![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুসা ইব্রাহীমের এভারেষ্ট জয়ের 'গল্প' টা নিয়ে সমস্যা নিশাতের । সেটা অসম্পূর্ণ । অথচ অনেক খোজ করেও নিশাত মজুমদারের এভারেষ্ট 'জয়' এর কোন পূর্ণ -অপূর্ণ -অর্ধ - অসম্পূর্ন কোন গল্পই খুজে পাই নি । সবচেয়ে বড় প্রশ্ন : উনি সামিট করেছেন কয়টায় এটারই কোন সদদুত্তর পাই নি!
যাই হোক এভারেষ্ট জয়ের 'গল্প' ছাড়াও নিশাতের হিমালয়ে আরো কিছু 'গল্প' প্রচলিত আছে । ওনার মাকালু অভিযানের ছবি আমরা দেখেছি, দেশের পতাকা হাতে! কিন্তু তার এক অক্ষর 'গল্প'ও কোথাও পাইনি । যতটুকু জানা যায় তিনি মাকালুতে বেস ক্যাম্পের আশে পাশেই ঘোরাঘুরি করেন !
আরেকটা যুগান্তকারী 'গল্প' যেটা পর্বতনিয়ে খোজ খবর রাখা সবাই জানে, সেটা হচ্ছে সিংগা চুলির গল্প । সার্টিফিকেট জালিয়াতির সবচেয়ে অভিনব ঘটনাটি ঘটে সিংগুচুলি অভিযানে ! হিমালয়ের সার্টিফিকেট জালিয়াতির ঘটনাগুলো ঘটে সাধারণত নেপালে বসে । কিন্তু সিংগুচুলি অভিযানে দখা যায় বাংলাদেশে বসেই দলের একজন সার্টিফিকেট পাচ্ছে ! দলের সদস্য রিয়াজ মুল অভিযান শুরুর আগেই ঢাকা চলে আসেন ! আর রাজধানী ঢাকায় বসেই তিনি 'জয়' করেন সিংগুচুলি ! ভাবতে অবাক লাগে নিশাত, যিনি মুসার অজানা কাহিনী নিয়ে সোচ্চার, তিনি দলের জানা কাহিনী জালিয়াতি জেনেও নির্বিকার !
আরেকটা অভিযানের গল্পও নিশাত কোনদিন দেননি, সেটা হচ্ছে মেরা পিক অভিযানের। তবে রুপকথার মত আরেকটা কাহিনী চালু আছে মেরা পিক নিয়ে । নেপাল মাউন্টেনিয়ারিং এসোসিয়েশনের লিস্টেড ৩৩টি পিকের একটি হচ্ছে মেরা পিক । বাংলাদেশের কোন মাউন্টেনিয়ার হিমালয়ে নিজে নিজে রুট ফাইন্ডিং করতে সক্ষম নন। যারাই চুড়ায় উঠেন ( বা কাছাকাছি যান) , সবাইকেই গাইডরা নিয়ে যায়, কোমরে দড়ি দাড়া বেধে । আগে আগে থাকে চুলা-ডেকচি দড়ি-তাবু টানা কুলির দল! মেরা পিকে গাইড/কুলিরা আবহাওয়া খারাপ বসে অভিযানে অসম্মতি জানায় । রূপকাথার মত বিস্ময়কর হচ্ছে ওনারা নাকি নিজেরাই 'সামিট' করে আসেন !
বেস ক্যাম্প থেকে - এডভান্স বেস ক্যাম্প -সামিট এবং ফিরে আশা তিন দিনের মামলা । অথচ এটাও নাকি তারা সেরে এসেছেন রেকর্ড করার মত কম সময়ে! ওনাদের দলের এক সদস্য অবশ্য একবার স্বীকার করেছেন, " আমরা আসল সামিট করিনি " তিনি এখনও তা স্বীকার করবেন কিনা জানি না, তিনি এখন অস্বীকার করলে আর মেরা পিক কাহিনী সত্য ধরলে, আমরা কিন্তু নিশাত মজুমদারের কাছে আশা করতেই পারি, রূপকথার মত বিস্ময়কর মেরা জয়ের ' গল্প' টা কি তিনি কোনদিন বলবেন ?
সন্মানিত ব্লগ পাঠকদের কাছে অনুরোধ আপনারা এ বিষয়ক যেকোন 'গল্প' যে কোন স্হানে পাবেন, দয়া করে কমপক্ষে লিংক টুকু দিয়ে বাধিত করবেন । এ বিষয় আমি অতিশয় আগ্রহী এক পাঠক ।
আর নিশাত মজুমদার ! আপনি যেমন মুসার গল্প নিয়ে আগ্রহী, নিতান্ত সাধারণ এডভেন্চার ফ্যান হিসেবে, আমরাও আপনার এভারেষ্ট - মাকালু - মেরা - সিংগু এগুলোর গল্প জানতে আগ্রহী ! আপনার কাছে আমাদের প্রত্যাশা অনেক বেশী, যেহেতু আপনি বাংলাদেশের দশ জন বিশিষ্ট জনের এক জন।
২| ০৯ ই এপ্রিল, ২০১৪ সকাল ১০:৫৩
সোহানী বলেছেন: এইসব কি শুরু করেছে আপনারা। দু'গ্রুপকেই সামনা সামনি করা হোক..... আমরা সাধারন মানুষ মুসা/মুহিত/নিশাত বুঝি না..... এসব ক্যাচাল বন্ধ হোক এটাই শুধু বুঝি।
০৯ ই এপ্রিল, ২০১৪ সকাল ১০:৫৬
সাইবার অভিযত্রী বলেছেন: দু'গ্রুপকেই সামনা সামনি করা হোক... একমত
©somewhere in net ltd.
১|
০৯ ই এপ্রিল, ২০১৪ সকাল ১০:২০
রাতুলবিডি৪ বলেছেন: এতগুলো সংবাদ মাধ্যমের কথা ঠিক হলে মুহিত নিশাত তাদের সামিটের ভিডিও নিয়ে অবশ্যই মিথ্যা বলেছেন !
Click This Link