![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এভারেষ্টের চুড়ায় অলিম্পিকের মশাল জালানো নিয়ে চীনের প্রচারণাটা ছিল আকর্ষণীয় । তবে বাধ সাধলেন কিছু বেরসিক পর্বতারোহন বিশেষজ্ঞ !
এত উচ্চতার এত আর্দ্র শ্বাস - প্রশ্বাস ! আবার তাতে বিন্দু বিন্দু বরফের অস্তিত্ব নেই ! কেন ?
এভারেষ্টের চুড়ায় কোন ভিডিও যারা দেখেছেন, তারা যানেন চুড়ায় উঠে কামারের হাপরের মত উঠা -নামা করে, হু হা করে শ্বাস নেয় আরোহীরা ! কথা বললে মনে হয় ধাওয়া খাওয়া কুকুরের মত হাপাচ্ছে !
অথচ ওনাদের শ্বাস - প্রশ্বাস স্বাভাবিক !
Click This Link
Click This Link
ইউটিউবে চায়না ভিডিও :
http://www.youtube.com/watch?v=8YF2hRZI4hQ
কিছু সংবাদ মাধ্যমের লিন্ক :
Click This Link
Click This Link
২| ১১ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৫৩
সাইবার অভিযত্রী বলেছেন: বাংলাদেশের এভারেষ্ট কেলেংকারী + দু পক্ষে কাদা ছোড়া ছুড়ি : আদালতে, আর খবর বিবিসিতে !
Click This Link
৩| ২৮ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৪৩
সাইবার অভিযত্রী বলেছেন: পর্বতারোহন দু:সাহষী অভিযান এসব নিয়ে মিথ্যা / প্রতারণা এসব বিষয় অনেক আগে থেকেই জড়িয়ে আছে । প্রথম কেটু অভিযানের প্রতারণা, প্রথম উত্তর মেরু অভিযান নিয়ে একাধিক দাবীদার আমাদের পৃথিবীর-ই অংশ । তাই এগুলো নিয়ে বেশী একটা বিচলিত হওয়া ঠিক না ।
এগুলো অভিযান সংবাদ ও বিশ্লষণের অবিচ্ছেদ্য অংশ । এগুলোর তথ্য স হজ ভাবে নিতে হবে, যৌক্তিক দৃষ্টিকোন থেকে বিচার করতে হবে, নিরপেক্ষ ভাবে সত্য পর্যন্ত পৌছানোর চেষ্টা করতে হবে ।
তবে অশোভন আচরণ এবং নোংরা ভাষা ও সম্বোধন অবশ্যই পরিহার করতে হবে । যুক্তির গাড়ী চলবেই, সত্যের অন্বেষা থামবেনা !
ভাল থাকুন অভিযাত্রী পরিবার ।
৪| ২৮ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:২৮
নতুন বলেছেন: চাইনিজরা তো সবই ফেক জিনিস বানাইতে উস্তাদ...
২৯ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৪১
সাইবার অভিযত্রী বলেছেন: হুম, তবে ইদানিং অনেক ভাল জিনিষও বানাচ্ছে!
©somewhere in net ltd.
১|
১১ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৫০
সাইবার অভিযত্রী বলেছেন: বাংলাদেশের এভারেষ্ট জয়ের বিতর্ক :
Click This Link