১২ তারিখ কে বলল ? কিভাবে বলল?

মন্তব্য ১৬ টি রেটিং +০/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০৮ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:০২

নতুন বলেছেন: এট্টু পরেই আধা মাইল লম্বা লম্বা দলিল কমেন্টেস করবে... :)

গত কাল রাতে ৮রশির দুবাইয়ের নেতারা আমার এক কলিগের( এরা পরিবারিক মুরিদ) কাছে আসছিলো সামনে ওরসের খেদমতের জন্য....

এইভাবে সারা বিশ্বে মুরিদের কাছ থেকে টাকা উঠায় এলাকা ভিক্তিক নেতারা... আর তার কয়টাকা আসল কাজে লাগে?????

আমি অবশ নেতারা যাবার পরে কিলিগযাতে টাকা না দেয় তার তালিম দিয়েছি... =p~ =p~ =p~

০৮ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:১২

সাইবার অভিযত্রী বলেছেন: এট্টু পরেই আধা মাইল লম্বা লম্বা দলিল কমেন্টেস করবে... :)


১০ মাইল লম্বাও হতে পারে, একেবারে সমগ্র বাংলাদেশ ৫ টন স্টাইলের !

২| ০৮ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:০৭

নিজাম বলেছেন: ঐতিহাসিকগণ হুজুর (সাঃ)-এর জন্মদিন সম্পর্কে একমত নন। তিনটি তারিখ ইতিহাসে উল্লেখ আছে। অথচ হুজুর (সাঃ)-এর ওফাত সম্পর্কে কোন মতবিরোধ নেই। ১২ই রবিউল আউয়াল। যদি আমরা ১২ই রবিউল আউয়াল আনন্দ করি তাহলে কিসের আনন্দ প্রকাশ পায়? জন্মদিনের নাকি ইন্তেকালের দিনের?

০৮ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:১৪

সাইবার অভিযত্রী বলেছেন: হুজুর (সাঃ)-এর ওফাত সম্পর্কে কোন মতবিরোধ নেই। ১২ই রবিউল আউয়াল। যদি আমরা ১২ই রবিউল আউয়াল আনন্দ করি তাহলে কিসের আনন্দ প্রকাশ পায়? জন্মদিনের নাকি ইন্তেকালের দিনের?

আসল সত্য কথাটা বলেছেন ভাই, রসুলের দুশমণ, রসুলের আদর্শের দুশমণরাই রসুলের ওফাতের দিনে ঈদ পালন করে ।

০৮ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:১৭

সাইবার অভিযত্রী বলেছেন: রসুলের দুশমণ, রসুলের আদর্শের দুশমণরাই রসুলের ওফাতের দিনে ঈদ পালন করে । যা :

- আবু বকর ওমর ওসমান আলী সহ কোন খলিফা করেনি ,

- কোন সাহাবী করে নি

- বুখরী - মুসলিম - আবুদাউদ তিরমিজি স হ কোন মুহাদ্দিস করেনি

- বড় পীর আব্দুল কাদের জিলানী - মঈনুদ্দীন চিশ্তি স হ চার সিসসিলার কোন পীর মাশায়েখ করে ন নি,

- ইমাম আবু হানিফা - শাফেয়ী স হ কোন ইমাম করে নি !

তা হচ্ছে নিশ্চত ভাবে প্রমানিত রসুলের মৃত্যু দিনে উৎসব পালন !

৩| ০৮ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:১৬

নতুন বলেছেন: ভাই ভন্ডদের একটা উসিলা দরকার পাবলিকরে একত্র করতে...

মুরিদদের কাছথেকে টাকা খসাবার একটা উসিলা মাত্র..


০৮ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:১৮

সাইবার অভিযত্রী বলেছেন: ভন্ডদের একটা উসিলা দরকার

একদম খাটি কথা !

৪| ০৮ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৫৬

মোঃ আনারুল ইসলাম বলেছেন: ধন্যবাদ @সাইবার অভিযত্রী এরকম একটি পোস্ট দেওয়ার জন্য।

আসলেই যারা খাটি মুসলমান তারা রাসুলের মূত্যুর দিনে জন্মদিন বলে আনন্দ প্রকাশের অবকাশ নেই।

ঈদে মীলাদুন্নবী একটি সুস্পষ্ট বিদআত যা ৬০৫ মতান্তরে ৬২৫ হিজরীতে ইরাকে প্রথম চালু হয়। তাই এ দিনকে উপলক্ষে যা কিছুই করা হোক না কেন তা বিদআতী আমল হিসেবে গন্য হবে(লাজনা দায়েমা ফতওয়া নং-৫৭২৩)।
রাসুল (সাঃ) এর জীবনী ও তারঁ নির্দেশিত পথ সম্পর্কে জানার জন্য বছরের নির্দিষ্ট কোন দিন নয় বরং সারা বছরই উন্মুক্ত। আর এটা নির্দিষ্ট দিনে পালন নিঃসন্দেহে বিদআতী আমল। আর বিদআত এমন পাপ যা আল্লাহর গযবকে তরান্বিত করে।

এই বিষয়ে আমার একটি তথ্য বহুল পোস্ট দেওয়া আছে পারলে দেখুন।

ঈদে মীলাদুন্নবী (সাঃ)

০৯ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৩১

সাইবার অভিযত্রী বলেছেন:
ঈদে মীলাদুন্নবী একটি সুস্পষ্ট বিদআত যা ৬০৫ মতান্তরে ৬২৫ হিজরীতে ইরাকে প্রথম চালু হয়। তাই এ দিনকে উপলক্ষে যা কিছুই করা হোক না কেন তা বিদআতী আমল হিসেবে গন্য হবে(লাজনা দায়েমা ফতওয়া নং-৫৭২৩)।

ধন্যবাদ ভাই, শেয়ার করার জন্য ।

৫| ০৮ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:১১

মেনন আহমেদ বলেছেন: ব্লগে কয়েকদিন দেখেছিলাম কয়েকজন ব্লগার ঈদে মীলাদুন্নবী (সাঃ) পালনের জন্য সবাইকে উৎসাহিত করছিলো এমন কি বলেছিলো যে আমাদের দুই ঈদের দিনের থেকেও এই দিনটি বেশী আনন্দের।
অথচ ছোটবেলা থেকে শুনে এসেছি এই দিনটি আনন্দ করার দিন না।

০৯ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৩৯

সাইবার অভিযত্রী বলেছেন: একই দিনে যদি আপনার বাবা জন্ম গ্রহণ করেন আবার মারাও যান, তবে সেই দিনে আপনি কি ফুর্তি করবেন না শোকের স্মৃতি বহন করবেন ?

৬| ০৮ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:২১

মেনন আহমেদ বলেছেন: দেখুন এই একজন "পরিবেশ বন্ধু" এর নমুনা,উনি এই দিনে আনন্দে আত্বহারা হয়ে যান।

০৯ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৪০

সাইবার অভিযত্রী বলেছেন: একই দিনে যদি আপনার বাবা জন্ম গ্রহণ করেন আবার মারাও যান, তবে সেই দিনে আপনি কি ফুর্তি করবেন না শোকের স্মৃতি বহন করবেন ?

৭| ০৮ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:১২

চুক্কা বাঙ্গী বলেছেন: করিম মিয়া নামক এক ব্লগারের পোস্ট পড়লাম মাত্র। উনি দাবি করছেন হযরত আদম (আ.) আমাদের নবিজীর বার্থডে পালন করতেন অথবা আমাদের নবিজী হযরত আদম (আ.) এর বার্থডে পালন করতেন। ভাইস ভার্সা।
আমার মত নগন্য ব্যক্তির পক্ষে পোস্টের গভীরত উপলব্ধী করা সম্ভব হয়নাই। পড়ে দেখতে পারেন।

১২ রবিউল আউয়াল যাদের অন্তরকে নাড়া দিবে না....তারা কতটুকু মুসলমান?

০৯ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৩৯

সাইবার অভিযত্রী বলেছেন: একই দিনে যদি আপনার বাবা জন্ম গ্রহণ করেন আবার মারাও যান, তবে সেই দিনে আপনি কি ফুর্তি করবেন না শোকের স্মৃতি বহন করবেন ?

৮| ১৫ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:০৪

অলওয়েজ ড্রিম বলেছেন: সহমত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.