![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশ্বের ১৩ তম চুড়াটি পাকিস্তানের গিলগিট-বালতিস্তান আর চীনের জিংজিয়াং প্রদেশের সীমান্তে অবস্হিত । গাশেরব্রাম ম্যাসিফের এটা তৃতীয় সর্বোচ্চ চুড়া । কে-৪ নামেও পরিচিত । অর্থ্যাৎ কারাকোরাম রেন্জের ৪র্থ চুড়া ।
বেজ ক্যাপ্মের পিছনে জি-২ :
উইকি মতে গাসেরব্রাম নামের উৎপত্তি বালটিট শব্দ " গাশের " অর্থ সুন্দর আর "ব্রাম" মানে পাহাড় । আর একটি নাম " উজ্জল দেয়াল" এর সাথেও এই নাম বা অর্থ সাংঘর্ষিক না!
নামের বিষয়ে উইকি বলে : Gasherbrum II (Urdu: گاشر برم -2; simplified Chinese: 加舒尔布鲁木II峰; traditional Chinese: 加舒爾布魯木II峰; pinyin: Jiāshūěrbùlǔmù II Fēng. The name "Gasherbrum" comes from the Balti words rgasha ("beautiful") and brum ("mountain"); it does not, contrary to popular belief, mean "shining wall.
গাসেরব্রাম -২, প্রথম জয় করেন অষ্ট্রেলিয়ার ফ্রিত্জ মোরাভেক, জোসেফ লার্চ, হ্যান্স উইলেন পার্ট ১৯৫৬ সালের ৭ই জুলাই । পর্বতারোহণের জীবন্ত কিংবদন্তী রেইনহোল্ড মেসেনার ১৯৮২ সালে এতে আরোহন করেন অক্সিজেন ছাড়াই ।
ভার্টিক্যাল লিমিট নামে খ্যাত, কঠিনতম আট-হাজারী চুড়া 'কে-২' সাথে প্রায় লাগালাগি চুড়া এই গাশেরব্রাম -২। বালটোরো গ্লেসিয়ার ঘিরে কারাকোরামের ৪টি উচু চুড়া, সবকয়টি-ই বিশ্বেরও সর্বোচ্চ ১৩টির মাঝে আছে !
২৬,৩৫৮ ফুট বা ৮,০৩৪ মিটার উচু গাশেরব্রম -২ অনেক পর্বতারোহীরই পছন্দ প্রথম আট-হাজারী চুড়ার অভিজ্ঞতা নেবার জন্য । জি-২, শিশাপংমা আর চো-য়ু কে ধরা হয় অপেক্ষাকৃত সহজ আট হাজারী চুড়া ।
তবে তুলামুলক সহজ হলেও এর গতানুগতিক ক্লাইম্বিং রুটে , শুরুতেই ৫০-৬০ ডিগ্রী খাড়া উঠেতে হয় অনেকটা । জায়গাটা এভালান্চ বা বরফ ধ্বসের ঝুকি পূর্ণ , আর 'রক -ফল' বা শিলা পাত -ও হয় প্রচুর ।
আর এই ঝুকি এড়াতে পর্বতারোহীরা আরো কিছু রুট বের করেছেন।
তবে প্রায় সব রুটেই ৫৯০০-৬০০০ মিটারে ক্যাম্প -১, ৬৪০০ তে ক্যাম্প -২,৭০০০-৭১০০ তে ৩, আর ৭৪০০ তে শেষ ক্যাম্প , সামিট ক্যাম্প। যেখান থেকে দেওয়া হয় সামিট পুশ।
উপরের ছবিতে বাম পাশে - নীচের দিকে সারিবদ্ধ তাবু । আর সেখান থেকে ক্যম্প -১-২-৩-৪ - সামিটের পথ !
উজ্জ্বল দেয়াল : গাশেরব্রাম!
http://en.wikipedia.org/wiki/Gasherbrum_II
২| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:৫৪
৩| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৪৪
সাইবার অভিযত্রী বলেছেন: ব্রড পিক : বিশ্বের ১২ তম শীর্ষ পর্বত শৃংগ!
৪| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৭:১২
পথহারা নাবিক বলেছেন: সুন্দর!!
©somewhere in net ltd.
১|
১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:৫৩
সাইবার অভিযত্রী বলেছেন: বিশ্বের ১৪ তম শীর্ষ পর্বত শৃংগ : শিশাপাংমা, ভারতীয় নাম গোসাইনাথ !