![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কারাকোরাম মাউন্টেন রেন্জে কে-২ থেকে মাত্র ৮ কিলোমিটার দূরে ব্রড পিক অবস্হিত। এটি পাকিস্টানের বালতিস্তানে গাশেরব্রাম ম্যাসিফের অংশ । এর শীষ অনেকটা ছড়ানো তাই পশ্চিমারা এর নাম দিয়েচে ব্রড পিক।
ফ্রিতজ উইনটারস্টেলার , মারকুস স্চ্মুক (Marcus Schmuck ), হারম্যান ভুল ১৯৫৭ সালের ১৯শে জুন, শীর্ষ পিকের বাইরে ৮০৩০ মিটার উচ্চতার " ফোর পিক" আরোহন করেন অক্সিজেন ও হাই অল্টিচিউড পোর্টার ছাড়া !
ভার্টিক্যাল লিমিট নামে খ্যাত, কঠিনতম আট-হাজারী চুড়া 'কে-২' সাথে প্রায় লাগালাগি চুড়া এই গাশেরব্রাম -২। বালটোরো গ্লেসিয়ার ঘিরে কারাকোরামের ৪টি উচু চুড়া, সবকয়টি-ই বিশ্বেরও সর্বোচ্চ ১৩টির মাঝে আছে !
কনকর্ডিয়া - বালটোরো তে রয়েছে এরকম শত শত উদ্ধত পিক মাথা উচু করে দাড়িয়ে । যার অনেকগুলো আজো মাথা নত করেনি মানুষের কাছে, অর্থাৎ ভার্জিন পিক !
Related posts :
বিশ্বের সবচেয়ে উচু ১৪টি পাহাড় চুড়া
বিশ্বের ১৩তম উচু পাহাড় : গাশেরব্রাম -২
বিশ্বের ১৪ তম শীর্ষ পর্বত শৃংগ : শিশাপাংমা, ভারতীয় নাম গোসাইনাথ !
১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:২১
সাইবার অভিযত্রী বলেছেন: আপনাকেও ধন্যবাদ।
২| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৫৫
বেলা শেষে বলেছেন: good writing, good picturing, good collection....
Salam & Respect.
১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:০৩
সাইবার অভিযত্রী বলেছেন: সব গুগুল মামা আর উইকি ভাই এর কল্যানে ...
সালাম।
৩| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:১২
বেলা শেষে বলেছেন: Thenk you very much....but i feel they are slowlly clossing there luggesses- basically "samu"!!!
১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৩০
সাইবার অভিযত্রী বলেছেন: ?
বুঝলাম না তো !
৪| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:১৪
সুমন কর বলেছেন: আপনি সুন্দর সুন্দর পোস্ট দেন কিন্তু অন্যদের ব্লগে কম যান, আমার মতে।
আপনি অন্যদের ভালো পোস্টে গেলে, তারা অবশ্যই আপনার পোস্টে আসবেন।
ভালো থাকবেন।
১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৩০
সাইবার অভিযত্রী বলেছেন: ভাই কোন কোন পোষ্ট হয়ত ভাল হয়ে যায়, তবে বেশীর ভাগই কপি পেষ্ট । ব্লগে নিয়মিত না তাই অন্যদের পোষ্টে যাওয়া হয় না ।
কোন দিন ব্লগে বসলে একবারে অনেক কটা পোষ্ট দিয়ে দেই ।
এই ব্লগে ভিজিটর কম এটা ঠিক । এর একটা কারণ লেখায় ধারাবাহিকতা না থাকা । তবে আমি 'সেফ' না, জেনারেল হওয়াতে প্রথম পেজে পোষ্টের খুব সামান্যই আসে - তাই পোষ্ট অনেকের চোখেই পরে না । আবার পোষ্টে ছবি থাকলে তাও প্রথম পাতায় আসে না । বিভিন্ন কারণে ভিজিটর কম। কি আর করার !
৫| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:০০
সাইবার অভিযত্রী বলেছেন: বেপরোয়া ভাবে খাড়া, ভার্টিক্যাল লিমিট, 'কেটুর' সবচেয়ে কাছাকাছি অবস্হিত আরেক আট হাজারী কিন্তু ফ্ল্যাট 'ব্রড পিক' উচ্চতায় ১২তম
©somewhere in net ltd.
১|
১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:১৪
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: শেয়ার করার জন্য আন্তরিক ধন্যবাদ