![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিমান নিখোজ হওয়ার বিস্তারিত খবরে-ব্লগে সর্বত্রই এসেছে । এবার একটি টপসিক্রেট ইউএস ডিফেন্স প্রজেক্টের লোম হর্ষক অপারেশণের থ্রীলার শুনুন ।
রাডারকে ধোকা দেবার আর বিমানকে গায়েব করে দেবার একটা টপ সিক্রেট প্রজেক্টে কাজ করত চীন আর মালেশিয়ার ২০ জন্য প্রযুক্তিবিদ । খুবই অসাধারণ একটা আবিস্কার করে ফেলে তারা । রাডার আর অন্যাণ্য খোজ যন্ত্রের চোখ এড়ানোর এমন এক প্রযুক্তি বের করে ফেলে তারা যে ঘন্তার পর ঘন্টা আকাশে উড়াল দিলেও কে্য ট্রেস করতে পারবে না বিমান টা । এমনকি বড় সড় একটা বোয়িং বিমানকেও বিশেষ ধরণের বড় কোন পরিবর্তণ না করে সামন্য একটু কাজ করেই 'আল গায়েব' করে দেওয়া যাবে 'আমান বিমান' ।
টেষ্ট রানে ছোট খাট বিমান দিয়ে আর ল্যাবের রাডার লাগিয়ে পরীক্ষা নিরীক্ষা হল । সবই খুব সুন্দর ভাবে সাকসেস। এবার ল্যাবের বাইরের বিমান আর বিশ্বের তাবৎ রাডায় আর সার্চ টীমকে ফাকি দেবার জন্য তিোরী করা হল টেষ্ট প্ল্যাণ ।
তবে এই যুগান্তকারী আবিস্কার আর অভিনব প্রযুক্তিকে প্রতিদন্দ্বী চীন থেকে বাচানটাই একটা বড় চ্যালেন্জ । সেই সাথে আছে এশিয়ার নতুন অর্থনৈতিক বাঘ মালয়েশিয়া । আর এই প্রজেক্তে কাজও করেছে প্রায় ২০ জন বাঘা বাঘা প্রযুক্তিবিদ, যাদের দেশ চীন আর মালয় ! প্রযুক্তি পাচারের সন্দেহের তীর এই ২০ জনের দিকেই ।
রাস্ট্রীয় নিরাপত্তার জন্য হুমকি এই নাজুক পরিস্হিতি সামলানোর দায়িত্ব পড়ল এফ বি আই চীফের উপর । তিনি সিদ্ধান্ত নিলেন যে করেই হোক প্রেসিডেন্টকে জানানো যাবে না । নিজেই চুরান্ত করে ফেললেন টেষ্ট রানেই শেষ করে দিতে হবে সব, সব চিন্হ, সব সুত্র , সব কিছু!
তাই বিশেষ পরিকল্পনা করে সেই ২০ জন যাত্রীকেই একটা বিমানে উঠিয়ে এক্জিকিউট করা হবে সেই ভয়াবহ পরিকল্পণা । করা হলও তাই !
ফলে বিশ্ব নিউজ মিডিয়ায় ফলাও করে প্রচার হল: ২৩৯ জন আরোহী নিয়ে বিমান উধাউ ! কাগজে খবরটা দেখে মৃদু হাসলেন জেনারেল ..
আয়েশে কফির কাপে চুমুক দিলেন । ওয়াল ডান।
প্রেক্ষাপট বুঝতে ধুম্রজ্বাল বিস্তার কারী একটা কমেন্ট দেখতে পারেন :
ধুম্রজ্বাল বলেছেন: যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ সংস্থা রয়টার্স সূত্রে জানা গেছে, ইলেকট্রনিক ওয়ারফেয়ার প্রযুক্তি ব্যবহার করে উড়োজাহাজকে পুরোপুরি গায়েব করে দেয়া যায়। আর হারিয়ে যাওয়া মালয়েশীয় এয়ারলাইন্সের উড়োজাহাজটিতে এই প্রযুক্তি নিয়ে সরাসরি কাজ করছেন এমন ২০ জন যাত্রী ছিলেন। তারা কুয়ালালামপুর থেকে বেইজিং যাচ্ছিলেন।
নিখোঁজ উড়োজাহাজের যাত্রীদের তালিকা প্রকাশের পর দেখা যায় ‘ফ্রিস্কেল সেমিকন্ডাক্টর’ নামক উচ্চতর প্রযুক্তি বিষয়ক একটি কোম্পানির ২০জন কর্মকর্তা ওই উড়োজাহাজের যাত্রী ছিলেন।
অস্টিন (টেক্সাস) ভিত্তিক ফ্রিস্কেল সেমিকন্ডাক্টর কোম্পানিও তাদের ওয়েবসাইটে প্রকাশ করা বিবৃতিতে নিশ্চিত করেছে তাদের কোম্পানির ২০ জন কর্মকর্তা নিখোঁজ বিমানের যাত্রী ছিলেন।
তারা কুয়ালালামপুর থেকে বেইজিং যাচ্ছিলেন বলেও কোম্পানির বিবৃতিতে উল্লেখ করা হয়। এ ২০ কর্মকর্তার ১২ জন কুয়ালামপুরের এবং ৮ জন চীনের বলে জানানো হয়েছে। এদের সবাই প্রকৌশলী বা বিশেষজ্ঞ এবং কুয়ালালামপুর ও বেইজিং-এ কোম্পানির দুটি চিপ প্রস্তুতকারক ইউনিটে তারা কাজ করতেন।
ফ্রিস্কেল কর্তৃপক্ষ এক বিবৃতিতে ২৩৯ জন আরোহীর সঙ্গে নিজ প্রতিষ্ঠানের ২০ কর্মীর নিখোঁজ হওয়ার ঘটনায় গভীর মর্মবেদনা প্রকাশ করেছে।
ফ্রিস্কেল সেমিকন্ডাক্টর কোম্পানিটির ওয়েবসাইট এবং আন্তর্জাতিক প্রতিরক্ষা বিষয়ক বিভিন্ন জার্নাল ঘেঁটে জানা যায়, ইলেকট্রনিক ওয়ারফেয়ার প্রযুক্তি মূলত রাডারের কার্যক্ষমতাকে বাধাগ্রস্ত করে বিমানকে রাডার বা যেকোন ধরনের নিরাপত্তা ব্যবস্থা থেকে আড়ালে রাখে।
এমনকি এ প্রযুক্তির মাধ্যমে উড়ন্ত বিমানকে মানবচক্ষুর আড়ালও করে ফেলা যায়। প্রাপ্ত তথ্যে দেখা যায়, ইসরায়েলি বিমান বাহিনী এ ধরনের প্রযুক্তি ব্যবহার করছে। ফলে অদৃশ্য অবস্থায় বিমান চালিয়ে প্রতিপক্ষকে আক্রমণ করার ক্ষমতা রাখে ইসরায়েল।
অস্টিনভিত্তিক ফ্রিস্কেল সেমিকন্ডাক্টর মার্কিন যুক্তরাষ্ট্রের নৌ ও বিমান বাহিনীতে ইলেকট্রনিক ওয়ারফেয়ার প্রযুক্তি সক্ষম করে তোলার প্রযুক্তি নিয়ে কাজ করছে। মালয়েশিয়ান এয়ারলাইন্সের ২০ ফ্রিস্কেল কর্মকর্তাই এই প্রযুক্তি ব্যবহারে দক্ষ বলে জানা গেছে।
ফ্রিস্কেল সেমিকন্ডাক্টরের এই ২০ কর্মী উড়োজাহাজকে আড়াল করার প্রযুক্তি নিয়েই কাজ করছিলেন কিনা সে ব্যাপারে নিশ্চিত তথ্য জানা যায়নি। তবে বিশেষজ্ঞ হিসেবে তারা কোম্পানির গুরুত্বপূর্ণ কাজে নিয়োজিত ছিলেন বলে জানা গেছে।
Click This Link
২| ১৯ শে মার্চ, ২০১৪ দুপুর ১২:৩২
সাইবার অভিযত্রী বলেছেন: kaji dar sathe contact korbo ?
৩| ১৯ শে মার্চ, ২০১৪ দুপুর ২:২৫
আল ইফরান বলেছেন: এই ধরনের কন্সপিরেসি থিওরিগুলোকে একেবারে উড়িয়ে দেয়া যায় না
©somewhere in net ltd.
১|
১৯ শে মার্চ, ২০১৪ দুপুর ১২:২৮
সোহানী বলেছেন:
মাসুদ রানার সিরিজ হিসেবে মন্দ না..... কি বলেন....