নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাইবার অভিযাত্রী

যাদের হাতে দলীল প্রমাণ কম তারা গালি দেয় বেশি

সাইবার অভিযত্রী

সাইবার অভিযত্রী › বিস্তারিত পোস্টঃ

বিশ্বের সবচেয়ে উচু পাহাড় কি কি আর কোথায় অবস্হিত ? এগুলো জয় করেছন কতজন ? আর এতে মারা গেছে কয়জন ?

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:৪৭







বিশ্বের সবচেয়ে উচু পাহাড় ১৪টি ! এগুলো সব কয়টিই

Eight-thousanders বা আট হাজারী ।।
মানে কি ? মানে হচ্ছেএই ১৪ টি পর্বত শৃংগ-ই আছে সারা বিশ্বে যাদের উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে ৮০০০ মিটারের বেশী। আর এজন্য এগুলোই বিশ্বে সবচেয় উচু উচু চুড়া বা পর্বত শৃংগ। মাজার বিষয় এর সবগুলোই এশিয়াতে , আর শুধু এশিয়েতেই না, এগুলো বাংলাদেশের উত্তরের খুব কাছে দেয়াল হয়ে দাড়িয়ে থাকা হিমালয়ে বা এর আশেপাশের পর্বতমালাতেই অবস্হিত। আরো মজার বিষয় এই ১৪টি আট হাজার মিটার পর্বতশৃংগের পর আরো যত ৭০০০ মিটার শৃংগ আছে , আর এর সংখাও শত শত, তার সবগুলোও এশিয়াতে !

গ্রেট এশিয়া !







নীচের ম্যাপে ভারত, চীন, নেপাল, পাকিস্তানের দুটি জায়গা চিন্হিত করা আছে, এখানেই আছে বিশ্বের ১৪টি সবচেয়ে উচু পাহাড় ।









উচু ১৪টি পাহাড় :

এভারেষ্ট : বিশ্বের সর্ব্বোচ্চ চুড়া , টপ অফ দা ওয়ার্ল্ড !



১. Everest

উচ্চতা : 8848 m (29,029 ft)

দেশ :China/Nepal

আরোহন : 3684

মৃত্যু : 210



কে -২ : বিশ্বে উচ্চতায় ২য়, কঠিন হিসেবে ১ নম্বর!



২. K2

উচ্চতা : 8611 m (28,251 ft)

দেশ : Pakistan/ China

আরোহন : 284

মৃত্যু : 81



কাঞ্চনজংঘা : বিশ্বের ৩য় সর্ব্বোচ্চ চুড়া !





৩. Kangchenjunga

উচ্চতা : 8586 m (28,169 ft)

দেশ : Nepal/ India

আরোহন : 209

মৃত্যু : 40





লো-সে: বিশ্বের ৪র্থ সর্ব্বোচ্চ চুড়া !



৪. Lhotse

উচ্চতা : 8516 m (27,940 ft)

দেশ : China/ Nepal

আরোহন : 221

মৃত্যু : 11



মাকালু : বিশ্বে ৫ম সর্ব্বোচ্চ চুড়া !



৫. Makalu

উচ্চতা : 8485 m (27,838 ft)

দেশ : China/ Nepal

আরোহন :234

মৃত্যু : 26



চো -ওয়ু /অই/ইয়ো : বিশ্বের ৬ষ্ঠ সর্ব্বোচ্চ চুড়া !





৬. Cho Oyu

8201 m (26,906 ft)

দেশ : China/ Nepal

আরোহন :2668

মৃত্যু : 39



ধবলগিড়ি পর্বত : বিশ্বের ৭ম সর্ব্বোচ্চ চুড়া !





৭. Dhaulagiri I

উচ্চতা : 8167 m (26,795 ft)

দেশ : Nepal

আরোহন : 358

মৃত্যু : 58



মানাসলু : বিশ্বের ৮ম সর্ব্বোচ্চ চুড়া !





৮. Manaslu

উচ্চতা : 8163 m (26,781 ft)

দেশ : Nepal

আরোহন : 297

মৃত্যু : 53





নাংগা পর্বত : বিশ্বের ৯ম সর্ব্বোচ্চ চুড়া !





৯. Nanga Parbat

উচ্চতা : 8126 m (26,660 ft)

দেশ : Pakistan

আরোহন : 287

মৃত্যু : 64



অন্নপূর্ণা : বিশ্বের ১০তম সর্ব্বোচ্চ চুড়া !





১০. Annapurna I

উচ্চতা : 8091 m (26,545 ft)

Nepal

আরোহন : 153

মৃত্যু : 59



বিশ্বের ১১তম সর্ব্বোচ্চ পর্বত শৃংগ : গাশেরব্রাম -১

(Gasherbrum I : also known as Hidden Peak )





১১. Gasherbrum I (Hidden Peak)

উচ্চতা : 8080 m (26,444 ft)

দেশ : China/Pakistan

আরোহন : 265

মৃত্যু : 2







বিশ্বের ১২ তম সর্ব্বোচ্চ পর্বত শৃংগ : ব্রড পিক( Broad Peak )




১২. Broad Peak

উচ্চতা : 8051 m (26,414 ft)

দেশ : China/Pakistan

আরোহন : 359

মৃত্যু : 19



বিশ্বের ১৩তম উচু পাহাড় : গাশেরব্রাম -২




১৩. Gasherbrum II

উচ্চতা : 8034 m (26,358 ft)

দেশ : China/Pakistan

আরোহন : 836

মৃত্যু : 19



১৪ তম পাহাড় : শিশাপাংমা ( তিব্বতীয় নাম, আর ভারতীয় নাম গোসাই নাথ ! )



১৪. Shishapangma

উচ্চতা : 8027 m (26,335 ft)

দেশ : China

আরোহন : 274

মৃত্যু: 23

মন্তব্য ২৩ টি রেটিং +১/-০

মন্তব্য (২৩) মন্তব্য লিখুন

১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:৪২

নাঈম_নাজিউর বলেছেন: হাহ! আর আমরা আমগো ৩৪০০-৩৫০০ ফিট পাহাড়ে উঠার জন্য কত কাহিনী ই না করি :)

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:৫৯

সাইবার অভিযত্রী বলেছেন: hmm

২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:৫৪

শরৎ চৌধুরী বলেছেন: ইন্টারেস্টিং পোষ্ট।+।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৫১

সাইবার অভিযত্রী বলেছেন: ধন্যবাদ

৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:২৫

স্বপ্নবাজ অভি বলেছেন: বিস্ময় !

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৫২

সাইবার অভিযত্রী বলেছেন: আসলেই এগুলো অপার বিস্ময় !

৪| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:৪৭

আজ আমি কোথাও যাবো না বলেছেন: ইন্টারেস্টিং! :-*

৫| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:৫১

আমিনুর রহমান বলেছেন:



একই পোষ্ট গতকাল দিলেন আজকে আবার দিলেন কিন্তু ভিন্ন নামে! কেনো কারনটা জানতে পারিনি কি? রিপোষ্ট লিখে এবং আগের পোষ্টের লিংকটা শুধু দিয়ে দিতে পারতেন।



পোষ্টটি খুবই ভালো হয়েছে।


০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৫৬

সাইবার অভিযত্রী বলেছেন: ভাই, কালকের পোষ্ট টা অসম্পূর্ণ ছিল । প্রথমে ছবিও ছিল না , লেখাটাও গুছানো ছিল না । ( এই লেখাটাও অবশ্য গুছানো না , তবে ছবির জন্য দেখতে সুন্দর লাগছে )

তাই খুব করে মন চাইছিল পোষ্ট টা আবার প্রথম পাতায় আসুক, অনেকে দেখুক ।

লিন্ক রিপোষ্ট করলে কেউ পড়তে চায় না !

৬| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:৫৫

পদ্মা_েমঘনা বলেছেন: ভাল লিখেছেন। আপনি গতকাল সমকামীতা সংক্রান্ত লেখায় যে মন্তব্য করেছেন তা মূল পোষ্ট আকারে করুন। অনেকের সচেতনতা বাড়বে।ধন্যবাদ।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:০০

সাইবার অভিযত্রী বলেছেন: মন্তব্যটা এক ডাক্তার সাহেবের, আর সেটা পোষ্ট -ও হয়েছে একবার ! আর এক রিপোষ্টের ঠেলাই তো সামলাতে পারছি না, আপনিু বলেন আবার ..

৭| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৩৭

সুমন কর বলেছেন: এই পোস্টটি গতকালই দিয়েছিলেন এবং আমিই প্রথম মন্তব্য করি। কিন্তু আজ আবার কেন?? রিপোস্টও লিখেননি। কেন?

সামু কতৃর্পক্ষকে বলবো, এই পোস্টটি সরিয়ে ফেলতে।



০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৫৮

সাইবার অভিযত্রী বলেছেন: দু:খিত ভাই, এভাবে চিন্তা করিনি ।

আমার বেশীর ভাগ পোষ্ট -ই আমার কাছে পাঠের অযোগ্য মনে হয়, কিন্তু এই পোষ্ট ছবিগুলো দেওয়ার পর সুন্দর লাগছিল, তাই প্রথম পাতায় চান্স নেওয়ার লোভ সামলাতে পারিনি !

৮| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৫০

এম মশিউর বলেছেন: দারুণ পোস্ট! ছবিসহ অনেক ভালো লেগেছে।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৮:৫৩

সাইবার অভিযত্রী বলেছেন: ধন্যবাদ

৯| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:০৩

স্বপ্ন কষ্ট বলেছেন: অনেক কিছু জানলাম ভাইজান......।।

১০| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:০৩

স্বপ্ন কষ্ট বলেছেন: অনেক কিছু জানলাম ভাইজান......।।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৮:৫৩

সাইবার অভিযত্রী বলেছেন: ধন্যবাদ ভাইজান..

১১| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:৫৫

নিউক্লিয়াসে অবস্থানরত ইলেক্ট্রন বলেছেন: অনেক ভালো লেগেছে

১২| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:৫৫

নিউক্লিয়াসে অবস্থানরত ইলেক্ট্রন বলেছেন: অনেক ভালো লেগেছে

১৩| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:৫৬

নিউক্লিয়াসে অবস্থানরত ইলেক্ট্রন বলেছেন: অনেক ভালো লেগেছে

১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:১০

সাইবার অভিযত্রী বলেছেন: মন্তব্যও অনেক ভালো লেগেছে !

১৪| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:১৩

সাইবার অভিযত্রী বলেছেন:



বিশ্বের ১৪ তম শীর্ষ পর্বত শৃংগ : শিশাপাংমা, ভারতীয় নাম গোসাইনাথ !
Click This Link

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.