নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাইবার অভিযাত্রী

যাদের হাতে দলীল প্রমাণ কম তারা গালি দেয় বেশি

সাইবার অভিযত্রী

সাইবার অভিযত্রী › বিস্তারিত পোস্টঃ

পতাকা সমাচার :

২৮ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:১৬

মাহমুদ ফারুকের স্টেটাস :



ঘটনা ১: সেই ৯০ এর আগে - এরশাদ সাহেব বা উনার বিবি প্রায়ই ময়মনসিং আসতেন আর তাহাদের আগমন উপলক্ষে স্কুলে থেকে আমাদের বের করে নিয়ে খাড়া রোদের উপরে পাক্কা দুই তিন ঘন্টা দাড় করিয়ে রাখা হত আর হাতে থাকত কাগজের পতাকা - কালো গ্লাসে ঢাকা গাড়িটি চলে যাওয়া মাত্রই আমরা পতাকা ফেলে আবার স্কুলের দিকে রওনা দিতাম



ঘটনা ২: ১৯৯৭ সালের কোনো এক দিনে টেলিফোনের বিল দিতে বেরুচ্ছিলাম - গতকাল বৃষ্টি বিঘ্নিত ম্যাচে বাংলাদেশ স্কটল্যান্ডের সাথে খেলছিল - সকালে টিভি না ছেড়েই রওনা দিয়েছিলাম - রিক্সায় উঠা মাত্রই দেখলাম গোলাপী রং ছুড়ে কে যেন আমাকে গোলাপী বানিয়ে ফেলল , ব্যাংকে গিয়ে দেখি খোদ ম্যানেজার এর শার্ট লাল সবুজ রঙে রাঙা



যেই দেশে আবুল হোসেন দেশ প্রেমিক সেখানে ১০০ কোটি টাকার জাতীয় সঙ্গীত বাণিজ্য কোনো ব্যাপার ই না - হবে কি করে খোদ জাতীয় সঙ্গীত এমন এক লোকের যিনি বঙ্গভঙ্গের জন্য নোবেল প্রাইজ ই ফিরিয়ে দিয়েছিলেন - যিনি বাংলাই চান নি তার কথাই আমাদের জাতীয় সঙ্গীত - পতাকা ত বহু দূর

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৮ শে মার্চ, ২০১৪ রাত ৮:০০

কালীদাস বলেছেন: ৯৭ সালের ঐদিন আমিও রং-এ ভিজেছিলাম, বাসায় বের হওয়া মাত্র!!!
রবীন্দ্রনাথ নোবেল বর্জন করেনি, ঐ হেডেম ইন্ডিয়ার কারও নেই। নাইটহুড বর্জন করেছিল। আর সেটা কি বঙ্গভঙ্গের জন্য??

২৯ শে মার্চ, ২০১৪ সকাল ৯:৩৫

সাইবার অভিযত্রী বলেছেন: রবীন্দ্রনাথ নোবেল বর্জন করেন নি, নাইটহুড বর্জন করেছিল।
- এটাই সঠিক তথ্য, অন্যের স্টেটাস কপি পেষ্ট করেছি মজা পেয়েছি বলে, অন্যের বলে সেটা বদলাই নি।

ধন্যবাদ।

২| ২৮ শে মার্চ, ২০১৪ রাত ৮:৫০

এই আমি সেই আমি বলেছেন: ্পাক সার বাদ কত মধুময় ছিল !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.