![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সমুদ্র পৃষ্ঠে বাতাসের চাপ কতটুকু ? আমাদের শরীরে প্রতি বর্গ ইঞ্চিতে ১৫ পাউন্ড বা সাত কেজি চাপ পড়ে! তাই পুরা শরীরে এই চাপের পরিমান হয় টন টন! এখন চিন্তা করুন আপনাকে একটা আবদ্ধ কাচের জারে আপনাকে রেখে ধীরে ধীরে যদি ভ্যকুয়াম পাম্প দিয়ে সব বাতাস টেনে নেওয়া হয়, তবে কি অবস্হা তৈরী হবে ?
আজব ও জবর আজব বিষয় এটা যে এভারেষ্টের উপর বাতাসের চাপ এখানকার ৩ ভাগের মাত্র ১ ভাগ!!!
অর্থ্যাৎ আপনাকে পুরা ভ্যাকুয়ামে নিয়ে গেলে যা হবে, তার তিন ভাগের দুই ভাগ - হয়ে যাবে এভারেষ্ট চুড়ায় গেলে। সহসা কাউকে সেখানে নিয়ে গেলে কয়েক মিনিটেই সে হুশ হারাবে!
শুরুতে নাক কান ফেটে রক্ত বের হতে থাকবে । বাংলাদেশের স্বানাম ধন্য পরলোকগত পর্বতারোহী মো: খালেদ হোসেন, ২০১০ - এ যখন বেস ক্যাম্প - যান, তখন অসুস্হ হয়ে যান । তার পর্বতারোহনের প্রোফাইল খুবই রিচ ছিল, বাংলাদেশের মাঝে তিনি ছিলেন অন্যতম সেরা । শনেছি তারও নাক বা কান থেকে রক্ত বের হচ্ছিল, পাহারের গোড়ায়, বেস ক্যাম্প - এ !
তাই নল - বোতল আর যন্ত্র লাগিয়ে যতই অক্সিজেন সাপ্লাই দেন না কেন, চাপের স্বল্পতাই যে কাউকে বিধ্বস্ট করে দেয় !
২| ০৯ ই মার্চ, ২০১৪ সকাল ১১:০০
এন ইউ এমিল বলেছেন: ভাবতেই ভয় লাগে
০৯ ই মার্চ, ২০১৪ সকাল ১১:০৮
সাইবার অভিযত্রী বলেছেন: হুম, আসলেই ভয়ের। তবে আমাদের পর্বতারোহীরা শেখানে হাসিমুখই পোজ দেন, যেন কিছুই না!
৩| ০৯ ই মার্চ, ২০১৪ সকাল ১১:০৭
সাইবার অভিযত্রী বলেছেন: The theory " climb high sleep low" is applied for acclimatization।
আর এভাবে বার বার উঠা নামাকে বলে এক্লাইমেটাইজেশন হাইক! মাসাধিক কাল এবাভে উঠা- নামা করে, ৩/৪ টা পুশ দিয়ে, শেষ বার পুশ দেওয়া হয় সামিটের জন্য।
৪| ০৯ ই মার্চ, ২০১৪ সকাল ১১:০৯
সাইবার অভিযত্রী বলেছেন: বিষ্ময়কারভাবে সত্য যে আমাদের পর্বতারোহীরা এরকম এক্লাইমেটাইজেশন পুশ ছাড়াই সামিট পুশ দেন !
হাসি মুখে ছবি তোলেন !!
৫| ০৯ ই মার্চ, ২০১৪ সকাল ১১:১৩
সাইবার অভিযত্রী বলেছেন: একটি বিশ্বমানের এভারেষ্ট সামিট অপারেটর/ কোম্পানীর ডে টু ডে আইটিনেরারী :
Click This Link
Arriving in Kathmandu:
1) Arrive in Kathmandu (1300 meters/4,250 feet). Hotel.
2) In Kathmandu; visit temples, city tour, shopping and restaurants. Hotel; back to top
Trekking to Basecamp:
3) Fly to Lukla (2860 metres/9,400 feet). Walk to Phakding (2650 metres/8,700 feet). Teahouse or camping (photo right by Bruce Manning: Our Everest Nepal expedition features one of the most breathtaking treks in the world , included in the price);
4) Walk to Namche Bazaar (3450 metres/11,300 feet). Teahouse or camping;
5) Rest and acclimatization in Namche. Check email, send messages at cyber-café, and eat at one of the many great restaurants in town. Teahouse or camping;
6) Walk to Pangboche (3750 metres/12,300 feet). Participate in a Buddhist Puja blessing ceremony with the local Lama at the monastery if you wish. Teahouse or camping;
7) Walk to Pheriche (4250 metres/13,900 feet). Visit the Himalayan Rescue Association health clinic. Teahouse or camping;
8) Walk to Dugla (4600 metres/15,100 feet). Teahouse or camping;
9) Walk to Lobuche (4900 metres/16,100 feet);
10) Walk to Gorak Shep (5150 metres/16,900 feet). Teahouse or camping;
11) Walk to basecamp (5000 metres/17,400 feet);
12) Rest, organization, and training day in basecamp;
13) Rest, organization, and training day in basecamp; back to top
Climbing Everest:
14) Walk to Pumori basecamp, sleep there;
15) Walk to Pumori ABC, return to basecamp;
16) Rest in basecamp;
17) Acclimatization trek to the top of Kala Pattar at 5500 metres, return to basecamp (photo right by Bruce Manning: Team members crossing a ladder over a deep crevasse in the ubiquitous Khumbu Icefall. We have fixed rope and ladders laid through the whole maze of shifting glacial seracs);
18) Rest in basecamp.
19) Climb to camp 1 at 5800 metres/19,000 feet., sleep there;
20) Walk to camp 2 at 6200 metres/20,300 feet, return to camp 1, sleep there;
21) Return to basecamp;
22) Rest in basecamp;
23) Rest in basecamp;
24) Walk to camp 1. Sleep there (photo right by Dan Mazur: A perfect view of Camp 1 looking up towards the Lhotse face on the Western Cwm);
25) Walk to camp 2. Sleep there;
26) Rest in camp 2;
27) Explore route to camp 3 (7300 metres/24,000 feet), return to camp 2, sleep there;
28) Return to basecamp;
29) Rest in basecamp;
30) Rest in basecamp; back to top
31) Walk to camp 1, sleep there;
32) Walk to camp 2. Sleep there (photo right by Bruce Manning: A view of our comfortable camp 2 looking up towards the Lhotse face);
33) Rest in camp 2;
34) Walk to camp 3. Sleep there;
35) Descend to camp 1 or camp 2. Sleep there;
Rest in Basecamp or Descend to a Lower Village:
36) Return to basecamp;
37) Rest in basecamp or descend to a lower village such as Pangboche;
38) Return to basecamp from lower village. Rest in basecamp;
Summit Attempt:
39) Walk to camp 1, sleep there;
40) Walk to camp 2, sleep there;
41) Walk to camp 3, sleep there;
42) Walk to camp 4 at 8000 metres/26,200 feet, sleep there; back to top
43) Attempt summit (photo right by Bruce Manning: Our team members starting their ascent of the Lhotse face);
44) Return to camp 2, sleep there;
45) Return to basecamp;
46) Rest in basecamp;
47) Walk to camp 2, sleep there;
48) Walk to camp 3, sleep there (photo by Dan Mazur: Approaching the Hillary Step);
49) Walk to camp 4, sleep there;
50) Attempt summit; back to top
Going Home:
51) Return to camp 2;
52) Return to basecamp;
53) Pack up basecamp;
54) Trek down to Pheriche. Camp;
55) Trek down to Pangboche. Teahouse or camping;
56) Trek to Namche, Teahouse or camping;
57) Trek to Lukla. Teahouse or camping;
58) Flight to Kathmandu. Hotel;
59) Extra day in Kathmandu, in case of delay, and for sightseeing, gift shopping. Hotel;
60) Fly Home. Thanks for joining our expedition!
৬| ০৯ ই মার্চ, ২০১৪ বিকাল ৫:৪১
ভোরের সূর্য বলেছেন: ধন্যবাদ। বেশ কিছু তথ্য জানতে পারলাম।
ভাই আপনার শিরোনামে বানান (অক্ষিজেনের)ভুল খুবই দৃষ্টিকটু লাগছে। দয়া করে ঠিক করে দিন।
০৯ ই মার্চ, ২০১৪ বিকাল ৫:৫৭
সাইবার অভিযত্রী বলেছেন: অনেক ধন্যবাদ ভাই, আমার তো ভুলটা চোখেই পড়েনি!
আপনি বলাতে ঠিক করে দিলাম। আবার ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০৯ ই মার্চ, ২০১৪ সকাল ১০:৫৫
সাইবার অভিযত্রী বলেছেন: এই নারকীয় যন্ত্রণাবিদ্ধ পারিপার্শিকতাকে সামাল দেয় পর্কিবতারোহীরা কিভাবে ? এর নাম এক্লেমেটাইজেশন !
দিনের পর দিন, এক দুই মাস ধরে ধীরে ধীরে উপরে উথে - নীচে নেমে শরীরকে খাপ খাওয়ায় আরোহীরা !